![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
আরে-
শোনেন শোনেন জ্ঞানীজন শোনেন মন দিয়া,
কথার প্রারম্ভে ক্ষমা নিলাম চাহিয়া।
সামান্য কথা অতি, গুরুতর নয়;
ক্ষমিবেন অধমের ক্রটি সুনিশ্চয়॥
পরথমে গুরুজীর নামটি করিয়া স্মরণ,
অল্পে এক বৃক্ষকথা করিব বর্ণন।
সকলে প্রণাম দিয়া আদাব সালাম,
অধমের দীন কথা শুরু করিলাম॥
আরে-
অতিশয় বড় বৃক্ষ সভাতে জানাই,
খুঁজিলে যাহার কোন আদি-অন্ত নাই।
মাটি হৈতে দেখিলে তা হৈবে বড় ভুল;
অতীব অবাক বৃক্ষ উর্ধ্বে রহে মূল।
নিম্নমুখ কাণ্ড-শাখা-প্রশাখা তাহার,
করিয়াছে পাতা-ফুল-ফলেতে বিস্তার॥
আরে-
যে বৃক্ষের কথা আমি কহিতেছি আজ,
তাহে যুক্ত জগতের মানব সমাজ।
চক্ষু-মন-বোধ লাগে দেখিতে তাহারে;
চলিত নিয়মে বৃক্ষ বিপরীতে বাড়ে।
কর্ম ধর্ম যাহা হউক ইহাই স্বভাব,
অভাজন কথা পেশ করিল জনাব॥
আরে-
অল্পে শেষ করিতেছি দীন সমাচার,
বৃক্ষনাম সবিশেষে লইব এইবার।
দৃশ্যমান ইহা কোন কল্পবৃক্ষ নহে;
জ্ঞানীজন এ বৃক্ষরে ‘সংসার’ কহে।
‘উর্ধ্বমূল অবাক্ শাখ’ শাস্ত্রে লিখা যাহা,
ব্যতিক্রম হৈলে মোটে সংসার নয় তাহা॥
সামান্য কথা আজি টানিলাম ইতি,
পুনরায় ক্ষমিবেন যদি ভাঙ্গে রীতি।
জানাই প্রনাম আর আদাব সালাম,
গুরুজীর নামে কথা শেষ করিলাম॥
ছবি: সংগৃহীত
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
বিভিন্ন বিষয়ে আপনার ভাবনার গভীরতায় আমার শ্রদ্ধা বাড়ছে।
আধুনিক সময়ে লেখক পাঠক দু'তরফেই সৃষ্টি হবে নানা ধরনের 'কি, কেন এবং কোন আঙ্গিকে' জাতীয় চিন্তা!!
লেখায় দু'একটা জায়গায় বিচ্যুতির আভাস পাবেন!
বিচ্যুতির সূত্র হতে পারে অন্য কোন শিল্পমাধ্যমের অনুপ্রবেশ!
কোন একদিন কিছু বিষয়ে মুখোমুখি মিথষ্ক্রিয়া হবে আমাদের।
আশা থাকলো।
অনিঃশেষ শুভকামনা।
কৃতজ্ঞতাও।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:২৪
এহসান সাবির বলেছেন: ছোট বেলাতে পুথি শুনেছি অনেক..!! অনেক দিন শুনি নাই।
কেমন যেন সেই পুথি পুথি লাগল।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫৩
দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা জানবেন এহসান ভাই।
কিছু কিছু বিষয় কেন যে এতো দ্রুত হারিয়ে যাচ্ছে আমাদের মন থেকে, জীবনাচরণ থেকে!!
উপস্থিতিতে কৃতজ্ঞতা ভাই।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আরেব্বাস, পুঁথিপাঠ! চমৎকার!
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অসাধারণ লেখক। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
পুঁথি শব্দটা আমাদের লোকজীবনের একটা স্নিগ্ধ চিত্র তুলে ধরে!
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সংসার কেনো এই উল্টো বৃক্ষ হবে বুঝতে পারলাম না। বোঝার চেষ্টা করছি। এর সূত্রটি ধরিয়ে দিলে আরো খুশি/ সুখী হবো।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
সংসার হচ্ছে "উর্ধ্বমূল অবাক্ শাখ"!!
বৃক্ষ রূপক হওয়া স্বাভাবিক!!
বংশলতিকা একটা শব্দ!
