![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি ও চেয়ারম্যান আমি ,টিন চুরি করিনা সো কারো ধার ধারি না :)
"মা" এক অক্ষরের ছোট্ট একটি শব্দ।
কিন্তু এক হাজার বিশেষন দিয়েও মায়ের কথা বলে শেষ করা যাবেনা।যার মায়ের আদর,মমতা পাননি তাদের মর্মবেদনা আর কেউ বুঝতে পারবে না।আমি যে কতোটা ভাগ্যবান আমার মা কে আমার পাশে পেয়ে সেটা বুঝানোর জন্যই আজকের এ লেখা।
আমি তখন খুব ছোট,সবে মাত্র হাটা শিখেছি।আব্বু আম্মুর হাত ধরে অনভ্যস্ত গুটি গুটি পায়ে হাটি।এমনি একদিন মাঠে আব্বু আমাকে একটা ছোট ফুটবল দিয়ে আমার সাথে খেলছিলো।হঠাৎ আমি পড়ে যাই।আব্বু আমাকে ঐ দিনের মতো বাসায় নিয়ে আসে।কিন্তু কেউ বুঝতে পারেনি যে আমি ব্যাথা পেয়েছি।
দেখা গেলো যে দু দিন ধরে আমি ভালোমতো খাইনা,ঘুমাই না।আমার খেলাধুলা আর হাসিও কমে গেলো।আম্মু হঠাৎ লক্ষ করলো যে আমি দাড়াতে পারছি না।সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো।ঐদিন ঔষধ খেয়েও লাভ হলোনা।
পরের দিন আমার পায়ের ফুলা আরো বেড়ে যাওয়াতে আমাকে নিয়ে আব্বু আম্মু ছুটলেন চিটাগং ( আমরা থাকতাম কাপ্তাই) সারাদিন ঘোরে ডাক্তারের পিয়নকে ঘুষ দিয়ে সিরিয়াল নেওয়া হলো।চেম্বারে আমাকে কোনরকম দেখেই ডাক্তার আম্মু আব্বুর সাথে খারাপ ব্যাবহার শুরু করলো,বললো এতোদিন পরে এনেছেন কেনো ? আমার আর কিছু করার নেই,৩ দিন পর অপারেশন, পা কেটে ফেলতে হবে।আম্মু ডাক্তার কে আরেকবার ভালোভাবে দেখতে বললে উনি বললেন উনি যা বলেছেন তাই ফাইনাল,আর উনার হাতে সময় ও নেই।
আম্মু আব্বুর দুজনেরই পাগলের মতো অবস্থা।আব্বু সকাল বেলা হাসপাতাল থেকে কাজে যেতো আর রাতে আবার শেষ বাসে আমাদের কাছে চিটাগং চলে আসতো,যা প্রতিদিনে যাওয়া আসায় ৫ ঘন্টার জার্নি।
যাহোক আমার অপারেশনের আগের ঐ ৩ টা দিন আম্মু পানি আর পাউরুটি ছাড়া কিচ্ছু খায়নি।সারা রাত দিন শুধু আমাকে বুকে নিয়ে কাদঁতো ,কেবিনের আশেপাশে কোন ডাক্তার দেখলেই বারবার অনুরোধ করতো আমাকে আরেকবার দেখার জন্য।আর আল্লাহর কাছে দোয়া করতো।খাওয়া দাওয়া গোসল সব বন্ধ হয়ে গেলো আম্মুর।
যেদিন আমার অপারেশন হওয়ার কথা সেদিন সকালেও আম্মু কাদঁছে এমন সময় আমার পাশের বেডের রোগীর একজন গেস্ট এলেন।
উনি যখন আম্মুকে এভাবে কাদঁতে দেখলেন উনি জিগ্গেস করলেন কেন কাদঁছেন?
আম্মু সব বললে উনি বললেন আপা আপনি যদি কিছু মনে না করেন আমি বাবুকে একবার দেখি।আমি নিজে একজন ডাক্তার।
আম্মু হ্যা বলতেই উনি আমাকে ভালোভাবে দেখে বললেন ,ডাক্তার কি বলেছে যে ওর পা কেটে ফেলতে হবে?
আম্মু বললেন "হ্যা"
উনি নিজে গিয়ে ঐ ডাক্তার কে সাথে করে নিয়ে এলেন, বললেন ওকে আপনি দেখেছেন?
ডাক্তার বললো হ্যা, আমি বলেছি পা ফেলে দিতে হবে।সাথে সাথে ঐ ভদ্রলোক ডাক্তারের কলার ধরে বললেন" কু**র বাচ্চা আজকেই ওর অপারেশন করবি,ওর পা এখনো ভালো আছে,তুই ভালোভাবে না দেখে কেনো কেটে ফেলবি বললি? (পরে জেনেছিলাম ঐ ভদ্রলোক সরকারি কোন বড়ো পদে ছিলেন )
চাপে পড়ে ঐ ডাক্তার আম্মুকে বললো আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে।
তখন আব্বু সাথে ছিলোনা।কিন্তু আম্মু তা নিয়ে না ভেবে আমাকে নিয়ে ছুটলেন অপারেশন থিয়েটারে।তার কান্নামিশ্রিত চোখে তখন একটু খানি আশার ঝিলিক।আম্মুর কোমর আর হাটু ব্যাথার প্রচন্ড সমস্যা।কিন্তু ওসবের তোয়াক্কা না করে আমাকে নিয়ে ৩-৪ তলা সিড়ি ভেঙে উঠলেন।এক নার্স হেল্প করতে চাইলে ঐ ডাক্তার চোখ রাঙিয়ে নিষেধ করে দিলো।আমাকে ওটিতে নেওয়ার পর ঐ ডাক্তার আম্মুকে বকাঝকা শুরু করলো।বললো বড়ো অফিসার ডেকে এনে আমাকে অপমান করেন না? ক্ষমতা দেখান?
আম্মু আমার জন্য ঐ লোকের হাত ধরে বললেন ভাই আমাকে মাফ করেন,আমার ছেলের জীবন টা বাচান প্লিজ।
ডাক্তার বললো আমাদের আয়ার শর্ট আছে অপারেশন আরো কয়েক ঘন্টা পরে হবে,নাহলে ক্লিনিং করবে কে?
