নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

ধ্বনিত হইল কবিতা মন্দ্রস্বরে

০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:২২



আবার বরষা আসিল ভরসা দিতে
তপ্ত দিবস দিশাহীন রজনীতে
হৃদয়ে পশিল উচ্ছল বারিধারা
সজল বাণীতে জাগিল সর্বহারা
মঙ্গলগীত বাজিল সন্ধিক্ষণে
জড়তা কাটিল নন্দিত শিহরণে

মুখরিত ধরা বৃষ্টির রিনিঝিনি
পুষ্ট হইল শীর্ণ পুষ্করিণী
থৈ থৈ জল উথলি উঠিল ঘাটে
সীমানা ভাঙ্গিয়া প্রবেশিল খোলা মাঠে
মাতিল আমোদে মীনগণ সুখস্নানে
বাদল বারতা ছুটিল সর্বখানে

প্রকাশে আসিল হংসের জলকেলী
হাসিল স্নিগ্ধ কদম কামিনী বেলি
সজীব হইল গুল্ম বৃক্ষশাখা
সবাক ছন্দে চিন্তা মেলিল পাখা
কৃষ্ণবর্ণ মেঘের ভাবান্তরে
ধ্বনিত হইল কবিতা মন্দ্রস্বরে

ছবি: সংগৃহীত

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

অঝোরে কষ্ট বলেছেন: ভালো :)

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দাদা

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১২

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

জুন বলেছেন: কেমন রাবীন্দ্রিক যুগের ছোয়া পেলাম দীপংকর চন্দ।
ভালোলাগলো অনেক ।
+

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২০

দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা পাঠাভ্যাসের গভীরতার প্রতি।

নিরীক্ষা জুন!

নিরীক্ষার ভেতর দিয়ে নিজেকে বোঝার চেষ্টা আর কি!!

কৃতজ্ঞতা। অনেক।

শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

রিকি বলেছেন: জুন আপির সাথে সহমত--- রবীন্দ্র কাব্যের ছোঁয়া বোধ হল দাদা। বরাবরের মত ভালোলাগা :)

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৩

দীপংকর চন্দ বলেছেন: আপনাদের প্রতি শ্রদ্ধা বাড়ছে কেবলই!

কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা থাকছেই। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার রবিন্দ্র স্বাদের কবিতা ।

ভাল লাগা অনেক । ভাল থাকুন অশেষ ।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। অনেক।

কৃতজ্ঞতা থাকছে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেমন মমতায় ভেজা ভেজা কবিতা... ভালো লাগা রইল।

ভালো থাকুন সবসময়।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৭| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:১২

ইনকগনিটো বলেছেন: সুখপাঠ্য। আপনার কবিতার বোধ ভালো।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা সুলেখক।

অদ্ভুত ভালো লেখেন আপনি!!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৮| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১:০৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা থাকছেই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ২:৫৯

ডি মুন বলেছেন: এমন রাবীন্দ্রিক আঙ্গিকে লেখার চল এখন না থাকলেও, পড়ে বেশ ভালো লাগল।

শুভকামনা অনিঃশেষ।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক সুলেখক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

নিরীক্ষার ভেতর দিয়ে নিজের সাথে বোঝাপড়ার সামান্য চেষ্টা মাঝে মাঝে!!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: পুরোনো দিনের আঙ্গিকে লেখা কবিতাটি একটি ভিন্নরকম ভালো লাগার বোধ তৈরি করল।

শুভেচ্ছা।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫০

দীপংকর চন্দ বলেছেন: প্রিয় কথাসাহিত্যিকের প্রতি কৃতজ্ঞতা অন্তহীন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬

সরদার হারুন বলেছেন: আপনার কবিতাটি সুন্দর হয়েছে তবে দারি কমার দিকে খেয়াল রাখলে আরো ভাল হতো ।

+++++++++++++++++++++++

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার স্বাদ পাইলাম । শুভেচ্ছা কবি

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৭

জেন রসি বলেছেন: মন্দ্রস্বরে ধ্বনিত কবিতা ভালো লেগেছে। :)

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতার কথা বলি।

শুভকামনার কথাও।

প্রত্যাশা, অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৪| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:১৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনার একেকটা কবিতা একেকরকম| কখোনও রাবীন্দ্রিক তো কখনও উত্তরাধুনিক! এটাও ভালো লিখেছেন! গভীরতা নেই কথায়, কারণ যা বলতে চাইছেন বুঝতে পারছি, হয়ত আধুনিক পাঠক এটা ডিমান্ড করে না কিন্তু সুখপাঠ্য

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আধুনিক শব্দটা বেশ সংশয় বহন করে সম্ভবত!!

সত্যিকার অর্থে, জানতে চাই জীবনকে যতদূর সম্ভব!

শব্দে আঁকা জীবনকে বুঝতে চাই বিভিন্ন অবস্থানে রেখে!

