নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

বিদগ্ধ কাব্য প্রলাপ ৪

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১




আমি আপনার কবি হই

এক্সকিউজ মি, ভাইয়া!
-হুম! কে ভাইয়া? আমি কারও ভাইয়া নই।

আহা এটি তো ভদ্রতা। আপনার বয়স বেশি হলে হয়তো আংকেল ডাকতাম।
-ওহো! আমি কারও আংকেলও নই। আমি কবি।

কবি? হিহিহি! কবি কি কোন সম্বোধন হতে পারে?
-পারে। কবি কখনও কারও ভাই কাকা মামা দাদা হতে পারে না।

আহা, এ কেমন কথা! আপনার কি পরিবার নেই?
-ছিল। এখন নেই। থাকার কথাও ছিল না। কবিদের পরিবার থাকে না। থাকতে নেই। তারা পরজাগতিক।

কী অদ্ভুত! আপনি হয়তো একজন কবি। নয়তো একজন বদ্ধ পাগল। হিহিহি, মাইন্ড করবেন না!
-না না! কবি বলার পর আমি আর কিছু মনে করতে পারি না।

তাহলে আপনাকে কী বলে সম্বোধন করবো? আপনি তো বয়সে আমার বড়!
-খুব সহজ। আপনি আমাকে কবি বলে সম্বোধন করবেন। আমি আপনার ‘কবি’ হই!


কবিত্ব ছাড়া আমি অস্তিত্বহীন। আমি আস্তিক অথবা নাস্তিক নই। আমি পুঁজিবাদি অথবা সমাজবাদি নই। আমি তরুণ প্রৌঢ় বৃদ্ধ নই। আমি কবি। আর কোন পরিচয় আমার নেই। রাখাও সম্ভব নয়।
নারী প্রকৃতি নদি আকাশ পাহাড় সমুদ্র বন - সবই আমার কাছে একেকটি কবিতা। পৃথিবী আমার কবিতা। জীবন আমার কবিতা। আমি জীবন উপভোগ করি - পানির সাথে পান করি প্রতিদিন। আর প্রেম আমার কবিতা। কবিতা আমার প্রেম। নারী, তুমি আমার কবিতা! আমি তোমার কবি।





প্রলাপের উৎস: ব্লগার শায়মা তথা অপ্সরা থেকে এই প্রলাপের উৎপত্তি। শুভ জন্মদিন, ব্লগার শায়মা। প্লিজ অন্যদের লেখা পড়ুন, শুধু পড়াবেন না! আপনি বড্ড সিলেক্টিভ! এবং। এবং কবিকে উপেক্ষা করা বন্ধ করুন। আজ থেকেই! :)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

শায়মা বলেছেন: মোটেই না!!!!!!!!!!!!!!!!!!

আমি সবার লেখাই পড়ি শুধু মাঝে মাজে ঝামেলাহীন নতুন জীবনের জন্য কারো কারো লেখা এড়াই!!!!!!!!! :P


হা হা হা প্রলাপের উৎস পড়েই বুঝেছিলাম এর উৎপত্তি কোথায়!!!!!!!!! :)

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

বিদগ্ধ বলেছেন: "প্রলাপের উৎস পড়েই বুঝেছিলাম এর উৎপত্তি কোথায়!"
একটি হাস্যকর বক্তব্য উৎস পড়ে তো সবাই উৎপত্তি বলতে পারে।

২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: প্রলাপ ভালো লেগেছে .....
হুম শায়মা শুধু সবাইকে পড়ায় ; ও না পড়েই মন্তব্য করে B-))

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৬

বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ। তবে কবিতায় নয় প্রলাপে ফিরেছেন!
শায়মা আছেন তার ভক্তকুল নিয়ে। তাকে জানা উচিত কবি শুধু ভক্ত রেখেই অভ্যস্ত ;)

৩| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কাল প্রলাপে ফিরেছি ; একদিন ঠিক কবিতায় ফিরব !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.