আম্মু বললো আমি করবো।
উনি হেসে বললেন পারবেন না,ভেজাল কইরেন না,ওয়েট করেন।
পরে আম্মুর জোরাজোরিতে উনি অপারেশন শুরু করলেন।শুনেছি ৩-৪ গামলা তুলা,রক্ত,গজ এসব ময়লা আম্মু কে দিয়ে পরিষ্কার করিয়েছিলো।
অপারেশনের মাঝখানে বললো যান অমুক ইনজেকশন টা নিয়ে আসুন।আম্মু আবার ছুটলো ,ফিরে আসতেই ডাক্তার বললো আরেকটা ঔষধ নিয়ে আসুন নাম লিখে দিচ্ছি।অথচ পরে আম্মু আয়ার কাছে জানতে পেরেছিলো ঐ সব ঔষধ সবি ডাক্তারদের কাছে ফ্রিজে ছিলো।শুধু আম্মুকে কষ্ট দেওয়ার জন্য আর রাগ দেখানোর জন্য এসব ওরা করেছে।আগেই বলেছি আম্মুর হাটুর ব্যাথা ছিলো শেষের বার যখন ঔষধ নিয়ে উপরে আসে তখন হোচট খেয়ে আম্মুর একটা নখ উপড়ে যায়।কিন্তু আম্মু নাকি টের ই পায়নি।পুরা অপারেশনের সময় ওরা নাকি গান গাইছিলো আর মজা করছিলো।আর আমার অসহায় মা তখন অঝোরে কাদঁছিলো আর দিকভ্রান্তের মতো ঔষধের জন্য এদিক ওদিক দৌড়াচ্ছিলো।
বুকের মানিকের জীবনের জন্য সব অপমান, লজ্জা আম্মু মুখ বুজে সয়ে গেলো।
অপারেশনের পরে আমি নাকি ২ দিন একটানা ঘুমিয়েছিলাম।
আম্মুর সেই নখটি আজো ভালো হয়নি,আম্মুকে আমি বলেছিলাম আম্মু তুমি ব্যাথা পাওনি?
আম্মু হেসে বললো, বাবারে তোর জন্য এটুকু ব্যাথা কেনো আমি আমার জীবন টাই দিয়ে দিতে পারি।তুই আমাকে কখনো ভুলে গেলেও আমি তোকে এভাবেই ভালোবেসে যাবো ,আমি যে তোর মা।
এর পরও দেখেছি আমার যে কোন অসুখ হলে আম্মু সারারাত ঘুমায় না, কখনো কখনো আব্বুকেও ঘুমাতে দেয়না।বিদেশে আছি বলে পরপর ২ দিনও যদি ফোন না দেই ফোন করলেই কান্নাকাটি শুরু করে।
আর এখনো আমার পায়ে সেই অপারেশনের দাগ টি আছে,যখনি দেখি ঐ অজানা ভদ্রলোকটির কথা মনে পড়ে যার উছিলায় আল্লাহ আমাকে পন্ঙ্গুত্বের হাত থেকে বাচিয়েছেন।দোয়া করি যেখানেই থাকুন না কেনো আল্লাহ আপনাকে ভালো রাখুন।
আর আম্মু তোমাকে বলি,অনেক অনেক ভালোবাসি তোমায়,যদিও মুখ ফুটে কখনো বলতে পারিনি ....
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: ওক্করে ফাস কেলাস।ওহনে পইড়া ফালান,পরে কইলাম সাওয়াল জিগামু
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৫
জাতির নানা বলেছেন:
একজন মহিলা খারাপ হতে পারে কিন্তু একজন মা কখনই খারাপ হয় না। মা ইজ মা ।
তুমার লেখাটা পইড়া মনটাই খারাপ হইয়া গেলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব সুন্দর কথা বলছো নানা।আসলেই অসাধারন কথা,কয়েকবার পড়লাম।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৫
রাতুল_শাহ বলেছেন: অনেক বড়।
যায় চোখে পানি দিয়ে আসি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম।পরে পড়ে নিয়েন।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮
নিখিলেস প্যারিসে বলেছেন: ওনার জন্য আমরাও দোয়া করছি, ভালো থাকুন....
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,দোয়া করবেন ।এপ্রিলে দেশে যাচ্ছি আম্মুকে দেখবো অনেক দিন পর
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৩
রাতুল_শাহ বলেছেন: লেখাটা পড়ে মন কেমন নিশ্চুপ হয়ে গেল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।সাথে থাকবেন।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৫
নীল-দর্পণ বলেছেন: এর ই নাম মা.......
ভাল থাকুক সব মা-ই
লেখাটা দু বার এসেছে, খেয়াল করেননি মনে হয়
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ভুলটি ধরিয়ে দেবার জন্য।
ভালো থাকুক ধরনীর সব মায়েরা।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৫
টুন্টু কুমার নাথ বলেছেন: বিনম্র সালাম আপনার সেই মমতাময়ী "মা" কে। আসলে মায়ের এমনই হয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: thnx.
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৬
টুন্টু কুমার নাথ বলেছেন: বিনম্র সালাম আপনার সেই মমতাময়ী "মা" কে। আসলে মায়ের এমনই হয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকুন।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৭
যুবাইরআজাদ বলেছেন: পুরাটা পড়লাম দুইবার হয়ে এসেছে একই কথা। পড়ে আমার মায়ের উপর শ্রদ্ধা বেড়েছে, যাথে হিংসা ও। কারণ আমরা ৭ভাই ২বোন। আমি ৮ নম্বর। আমাদের প্রতি গুরুত্তই ছিলনা বলতে গেলে, আমি আমার বড় বোনটাকে মা ডাকতাম (যা বড় হয়ে শুনেছি) আর ওই বোনটা ৪ বছর আগে মারা গেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। লেখা ভাল লেগেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম, ঠিক করে দিয়েছি।আসলে পরিবার বড়ো ছিলো বলেই হয়তো উনি হিমশিম খেয়ে যেতেন।আমার মা ও তার ছোট ৭ ভাই বোনকে মানুষ করেছেন।তাই বলে মায়ের মমতা কমে যায়না।ভালো থাকুন।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৮
ইলুসন বলেছেন: কিছু কিছু ডাক্তারের উপর এত মেজাজ খারাপ লাগে বলার মত না। হুদাই খারাপ ব্যাবহার করে মানুষের সাথে। পোস্টটা পড়ে খুব খারাপ লাগল।
দুইবার পোস্ট হইছে, এডিট করে দিয়েন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
ধন্যবাদ ভাই,ঠিক করে দিলাম।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২২
চাদের মানুষ বলেছেন: মা গো.............
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: কতো মধুর এ ডাক,যতোবারি ডাকি প্রানটা জুড়িয়ে যায়।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৩
যুবাইরআজাদ বলেছেন: আমার মাথা আউলাইয়া গেছে, মায়ের কথা মনে হয়েছে না।
পড়ে আমার মায়ের উপর শ্রদ্ধা বেড়েছে, যাথে হিংসা ও = পড়ে আপনার মায়ের উপর শ্রদ্ধা বেড়েছে, সাথে হিংসা ও।
(আগেরটা মুছে দিয়েন)
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: মন খারাপ করবেন না।ভালো থাকুন সবসময়।
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩০
দুঃখ বিলাসি বলেছেন: শালার ডাক্তারের.....
পড়ে ভাল লাগলো চেয়ারম্যানসাহেব।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: বাদ দেন ভাই,সবাই তো আর একরকম হয়না।ভালো থাকুন নিরন্তর।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩২
শিশিরের শব্দ বলেছেন: Apnar lekhata pore chokhe pani eshe giese
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ,মাকে ভালোবাসুন।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৫
নাঈম আহমেদ আকাশ বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আন্টির জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালো থাকুন সবসময়।শুভকামনা।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
ShusthoChinta বলেছেন: এত এত রম্যের মাঝে আপনার একটা সিরিয়াস লেখা পেলাম। ভাল না লাগার প্রশ্নই আসে না,উপরন্তু মাকে নিয়ে লেখা! আমি মাঝে মাঝে ভাবি,মায়েরাও কি আর সবার মত সাধারণ মানুষ? আমার মনে হয়,দুনিয়ার সব মা ই মহিয়সী!
