![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
মুখপঞ্জিতে লিখেছিলাম ভুল থেকে জন্ম নেয় ভুল এবং যথারীতি ভুল বুঝেছিলে তোমরা সুতরাং আমরা আবার ফিরেছিলাম যন্ত্র এবং যন্ত্রণার কাছে
এবং
আমাদের অযান্ত্রিক অনভূতিগুলো অর্পণ করেছিলাম অন্তর্জালের অলীক অস্তিত্বে
আমাদের দীনতা ক্রমশ প্রকট হচ্ছিলো ভালোবাসাহীন ভালোবাসাগুলো প্রতিনিয়ত স্পর্শ করছিলো ব্যর্থতার সীমান্ত আমরা বুঝতে পারছিলাম রাত্রির মাদকতা ধীরে ধীরে দখল করছে আমাদের বোধবুদ্ধি কেড়ে নিচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা আমরা দিশেহারা নাবিকের মতো দিকচিহ্নলুপ্ত সাগরের অন্ধকারে ভাসতে ভাসতে যে পৃথিবীর প্রণয় প্রত্যাশা করছিলাম সেখানে স্নেহপূর্ণ দৃষ্টি ছিলো না সৃষ্টিক্ষম বৃষ্টি ছিলো না
ছিলো অশ্রুসিক্ত চোখ
এবং সুদীর্ঘ শোক
ছবি: সংগৃহীত
০১ লা মে, ২০১৫ রাত ১২:০৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
০১ লা মে, ২০১৫ রাত ১২:০৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অন্তর্জালের অলীক মর্মকথারা বাস্তবের দৃশ্যে এসে চরিত্রগুলোকে জলজ অনুভূতির আস্বাদ আপ্লুত করে রাখে সাথে হারানো সময় ও স্বপ্ন ৷
দীর্ঘ লাইনের জন্য কবিকে ধন্যবাদ ৷সুন্দর থাকুন ৷
০১ লা মে, ২০১৫ রাত ১২:১৯
দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ভাই!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
আপনিও সুন্দর থাকবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২১
কলমের কালি শেষ বলেছেন: পুরোটায় অতৃপ্তির দুঃখ ভাব । ভাল লেগেছে অনুভুতির কাব্যে ।
ভাল থাকুন সবসময় ।
০১ লা মে, ২০১৫ রাত ১২:২৩
দীপংকর চন্দ বলেছেন: চেষ্টা করেও দুঃখটা দূরে রাখতে পারিনা রে ভাই!!
ধন্যবাদ অনেক অনেক।
শুভকামনা অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দীর্ঘ একটা লাইন। তবুও ভালো লাগা। মুগ্ধতা।
দ্বিতীয় প্লাস।
০১ লা মে, ২০১৫ রাত ১২:২৫
দীপংকর চন্দ বলেছেন: রাজপু্ত্রের প্রতি কৃতজ্ঞতা অশেষ!
অনেক অনেক ধন্যবাদ ভাই।
এবং শুভকামনা।
ভালো থাকুন, এই প্রত্যাশা রাখছি বরাবরের মতো।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০
জেন রসি বলেছেন: মুখপঞ্জিতে লিখেছিলাম ভুল থেকে জন্ম নেয় ভুল এবং যথারীতি ভুল বুঝেছিলে তোমরা সুতরাং আমরা আবার ফিরেছিলাম যন্ত্র এবং যন্ত্রণার কাছ
অসাধারন লাইন।
+++
০১ লা মে, ২০১৫ রাত ১২:৩০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
প্রত্যাশা, ভালো থাকুন, অনেক ভালো, সবসময়।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৬
ভাবুক বিড়াল বলেছেন: হু, ভালু, খুবভালু
০১ লা মে, ২০১৫ রাত ১২:৪০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
০১ লা মে, ২০১৫ রাত ১২:৪৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লেগেছে, কবি!
০১ লা মে, ২০১৫ রাত ১২:৫২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১০| ০১ লা মে, ২০১৫ রাত ১২:১৮
আহসান জামান বলেছেন:
... বৃষ্টি ছিলো না ... ছিলো অশ্রুসিক্ত চোখ ... এবং সুদীর্ঘ শোক
চমৎকার, কবি। কেমন আছেন?
০১ লা মে, ২০১৫ রাত ১২:৫৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা জানবেন।
সময় সংক্রান্ত কিছু সমস্যা অতিক্রম করছি!
আশা করছি সাময়িক সেটি!
আমার শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১১| ০১ লা মে, ২০১৫ বিকাল ৫:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
গদ্য কি দড়ি দিয়ে বাঁধা থাকে ?
০১ লা মে, ২০১৫ রাত ৮:৫৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
বদ্ধের চর্চা করার সাহস দেখানোটা কি উচিৎ হবে?
বুঝতে পারিনা বলে মুক্ত থাকার কথা বলি আর কি!!!
