নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

প্রার্থণা। প্রভু। রেজারেকশন।

১২ ই জুন, ২০১৫ রাত ১০:৫৫



দাঁড়কাক। কা কা ডাক। কালো মেঘ।
হাওয়া। ঝড়। দেহ। মন। নিরাবেগ।

ঢং ঢং। ধ্বনি। রাত। ক্যাথেড্রাল।
ক্রুশিফিক্স। নিঃশ্বাস। বেসামাল।
নিষ্প্রাণ। নির্জীব। ক্যানভাস।
তুলি। রঙ। ঘুম ঘুম। চারপাশ।
জল। চোখ। গুহাপথ। নির্জন।
প্রার্থণা। প্রভু। রেজারেকশন।

ছবি: সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:২৮

জেন রসি বলেছেন: ভিন্ন উপস্থাপনায় এক্সপেরিমেন্টাল কবিতা।

ভালো লেগেছে।

১৪ ই জুন, ২০১৫ রাত ১১:১৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা থাকছে।

শুভকামনাও। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

২| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:৫৩

তামান্না তাবাসসুম বলেছেন: দারুণ!

১৪ ই জুন, ২০১৫ রাত ১১:২০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

অনিঃশেষ শুভকামনার কথা বলছি।

কৃতজ্ঞতার কথাও।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: মোটামুটি।

১৪ ই জুন, ২০১৫ রাত ১১:২৫

দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা জানবেন।

নিরীক্ষা আসলে।

বিশেষ একটি শিল্পমাধ্যমের কারিগরী কৌশলের সংযুক্তি।

বিভিন্ন আঙ্গিকে লেখার সাথে বোঝাপড়ার চেষ্টা।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন ভাই। অনেক ভালো।

৪| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫১

আরণ্যক রাখাল বলেছেন: ধরনটা দারুন

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৫| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: আপনার নিরীক্ষাগুলো খুব ভালো লাগে।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা।

এবং শ্রদ্ধা প্রিয় কথাসাহিত্যিক।

এবং শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৬| ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৫৮

রিকি বলেছেন: ভালো লাগা রইল দাদা। :)

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিকি।

আমার শুভকামনা থাকছে। অনিঃশেষ।

প্রত্যাশা, ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৪৭

জুন বলেছেন: জল। চোখ। গুহাপথ। নির্জন।
প্রার্থণা। প্রভু। রেজারেকশন।


পরীক্ষা নিরীক্ষা কবিতায়
+


+

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জুন। অনেক। অনেক।

শিশুসাহিত্য নিয়ে আপনার কাজগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো!

সেগুলো কি চোখে পড়ছে না আমি নিজেই অনিয়মিত বলে?

হতেও পারে!!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.