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০১
চেয়ারম্যান০০৭ বলেছেন: সময় করে পড়লেন বলে ভালো লাগলো ভাই।এটা কিন্তু আমার প্রথম সিরিয়াস লেখা না আমার আগের আরেকটা লেখা হলো
একজন মেহেরুন্নেসা ও তার সন্তানের গল্প
আসলেই মায়ের তুলনা মা ই ।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৫
আমি তানভীর বলেছেন: আপনার বাকী পোষ্টগুলার সাথে এইটা যায় না । এত ফান এর মাঝে হঠাত্ এমন একটা পোষ্ট দিলেন যে চোখের পানি আটকে রাখতে পারলাম না । এইতো ১০ মিনিট আগেও মা আমার রুমে আসলো । কিন্তু এখনই মনে হচ্ছে যে অনেকদিন দেখি না । দোয়া করি আপনার জন্য, আর সেই ডাক্তার এর জন্য যে আপনাকে পঙ্গুত্বের হাত থেকে বাচিয়েছিলেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমরাও মায়ের চোখের আড়াল হলেই তারা এমনটি ভাবেন।আর আমাদের চাইতে মায়েদের মমতা তো হাজার গুনে বেশি।
অনেক ধন্যভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: একজন মেহেরুন্নেসা ও তার সন্তানের গল্প
Amar arekti lekha
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৭
আমি তানভীর বলেছেন: আন্টিকে আমার সালাম দিয়েন
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: অবশ্যই ভাই।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০১
অথৈ সাগর বলেছেন: মায়ের ভালবাসার কাছে সব কিছুই গৌন।
পোস্টে প্লাচ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: মায়ের ভালো বাসা আপনার ঐ নিকটার মতোই সীমাহীন।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬
ঈষাম বলেছেন: আন্টিকে আমার সালাম দিও দাদা !
ভালবাসি পৃথিবীর সকল মা কে
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: অবশ্যই জানাবো ভাই।সব মায়েদের সালাম জানাই।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১০
ফয়সাল তূর্য বলেছেন: আহা! এর নাম মা!
আন্টিকে আমার সালাম দিও দোস্ত।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১১
চেয়ারম্যান০০৭ বলেছেন: ওকে দোস্ত।আন্টিকেও আমার সালাম দিও।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৭
আন্ধার বলেছেন: আমি নিজেও মেডিক্যালের স্টুডেন্ট। পইড়া মেজাজটা বিলা হইয়া গেলো। ঐ -------- পুত গাঁজা খাইয়া পাস করছে
। ধইরা গারান দরকার ছিল ইচ্ছামতো। যাই হোক। আসলেই মায়ের কোন তুলনা নাই।
আমি ও আপনার মতো বাইরে। কত দিন হইছে বাপ মায়রে দেখি না।
তাহারে ও অনেক দিন দেখি না।
আর আপ্নের লেখা বরাবরের মতোই ভালো হইছি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২২
চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনে আমার যতোডি লেখা পড়ছেন ততো বাক্স সিভিট দেওন লাগবো কইলাম। মায়েরে একটা ফোন দেন,ভালো লাগবো কথা কইলে।
আর "তাহারে" কেডা?
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৮নং প্লাস। মনটা খারাপ হয়ে গেল। আপনার ভাগ্য অনেক ভালো যে ঐ ডাক্তার রূপী শয়তান থেকে বেচে গেছেন। আর মা কে নিয়ে যা বলব সব কম হয় যাব। শুভকামনা রইল প্রিয় চেয়ারম্যান!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: আসলেই ভাই,মা বাবার দোয়া আর আল্লাহর দয়াতেই বেচে গেছি।
বরাবরের মতো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৪
রুদ্রাক্ষী বলেছেন: শুনাছি স্রষ্টা সবজায়গায় থাকতে পারেন না তাই উনি 'মা' বানিয়ে দিয়েছেন।কি যে মন খারাপ লাগছে....।সেই উপকারী মানুষটির প্রতি শ্রদ্ধা।আর মা কে নিয়ে কি বা বলা যায়........? মা তো মা ই ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০২
চেয়ারম্যান০০৭ বলেছেন: সত্যই মা হচ্ছেন আমাদের পরম আশ্রয়।মাকে নিয়ে শত বললেও কম বলা হবে।ভালো থাকুন সবসময়।শুভকামনা।
২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৬
শোশমিতা বলেছেন: মা আমাদের পৃথিবী ..
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩২
চেয়ারম্যান০০৭ বলেছেন: মা আমাদের পৃথিবী .
সুন্দর বলেছেন তো...
২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০২
আজমান আন্দালিব বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা।
ভালো থাকুন ভাই।
২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৮
হাসান মাহবুব বলেছেন: খুবই সুন্দর হৃদয়গ্রাহী লেখা। মায়ের প্রতি শ্রদ্ধা। ঐ ভদ্রলোককে সালাম। আর ডাক্তর এবং তার সাঙ্গপাঙ্গকে লাত্থি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১০
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই মাঝে মাঝে আমার ব্লগে আসবেন,খুব ভালো লাগে আপনাদের মন্তব্য পেলে।
স হ ম ত , ঐ গুলান রে গদাম
২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০১
একজন বাউন্ডুলে বলেছেন: আপ্নে মিয়া খ্রাপ মানুষ , আজকে কান্দাইয়া ছারলেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: একটু নাহয় কান্দলেন ই ভাই,আমরা যে মারে কতো শত বার কান্দাইছি তার হিসাব কে জানে ?
২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০২
নাফিজ মুনতাসির বলেছেন: মনটা অনেক খারাপ হয়ে গেলো আপনার লেখাটা পড়ে...
ডাক্তারগুলারে লাথি মারলাম......
এর নামই মা....সমস্যা নেই...এপ্রিলেই তো আসছেন....তখন আবার মাকে কাছে পেয়ে যাবেন।
++++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার কমেন্টস গুলো খুব ভালো লাগে ভাই।খুব আপন আপন মনে হয়।আমি সামু তে ৭ মাস হলো নিক খুল্লেও লিখি ২ মাস হলো।আপনাকে আমি আগে পাই নাই,আপনি ফিরে আসায় খুব ভালো লেগেছে।
ভালো থাকুন সবসময়।
৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১২
ধীমান অনাদি বলেছেন: মা মানে মা। আর কিছুই বলার দরকার নেই। ++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: একদম ঠিক বলেছেন।
পড়ার জন্য ধন্যবাদ।
৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৯
একজন বাউন্ডুলে বলেছেন: আমরা যে মারে কতো শত বার কান্দাইছি তার হিসাব কে জানে ,
আসলেই তাই ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২১
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম
৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৭
পুরোনো পাপী বলেছেন: sara shondha mon oshomvob valo silo... ar ghumaite jawar aage mon ta kharap hoia gelo....
