![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকের আপডেট এবং নোটিফিকেশনে সবাই কম বেশি বিরক্ত । গিরগিটির মতন রং বদলায় ।
দিনের বেশিভাগ সময় নোটিফিকেশন চলে যায় । নষ্ট হয় বহু সময় এবং ক্ষতি হয় আমাদের প্রতিদিনের কাজ ।
মেইল ওপেন করলেই, শুধু ফেসবুকের নোটিফিকেশনের মেইল, সোস্যাল পার্টটাতে অন্য কোন সোস্যালের মেইল খুজেই পাওয়া যায় না।
বিরক্ত লাগে মাঝে মাঝে, আপনি না চাইলেও ফেসবুক সব জায়গায় আপনাকে নক দিবে।
আর নোটিফিকেশন আসলেই সেটা দ্রুত দেখতে মন চায় সবার। এতে কাজের কিছুটা ক্ষতি তো হয়।
অনেক সময় দেখা যায়, আপনি শুধু একটা পেজের এডমিন হয়ে আছে কিন্তু কোন কাজ আপনি করেন না।
সেক্ষেত্রে পেজের নোটিফিকেশনও আপনার কাছে আসতেই থাকে। একটা পেজে হাজার হাজার নোটিফিকেশন আসে৷
বুঝতেই পারছেন আপনার কি হাল হবে। তাই নিয়ে হাজির হলাম নোটিফিকেশন সেটিংসের ছোট একটা ভিডিও নিয়ে ।
©somewhere in net ltd.