নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

হয়তো সময় একদিন পাল্টাবে!

১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬



কথা শেষ নয়। অথচ কি কথা বলি!
দূষিত রক্ত। ধমনীতে প্রেত নাচে।
হিংস্র শ্বাপদ। তীক্ষ্ণ নখর। মেয়ে,
ভয় জাগ্রত রাখিস নিজের কাছে।

চোখের পাতায় আশঙ্কা। কাঁটাভরা
লোকালয়। চিরচেনা চোরাবালি শত;
যদি টেনে নেয় অতল অন্ধকারে!
মুখোশ! আড়ালে মুখেরা হাস্যরত।

কোথায় দাঁড়াবি? কে প্রবোধ দেবে তোকে?
অস্ফুট রাত। পদে পদে দুর্গতি!
সম্ভ্রমহানি প্রশ্রয় দেয় যারা,
শুনেছি মূলত তারাই সমাজপতি!

দুশ্চিন্তার নদী হয় প্রভাবিত।
তীব্র বাতাস। উড়ে বুঝি সব যাবে?
আশা জীবন্ত রাখ মনে তবু, মেয়ে,
হয়তো সময় একদিন পাল্টাবে!


ছবি: সংগৃহীত

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:৫৩

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: আশা জীবন্ত রাখ মনে তবু, মেয়ে,
হয়ত সময় একদিন পল্টাবে!

ভাল লাগা জানবেন দাদা।

১৯ শে মে, ২০১৫ রাত ৯:০৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

সময় পাল্টাবে। আশাবাদ থাকছে।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মারাত্মক চিত্রকল্প!

তবু আশারা বেঁচে থাকুক।

১৯ শে মে, ২০১৫ রাত ৯:০৬

দীপংকর চন্দ বলেছেন: আশা বাঁচুক। আশায় বাঁচুক মানুষ।

অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয় মইনুল ভাই।

কৃতজ্ঞতা জানবেন।

এবং শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৩| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো অনেক ।

ভাল থাকুন সবসময় ।

১৯ শে মে, ২০১৫ রাত ৯:০৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৪| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: সম্ভ্রমহানি প্রশ্রয় দেয় যারা,
শুনেছি মূলত তারাই সমাজপতি!

১৯ শে মে, ২০১৫ রাত ৯:১৩

দীপংকর চন্দ বলেছেন: এই সমাজ আমাদেরই ভাই!

সমাজপতিরা আমাদেরই লোক! অথবা আমরাই সমাজপতি! আমরাই প্রশ্রয় দেই সম্ভ্রমহানিকে! হয় প্রত্যক্ষে নয় পরোক্ষে!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৫| ১৮ ই মে, ২০১৫ সকাল ১০:৪৯

আলোরিকা বলেছেন: 'আশা জীবন্ত রাখ মনে তবু, মেয়ে,
হয়তো সময় একদিন পাল্টাবে!'.......
শয়তানের প্ররোচনায় স্বর্গচ্যূতির পর ( কি আশ্চর্য এখানেও হাওয়া ভিক্টিম , আদম নয় ! ) হতে মেয়েরা আশা নিয়েই বেঁচে আছে , তা না হলে পৃথিবী এতদিনে ধ্বংসই হয়ে যেত ......... /:)
সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ ......... :)

১৯ শে মে, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: কালের পরিক্রমায় মেয়েদের অগ্রগতি আমাদের আশাবাদী করে তবু।

মনেপ্রাণে কামনা করি, মানবিক হোক মানুষ!

মন্তব্যে মুগ্ধতা!

