নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০




কাচের কাঁকনে স্বপ্নের হাত
ভেবে নির্ঘুম কাটিয়েছি রাত
প্রতিকূলতাকে দূরে রেখে পথ চলিনি
বৃষ্টির মতো ঝরেছে শিশির
শরীর, দুচোখ ভিজে অস্থির
তবু কষ্টের কারণ কাউকে বলিনি

প্রবোধ দিয়েছি মনটাকে কত
কেন বোকা তুই অপেক্ষারত?
কেন অহেতুক যুক্তিবিহীন বায়না?
ধুলোতে বসত যে মানুষ করে
আকাশের চাঁদ নামে তার ঘরে?
না-না, চাইলেই সবকিছু পাওয়া যায় না!

থাক বেঁচে থাক তবু এ অসুখ
ভাঙা আয়নায় দেখি পোড়া মুখ
আহা! কতদিন হাসি নেই, মুখ হাসেনি
রিক্ত হৃদয় ধূ-ধূ মরুভূমি
হয়তো বুঝবে একদিন তুমি
এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি


ছবি: সংগৃহীত

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

কলমের কালি শেষ বলেছেন: থাক বেঁচে থাক তবু এ অসুখ
ভাঙা আয়নায় দেখি পোড়া মুখ
আহা! কতদিন হাসি নেই, মুখ হাসেনি
রিক্ত হৃদয় ধূ-ধূ মরুভূমি
হয়তো বুঝবে একদিন তুমি
এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি ।


অসাধারণ কবিতা ।

ভালো থাকুন অনিঃশেষ ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের ভালোবাসায় অনেক অনেক আপ্লুত আমি।

কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২

এম এ কাশেম বলেছেন: এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি

না হয়ে এ রকম হলে কেমন হয়?

এত ভালো মানুষ কাউকে বাসেনি।


সুন্দর..........
কবিকে শুভেচ্ছা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই। অনেক।

অবশ্যই ভালো হয়।

লেখার সামান্য চেষ্টা!

ত্রুটি মার্জনা করবেন নিজগুণে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রবোধ দিয়েছি মনটাকে কত
কেন বোকা তুই অপেক্ষারত?
কেন অহেতুক যুক্তিবিহীন বায়না?
ধুলোতে বসত যে মানুষ করে
আকাশের চাঁদ নামে তার ঘরে?
না-না, চাইলেই সবকিছু পাওয়া যায় না


এ লাইনগুলো খুব ভালো লাগছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই। অনেক।

এবং কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন +++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মবীন ভাই।

ছন্দহীন পথ চলাকে ছন্দে ফেলতে ইচ্ছে হলো হঠাৎ!

আপনাদের ভালো লাগার দৃষ্টির প্রতি কৃতজ্ঞতা অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

সুমন কর বলেছেন: থাক বেঁচে থাক তবু এ অসুখ
ভাঙা আয়নায় দেখি পোড়া মুখ
আহা! কতদিন হাসি নেই, মুখ হাসেনি



চমৎকার !!!!

২য় ভাল লাগা পুরো কবিতায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সুমন ভাই।

এতো ঋণ জমছে আপনাদের কাছে!

কী করে যে শোধ দেবে আমার মতো একজন সামান্য মানুষ!

কৃতজ্ঞতা ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: থাক বেঁচে থাক তবু এ অসুখ
ভাঙা আয়নায় দেখি পোড়া মুখ

তারপরও ভালোবাসার স্রোত কবে কে বন্ধ রাখতে পেড়েছে। তাইতো ভালোবাসা শাশ্বত। ছন্দের দ্যোতনার সাথে আপনার যুতসই শব্দচয়ন আর চমৎকার পঙক্তি বিন্যাস সাবলীল কবিতাটিকে আরও বেশী প্রাণবন্ত করে তুলেছে। অনেক ভালো লাগলো দীপঙ্কর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার সর্বক্ষণিক ভালোবাসা এবং আশীর্বাদ আমার মতো সামান্য মানুষের জন্য যে কতো বড়ো অনুপ্রেরণার উৎস, তা প্রকাশ করার মতো ভাষা একেবারেই নেই আমার!

কৃতজ্ঞতা। অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০২

রোদেলা বলেছেন: কেউ কেউ বুঝতে গিয়ে অনেক দেরী করে ফেলে।
ভালো লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোদেলা।

কি যে বলি মন্তব্যের উত্তরে!