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: সরি ভাই,তাহলে আমার একটা ফান পোস্ট পড়ে নেন,লাস্টের ২-৩ টা আপনি পড়েন নাই।
৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৬
নিশাচর ভবঘুরে বলেছেন: কিছু লোক এসে মাঝেমাঝে বাঁচিয়ে দিয়ে যায়। এরা স্রষ্টার কাছ থেকে আসেন। পা কাটা গেলেতো আপনার বিয়া হইতোনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: হাচাই কইছেন নাইলে বিয়া করতাম কেমতে ?
৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৭
নিশাচর ভবঘুরে বলেছেন: আপনার মাকেও সালাম। মায়েদের সালাম দিয়ে লাভ নাই। উনারা এটাতে মাইন্ড করবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা ,সালাম দিয়ে দিবো মাইন্ড করবে কেনো ?
৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:০৯
নিশাচর ভবঘুরে বলেছেন: মায়েরা ভাবে উনারা শুধু করে যাবেন, সন্তানের কিছু করতে হয়না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম একদম ঠিক বলছেন।
৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১৮
মুনসী১৬১২ বলেছেন: মা --
সাত আসমান দিলে
সুধিবে না ঋণ
সাত জমিন সোনা
ফুটিবে না হাসি
কেমন আছ
এই কথাতেই
তোমার জগত রশনাই
কত কটু কথা
কত আঘাত
সয়েছ হাসি মনে
দিনমান কত
ফোনালাপ-আড্ডাবাজি
হয় না সময়
বিরক্ত লাগে মুঠোফোনে
তোমার নাম্বার যদি দিন দু'বার ভাসে
সমান্য জ্বর গাঁয়ে
মায়ের ঘুমহীন রাত আধা পেট
যৌথ পরিবার জোয়াল বয়েও
বাঁকা চোখ, কটু বান
নিরবে সয়ে যাওয়া
তবু
সন্তান মোর থাক দুধে ভাতে
আটা শুকায়
ফল যায় পচে
ফিরে না খোকা
নেয় না খোঁজ
বহুদূর ঘুরে খবর আসে
খোকা ভাল আছে
রাত ভরে
খোদার দরবারে
ভেজা চোখে
প্রার্থনা মুখ
সন্তান যেন
না পায় দুখ
পাপী মন
পাষাণ হৃদয়
মা বলে হঠাৎ ডাকে
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমতকার,অসাধারন লিখেছেন ভাই।আমার পোস্টের চেহারাটাই পাল্টে দিলেন এমন সুন্দর একটি কবিতা উপহার দিয়ে।ভালো থাকুন ভাই সবসময়।শুভকামনা রইলো।
৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১২
কামরুল হাসান শািহ বলেছেন: পায়ের সমস্যা খুব মারাত্মক। অসহায় করে দেয়।
মা গুলা সব এমন হয়। এমনিতে খুব দূর্বল, কিন্তু সন্তানের জন্য প্রয়োজনে পাহাড়ও কাটতে পারে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: একদম সত্য কথা বলেছেন ভাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:২৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: aunti k salam diben.
৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১২
পুরোনো পাপী বলেছেন: tai korte hoibo.
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৮
চেয়ারম্যান০০৭ বলেছেন:
৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২০
ফারহারোজ বলেছেন: মা গো মা তার নাই তুলোনা। সকল মাকে সালাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: সকল মাকে সালাম।ধন্যবাদ আপু।
৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৭
ছেরা বলেছেন: আপনার সবগুলো লেখাই পড়ি।সেই লেংটা বেলা থেকে মেহেরুন্নেসা পর্যন্ত।সব।কিন্তু আজ পর্যন্ত কমেন্ট করা হয়নাই।কিন্তু আজকের এই লেখা পড়ার পর কমেন্ট না করে পারলাম না।অসাধারণ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১০
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমিও খুশি না হয়ে থাকতে পারলাম না।অনেক ধন্যবাদ ভাই।
৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৪
িটউব লাইট বলেছেন: বলো মা, কেন এত ক্লান্ত লাগে জীবনের তো অনেক বাকি।
++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১২
চেয়ারম্যান০০৭ বলেছেন: মা মাথায় একবার হাত বুলিয়ে দিলেই দেখবেন নিমিষে এই ক্লান্তি চলে যাবে।
৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৫
আমার- নাম- মেহেদী বলেছেন: আমার মা তাও এইরকম মহিলা জাতের মধ্যে একমাত্র মা জাত তা রেই ভালা পাই। আপনের আম্মাজানের প্রতি সালাম রইল।
আর মনে কইরা মায়েরে ফোন দিবেন কিন্তু যদি শুনি ফোন দেন নাই, তাইলে কইলাম খবর আছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: স হ ম ত।
কথা দিলাম আইজকাই ফুন দিয়া আম্মা কইয়া এক চিক্কর দিমু ( যখন বেশি খুশি হই বা খুশি করতে চাই তখন আম্মুকে আম্মা বলে ডাকি)
বেফুক দইন্যাপাতা ও শুভকামনা লন।
৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩
Neeljosona বলেছেন: আমি যখন এই লেখাটি ঠিক তখনি আম্মু (তোমার মা) আমাকে ফোন করেছে। আমি ওনাকে বললাম আপনাকে নিয়ে নাদিমের একটা লেখা পড়ছি। ওনি অনেক খুশি হয়েছেন।
পৃথিবীর সকল মা তার সন্তানদের কাছে সেরা মানুষ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আম্মু কে বলার জন্য।আমিও আজ ফোন দিবো ইনশাআল্লাহ।
ভালো থাকুন নিরন্তর।
৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা, স হ ম ত।
৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২২
লেডি বার্ড বলেছেন: হায়রে আমরা কত অশায় এই সব ডাক্তারদের কাছে। চেয়ারম্যান সাহেব মায়ের এই অপমানের কথা ভুলে যাইয়েন্না কোনদিন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩০
চেয়ারম্যান০০৭ বলেছেন: নারে ভাই আজ পর্যন্ত পারত পক্ষে জেনে শুনে মাকে তেমন কষ্ট দেই নাই।দোয়া করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেনো মায়ের পাশে থাকতে পারি।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রে ভাই।
৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৫
এলোমেলো রকস বলেছেন: মা কে সালাম, ডাকতার(ডাকাত) রে গদাম
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
সালাম দিয়া দিলাম আর গদাম আল্লাহ দিবোনে
৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৩
পানকৌড়ি বলেছেন: মা কে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে.......
কোন কিতাবে আছে লেখা ,
জানতে বড় সাধ জেগেছে ..........
