নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয়ংকর বোকা

ভাল লাগে খেলা, বই আর বন্ধু।

ভয়ংকর বোকা › বিস্তারিত পোস্টঃ

ম্যাক্রো ফটোগ্রাফি- এক নতুন দুনিয়া।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

রিভার্স ম্যাক্রো ছবি তোলার কায়দা নিয়ে বলেছিলাম আগের পোস্ট এ, একটা জরুরী জিনিস বলতে ভুলে গেছি, ভাল একটা ট্রাইপড ও লাগবে। সবচেয়ে ভাল ফলাফলের জন্য ট্রাইপড এর বিকল্প নাই। আমি নাইকন ডি ৫০০০ ব্যবহার করেছি, আর ১৮-৫৫ মিলি লেন্স। ট্রাইপড Manfrotto MK294A3।



এই ছবিটা ক্যামেরার ম্যাক্রো মুড এ তোলা, ৫৫ মিলি জুম করে।







একই ছবি রিভার্স ম্যাক্রোতে তোলা।







ম্যাক্রো ছবি তুলতে ধৈর্যশীল হতে হয়, হতাশ হলে চলবে না, তাড়াহুড়ো একদম নিষেধ। মাস খানেক হল রিভার্স ম্যাক্রো নিয়ে চেষ্টা করছি, এতো ব্যস্ত থাকি যে সময়ই বের করতে পারিনা ছবি তোলার জন্য!

নিচে কিছু ছবি দিলাম, বিগত এক মাসে আমার ম্যাক্রো তোলার প্রচেষ্টা গুলির বাছাইকৃত কয়েকটা ছবি। যারা মাকড়সা ভয় পান তাদের বলে রাখি, মাকড়সা অত্যন্ত নিরীহ একটি প্রাণী।



এক







দুই







তিন







চার







পাঁচ



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: +

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice post

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ইকরাম বাপ্পী বলেছেন: +++++++++

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ||

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

তুরাগ হাসান বলেছেন: WOW!!!!!!

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

অন্ধকারে একজন বলেছেন: অনবদ্য পোষ্ট।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শেরজা তপন বলেছেন: দারুন ফটোগ্রাফি!

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তিন নাম্বার ক্যাপচারটা অনেক ভালো হইছে।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

ভয়ংকর বোকা বলেছেন: কম্পিউটার ক্রাশ করার ফলে লগ ইন করতে দেরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ কমেন্ট করে উৎসাহ দেয়ার জন্য। ভাল থাকবেন সবাই।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

আমি খুব ভেজালে আছি :(

অনেক সুন্দর পোস্ট...

কখনো সুযোগ পেলে চেষ্টা করবো ।।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

ঈদে অনেক শুভেচ্ছা রইল... !:#P

সময়গুলো যেন পরিজনকে নিয়ে অনেক সুন্দর কাটে :D

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

আমিতো ম্যানুয়েলএ প্র্যাকটিস করারই ধৈর্য্য সময় কোনটাই পাচ্ছি না :((

১৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৫

আরজু পনি বলেছেন:

কী ব্যাপার ?

ব্লগ পাসওয়ার্ড হারিয়ে গেছে নাকি?

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

পোস্ট না দেবার ২ বছর পার হয়ে গেছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.