| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের কথা কোন রাজনৈতিক দলই ভাবছে না
সাম্প্রতিককালে দেশের রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড দেখে আমার মনে হচ্ছে দেশের কথা কোন রাজনৈতিক দলই ভাবছে না। আওয়ামী লীগ, বি এন পি, জামায়াত কোন দলই দেশের কথা ভাবছে না। হরতালে যেভাবে জানমালের ক্ষতি সাধন করেছে, তা নজির বিহীন ।রেলের বগিতে আগুন দেয়া, রেল লাইন উপড়ে ফেলা, সরকারি অফিস ও পাবলিক বাসে আগুন দেয়া কোন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। সবচেয়ে বড় কথা, এদের কোন আদর্শ নেই। যদি থেকে থাকে তবে তা হলো, যেভাবেই হোক ক্ষমতা দখল করা, ক্ষমতা দখল করে লুটপাট করা।
২|
২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
চাঁদপুরের চাঁদ বলেছেন: দেশপ্রেমিকরা হরতালের রাজনীতি করে না --- বেগম খালেদা জিয়া
তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন জনগণ মেনে নেবে না ---- শেখ হাসিনা
ইসলামের দৃষ্টিকোন থেকে মহিলা সঙ্গ ও নেতৃত্ব হারাম ---- জামায়াতে ইসলাম
৩|
২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১০
চাঁদপুরের চাঁদ বলেছেন: সাধারন মানুষের কথা কোন দলই ভাবে না ,দল গুলো শুধু সাধারণ মানুষ কে নিয়ে খেলতে ভালোবাসে । বিএনপি আজ ঘোষণা দিচ্ছে ''হরতাল লাগবে,হরতাল ??
জামাত শিবির আজ চাঁদে সাঈদীকে দেখেছে বলে আবেগ প্রবণ সাধারণ মুসলিম কে উস্কানি দিচ্ছে সহিংসতায় জড়াতে ।
আওয়ামীলীগ লেলিয়ে দিচ্ছে সাধারণ ছাত্র এবং ছাত্রলীগকে ।
ফলাফল , কেউ না কেউ লাশ হয়ে ঘরে ফিরছে । এখানেই শেষ নয় সেই লাশের ছবি তুলে সামাজিক ওয়েবসাইট ফেসবুক এ সেগুলো আপলোড করে আবারো সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছে , উস্কানি দিচ্ছে সহিংসতায় জড়াতে ।
কি শিখছি আমরা এগুলো থেকে ??
আজ আমাদের দিয়ে ফয়দা লুটছে ওই সব দল গুলো , নোংরা রাজনীতির কারণে আজ হারাতে হচ্ছে সাধারণ মানুষের প্রান । ছাত্রদের হাতে থাকবে বই , কেনো তাদের হাতে লাঠি থাকবে ?? জামাত-শিবির হরতাল দিয়ে গাড়ি ভাংচুর,মারামারি,খুন করে তারা বলছে আমরা শান্তির ধর্ম ইসলাম পালন করছি । ধিক্কার এই সব নোংরা রাজনীতিকে ।
ইসলামের আলোকে , মুক্তিযুদ্ধের চেতনায় বাঁচতে চাই আমরা ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯
চাঁদপুরের চাঁদ বলেছেন: পিতার সন্তান মুর্খ,বধির,ফর্সা,কালো যাই হোক, বাংলা আসাম বার্মা-যে কোন দেশের বাসিন্দা হোক পৈত্রিক সম্পত্তির উপর যেমন সকলের সমানাধিকার আছে ঠিক তেমনি আল্লাহর এই পৃথিবীর উপর আল্লাহর বান্দা হিন্দু,মুসলমান,খৃষ্টান,বৌদ্ধ,জৈন,পার্সী,গারো,সাঁওতাল,বাঙ্গালী, অহমিয়া(আসামবাসী),ইউরোপ,আমেরিকান- সকলের সমান অধিকার। এই অধিকার শোষণের নহে ।।
অন্যের হক জোর করে দখল করার নহে।"
–মওলানা ভাসানী