এবং কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৬| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০৬

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল ...সময় একদিন পাল্টাবে

১৯ শে মে, ২০১৫ রাত ৯:২১

দীপংকর চন্দ বলেছেন: নিশ্চিত পাল্টাবে সময়।

অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৭| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৫২

সুখেন্দু বিশ্বাস বলেছেন: //আশা জীবন্ত রাখ মনে তবু, মেয়ে,
হয়তো সময় একদিন পাল্টাবে!//

পাল্টে যাবার আশা - স্বপ্ন বাঁচিয়ে রাখুক আমাদের।

দারুন কবিতার জন্য শুভেচ্ছা রইলো দীপ দা।
ভালো থাকুন সবসময়।

১৯ শে মে, ২০১৫ রাত ৯:২৩

দীপংকর চন্দ বলেছেন: //পাল্টে যাবার আশা - স্বপ্ন বাঁচিয়ে রাখুক আমাদের।//

আশাবাদী মন্তব্যে ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন সুখেন্দু দা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক এবং আমাদের সবার জীবনের সাথে ভীষণভাবে প্রাসঙ্গিক। অনেক ভালো লাগা রইলো।

১৯ শে মে, ২০১৫ রাত ৯:২৬

দীপংকর চন্দ বলেছেন: //সমসাময়িক এবং আমাদের সবার জীবনের সাথে ভীষণভাবে প্রাসঙ্গিক।//

অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

আমরাই বলবো আমাদের কথা।

বলতে বলতেই একদিন পাল্টাবে সমাজ।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৯| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন: আমাদেরই জাগতে হবে ৷দ্রোহ মুখোশ ও অমানবিকতায় ৷

সবাইকে ৷

১৯ শে মে, ২০১৫ রাত ৯:২৮

দীপংকর চন্দ বলেছেন: //আমাদেরই জাগতে হবে ৷দ্রোহ মুখোশ ও অমানবিকতায় ৷

সবাইকে ৷//

পুরো মন্তব্যই উল্লেখযোগ্য।

এবং বক্তব্যের দৃঢ়তায় মুগ্ধতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

হামিদ আহসান বলেছেন: অাশার বাণী শোনায় কবিতা - হয়তো একদিন সময় পাল্টাবে৷ কে জানে হয়তো পাল্টাবে হয়তো পাল্টাবে না৷ কিংবা অাশাবাদী হয়ে বলব, অবশ্য্ই পাল্টাবে৷
শুভেচ্ছা নিরন্তর

১৯ শে মে, ২০১৫ রাত ৯:৩১

দীপংকর চন্দ বলেছেন: //অাশাবাদী হয়ে বলব, অবশ্য্ই পাল্টাবে৷//

পাল্টাবে ভাই।

সময় লাগবে হয়তো। তবু পাল্টাবে ঠিক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১১| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




.. হয়তো সময় একদিন পাল্টাবে!

বহু সহস্র বছর ধরে আশায় আশায় আছি
পাল্টাবে বলে এই ভিখিরীর মতো বেঁচে থাকা,
সময় পাল্টায় না কভু , বয়ে যায় শুধু
ফেলে রেখে যায় আমায় কেবলই একা ।।

২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

দীপংকর চন্দ বলেছেন: //...ফেলে রেখে যায় আমায় কেবলই একা ।।//

আমরা একা মানুষগুলো নির্বিকল্প সদিচ্ছায় একত্রিত হলে একাকীত্ব অনেকটই দূর হতে পারে সম্ভবত!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১২| ২০ শে মে, ২০১৫ রাত ৩:৪৪

লীন প্রহেলিকা বলেছেন:
এখন আমরা সবাই এই আশায় উন্মুখ হয়ে বসে আছি। ''সময় একদিন পাল্টাবে'' এমনআশাবানী সত্য হয়ে উঠুক।

২১ শে মে, ২০১৫ রাত ৮:০৬

দীপংকর চন্দ বলেছেন: আমাদের মানসিক দীনতাটুকু ঝেড়ে ফেলতে পারলেই সময় কিন্তু পাল্টে যাবে আসলেই!

যদিও কাজটায় ক্রমাগত চর্চা প্রয়োজন; তবে সম্ভব!

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৩| ২০ শে মে, ২০১৫ দুপুর ২:৪৪

জেন রসি বলেছেন: চমৎকার।

সময়কে একদিন পাল্টাতেই হবে!

২১ শে মে, ২০১৫ রাত ৮:০৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

সময় পাল্টানোর প্রত্যাশা রইলো!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.