নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়েব ডিজাইন

আইটি সার্ভিসেস

বিভিআইটি

ওয়েব বাংলাদেশ

বিভিআইটি › বিস্তারিত পোস্টঃ

ডাউনলোড করুন ট্যালী.ইআরপি ৯ ইউজার গাইড

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

অনেক আগ্রহ নিয়ে ট্যালী.ইআরপি ৯ নামিয়েছি আগেই। তবে এডু ভার্সন। পো ভার্সন পাই নি। এত টাকা কোথায় পাব? ট্রেনিং কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ করলাম বিস্তারিত জানার জন্য। ফি শুনে দিলাম ভোঁ-দৌড়। ৬,৫০০ - ১২,০০০! ভাবলাম বাংলাদেশের টাকা কি পানির থেকেও...!

বাসায় এসে আজ নামালাম ইউজার গাইড টি। ভালই কাজে দিচ্ছে। এখন ভাবছি ওদের ফ্রি শিখাব কিনা। কিন্তু হাত খরচ ছাড়া চলবে না। তাই কাউকে শেখানোর থেকে পিডিএফ শেয়ার করাকে বেশি ভাল বোধ করছি। তাই দিলাম আপনাদের ডাউনলোড....



ট্যালী.ইআরপি ৯ ইউজার গাইড ডাউন করতে চাইলে ক্লিক করুন:



১. সার্ভার # ১: Click This Link



২. সার্ভার # ২: Click This Link



ঘুরে আসতে পারেন মূল লেখা থেকে (আমার আইটি বিষয়ক ব্লক)



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

রাতুল রেজা বলেছেন: কিন্তু ইউজার গাইডে তো ট্যালি কিভাবে ব্যাবহার করতে হবে, জার্নাল এন্ট্রি, লেজার এন্ট্রি কিভাবে দিতে হবে, কেস স্টাডি এসব কিছুই নাই। আমি ট্রেনিং নিয়েছিলাম বিডিজবস এ। তবে বই দেখে শিখতে পারবেন। ট্রেনিং ছাড়া অনেক কিছুই শিখতে পারবেন না। কোন ইন্ডাসস্ট্রির জন্যে কিভাবে ট্যালি ব্যাবহার করতে হবে এজন্য ট্রেনিং নিতেই হবে। এগুলা বইতে থাকেনা।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

বিভিআইটি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো কথা, সেরকমই দেখছি।
অলটারনেটিং চিন্তা করতেই হচ্ছে। ডাইং ফ্যাক্টরীর জন্য ম্যানুয়াল চাই। হেল্প করবেন?

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

রাতুল রেজা বলেছেন: ওইজে বলেছিলাম, বিভিন্ন সেক্টর ভিত্তিক ট্যালি ব্যাবহারের কোনো ম্যানুয়াল নাই। আপনাকে ট্রেনিং নিতে হবে। বিডিজবস এ গারমেন্টস ইন্ডাট্রিজ এর জন্যে আলাদা ট্যালি ট্রেনিং দেয়, টাকা খরচ হলেও ওখান থেকে প্র্যাক্টিক্যাল শিখে নিন। বই পরে আপনি ট্যালি কিভাবে ব্যাবহার করতে হয় এন্ট্রি কিভাবে দিতে হয় তা শিখতে পারবেন। কিন্তু সেক্টর ভিত্তিক কিভাবে ব্যাবহার করতে হয় তা আপনাকে ট্রেনিং নিয়ে শিখে নিতে হবে। আমি ১ মাসের ওভারাল ট্রেনিং নিয়েছিলাম, অখানে বিভিন্ন সেক্টরের ব্যাবহার প্রাথমিকভাবে দেখানো হয়েছিল। র ম্যাট, কাপর কত ইয়ার্ড লাগবে, রঙ কত খানি, বোতাম, কয়টা লাগবে এরুম হিসেব নিয়ে প্রতি শারট কত কস্ট পরে তা বের করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.