![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শুভ । আসলে আমার লেখার অভ্যাস নেই তবুও মাঝে মধ্যে লেখার চেস্টা করি । বন্ধুত্ব গড়তে ভালবাসি। ভালবাসি ভালবাসতে ঘুরতে ঝাল ফুচকা খেতে আর ভালবাসি সুধু তোমাকেই। এখনো জানিনা আর কি কখনও খুজে পাব তোমায়? তারপরে এই ছোট্ট মনের ঘরে তোমাকেই খুজি।
অনেক পবিত্র একটি সম্পর্কের নাম
,
যে সম্পর্ক কে আমরা অনেকেই খুব
অবহেলা করি !
দেখা যায় ,
মেয়েটি ছেলেটিকে অনেক
ভালবাসে , মন থেকে ,
কিন্তু ছেলেটি ভালবাসেনা ,
শুধু মাত্র মজার জন্য
মেয়েটিকে পিছে পিছে
ঘুরায়ে কষ্ট দেয় , আর
বন্ধুদের সাথে মেয়েটিকে
নিয়ে মজা উড়ায় ! '' বন্ধু
তুইও ট্রাই মেরে দেখ একটা ''
আবার দেখা যায় ,
ছেলেটি মেয়েটিকে অনেক
ভালবাসে , যে ভালবাসায়
কোনও ধোঁকা নেই
কিন্তু মেয়েটি বুঝেও রীতিমত
ছলনা করে যায় !
আর বান্ধুবিদের কে বলবে '' আরেহ
একটা আবুল
পুরা ! জ্বালিয়ে মারছে ! ''
দিন দিন এই পবিত্র সম্পর্ক টিকে
আমরা বাজে
এক খেলার দিকে ঠেলে দিচ্ছি ,
ভালবাসলে মন থেকে বাস , না হলে
একাই থাকো ,
কারো মন ভেঙো না ,
সত্যিকারের ভালোবাসা একবার
অনুভব করে দেখ ,
কতটা পবিত্র ও শান্তির
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
, তাহলে পাথরে
খোদাই করে লিখে রাখো
'' একদিন তুমিও কষ্ট পাবে সেই একই
কারনে...
©somewhere in net ltd.