নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

‘আকাশ আমায় ভরলো আলোয়..’

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩



এ এক অদ্ভুত রাজ্য! সকলেই জানে।
অন্ধকারের কোন স্থান নেই এখানে।
আলোর নিবাস।
আলোয় ভরা আকাশ।
আলোর ভুবন।
অথচ অকারণে খারাপ হয় আমার মন!

অনির্বচনীয় অসুখ আমার।
শীতের সন্ধ্যার মতো যেন আকস্মিক নামে অন্ধকার।
অথবা বর্ষার মতো;
কথা নেই বার্তা নেই বর্ষণ অবিরত।
মুখ ভার।
এবং অন্ধকার।

এবং অন্ধকার যদি হয় মন,
রাজ্য থেকে নিশ্চিত নির্বাসন!
এমন যখন পরিস্থিতি,
পায়ের তলায় সর্ষের অবস্থিতি;
চঞ্চল মাটি,
আমি তখন হাঁটি।
স্থানচ্যুতি অনিবার্য আমার জন্য,
হাঁটতে হাঁটতে পিছনে ফেলি নিবিড় অরণ্য!
হেঁটে যাই পাহাড়ের কাছে,
সেখানে আশ্চর্য ঝর্ণা আছে!
ছন্দোময় চলন উচ্ছল প্রাণ,
কিন্নরকণ্ঠী, শুরু হয় গান।
পাশে বসি তার।
‘আকাশ আমায় ভরলো আলোয়..’, ভাঙলো অন্ধকার।
উজ্জ্বল মুখ।
সেরে যায় আমার অসুখ।



কৃতজ্ঞতা: শিমুল জামান

ছবি: সংগৃহীত

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

শুভকামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

দুঃখপ্রকাশ অন্তর্জালে ঠিকমতো সময় দিতে না পারার জন্য।

আশাকরি সাময়িক সমস্যা এটি।

সকলের কাছে ক্ষমাপ্রার্থণা থাকছে।

শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

জুন বলেছেন: আলোর নিবাস ।
আলোয় ভরা আকাশ।
আলোর ভুবন
অথচ অকারনে খারাপ হয় আমার মন ।

বাহ দারুন লাগলো কথাগুলো দীপংকর চন্দ ।
+

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জুন। অনেক। অনেক।

ক্ষমাপ্রার্থণা ঠিকভাবে সময় দিতে না পারার জন্য অন্তর্জালে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: চমৎকার লাগল।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

দীপংকর চন্দ বলেছেন: ভাইরে, এক কথা কিন্তু বারবার বলতে হবে আমাকে!!

ক্ষমাপ্রার্থণা। অন্তর্জালে ঠিকভাবে সময় দিতে না পারার জন্য।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার লাগলো দীপংকর দা

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯

দীপংকর চন্দ বলেছেন: আরে!! সুন্দর ছবিতো!!

অনেক অনেক ধন্যবাদ অর্বাচীন পথিক।

অনিঃশেষ শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



অনির্বচনীয় অসুখ আমার .....
কথা নেই বার্তা নেই বর্ষণ অবিরত।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ উপস্থিতিতে শ্রদ্ধেয়।

ক্ষমাপ্রার্থণা।

কথা নেই বার্তা নেই ....... ফাঁকায় পড়েছি কিছুটা!!!

আশাকরি সাময়িক এটা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: স্থানচ্যুতি অনিবার্য আমার জন্য,
হাঁটতে হাঁটতে পিছনে ফেলি নিবিড় অরণ্য!

সুন্দর +

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

দীপংকর চন্দ বলেছেন: কবির প্রতি শুভকামনা। অনেক। অনেক।

ক্ষমাপ্রার্থণা থাকছে অনিয়মিত উপস্থিতির জন্য।

ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

লীন প্রহেলিকা বলেছেন: দারুন। শুভেচ্ছা জানবেন।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। অনেক।

কৃতজ্ঞতাও।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২

হামিদ আহসান বলেছেন: সুন্দর লেখা৷ শব্দ চয়ন, উপমা অার অলঙ্কৃত বুননে দারুন লাগল৷
প্রকৃতিতে পহাড়ে ঝরনায় যে গান বাজে তা সত্যিই মানুষকে ফ্রেস করতে পারে৷
শুভেচ্ছা অবিরত .......।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০

দীপংকর চন্দ বলেছেন: হামিদ ভাই।

অনেকদিন পর আপনার সাথে কথা!!

ভালো আছেন আশাকরি।

কৃতজ্ঞতা জানবেন।

অনিঃশেষ শুভকামনা থাকছেই। সবসময়।

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৫

সাজিদ উল হক আবির বলেছেন: এটার পাশাপাশি আপনার কবিগুরুকে নিয়ে আগের ছড়াটিও পড়লাম। আপনার লেখার ঢং টি বেশ রাবিন্দ্রীক। পড়লে ভেতরে একটা মঙ্গলবোধ কাজ করে।
শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালোলাগা রেখে গেলাম... +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

ক্ষমাপ্রার্থণা ভাই। অনিয়মিত উপস্থিতির জন্য।

কৃতজ্ঞতা থাকছে।

থাকছে অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১১| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর লেখনী। অনেক শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ তনিমা। অনেক।

কৃতজ্ঞতা।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা। অনিঃশেষ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

দীপংকর চন্দ বলেছেন: প্রিয় কথাসাহিত্যিকের প্রতি কৃতজ্ঞতা বাড়ছে কেবল!!

ধন্যবাদ অনেক।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

আমার শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৩| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫

এহসান সাবির বলেছেন: দারুন শেয়ার।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে অনেক ভালো লাগা এহসান ভাই।

ধন্যবাদ অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

এবং উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতাটা আগেও পড়েছিলাম। নতুন লেখার খোঁজে এসে আবার পড়লাম ও লাইক দিয়ে গেলাম। শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

দীপংকর চন্দ বলেছেন: পুনরায় আপনার আগমন আমাকে আপ্লুত করলো ভীষণ!!!

সময় সংকট!! রাতে যখন আসার সময় হচ্ছে অন্তর্জালে, তখন ভীষণ ক্লান্তি ঘিরে থাকছে। এ অবস্থায় মুখপঞ্জীতে সময় কাটানো হচ্ছে কিছুটা, কিন্তু ব্লগে আসা হচ্ছে না। আমার দৃষ্টিতে নতুন গণমাধ্যমের এই ক্ষেত্রটি বিশেষ মনোযোগের দাবী রাখে। ক্লান্ত শরীর মনে সেটা বেশ কষ্টকর।

আশা করছি সময় সংকট সাময়িক।

আপনাদের আন্তরিকতাপূর্ণ সাহচর্য ভীষণ আনন্দদায়ক আমার কাছে।

শুভকামনা পুনরায়।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.