ফকির সাহাবুদ্দিনরে এই গানটা আপনার জন্য ।
ভালো থাকবেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: এখুনি ইউটিউবে খুজে বের করবো ,অনেক ধন্যবাদ সুন্দর একটি গানের খোজ দেওয়ার জন্য ভাই।
আপনিও ভালো থাকুন,শুভকামনা।
৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩
তন্ময় ফেরদৌস বলেছেন: এই পৃথিবীতে ডক্তারের মত মানুষ যেমন আছে, ঐ ভদ্রলোকের মতন মানুষ ও আছে।
সমস্ত ডাক্তারের পক্ষ থেকে আপনার, এবং মার কাছে ক্ষমা চাইছি।
অনেক শ্রদ্ধা আন্টির প্রতি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪১
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার মতো বড়ো মনের মানুষ কম হলেও যারা আছেন তাদের জন্যই পৃথীবি টা টিকে আছে এখনো।
ঐ ভদ্রলোক ও কিন্তু ছিলেন ডাক্তার।তফাত টা হলো তাদের মনে।
অনেক অনেক ভালো থাকুন।শুভকামনা সবসময়ের জন্য।
৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ্চেয়ারম্যান ভাই-কি পোস্ট দিলেন-একেবারে মনের গভীরে দাগ কেটে দিলো! আমি ও আমার মা কে খুব ভালোবাসি!++++++++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪২
চেয়ারম্যান০০৭ বলেছেন: দইন্যবাদ ভাই,বাফের কাছে বিয়ার লাইগা না কাইন্দা মায়েরে ১ বার কন বিয়া করায়া দিবো নগদে
৫০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৬
গাধা মানব বলেছেন: ভাইয়া, এই লেখা সত্যই হৃদয় ছুয়েঁ গেল।
পৃথিবীর সব মাকে শ্রদ্ধা। আমি আমার মাকে অনেক ভালবাসি।
আন্টিকে আমার সালাম দিও।
আর এই লেখার জন্য তোমাকে পিলাচ আর ওইসব ফালতু ডাক্তারগুলারে গদাম সহকারে মাইনাচ!
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩০
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পড়েছো বলে।সালাম দিয়ে দিবো।
পিলাচ বুঝিয়া পাইলাম
৫১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮
যাযাবরমন বলেছেন: দু:খ জনক।
আপনার পা কাটা যায় নাই এইটা না, ডাক্তার বেটা আরও কত লোকের পা কাটছে এইটা দু:খ জনক।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম ওদের অবহেলার জন্য কত মানুষ জীবন হারায়
৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৭
আজব কবি বলেছেন: আমি খুব চাপা স্বভাবের বলে আমার কষ্ট গুলো কাউকে বলি না, কিন্তু মায়ের কাছে ঠিক ই ধরা খেয়ে যাই, যখন একটার পর একটা প্রশ্ন করতে থাকে তখন অনেক বিরক্ত দেখাই, মা অনেক মন খারাপ করে কিন্তু তারপরেও বলতে থাকে তুই না বললে জানবো কি করে, আমি বলতে পারি না , আবার এও বলতে পারি না মা তোমাকে কতটা ভালবাসি,
++++++++++++++ ভাল থাকবেন চেয়ারম্যান সাব ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার এ কথাটিই বলে দেয় আপনি মাকে কতোটা ভালোবাসেন,আপনার আমার মতো সবাই মা ছাড়া অচল,কিন্তু মুখ ফুটে মাকে বলতে পারিনা।
আপনিও ভালো থাকুন।আন্টিকে সালাম ।
৫৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২১
জোনাকি বলেছেন: হুমম...লেখা ভালো লেগেছে....গুন দেখি আস্তে আস্তে বের হচ্ছে চায়ারম্যান সাবের !
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: কি যে বলেন না ভায়া :> :> আমার লজ্জা লাগেনা বুঝি ?
৫৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৫
কলম.বিডি বলেছেন: আপনি এমন সিরিয়াস লেখাও লিখতে পারেন? কাঁদাইলেন তো !! আপনার আম্মাকে সালাম। দোয়া করেন যেন আমিও এমন একটা মা হতে পারি, ঠিক আমাদের আম্মুর মত...
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: হা.হা.
আমার আরেকটা লেখা আছে এমন একজন মেহেরুন্নেসা ও তার সন্তানের গল্প
পড়ে দেখুন হয়তোবা ভালো লাগবে।
আর দোয়া লাগবে না,আল্লাহ মায়ের মনে এমন ভালোবাসা তঐরি করে দেন যা আর কারো মাঝে নেই।তবুও দোয়া ও শুভকামনা রইলো।ভালো থাকবেন।
৫৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৫
ইকরাম উল্যাহ বলেছেন: চেয়ারম্যান ভাই পোস্টটা পড়ে কাঁদলাম। নস্টালজিক হয়ে পড়লাম।
বছর দশেক আগে আমি সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এক্সিডেন্ট করি। পায়ে ব্যাথা পেয়েছিলাম। আমাকে বাড়ি নিয়ে যাওয়া হল। ডাইক্লোফেনাক দেয়া হল। সপ্তাহান্তেও আমার ব্যাথা সারেনা। আমার মায়ের কান্না দেখেছি তখন। এরপর বাবা ফিরে জেলা শহরে নিয়ে যান। এক্সরে করে জানা যায় পা ভেঙ্গে গেছে। প্লাস্টার করা হল। ২১দিন পর প্লাস্টার কাটা হল। আমি এবারও হাঁটতে পারছিলাম না। এবার বাবার কান্না দেখলাম। বাবা হয়ত এটা ভেবে কষ্ট পাচ্ছিলেন যে তাঁর একমাত্র ছেলে সারা জীবনের জন্য খোঁড়া হয়ে যাবে? আমাকে নিয়ে এলেন ঢাকায়। বড় ডাক্তার দেখান হল। এমআরআই রিপোর্ট দেখে ডাক্তার বলল পায়ের লিগামেন্টও ছিঁড়ে গেছে। বিশ্রাম থাকতে বললেন। ফিজিওথেরাপি নিতে বললেন। আল্লার রহমতে ৬ মাসের মাথায় ভাল হয়ে গেলাম।
কিন্তু মা-বাবা যে ইউনিক সেটা এ দুর্ঘটনার মধ্যে দিয়ে বুঝেছিলাম। ভাই আর বলতে পারছিনা। লিখতে ইচ্ছে করছেনা।
মা-বাবা কে যতটুকু ভালবাসি তার সিকিভাগও বলতে পারিনি কখনো।
শামসির ভাইয়ের একটা কথা দিয়ে শেষ করছি-- "বড় হলে তুমি অবশ্য আরেকটি জিনিস আবিষ্কার করবে, বাবা মার প্রতি সন্তান কিংবা বড় হয়ে যাবার পর সন্তানের প্রতি ভালবাসার প্রকাশটা আমাদের সমাজে যথেস্ট কম, যদিও অন্তরে ভালবাসার কোন কমতি নেই।"
মাকে মনে পড়ে খুব।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১
চেয়ারম্যান০০৭ বলেছেন: ধন্যবাদ আপনি মা বাবার অবদান বুঝতে পেরেছেন বলে।তাদের সবসময় খুশি রাখতে চেষ্টা করুন।
শামসির ভাইয়ের সাথে একমত।ভালো থাকুন নিরন্তর।
৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৮
কলম.বিডি বলেছেন: ওইটা পড়সিলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১