কৃতজ্ঞতা জানবেন।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ০১ লা মে, ২০১৫ রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: দীর্ঘময় লাইনে চমৎকার অনুভূতি প্রকাশ পেয়েছে।
যে পৃথিবীর প্রণয় প্রত্যাশা করছিলাম সেখানে স্নেহপূর্ণ দৃষ্টি ছিলো না সৃষ্টিক্ষম বৃষ্টি ছিলো না
ছিলো অশ্রুসিক্ত চোখ
এবং সুদীর্ঘ শোক
সুন্দর।
০১ লা মে, ২০১৫ রাত ৯:০১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের আন্তরিকতার প্রত্যুত্তর দেবার ভাষা আমার নেই প্রকৃতপক্ষে!
তাই কৃতজ্ঞতার কথা বলি।
এবং বলি শুভকামনার কথা। নিরন্তর।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৩| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: প্রত্যাশা পূরণ হয়নি
০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
উপলব্ধির অকপট প্রকাশে শ্রদ্ধা রইলো।
আমার লেখার সামান্য চেষ্টার পেছনে ক্রিয়াশীল থাকে মানুষের মানবিক আচরনের প্রতি সম্মান জানানো।
'ভালো লেখার' প্রত্যাশা নেই আমার, নিজের কাছে আমার প্রত্যাশা 'ভালোর জন্য লেখা'।
প্রার্থণা করবেন ভাই, সেই প্রত্যাশা পূরণের প্রতি যেন আন্তরিক থাকতে পারি আমি।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৪| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৫৯
রিকি বলেছেন: দাদা আপনার প্রত্যেক লেখাতে দেখেছি নামগুলোর কেমন জানি একটা মাত্রাবৃত্ত ছন্দ থাকে (যদি খুব একটা ভুল না হয়ে থাকে ছন্দ প্রকরণে! )...প্রত্যেকটাতেই এভাবে মিলিয়ে দেন কিভাবে?? অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে...বা এটা যেরকম..আপনার দেওয়া লেখার শিরোনামগুলো innovative লাগে...আমার মাথাতে যেমন দুইদিন এই শিরোনামই ঘুরপাক খেল...অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে.. নামের এই অলঙ্করণ আমি দেখেছি আপনি, হাসান মাহবুব ভাই আর দিশেহারা রাজপুত্র ভাই খুব খুব সুন্দরভাবে করেন.
অন্য ভাইয়েরা এবং আপুরাও সুন্দর নাম দেন...কিন্তু আপনারা অলঙ্করণে হাজার প্লাস
০৩ রা মে, ২০১৫ রাত ১০:০১
দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন রিকি!!
এভাবে বললে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হয়!!
কি ধরনের উত্তর দেয়া উচিৎ এসব ক্ষেত্রে ঠিক বুঝতে পারি না!!
সুতরাং প্রসঙ্গ পরিবর্তন করি।
অন্য কথায় আসি।
নিজের কথা বলি।
আমি সরল জীবনযাপনে অভ্যস্ত সামান্য একজন মানুষ।
তবে আমি বেশ ভাগ্যবান।
মানুষের ভালোবাসা আমাকে ঘিরে থাকে বেশিরভাগ সময়।
প্রমাণ হিসেবে দেখুন লক্ষ্য করে, আমি আমার যোগ্যতার চেয়ে অনেক বেশি ভালোবাসা পাই আপনাদের মতো মনোমুগ্ধকর অসামান্য মানুষদের।
সুতরাং কৃতজ্ঞ আমাকে থাকতেই হয় পরমশক্তির প্রতি, আপনাদের আন্তরিকতার প্রতি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৫| ০১ লা মে, ২০১৫ রাত ১১:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকার লেখা,
ভালোলাগা ছুঁয়ে গেল! +++
আশা করি ভালোই আছেন কবি !
০৩ রা মে, ২০১৫ রাত ১০:০৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক স্বপ্নচারী।
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৬| ০২ রা মে, ২০১৫ রাত ১২:২৯
অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
সুদীর্ঘ শোকের চোখে অশ্রুর যে আবাস দেখছি
আমি তা’রে প্রণয়ের পরাণ বলিলাম ...
০৩ রা মে, ২০১৫ রাত ১০:০৮
দীপংকর চন্দ বলেছেন: //সুদীর্ঘ শোকের চোখে অশ্রুর যে আবাস দেখছি
আমি তা’রে প্রণয়ের পরাণ বলিলাম ...//
কি বলা যায় সোনা জলে ধোয়া এমন মন্তব্যের প্রত্যুত্তরে!!!
কৃতজ্ঞতার কথাই বলি বরং!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৭| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:২৩
রিকি বলেছেন: দাদা যাহা সত্যি তাহাই বলিয়াছি...
০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:০৭
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা পুনরায়।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
মিঠু জাকীর বলেছেন: ভাল লেগেছে