![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
ছোট্ট ছেলেটি অথবা মেয়েটির ছোট্ট বুকে বর্ষার প্রমত্ত আকাশের মতো অনেক বড় কষ্ট। এতো বড় কষ্ট নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে কান্নায় কতোবার ভেঙে আসে তার চোখ। মা বলেন চোখের অসুখ। পূর্বজন্মের পাপপ্রসূত এই অসুখ বয়ে বেড়াতে হয় আজীবন।
বাবা বাজারে চালের দোকানে কাজ করেন। ভীষণ ভারী ভারী চালের বস্তা পিঠে তুলে যখন পথ দিয়ে হেঁটে যান তিনি, তখন ছেলেটি অথবা মেয়েটির মনে হয় কর্দমাক্ত গলিত পৃথিবীর পৈশাচিক উল্লাসে এখুনি বিচূর্ণ হবে বাবার বেদনাক্লিষ্ট শীর্ণ পা দুটো।
কোন কোন চাঁদহীন প্রেতগ্রস্ত রাতে ছেলেটি অথবা মেয়েটি বাবার ঘুমন্ত মুখের আধিভৌতিক বলিরেখায় একটুকরো মাটির খোঁজে বিহ্বল চোখে তাকায়। পাশে শুয়ে থাকা মায়ের কপালের নিষ্প্রভ সিঁদুরে, হাতের আপাতঅক্ষত শাঁখায় শতবর্ষের গ্লানি ডানা বিধ্বস্ত পাখির মতো অনাদৃত নিষ্প্রাণ পড়ে থাকে।
এলাকার সবচাইতে সমৃদ্ধ বাড়ির দীর্ঘ দালান উর্বর ফসলি জমির কথা উঠলেই ছেলেটি অথবা মেয়েটির আতংকিত বাবার মূক ও বধির দৃষ্টি অনুভূতিশূন্য করতলের ভাগ্যরেখায় নতজানু হয়। সকলেই বলে এদেশ তোদের না। মা আঁচলে মুখ ঢাকেন। তাঁর চোখের জলে নদীর জন্ম হয়।
কষ্টতাড়িত ছোট্ট ছেলেটি অথবা মেয়েটি রাতদিন ভাবে দেশহীন মাটিহীন মানুষের ঠিকানা কোথায়? ভাবতে ভাবতে একদিন নিপতিত হয় শেকড়ছিন্ন মহাকাশের কৃষ্ণগহ্বরে!
ছবিঃ সংগৃহীত
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন মামুন ভাই।
এবং কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
ডি মুন বলেছেন: এলাকার সবচাইতে সমৃদ্ধ বাড়ির দীর্ঘ দালান উর্বর ফসলি জমির কথা উঠলেই ছেলেটি অথবা মেয়েটির আতংকিত বাবার মূক ও বধির দৃষ্টি অনুভূতিশূন্য করতলের ভাগ্যরেখায় নতজানু হয়। সকলেই বলে এদেশ তোদের না। মা আঁচলে মুখ ঢাকেন। তাঁর চোখের জলে নদীর জন্ম হয়।
চমৎকার ++
দ্বিতীয় ভালো লাগা।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের উদার অনুপ্রেরণা ভীষণ আপ্লুত করে ভাই।
অনুপস্থিতির একটা ত্রুটি সৃ্ষ্টি হচ্ছে সাময়িক।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টিকে।
শুভকামনা জানবেন। সবসময়। অনিঃশেষ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২
এহসান সাবির বলেছেন: ন কোন চাঁদহীন প্রেতগ্রস্ত রাতে ছেলেটি অথবা মেয়েটি বাবার ঘুমন্ত মুখের আধিভৌতিক বলিরেখায় একটুকরো মাটির খোঁজে বিহ্বল চোখে তাকায়। পাশে শুয়ে থাকা মায়ের কপালের নিষ্প্রভ সিঁদুরে, হাতের আপাতঅক্ষত শাঁখায় শতবর্ষের গ্লানি ডানা বিধ্বস্ত পাখির মতো অনাদৃত নিষ্প্রাণ পড়ে থাকে।
এক গুচ্ছ ভালো লাগা।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।
আপনার উপস্থিতি প্রাণ যোজন করে বিষন্নতায়।
অনেক অনেক ভালো থাকবেন।
আমার শুভকামনা থাকছেই আপনার জন্য। অনিঃশেষ। সবসময়।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
সুমন কর বলেছেন: কষ্টতাড়িত ছোট্ট ছেলেটি অথবা মেয়েটি রাতদিন ভাবে দেশহীন মাটিহীন মানুষের ঠিকানা কোথায়? ভাবতে ভাবতে একদিন নিপতিত হয় শেকড়ছিন্ন মহাকাশের কৃষ্ণগহ্বরে!