চেয়ারম্যান০০৭ বলেছেন: তাহলে আবারো ধন্যবাদ আপু।
৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৪
তন্ময়০১৩ বলেছেন: মনঢাই খারাপ হইয়া গেল।
পোস্টে পিলাচ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমরা যে মাকে কতো ভাবে মন খারাপ করে দেই সেটা আমরা কখনো ভাবি না।ভালো থাকবেন ভাই।
প্লাসের জন্য দইন্যাপাতা
৫৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
ইকরাম উল্যাহ বলেছেন: আপনি একদিন বলেছিলেন আপনার কোন পোস্ট আমার প্রিয়তে নাই। এইটা যাবে।
আর মাত্র আড়াই বছর। পড়ালেখা শেষ করে চাকরি ধরলেই মা-বাবাকে নিয়ে আসব ঢাকায় বা আমার পোস্টিং যেইখানেই হয়। মায়ের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বলতে যেটা বুঝায় সেটা আমার নেই। বাবার সাথে সমঝোতা ভাল। তাদের মিস করি খুব।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব খুশি হয়েছি ভাই।আমার লেখা পড়ে যদি আপনার মায়ের কথা এতটুকু হলেও মনে পড়ে তাহলেই হবে।
আপনার ইচ্ছার কথা জেনেও ভালো লাগলো,হয়তো বাবার সাথে আপনি বেশি ফ্রি,কিন্তু মায়ের টান সবচাইতে বেশি।
৫৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
ইকরাম উল্যাহ বলেছেন: আমি মনে হয় একটু বেশিই অন্তর্মুখী। একটু আগে কমেন্টগুলো লেখার সময় আপু আমার রুমে এসেছিল কয়েকবার(বোন, ভগ্নিপতির সাথে ঢাকায় থাকি আমি।)। প্রতিবারই আমি অন্যট্যাবে চলে যাচ্ছিলাম যেন আপু আমার কথাগুলো দেখতে না পায়। নিজেকে এভাবে লুকিয়ে রাখতে হয়ত বোধ হয় খুব পছন্দ করি। হয়ত বাবা মায়ের সাথে ভাল যোগাযোগ না থাকার জন্য আমার এ অভ্যাসটিই দায়ী।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি যতুটুকু জানি যারা নিজেকে এভাবে গুটিয়ে রাখতে পছন্দ করে তারা আসলে বেশি আবেগপ্রবন হয়।অল্প্ তেই দু:খ পায় আবার অল্প তেই হাসে।
আপনিও হয়তো তেমন।
পারলে অভ্যাস টা পরিহার করুন।মা ই একমাত্র আশ্রয় যেখানে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমানো যায়।
ভালো থাকুন।
৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৫
মাহমুদা সোনিয়া বলেছেন: মা তো মা-ই!! ভালো আর খারাপ কিছু না!! এসবে কিছুই যায় আসে না!!
ভালো লাগা দিয়ে গেলাম কিন্তু।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: ঠিক ই বলেছেন।আপনারা কিন্তু ভাগ্যবতী,মায়ের জাত হিসেবে জন্মেছেন।
ধন্যবাদ সহকারে ভালো লাগা বুঝিয়া পাইলাম।
৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৮
গুপ্তঘাতক007 বলেছেন: মা তো মা,এর বেশি আর কি কমু! ওই হারামিডারে কৈষা কয়েক্টা লাগাইলাম,তবে আশা করুম তার সন্তানের মাও যেন এমন কষ্ট না পায়। আরেক্টা চোখে পানি আনার লেখা চেয়ারম্যান ছাব!
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: হ্যা ভাই,দোয়া করি যাতে দুনিয়ার কোন মা ই এমন কষ্ট না পায়।
৬২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০৩
অন্ধকারের রাজপুত্র বলেছেন: আমাকে এভরি ডে দুইবার কল করার আদেশ দেয়া হয়েছিলো, কোন অসুবিধা হলে অন্তত একবার ।
আজ প্রায় দেড় বছর হয়ে গেছে, কিন্তু আমি দিনে অন্তত একবার কল করতে কখনো ভুলি নি ।
মায়ের ভালোবাসা সম্পর্কে কিচ্ছু বলার নেই । কারণ, "মা" তো "মা"-ই । তার সাথে কারো তুলনা চলে না ।
আমি আপনার মতো করেই বলতে চাই, আম্মু তোমাকে অনেক অনেক ভালোবাসি ,যদিও মুখ ফুটে কখনো বলতে পারিনি ....
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে ভাই,দোয়া করি সবসময় এভাবে মাকে ভালোবেসে যান।
৬৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০৭
অন্ধকারের রাজপুত্র বলেছেন: বি.দ্র: পোস্টটি আমার প্রিয় লিস্টে লাইফটাইম গ্যারান্টির সাথে যুক্ত করা হয়েছে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।শুভকামনা রইলো।
৬৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:২৭
রিফাত হোসেন বলেছেন: +
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২০
চেয়ারম্যান০০৭ বলেছেন: অনেক খুশি হলাম রিফাত ভাই।আজকাল দেখি শুধু ছোটখাটো মন্তব্য করেন।কেমন আছেন?
৬৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২২
কি নাম দিব বলেছেন: বলার মতো কিছু খুঁজে পাচ্ছিনা।
ভালো থাকুক সকল মা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২১
চেয়ারম্যান০০৭ বলেছেন: আসুন দোয়া করি ,ভালো থাকুক সকল মা।
৬৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
জোবায়ের নিয়ন বলেছেন: জাতির নানা বলেছেন:
একজন মহিলা খারাপ হতে পারে কিন্তু একজন মা কখনই খারাপ হয় না। মা ইজ মা ।
আন্টিকে আমার সালাম দিয়েন।
ভাল থাকুক পৃথিবীর সকল মা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমারো খুব ভালো লেগেছে কথাটি।
আপনার মাকে ও সালাম যদিবেন।দোয়া করতে বলবেন।
ভালো থাকুক পৃথিবীর সকল মা।
৬৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪
অগ্রপথিক... বলেছেন: আপনার মার জন্য শুভ কামনা রইল। আসলেই মায়ের চেয়ে আপন কেউ এই ধরাতে হতে পারে না।
সাথে সাথে ধিক্কার রইল ঐ ডাক্তাররূপী জানোয়ারদের প্রতি। ভাল থাকবেন-
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
আর গানের মতো বলতে চাই " সবকিছু কে ভুলতে পারি,বিশ্বজোড়া একটাই নাম ,মা ভুলতে পারিনা "
অসাধারন গান।ভালো থাকুন সবসময়।আপনার মার জন্য সালাম।
৬৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৫
রেজোওয়ানা বলেছেন:
কিছু কিছু ডাক্তার আছে, এমন শয়তান, এইগুলার নামে এটেম্পট টু মার্ডারের কেস করা উচিত। একটা ছোট্ট বাচ্চার জীবন নিয়ে এমন, এটা সহ্যই করা যায় না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম ঠিক ই বলেছেন আপু, মাঝে মাঝে ওদের দায়িত্বে অবহেলা দেখলে ভাবি ওরাও কি মানুষ ?
