| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরান নাম গুলো দেখতে ভালো লাগছে। অনেকদিন ব্লগে আশা হয় না। আশা করি সবাই ভালো আছেন। শামশির, উদাসী, বাবুই>বাবুই>, ফিরোজ এবং সবাই.........এতোদিন পরেও নামগুলো দেখতে পাবো আশা করি নাই। আমিও ভালো আছে। আমি জানি ব্লগে এখন এমন আজাইরা মার্কা লিখা আর কেউ দেয় না। নতুন ব্লগাররা এখন অনেক সুন্দর সুন্দ লিখা দেন। কৌশি ভাই কে দেখলাম না। আইরিন মনেহয় এখানে আসে না। তবে জুন, উনি খুব পুরান না হলেও ভালো চালিয়ে যাচ্ছেন। শ্রাবন সন্ধকে মনে পরে। কালপুরুষদা , আপনি এখন কি না মে লিখেন, সবার ফোন নাম্বার হারাইসি
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০
চাচামিঞা বলেছেন: খুবই করুন দশা দেখছি![]()
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।