বাক্যবুনন চমৎকার। সব, সব লাইন। লেখাটি মনকে নাড়া দিতে সক্ষম।
৪র্থ ভাল লাগা।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
ছোট্ট একটা জীবনে কত প্রশ্ন যে অজানা থাকে মানুষের!
দেশহীন মাটিহীন মানুষের ঠিকানা কোথায়?
থাক! কিছু প্রশ্ন অজানাই থাক!
শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮
এনামুল রেজা বলেছেন: মন খারাপ হয়ে গেলো... কিছু কিছু জীবন তৈরীই হয় বিষাদের সমুদ্র পাড়ি দেবার জন্য।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
দীপংকর চন্দ বলেছেন: 'কিছু কিছু জীবন তৈরীই হয় বিষাদের সমুদ্র পাড়ি দেবার জন্য।'
সম্ভবত তাই!
অনেক গুরুত্বপূর্ণ উচ্চারণ।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।
পঞ্চম প্লাস।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের ভালোবাসা প্রাণিত করুক আমার চলার পথকে।
শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন ভাই। সবসময়।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০০
এম এ কাশেম বলেছেন: চমৎকার ভাই
শুভেচ্ছা নেবেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাশেম ভাই।
আপনার উপস্থিতিতে ভালো লাগা অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
তুষার কাব্য বলেছেন: বিষাদের বসবাস শব্দজুরে,গ্রাম বাংলার এক চিরন্তন নিয়তি যেন আকড়ে আছে লেখনীতে...শুভকামনা ....
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। অনেক।
আমার শুভকামনা থাকছেই। অনিঃশেষ।
এবং ভালো থাকবেন। সবসময়। সবসময়।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১
নাহিদ হাকিম বলেছেন: সুন্দর গাঁথুনী
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনার কথাই বলি। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। অনেক।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা ভ্রাতা +
পড়ার পরে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
ভালো থাকবেন।
অনেকদিন ব্লগে ছিলেন না। কেমন আছেন?
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪
দীপংকর চন্দ বলেছেন: আপনার আন্তরিক পর্যবেক্ষণ মন ছুঁয়ে গেলো ভাই।
কিছুদিনের অনুপস্থিতির বিষয়টি লক্ষ্য করার জন্য কৃতজ্ঞতা।
আপনাদের ভালোবাসায় আপ্লুত আমি ভীষণভাবে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
ভালো থাকবেন। অনেক। অনেক। অনেক।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শেকড়ছিন্ন কষ্টগুলো হৃদয়ঘেষা নয়ত সকরুণ নিংড়ানো অনুভূতি মুগ্ধ পাঠ হয় ৷
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২০
দীপংকর চন্দ বলেছেন: সম্ভবত ভাষার সাধ্য নেই কিছু কষ্টের স্বরূপ প্রকাশ করে!
আমার শুভকামনা জানবেন জাহাঙ্গীর ভাই।
ভালো থাকুক পৃথিবীর সব মানুষ। সবসময়।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
কলমের কালি শেষ বলেছেন: লেখনী চমৎকার । মনকে নাড়া দিয়ে দেয় ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
বৃতি বলেছেন: বিষাদময় লেখাতে অনেক ভালো লাগা +++
অনেক শুভেচ্ছা।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৫
দৃষ্টির সীমানায় বলেছেন: সাধারণ কথা অপসারণ ভাবে বলা............খুবই ভালো লাগে....
মাঝে মাঝে চেষ্টা করি আপনার মত কিছু লিখতে,মাঝে মাঝে প্রেরনা দেয় আমাকে ...।শুভ কামনা সব সময় আপনার জন্যে ...।।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
অনেক ভালো লেখেন আপনি।
আপনার মতো করে লেখাই ভালো লাগে ভীষণ।
শুভকামনা রইলো। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! ++