পড়ার জন্যা অনেক ধন্যবাদ।
৬৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৭
শিশেন সাগর বলেছেন: অনেক কষ্ট লাগছে সেই দিনের কথা কলপনা করে, এমন মানুষ হয় যারা মায়েদের কান্নার মাঝেও আনন্দ খুজে পায়, মা শব্দটা শুনলেই ইদানিং খুব ক্লান্ত মনে হয় নিজেকে, সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছে করে আবার
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আসলেই ভাই,মায়ের জন্য দুনিয়া ও ছাড়তে পারি।ভালো থাকুন সবসময়।
৭০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৩০
মানস সেন বলেছেন: এইটা কি দিলা চেয়ারম্যান??? আমার কান্না আসতেসে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২২
চেয়ারম্যান০০৭ বলেছেন: এমন ঘটনা অহরহ ই ঘটছে রে ভাই আমাদের দেশে।আপনি কতোবার কাদবেন?
কাদা তো উচিৎ ঐ মানুষ রুপি জানোয়ারদের যারা মানুষ কে মানুষ বলে ভাবে না।
কেমন আছেন? সব খবর ভালো?
আমার একটা ফান পোস্ট পড়েন ,হয়তো মন ভালো হয়ে যেতেও পারে
৭১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৪
সালমাহ্যাপী বলেছেন: এত সুন্দর লেখা আর পড়লাম এত দিনে!!!!!মনটাই খারাপ হয়ে গেল
পৃথিবীর সব মা'ই ভালো থাকিক সুস্থ থাকুক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪২
চেয়ারম্যান০০৭ বলেছেন: ধন্যবাদ আপু পড়ার জন্য।
মাকে ভালোবাসুন।ভালো থাকুক পৃথীবির সকল মা।
শুভকামনা।
৭২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৬
আহমাদ জাদীদ বলেছেন: আপনার ভাগ্য ভাল ছিল.........ডাক্তার হতে হতে অনেকেরই মেন্টালিটি অন্যরকম হয়ে যায়......কেউ মহান হয়, কেউ হয় শয়তান......
আপনার মায়ের প্রতি সালাম রইল......
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: হুমম..ঠিক বলেছেন ভাই।আল্লাহর দরবারে শোকরিয়া।
দোয়া করি আর কারো সাথে যাতে এমন না হয়।সালাম পৌছে দিবো।ভালো থাকবেন প্রিয় ব্লগার।শুভকামনা।
৭৩| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৭
অন্তরন্তর বলেছেন: হৃদয় স্পর্শ করা লিখা। পৃথিবীর সকল মা কে সালাম।
০৭ ই মার্চ, ২০১২ ভোর ৪:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো থাকুক পৃথিবীর সকল মা।
৭৪| ০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০৬
ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:
মা
০৯ ই মার্চ, ২০১২ রাত ৮:০৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: সকল মায়েরা ভালো থাকুক,মাকে ভালোবাসুন।
৭৫| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৮:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আর আম্মু তোমাকে বলি,অনেক অনেক ভালোবাসি তোমায়,যদিও মুখ ফুটে কখনো বলতে পারিনি ....
ভাই, পড়তে পড়তে চোখ পানি এসে গেল।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি ভুল বলেছিলেন? তিনি কেন আবার সরি বলতে গেলেন? সত্য কথা বললে পরে আর সরি বলে তা প্রত্যাহার করা বোকামী।
১০ ই মার্চ, ২০১২ রাত ২:১০
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই আমি বিদেশে থাকি তাই লেখার সময় মায়ের মুখটা বারবার ভেসে উঠছিলো আর কাদছিলাম।মায়ের জন্য জীবনে কিছুই করতে পারিনা আমরা, উনারা সারা জীবন বুক উজার করে দিয়েই যান আর আমরা নিয়ে যাই।
মাকে ভালোবাসুন।
উনার সরি বলা ঠিক হয়নি।
৭৬| ১৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৮
আরফিন নিয়াজ বলেছেন: "আম্মুর সেই নখটি আজো ভালো হয়নি,আম্মুকে আমি বলেছিলাম আম্মু তুমি ব্যাথা পাওনি?
আম্মু হেসে বললো, বাবারে তোর জন্য এটুকু ব্যাথা কেনো আমি আমার জীবন টাই দিয়ে দিতে পারি।তুই আমাকে কখনো ভুলে গেলেও আমি তোকে এভাবেই ভালোবেসে যাবো ,আমি যে তোর মা।"
মা রা সবসময়ই এরকমই। আর আমরা সন্তানরা সবসময় তাদের কষ্ট দেয়। যে কষ্ট পাওয়ার জন্যই তারা আমাদের জন্ম দিয়েছেন । র্ধিক সে সব সন্তানদের। যারা মায়ের মূল্য বাবার মূল্য বুঝেনা। ধিক তাদের ও যারা পিতা মাতার কত্যর্ব শুধু মাসে মাসে কিছু টাকা পাঠিয়েই শেষ করতে চায়। ধিক তাদের ও যারা বৃদ্ধাআশ্রম এর চিন্তা করে। তারা একটিবার ও ভাবে না একদিন আমি ও........
মায়ের মমত্ববোধ গুলো যখন পড়ছিলাম তখন নিজের অজান্তেই চোখে পানি চলে আসছে।এই মাত্র ১১ ঘন্টা আগে যখন আম্মুকে জিজ্ঞাসা করলাম - কেমন আছেন ? কথন আম্মু বল্ল - আমাদের ভালোথাকা সব তো এখন তোমাদের ঘিরে। তুমি আর তোমার ভাই যদি ভাল থাক, সুস্থ থাক তাহলেই আমরা নিশ্চিন্ত থাকি, ভাল থাকি। এই হোল মায়ের চিন্তা।
আমারা কি একবার ও মায়ের মত করে চিন্তা করি ? ধিক আমাদের ও।
১৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার এ কটা কথা যদি সেসব অমানুষ দের পড়ে শোনাতে পারতাম যারা মা বাবাকে বোঝা মনে করে।
আপনার এ কথা গুলোর পর আর কিছুই বলার থাকেনা।শুধু বলি আপনাকে সালাম ভাই এমন সুন্দর করে চিন্তা করার জন্য।
ভালো থাকুন,পৃথিবীর সকল মা ভালো থাকুক।
৭৭| ০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫১
মেইই বলেছেন: প্রিয় চেয়ারম্যান
তোমার অনেক লেখা পড়েই হেসেছি মন খুলে, যদিও কমেন্ট এই প্রথম। এই লেখাটা একেবারেই অন্যরকম। চমৎকার।
আমার বয়স পয়তাল্লিশ। অভিজ্ঞতায় দেখেছি ছেলে মেয়েরা দূরে (বিশেষ করে বিদেশে) থাকলেই বাবা মা র প্রতি অসম্ভব টান বোধ করে। কাছে এলে তখন আর টানটা থাকেনা। কারণ তখন বন্ধুবান্ধবের টান টা কেই বেশি মনে হয়। দোয়া করি যেন তোমার ক্ষেত্রে এমন না হয়। মার প্রতি যে ভালোবাসাটুকু প্রকাশ পেয়েছে এই লেখায় তা যেন অটুট থাকে।
তোমার মা কে স্যালুট।
ভালো থেকো।
০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৩৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।খোদার কাছে একটাই চাওয়া মরলেও যেনো মায়ের কোলে মাথা রেখে মরতে পারি।আর কিছু বলতে চাই না।
ভালো থাকুন।শুভকামনা।
৭৮| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১০
প্রকৌশলী আতিক বলেছেন: পইরা মনডা খারাপ হইয়া গেল। মাগো............