সংশয় কেবল!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০

জুন বলেছেন: হয়তো বুঝবে একদিন তুমি
এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি

কেউ কেউ হয়তো সাত জন্মেও বুঝেনা দীপংকর চন্দ । এটা জেনেও অযথা কষ্ট পাই আমরা ।
সুন্দর এক কবিতায় অনেক ভালোলাগা ।
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা উপস্থিতিতে।

//কেউ কেউ হয়তো সাত জন্মেও বুঝেনা//

গুরুত্বপূর্ণ উচ্চারণ জুন!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

আবু শাকিল বলেছেন: আবৃতি সহকারে পড়লাম।

ভাল থাকবেন কবি।
শুভেচ্ছা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক শাকিল ভাই।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: ভালবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না।
লেখায় ভাললাগা :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা সুলতানা।

মন্তব্য গৃহীত শ্রদ্ধায়।

//ভালবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না।//

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





শেষ লাইনগুলোর রেশ রয়ে গেলো মনে..........

কবিকে অনেক শুভেচ্ছা.... :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

দীপংকর চন্দ বলেছেন: প্রিয় মানুষের উপস্থিতিতে ভালো লাগা অনেক।

এবং কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন মইনুল ভাই।

ভালো থাকবেন। সবসময়।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

মৃদুল শ্রাবন বলেছেন:



"কাচের কাঁকনে স্বপ্নের হাত
ভেবে নির্ঘুম কাটিয়েছি রাত"


এবং

থাক বেঁচে থাক তবু এ অসুখ
ভাঙা আয়নায় দেখি পোড়া মুখ



অস্থির প্রেমের কবিতা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যের অসাধারণ উপস্থাপন!

কৃতজ্ঞতা!

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন মৃদুল ভাই। সবসময়। অনেক।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

সকাল রয় বলেছেন:
> কষ্টের কারণ কাউকে বলতে নেই, তাহলে সেটা পাহাড় হয়ে যায়।

> সবকিছু পাওয়া যায়না বলেই আমরা লিখতে পারি ব্যর্থতা

> মিছে আশাই ভালোবাসতে শেখায়।


।।সুন্দর সৃষ্টি।। সরল উপস্থাপন।। শুভকামনা।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ মন্তব্য!

কবিতার মতো!

কবিতার মতো নয়, কবিতাই!

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

আলোরিকা বলেছেন: ভালবাসি ভালবাসি এই সুরে...

অথবা,ভালবেসে যদি সুখ নাহি...

অথবা,সখি ভালবাসা কারে কয়...এই গান গুলো থেকে বোঝা যায় স্বয়ং রবি ঠাকুর কতটা দ্বন্দ্বে ছিলেন....

আবার রবি ঠাকুর....সে যে মানেনা মানা.... :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলোরিকা।

এমন সুচিন্তিত মন্তব্যের উত্তর দেবার ক্ষমতা যে নেই আমার!

সামান্য একজন মানুষের রয়েছে কৃতজ্ঞতা কেবল!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

পার্থ তালুকদার বলেছেন: এত ভালোবাসা মানুষ কাউকে বাসেনি। ------- চমৎকার।

শুভকামনা জানবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক পার্থ ভাই।

কৃতজ্ঞতার কথাই বলি!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধ কবিতায় মুগ্ধতা জানাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

প্রিয় কথাসাহিত্যিকের উপস্থিতিতে জানাই অকৃ্ত্রিম শ্রদ্ধা।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

টুম্পা মনি বলেছেন: হুম খুব সুন্দর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

সুপ্ত আহমেদ বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) + +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,





প্রবোধ দিয়েছি মনটাকে কত
কেন বোকা তুই অপেক্ষারত?


যতো আপদ এই ভালোবাসাবাসি'তে ।

দু'পঙতি অনুভব .....
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29962347

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার উপস্থিতিতে সম্মানিত বোধ করছি। অনেক।

এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা অহেতুক যুক্তিবিহীনই হয়।
তবু ভাঙা আয়নায় রিক্ত হৃদয়ের প্রতিফলনের কবিতায় ভালো লাগা।

ভালা থাকবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কাব্যিক মন্তব্যে অনেক অনেক ভালো লাগা।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

আরমিন বলেছেন: "চাইলেই সবকিছু পাওয়া যায় না"
কারন, সবকিছু সবার জন্য নয় ! :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমিন।

গুরুত্বপূর্ণ উচ্চারণ!

উপস্থিতিতে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।

বসন্তের চতুর্থ দিবসের শুভেচ্ছা।

প্রার্থণা করি, অনেক অনেক ভালো কাটুক পুরো বসন্ত।

অনিঃশেষ শুভকামনা ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.