সুতরাং নিরীক্ষা!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৫| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৫

আরণ্যক রাখাল বলেছেন: একদম তাই| আধুনিক শব্দটা অনেক প্যাঁচের জনক

০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা পুনরায় সুলেখক।

চরম উদাসের মতো চরম লেখা প্রত্যাশা করি কিন্তু আপনার কাছে!

ভালো থাকবেন। অনেক। অনেক।

১৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

কয়েস সামী বলেছেন: +++++++++++++++++++++++

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সামী ভাই। অনেক।

ভালো আছেন আশাকরি।

কৃতজ্ঞতা জানবেন।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০২

হামিদ আহসান বলেছেন: ভাল লাগা জানবেন .....

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৫০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামিদ ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক।

১৮| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৪৬

তাশমিন নূর বলেছেন: কবিতা ভালো লেগেছে। স্নিগ্ধ বর্ষার প্রকৃত আমেজটাই পেলাম। শুভেচ্ছা জানবেন, কবি।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৫২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন সুলেখক।

কৃতজ্ঞতা থাকছে।

শুভকামনাও। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৯| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকদিন পর ব্লগে এলাম,
আর আপনার স্নিগ্ধ কবিতাখানির রসে প্লাবিত হলাম।

ভাললাগা জানবেন, সবার জীবন পুস্পিত হোক তবে!

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০০

দীপংকর চন্দ বলেছেন: পুষ্পিত হোক আপনার জীবনও স্বপ্নচারী।

ধন্যবাদ অনেক।

কৃতজ্ঞতা এবং শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২০| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
উপভোগ্য পাঠ ৷

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

শুভকামনা থাকছেই বরাবরের মতো। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক ভালো।

২১| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪১

তৌফিক মাসুদ বলেছেন: শুভকামনা জানবেন দাদা।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

ভালো লাগা।

শুভ কামনা সব সময়।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: মন ভালো হয়ে যাওয়া উপস্থিতি!

অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।

আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় ভীষণ আপ্লুত আমি!

কৃতজ্ঞতা স্বাভাবিকভাবেই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:২২

তামান্না তাবাসসুম বলেছেন: থৈ থৈ জল উথলি উঠিল ঘাটে
সীমানা ভাঙ্গিয়া প্রবেশিল খোলা মাঠে

চমৎকার :)

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।

উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

এবং ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




অনেকেই দেখলুম রাবীন্দ্রিক রাবীন্দ্রিক বলছেন !
কেন এই রকম ছন্দে ভর করে আর কেউ কি কখনও কোনও কবিতা লেখেন নি ? বহু বছর পিছনের দিনগুলোতে তো কবিতার ষ্টাইলই ছিলো এমনি ।
এটাকে তো মন্দ্রস্বরে ধ্বনিত চান্দ্রিক বা দীপংকরিক কবিতা বলা যেতেও পারতো !!!!!!
আমি তাই - ই বললুম ।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:২৩

দীপংকর চন্দ বলেছেন: //কেন এই রকম ছন্দে ভর করে আর কেউ কি কখনও কোনও কবিতা লেখেন নি ? বহু বছর পিছনের দিনগুলোতে তো কবিতার ষ্টাইলই ছিলো এমনি ।//

সহমত শ্রদ্ধেয়।

তবে রাবী্ন্দ্রিক না বলে আপনি যা বললেন, তাতে কিন্তু আতঙ্কগ্রস্ত না হয়ে পারা যাচ্ছে না!!

অন্যকোন বিশেষণে আসা বরং আমাদের সকলের জন্যই স্বস্তিদায়ক হবে শ্রদ্ধেয়!!

সামান্য নিরীক্ষা করি লেখা নিয়ে, বিশেষণযুক্ত হবার কোন অভিপ্রায় নেই আমার!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধ্রুপদি কবিতা! চমৎকার লাগল পড়তে।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:২৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমি তো মুগ্ধ আপনার লেখায়!!

উপস্থিতিতে কৃতজ্ঞতা থাকছে।

সবিনয় শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৬| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


জুন আপুর মন্তব্যের সাথে একমত আমিও।

শুভকামনা নিরন্তর।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতার কথা বলি বারবার।

শুভকামনার কথাও বলি অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৭| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৪

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল ।ভাল থাকুন সব সময় ।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। অনেক।

কৃতজ্ঞতা থাকছে।

থাকছে শুভকামনাও। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

২৮| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২০

নীলপরি বলেছেন: অপূর্ব ছন্দ সমাহার। ছোটো বেলার কবিতা পড়ার কথা মনে পড়ে গেল। ভালো লাগল।
শুভকামনা নেবেন।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি।

অনেক কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৯| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: খুবই সুন্দর ভাইয়া।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শায়মা। অনেক। অনেক।

উপস্থিতিতে অনেক ভালো লাগা।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.