নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

কইন্যা জানিলো না কাহার জীবন ছারেখার

২৬ শে জুন, ২০১৫ রাত ৯:১০



নদে বান আইলো রে
বৃষ্টি ঝুমা-ঝুম
সুখ চাদরে মুখ ঢাকিয়া কইন্যা দিলো ঘুম
বান্ধিলো কেউ দৃষ্টি জলে
বক্ষে হাহাকার
কইন্যা জানিলো না কাহার জীবন ছারেখার

বাতাস কড়া নাড়িলো জোর
বিবাগী দরজায়
কইন্যা তবু পাশ ফিরিয়া বেঘোরে ঘুমায়
লুকাইলো কেউ মনের কথা
দুঃখ বেদনার
কইন্যা জানিলো না কাহার জীবন ছারেখার

গুড়ুম-গুড়ুম ডাকলো দেয়া
চমকাইলো বিদ্যুত
কইন্যা তবু গভীর ঘুমে বিভোর- কী অদ্ভুত!
ভিজাইলো কেউ চিন্তা- যাহা
শূন্য অন্তঃসার
কইন্যা জানিলো না কাহার জীবন ছারেখার


ছবি: সংগৃহীত

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: চমৎকার গান। ধন্যবাদ

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:১৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০৭

জুন বলেছেন: আমিও বলছি চমৎকার
+

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৩১

আরণ্যক রাখাল বলেছেন: কি অদ্ভুত! জানিবে ক্যামনে কইন্যা না কইলে?

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

সর্বনামে পড়ছে ঘটনা!!

'জানিবে ক্যামনে' আমি ক্যামনে কইরে ভাই!!

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৪| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৩৬

জেন রসি বলেছেন: কইন্যা জানুক কিংবা না জানুক, আপনার কবিতায় আজ বসন্ত। :)

অনেক সুন্দর হয়েছে। :)

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:২৮

কলমের কালি শেষ বলেছেন: গানের তালে সেরাম লেগেছে ।

ভাল থাকবেন অশেষ ।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২৯

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা সুলেখক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৬| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: নদে বান আইলো রে
বৃষ্টি ঝুমা-ঝুম
সুখ চাদরে মুখ ঢাকিয়া কইন্যা দিলো ঘুম
[/si- --- -
এই ঝুম বৃষ্টিতে চাদরে মুখ ঢেকে ঘুমে যে কি শান্তি!! কইন্যার আর কি কিছু জানার দরকার আছে!!!! :)

চমৎকার দাদা, অনেক অনেক শুভেচ্ছা!!!

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩২

দীপংকর চন্দ বলেছেন: //এই ঝুম বৃষ্টিতে চাদরে মুখ ঢেকে ঘুমে যে কি শান্তি!! কইন্যার আর কি কিছু জানার দরকার আছে!!!!//

হা হা হা হা

আসলেই দরকার নেই জানার!!!

প্রাণবন্ত মন্তব্যে ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

পার্থ তালুকদার বলেছেন: ভালো লাগলো দাদা।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৮| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১২

উর্বি বলেছেন: দারুন

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৯| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: পড়লাম তো, এখন শুনতে চাই!

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।

দেখি, সময়কে বাঁধতে পারি কিনা মন মতো!

কৃতজ্ঞতা।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

১০| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:১৯

রিকি বলেছেন: দাদা মৈমনসিংহ গীতিকা নবরূপে ;) পোস্টে অনেক অনেক ভালোলাগা রইল দাদা :)

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিকি।

চলচ্চিত্র নিয়ে আপনার লেখাগুলো ভালো লাগছে। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

এবং ভালো থাকবেন। সবসময়।

১১| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: আহা !!! চমৎকার হয়েছে।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫২

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা থাকছে ভাই।

এবং শুভকামনা তো থাকছেই। অনিঃশেষ।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

১২| ২৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৬

দীপান্বিতা বলেছেন: নদে এলো বান .... +++

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা।

এবং কৃতজ্ঞতা। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৩৫

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

ভালো লাগা।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।

বিশেষ ভালো লাগা আপনার উপস্থিতিতে। সবসময়।

এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

১৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৮

রিকি বলেছেন: দাদা অনেক অনেক কৃতজ্ঞতাবোধ রইল :)

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা পুনরায়।

আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আমার।

সময় সংক্রান্ত কিছু জটিলতা যাচ্ছে।

বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আশাকরি।

ভালো থাকবেন। ভালো লিখবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.