![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
কাল চোখে তোর কাজল ছিলো না রে
আমি দেখছি বারেবারে
আউলা ছিলো চুল
সেই চুলে জড়াইয়া ছিলো রক্তজবা ফুল
ঢাকাই শাড়ি অঙ্গে ছিলো
নাকে চিকন নথ
আলতা মাখা চরণতলে
ধূসর মাটির পথ
মোহনবাঁশি গীতলছবি বিজন পুকুরধার
গলায় ছিলো অপূর্ব এক স্বর্ণলতার হার
দেখছি তোরে বারেবারে রে
প্রাণ হইছে আকুল
আউলা ছিলো চুল
সেই চুলে জড়াইয়া ছিলো রক্তজবা ফুল
কাঁচের চুড়ি হাত জোড়াতে
তেপান্তরের মাঠ
মনপবনের নাও হারাইলো
ভুবনডাঙ্গার ঘাট
ভুরুর শোভা কী অপরূপ টিপ পরা কপাল
ঠোটের কোণে মুচকি হাসি লজ্জা রাঙ্গা গাল
দেখছি তোরে বারেবারে রে
প্রাণ হইছে আকুল
আউলা ছিলো চুল
সেই চুলে জড়াইয়া ছিলো রক্তজবা ফুল
ছবি: সংগৃহীত
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। অনেক।
আমার শুভকামনা সাথে থাকছে। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৬
আরণ্যক রাখাল বলেছেন: আমি অনেকদিন পর আপনার লেখা পড়লাম| সুন্দর লেগেছে
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শুরুতেই।
কিছুটা সময় সংকট চলছে। রাতে যে সময় অন্তর্জালে প্রবেশের সময় করতে পারছি, তখন ক্লান্তি থাকছে ভীষণ। মুখপঞ্জীতে যাচ্ছি, কাটাচ্ছি কিছুটা সময়। কিন্তু ব্লগে আসছি না। এখানে আমার অনুসারিত যাঁঁরা আছেন আপাতত, তাঁঁরা প্রত্যেকেই উঁচু মানের লেখক। তাঁদের লেখা পাঠের জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। ক্লান্ত শরীর মনে পাঠের চেষ্টা বেশ কষ্টকর। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে। আশাকরি মিটে যাবে সময় সংকট। আপনাদের সাহচর্য আনন্দদায়ক আমার কাছে সবসময়।
শুভকামনা থাকছে। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই লাগলো । পাশাপাশি বুকের মধ্যে শূন্যতা বিরাজ করছে ।
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
সাধু-সঙ্গ শান্তি আনে মনে!!
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৪| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৩
শায়মা বলেছেন: বাহ ভাইয়া! পুরাই গান!
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক শায়মা।
কৃতজ্ঞতা থাকছে।
শুভকামনাও। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৫| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতায় সুর ছোঁয়ালেই তো গানা হইয়া যাইবেক!
ভালোলাগা জানুন, ভালো আছেন আশা করছি ।
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
ভালো থাকার চেষ্টা!!
আশাকরি আপনারা ভালো আছেন সবাই!
আপনাদের প্রতি শুভকামনা কিন্তু আছেই আমার উপস্থিতিতে। এবং অনুপস্থিতিতেও। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৬| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: অপূর্ব সুন্দর এবং সুরেলা। এটাকে গান বানানো যায় না?
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
ভেবেছিলাম এ বছর কিছু কাজে হাত দেবো!! কিন্তু বুঝতে পারছি না ব্যস্ততা কোন গন্তব্যে নিয়ে যাবে আমাকে!!!
ইতিমধ্যে অন্তত দুটো নতুন গল্প লিখেছেন আপনি!
পাঠ করতে না পারার কষ্টবোধ তাড়া করছে আমাকে!
ক্ষমাপ্রার্থণা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৭| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০
অর্বাচীন পথিক বলেছেন: এর সুন্দর মিলিয়ে মিলিয়ে লিখেছেন দীপংকর দা
খুব ভাল লাগলো
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫
দীপংকর চন্দ বলেছেন: মিলেছে!!
কিন্তু জীবনের হিসেব তো মিলেনা!!!
মুশকিল বেশ!!!
হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ অর্বাচীন পথিক।
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৮| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: চমৎকার ছন্দময়। ভালো লাগল।
সুর দিলে, গান হয়ে যাবে।
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
আপনাদের আন্তরিকতায় ভীষণ আপ্লুত আমি!!
কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৯| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
এক গুচ্ছ ভালো লাগা।
কাঁচের চুড়ি হাত জোড়াতে............................
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন এহসান ভাই। অনেক।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আপনাদের ভালোবাসা ভীষণ আপ্লুত করে আমাকে!!
শুভকামনা। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১০| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ, ,
গানের মতো । সুরেলা আর মিষ্টি একটি কবিতা ।
বিরস ব্লগে হঠাৎ হঠাৎ এমনটা চাই ।
শুভেচ্ছান্তে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
দীপংকর চন্দ বলেছেন: "বিরস ব্লগে হঠাৎ হঠাৎ এমনটা চাই ।"
কি যে বলেন শ্রদ্ধেয়!!!
আমার মতো নিরস মানুষের এলোমেলো সামান্য লেখার চেষ্টা!!!
আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই কোন!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
জেন রসি বলেছেন: ধ্রুপদী ভাবের স্পর্শ পেলাম ।
চমৎকার হয়েছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।
কৃতজ্ঞতার কথাই বারবার বলি।
এবং শুভকামনার কথাও।
উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা থাকছে ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২০
ভার্চুয়াল কবি বলেছেন: সাধু সাধু
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪১
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কথা বারবার বলতে হয়।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই এতো পেছনে ফেরার জন্য!
কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪০
ক্ষুদে লেখক বলেছেন: চরণ গুলো পড়ে একটা গান ধরতে ইচ্ছে করছে!!!
"অন্তর জ্বলে রে জ্বলে,অন্তর জ্বলে রে জ্বলে বুকের ভেতর অন্তর আমার জ্বলে " :v