নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

ঝড়ে পড়বে কি একটি সম্ভাবনাময় জীবন?

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১



তানভীর হোসাইন রনি, বয়স ২৪, বি.এ.এফ.শাহীন কলেজ, ঢাকা এর প্রাক্তন এবং সরকারী তিতুমীর কলেজের বর্তমানে অধ্যয়নরত একজন মেধাবী ছাত্র। ২০০৮ সাল হতে দুরারোগ্য ব্লাড ক্যান্সার (Acute Leukaemia) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের (পিজি) ব্লক: ডি, ওয়ার্ড: ১৫১১, বেড: এন.এম.পি-৪ এ শয্যাশায়ী। ইতোমধ্যে তার নিন্ম মধ্যবিত্ত পরিবার ১৫ লক্ষ টাকা চিকিংসায় ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েছে। তার Bone Marrow Transplantation তথাপি জীবন বাচাঁতে ৬০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এমতাবস্থায়, দ্রুত অর্থের ব্যবস্থা তথাপি দ্রুত চিকিংসার ব্যবস্থা করতে না পারলে একটি সম্ভাবনাময় জীবন অকালে ঝরে পড়বে।

মানবিক ও ধর্মীয় দিক বিবেচনা করে সমাজের সকল সহৃদয়বান, বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবিশেষ অনুরোধ করছি।



সাহায্য পাঠানোর ঠিকানা:



২। তানিয়া ইসলাম

A/C: ১৯৩.১০১.০০৬৪৩৯৭

ডাচ্ বাংলা ব্যাংক লি;

প্রগতি সরনি শাখা, ঢাকা।



১। জিয়া

A/C: ১৯৩.১০১.০০৬১২৮৪

ডাচ্ বাংলা ব্যাংক লি:

প্রগতি সরনি শাখা, ঢাকা



বিকাশ নং(ব্যক্তিগত):

০১৯৩৬৫১৬০০৬ ,

০১৬৮৪৮৯৬৮০০,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.