![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
ভালো করে লক্ষ্য করো আমাদের সম্পর্ক সম্পূর্ণ বায়বীয় অথবা যাকে আমরা সম্পর্ক বলে ভাবছি নিরবিচ্ছিন্ন ভ্রান্তি দিয়ে ঘেরা তার অস্তিত্ব অথবা আমাদের সম্পর্কের ধারণাগুলো ধূসর আদিম জীর্ণ ভুলের মতো অথবা সারাজীবন সম্পর্ক সম্বন্ধে মিথ্যে শেখানো হয়েছে আমাদের অথবা অবাস্তব সম্পর্কের পাঠ আমাদের সামনে তুলে ধরেছে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার আর্থসামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অথবা সম্পর্কের কুহক কেবলমাত্র সামজিক প্রয়োজনে সৃষ্টি করেছি আমরা অথবা সম্পর্ক বিষয়ক জ্ঞানের অভাব আমরা ঢেকে রেখেছি আজন্মলালিত আত্মকেন্দ্রিক ঠুনকো ভাবমূর্তির নিরাপদ দূরত্বে অথবা সম্পর্কবোধ সংক্রান্ত আমাদের যাবতীয় ব্যর্থতাকে লুকিয়ে রেখেছি সভয়ে সচেতন প্রয়াসে অথবা আমরা ভান করছি সম্পর্কের বিষয়টি বেশ পরিষ্কার আমাদের কাছে অথবা আমরা নিশ্চিতভাবেই জানিনা সম্পর্ক আসলে কী অথবা সম্পর্ক শব্দটি উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের ব্যাক্তিস্বার্থ চরিতার্থে প্রবৃত্ত অথবা শ্রেনীর দায় আমরা সুকৌশলে মোচন করছি তথাকথিত সম্পর্কের অন্তরালে অথবা সম্পর্ক সংক্রান্ত একটা কাল্পনিক বোধ আঁকড়ে ধরে আমরা চেষ্টা করছি জীবনের অর্থহীনতা অসাড়তা আড়াল করতে অথবা আমাদের অন্তহীন বিহ্বলতা গোপন করতে প্রতিমুহূর্তে আমরা তৈরি করছি নানাবিধ সম্পর্কের নাটক অথবা সম্পর্কের অপ্রয়োজন লুকিয়ে রাখতে আমরা রচনা করছি সর্বদা সম্পর্কহীন অনিশ্চিত দর্শন অথবা যা নেই তাকে পুনর্বাসনের উচ্চাভিলাষে আমরা উপস্থাপন করছি সম্পর্ক নামের কতগুলো নিঃসম্পর্কীয় প্রপঞ্চ ভালো করে লক্ষ্য করো
ছবি: সংগৃহীত
১২ ই জুন, ২০১৫ রাত ১১:০১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক সকাল দা।
উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:৩৩
লেখোয়াড়. বলেছেন:
সম্পর্ক মানব জীবনের একটি বিশাল ব্যাপার!!
একজন মানুষ কিরকম তার উপর সম্পর্ক অনেকাংশে নির্ভর করে।
আপনার লেখাটি জটিল ও ভাল।
১২ ই জুন, ২০১৫ রাত ১১:০৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৩| ০১ লা জুন, ২০১৫ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: সম্পর্ক এবং অসম্পর্কের মাঝখানের সরু সুতোটা নিপুন ডিগবাজী শিখেছে এই খোলস সময়ে।
ভালো লাগা রইলো।
১২ ই জুন, ২০১৫ রাত ১১:০৫
দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যে শ্রদ্ধা প্রিয় কথাসাহিত্যিক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৪| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: যতি ও বিরাম চিহ্ন ছাড়াই বিশাল এক বাক্য বা প্যারা পড়লাম। যা কিনা সম্পর্কের মিথ্যা অভিনয়ের মতো বিরামহীন।
১২ ই জুন, ২০১৫ রাত ১১:১৫
দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ভাই!
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
এবং কৃতজ্ঞতা।
উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৫| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:৪২
এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন। ভালো লাগা।
১২ ই জুন, ২০১৫ রাত ১১:১৮
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক আপনার উপস্থিতিতে!
অনেকদিন দেখিনি!!
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৬| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৭
অপ্রকাশিত কাব্য বলেছেন: সম্পর্কের অনন্য রূপ দেখালেন। ভালো লাগা জানবেন
১২ ই জুন, ২০১৫ রাত ১১:২৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক। অনেক।
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৭| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:২৫
জেন রসি বলেছেন: সামাজিক বিবর্তন।
১২ ই জুন, ২০১৫ রাত ১১:৪৩
দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা মন্তব্যে।
এবং কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন: আমরা লুকিয়ে রাখতে জানি এবং ভান ধরতেও জানি______
অনেক ধন্যবাদ সুন্দর কথামালা তুলে আনার জন্য
ভালো থাকবেন কবি