![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক যখন শুরু হয় তখন মানুষ ভাবতেই পারতো না যে ফেসবুক থেকে ইনকাম করা যাবে।
প্রথম দিকে যারা ফেসবুক ইউজ করেছে তারা কিছু জানে, মেসেজ করতে হলেও অনেক কষ্ট করে করতে হত ৷
ফেসবুকের মূল চিন্তা ছিল কিভাবে মানুষকে এক জায়গায় যোগাযোগ করানো যায়। এই জন্য হয়তো ইহার নাম সোস্যাল মিডিয়া। মানুষকে সোস্যাল বানানো কাজে নেমে ফেসবুকের প্রতিষ্ঠাতা মানুষে ঘরে বসে ইনকাম সুযোগ করে দিয়েছে বটে।
এই ফেসবুক থেকে ইনকাম এর পথে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারা বলেন তো?
তারা যারা প্রথমেই থেকেই ফেসবুকে ছিল। ভয় না পেয়ে সব নতুন কিছু তারা মেনে নিয়েছে।
সেইরকম ভাবেই অনেক সাইট এখন আপনার কন্টেন্ট জন্য আপনাকে পে করে থাকে। কিছু দিনেই আগেই টিকটক থেকে ভিডিও দেখার জন্য পে করা হয়েছে।
আপনার সময়ে মূল্য দিতে এখন সবাই প্রস্তুত। তবে এখন কিন্তু ফেসবুকে থেকে মনিটাইজেশন পাওয়া বেশ কষ্ট সাধ্য।
আর এই জন্য নতুন একটি সাইট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। যেটা কেবল শুরু হয়েছে। আপনি জয়েন করেই কাজ করতে থাকলে আশা করা যায় ভালো কিছু ইনকাম করতে পারবেন।
তাছাড়া আপনাকে কিছু পে করতে হবে না জয়েন করেই আপনার কন্টেন্ট জন্য আপনি পেতে পারেন বোনাস।
সব কিছু শেষে এটা সমস্যা হল, এখানে আপনি চাইলে জয়েন করতে পারবেন না। আপনার রেফারেল বা ইঊজার আইডি দিয়ে জয়েন করতে হবে।
ইহা ফেসবুকের মতই একটি সোস্যাল মিডিয়া। নিজ দায়িত্বে জয়েন করে। নিজের মতন কন্টেন্ট দিয়ে ইনকাম করা সম্ভব। যেমন কাজ করবেন তেমন বোনাস পাবেন ।
কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে তার জন্য ভিডিও টি দেখে শিখে নিতে পারবেন । সময়কে কাজে লাগান এবং নিজের কন্টেন্টের সঠিক ব্যবহার করুন ।
©somewhere in net ltd.