নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CatchFly

লড়ছি প্রতিটি ক্ষনে নিজের মনের সাথে, জীবনের সাথে এবং সমাজের মানুষের সাথে শুধু অপেক্ষায় জয়ী হবার সম্ভবনা... এই মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবার সাথে সাথেই আর কিছু নাই। সমস্ত স্মৃতি, এই জীবনের সমস্ত অজ্ঞতা সেখানেই শেষ

CatchFly

জীবনটাকে রাঙিয়ে দিতে চাই। আমি খুব সাধারণ একজন, কথায়, ব্যবহারে, পোষাকে, দর্শনে আমি খুবই সাধারণ। তোমার আশেপাশে থাকা আর দশজনের মতই ক্ষুদ্র ও সামান্য এই আমি। দূরপাল্লার বাসে, রোজকার ভীড় সামলানো যানবাহনে তোমার পাশেই যদি বসে থাকি, চোখ ফেরাবেনা দ্বিতীয়বার, এতটাই তুচ্ছ আমি কিন্তু তাতে আমি ব্যাথিত নই একদম বরং গর্বিত আমার সাধারণত্বে

CatchFly › বিস্তারিত পোস্টঃ

পূর্ণতা কিন্নরী, তোমাকে মাঝে মাঝে মিস করি...

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

ফেসবুকে ২০১০ সালের দিকে একুশে টেলিভিশনের উপস্থাপিকা পূর্ণতা কিন্নরীর সাথে পরিচয় হয়েছিল। তার সাথে কথা বলার সময় কখনোই অহংবোধ দেখিনি। :D



আমার সমস্যা হলো, কারো না কারো সাথে খুব সিম্পল বিষয় নিয়ে মন কষাকষি হয়। ঠিক এরকমই ছোট্ট একটি ঘটনায় তার সাথে কথা বন্ধ হয়ে যায়। এরপর মাঝে মাঝে টুকটাক ম্যাসেজ চালাচালির পর ব্যস্ততা ও তার অনাগ্রহের কারণে একসময় যোগাযোগই বন্ধ হয়। /:)



তবে আমি মাঝে মাঝে তার ফেবু প্রোফাইলে উকি দিয়ে আসি। কয়েকমাস আগে তার পিতা গত হবার কথা শুনে খারাপ লেগেছে, আবার কয়েকটা ছবি দেখেও খারাপ লেগেছিল, মাঝে মাঝে তার 'পাবলিক" স্ট্যাটাস ও ছবিগুলি দেখি, কোনোটা ভাল লাগলে নিজের কভার ফটোতে ব্যবহারও করেছি :P



আজ হঠাৎ অনেকদিন পর তার কথা মনে পড়লো। জীবনে কত মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের কথা মাঝে মাঝে মনে করে মন খারাপ হয়, কখনো ভাল লাগে কখনো কষ্ট হয়.... এইতো জীবন, এই বেশ ভাল আছি।



পূর্ণতা কিন্নরী যেখানেই থাকো, ভাল থেকো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১২

অসাম সালা বলেছেন: i am touched . make her a phone call brother. missing some1 idle with no reasons means nothing .so do it bro............

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

CatchFly বলেছেন: আমি সবকিছু হারিয়ে ফেলেছি :( আমি যাকে হারাই তার কাছে ফিরে যাইনা। ফেরাতেও চাইনা, কিন্তু মন এমনই যাকে আমি কখনোই শেকলে বেধে রাখতে পারিনা, সে তার মত স্বতন্ত্র। মনের ভাবনাকে আমার মন করে চালাতে পারিনা।

থ্যাংকু...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.