এগুলো সূত্র হতে পারে সম্ভবত!!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫২
অন্ধবিন্দু বলেছেন: জনাব জনাব জনাব
ইহা কী শুনাইলেন ? নিচ হইতে উপরে পতন ঘটিল !!
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
উপরে পতনে সিদ্ধিলাভ নিশ্চিত!!
কেমন আছেন শ্রদ্ধেয়?
প্রার্থণা করি, ভালো থাকুন সবসময়।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০
হারুনর রশিদ কায়সার বলেছেন:
শ্রদ্ধেয়
এই পোষ্টটি অনেক ভালো লেগেছে । অনেক ধন্যবাদ । আশা করি এই রকম পোস্ট আপনার কাছ থেকে আরো পাবো । জনপ্রিয় নিউজ সাইট http://www.onn24.com এ আমি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত । আমাকে আপনার লিখাগুলো নিয়মিত পাঠাবেন । আমি তা প্রকাশনার ব্যাবস্থা করবো । আমার ইমেইলঃ- [email protected]
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। অনেক।
আপনার আন্তরিকতা স্পর্শ করলো মন!
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৭| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯
জেন রসি বলেছেন: আরে,
ভাই, একটা কথা আছে শুনেন দিয়া মন
আপনার পুঁথি পাঠে মুগ্ধ এ নয়ন।
দাদা, অসাধারন হয়েছে। আপনার পুঁথি, কবিতা কিংবা গানে চিরায়ত গ্রাম বাংলার স্পর্শ খুঁজে পাওয়া যায়।
+++
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের ভালোবাসায় ভীষন আপ্লুত আমি!
কৃতজ্ঞতা।
শুভকামনাও। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৮| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লিখেছেন। ভালো লাগল।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। অনেক।
অনুপস্থিতি ছিলো কি কিছুদিনের??
নাকি আমিই অনুপস্থিত ছিলাম!!
উপস্থিতিতে অনেক ভালো লাগা ভাই।
কৃতজ্ঞতাও।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৯| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: দারুণ।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক প্রিয় কথাসাহিত্যিক।
আপনার লেখার বিষয়বৈচিত্র্যে মুগ্ধ আমি!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১০| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: চমৎকার পুঁথি পাঠ করিলাম।
ভালো থাকুন।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতার কথা বলছি।
শুভকামনা তো থাকছেই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:১০
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: একটি ব্যাতিক্রম ধর্মী পুঁথি শুনলাম।।
অনেক অভিনন্দন দাদা
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। অনেক। অনেক।
কৃতজ্ঞতা থাকছে।
অনিঃশেষ শুভকামনা।
সবসময় ভালো থাকবেন। অনেক।
১২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পুঁথি পাঠ করলাম। হারিয়ে যেতে বসা এই ধারাটির চর্চা নতুন করে শুরু করা উচিত। আপনি সেই পথের না হয় শুরু করলেন। ++++
ভালো থাকুন, শুভকামনা।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৪
দীপংকর চন্দ বলেছেন: আমরা নিজেদের শেকড়ের টানেই পথে নামবো সম্মিলিতভাবে!
শেকড় ছাড়া যে গাছ বাঁচে না!
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।
১৩| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭
দীপান্বিতা বলেছেন:
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা।
শ্রদ্ধা জানবেন।
এবং কৃতজ্ঞতা।
শুভকামনা অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৪| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২
দর্পণ বলেছেন: দারুন পয়ার।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক। অনেক।
কৃতজ্ঞতার কথা বলি।
বলি অনিঃশেষ শুভকামনার কথাও।
ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।
১৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫১
আলোরিকা বলেছেন: দারুন ...... আপনি তো দাদা লেখায় সব্যসাচী সিদ্ধি লাভ করেছেন ...... এ আঙ্গিকের লেখাগুলো বেশ ভাল হচ্ছে.....বেশ একটা বটতলা আমেজ রয়েছে ...... ভাল থাকবেন ........
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ আলোরিকা। অনেক।
ভালোবাসা এবং আশীর্বাদ সবার ভাগ্যে জোটে না!
আপনাদের কাছে সেটাই পেয়েছি আমি!
প্রার্থণা করবেন, আমার মাথা যেন সবসময় নত থাকে কৃতজ্ঞতায়।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:৫২
রিকি বলেছেন: দাদা নতুন আঙ্গিকে ত্রিপদী পয়ার মনে হল!!!
যদি আমি খুব একটা ভুল না করে থাকি এটা পয়ার ছন্দের না ??? পোস্টে প্লাস 