০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: মা..
ভালো থাকুন আতিক ভাই।
৭৯| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন: একটা ছেলে একটা মেয়েকে ভয়ঙ্কর ভালোবাসত, কিন্তু মেয়েটা তাকে পছন্দ করতনা। ছেলেটা কিছুতেই পিছু ছাড়ত না তার। অবশেষে একদিন মেয়েটা ধৈর্য হারিয়ে বলল, 'তুমি যদি তোমার মায়ের কলিজাটা আমায় এনে দিতে পার, তাহলেই ভালোবাসা পাবে'।
ছেলেটা হতাশ হয়ে পড়ল, কিভাবে মায়ের কলিজা নেওয়া সম্ভব!! কিন্তু এই মেয়েকে ছাড়া তার বাঁচাও সম্ভব না। হতাশায় পাগল হয়ে এক পর্যায়ে মাকে খুন করে তাঁর কলিজা বের করে নিল।
কলিজা নিয়ে রওনা হোল সে মেয়েটির কাছে, খুশিতে তার মন ভরে গেছে। মায়ের কলিজার বিনিময়ে নিজের প্রিয়তমা'কে পেতে যাচ্ছে। হঠাৎ একটি পাথরে পা লেগে পড়ে গেল সে আর হাত থেকে মায়ের কলিজাটা ছিটকে কিছুদূরে গিয়ে পড়ল।
আচমকা কলিজাটি মায়ের ভয় পাওয়া কণ্ঠে বলে উঠল, 'বাজান! কোথাও লাগে নাই তো'
গল্পটা খুব পরিচিত, কিন্তু আপনার লেখা পড়ে খুব মনে পড়ে যাচ্ছে। এই তো হোল 'মা'। আপনার মায়ের কাছে সালাম পৌঁছে দিয়েন।
০৩ রা মে, ২০১২ রাত ৮:১২
চেয়ারম্যান০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই।জানিয়ে দিবো।আপনার মাকেও সালাম জানাবেন।ভালো থাকুন প্রিয় ব্লগার।
৮০| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ২:২১
একজন আরমান বলেছেন: আর আম্মু তোমাকে বলি,অনেক অনেক ভালোবাসি তোমায়,যদিও মুখ ফুটে কখনো বলতে পারিনি ....
আমিও পারিনি।
আপনার লেখাটা পরে আমার চোখে জল এসে গেল। সব মায়েরা বুঝি একই রকম হয় তাই না?
+++
০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: আসলেই সব মায়েরাই এমন হয়।সন্তানের মুখ দেখেই সব বলে দিতে পারে,সন্তানের মুখের দিকে চেয়ে সব ভুলে যেতেও পারে।মা তো মা ই।
ধন্যবাদ আরমান
৮১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৭
সুখ নাইরে পাগল বলেছেন: চাচা আফনের লেখা ম্যালা দিন ধইরা পইড়া যাইতেছি।ল্যাংটাবেলা বন্ধ কইরা দিয়া যে আকাম করছিলেন ঐটার দুঃখ এহনো যায় নাই লেখতে পারি না তাই কোন একাউন্ট খুলি নাই। এই লেখার আগের লেখাগুলা রাইতেরবেলা শুধু পইড়া যাইতাম আর একলা একলা হাসতাম(আম্মায় মনে করত আমারে জ্বিনে আছর করছে) আফনের এই লেখাটা পইড়া মনে হইছিল কমেন্ট করা দরকার। তখনই একটা একাউন্ট খুলছিলাম পাক্কা ১৭ দিনে সেইফ হইতে না পাইরা ঐ একাউন্টে আর জীবনেও ঢুকি নাই। কিন্তু ব্লগে আসা বন্ধ করি নাই। কয়েকদিন আগে আবার খায়েশ হইল একটা একাউন্ট খোলার। এইবার ৭দিনও লাগল না জেনেরেল হইতে
মাত্রই দেখলাম আমি জেনেরেল। চইলা আসলাম এইখানে আমার পয়লা কমেন্ট করার লাইগা
০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩০
চেয়ারম্যান০০৭ বলেছেন: তুমার কমেন্টস খান পইড়া বুকটা ভইরা গেলোরে ভাইস্তা একাউন্ট খুলছো জাইনা আরো ভালো লাগলো।আর ১ম কমেন্ট টা আমার এখানে করার জন্য ও কৃতজ্ঞতা।
ভালো থাইকো,খুব ভালো
শুভকামনা নিরন্তর।
৮২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৩
নতুন বলেছেন: সৃস্টিকতা` নিজে তো দুনিয়াতে আসেনা তাই সন্তানতে মায়ের কাছে পাঠান...
পৃথিবিতে কেবল মাত্র মা ই সন্তানের জন্য সব কিছু করতে পারে... পারে জীবন পযন্ত বিলিয়ে দিতে...
মা তো মা ই।
সালাম আপনার মা কে..
০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার বলেছেন ভাই।
আপনার আম্মুর জন্য ও দোয়া,সালাম জানাবেন উনাকে।
ভালো থাকবেন,খুব ভালো।শুভকামনা।
৮৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: কেউ কেউ শুধুমাত্র পরীক্ষায় পাশ করে ডিগ্রীই পায়, মানুষ হয় না। আপনার মাকে যে ডাক্তার এমন কষ্ট দিয়েছেন ওই ব্যাটাও এই শ্রেনীতেই পড়ে।ওইসব শিক্ষিত কুকুরের ঘৃণা আর এক দলা থুথু।
০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই,ভালো থাকবেন।
৮৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
বোকামানুষ বলেছেন: লিখা পড়ে মন খারাপ লাগছে
পৃথিবীর সব বাবা-মা কে আল্লাহ ভাল রাখুক সেই সাথে আমার বাবা-মা কেও
০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমিন।
৮৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: সম্পূর্ণ পড়লাম..একজন ডাক্তার হিসেবে মাথা নিচু করা ছাড়া কিছু করার ছাড়া কিছু করার নেই..জীবনের বহু পদে পোর খাবওয়া মানুষ আমি,.তাই চেষ্টা ল করি ভালbehave করতে
০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপ্নাকে অন্তর থেকে স্যালুট ভাই।বেপার না,সবাই তো আর এক হয়না।ভালো মন্দের মিশেলেই মানুষ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৪
যুবাইরআজাদ বলেছেন: না পইড়াই ফাষ্ট হইবার চাই, হইছি??????