![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
রঙে রঙে রঙিন যতো ময়ুরপঙ্খী দিন
অনলে পুড়িয়া সকল হইয়াছে বিলীন
বেসামাল এই দাহকাল যাতনার ভ্রুণ
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
পোড়া ছাই ঘূর্ণিবাতাস বিবর্ণ আসমান
ছিড়িয়াছে তার দোতারার পুড়িয়াছে গান
পরিণতি জরজর বড়ো নিদারুণ
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
ছবি: সংগৃহীত
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আমার শুধু দেরি হয়ে যায়!!
ক্ষমাপ্রার্থণা।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন কাব্য
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৫
অন্ধবিন্দু বলেছেন:
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
আগুন নিজেই পুড়ছে না পোড়াচ্ছে ? ব্যাকরণ পাচ্ছি না ! ধরে নিলাম শব্দের অনুচিন্তা আছে।
আপনার লেখাটা বারকয়েক পড়ে, দোতারায় সুর ধরলাম। সামনে থাকলে শুনিয়ে দিতেম, হেহে।
চিন্তারোগের যাতনায় বেসামাল না হয়ে উপায় আছে। আপনার দেহকাঠে ঘুণ ধরিছে, আমাদের তো পুড়ে পুড়ে কয়লা হতে চলল।চাষাভুষো মানুষের ময়ুরপঙ্খী দিন বলে কিছু থাকে না ... থাকে দাহকালের মুখরতা ...
ধাবমান জগত, বিবর্ণ আসমান,পোড়া ছাই হা ...
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সম্ভবত সবকিছুই পুড়ছে এবং পোড়াচ্ছে পরস্পরকে, প্রতিনিয়ত!!!
হা হা হা হা
আর প্রজ্বলনকালে ব্যাকরণ খুঁজে কি লাভ!!!
হা হা হা হা
আপনার মতো বিদগ্ধ পাঠকের কাছে শিক্ষণীয় সব। আপনাকে শেখাবার ধৃষ্টতা অন্তত আমার মতো অভাজনের পক্ষে নেই।
পুড়ে কয়লা হয় কিছু পদার্থ অবশ্যই, কিন্তু আপনাদের মতো মানুষগুলো সোনার মতো, পুড়ে খাঁটি যাঁঁরা আপাদমস্তক।
শুভকামনা অনিঃশেষ শ্রদ্ধেয়।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩০
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ বাচনভঙি!!
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
আগুন কি ছারখার হয় পুড়ে? যদি মনে কিছু না নেন তবে .....
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আরে না রে ভাই, মনে নেবো কেন কিছু!!!
নির্দ্বিধায় বলবেন যে কোন কথা!
আপনার প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেবার ক্ষমতা আমার নেই!!
সংশয় সব!!
হতেও পারে, আবার না-ও হতে পারে!!!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসবসময়। অনেক ভালো।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
আপনার বেশ কিছু সুচিন্তিত লেখা সম্ভবত অপঠিত আবার!
আশাকরি অচিরেই পড়ে ফেলবো সেগুলো।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
জেন রসি বলেছেন: চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
বাহ! চমৎকার!
সহজবোধ্য ভাষায় বৈচিত্র্যময় ভাবনার প্রকাশ।শুভেচ্ছা।
++
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
আপনাদের আন্তরিকতা ভীষণভাবে মন ছুঁয়ে যায়।
প্রার্থণা করবেন, আমার মাথা যেন নত থাকে কৃতজ্ঞতায়। সবসময়।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩
মামুন রশিদ বলেছেন: গীতিময়..
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২
দীপংকর চন্দ বলেছেন: গীতিকবিতা! অথবা কিছুই নয়!!!
ধন্যবাদ ভাই। অনেক।
বেশ কিছুদিন পর আপনার উপস্থিতি কি?? নাকি আমার অনুপস্থিতি ভিন্ন ধারণা জন্ম দিচ্ছে আপনার উপস্থিতি সম্পর্কে!!!
যাই হোক, অনেক অনেক ভালো লাগা আপনার উপস্থিতিতে।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের ভালোবাসার ঋণ শোধ হবার নয় কোনদিন সম্ভবত!!
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।খুব ভালো লাগলো
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই।
এবং শুভকামনা অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
সুন্দর হোক সব।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
কিরমানী লিটন বলেছেন: চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
ছন্দের তালে চমৎকার ভালোলাগা +++
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১
দীপংকর চন্দ বলেছেন: জীবন ছন্দোময় হোক ভাই।
ধন্যবাদ। অনেক। অনেক।
কৃতজ্ঞতা থাকছে।
এবং শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
জুন বলেছেন: একবার আমার একটি বেতের চেয়ারে ঘুন ধরেছিল। এ বল্লো গরম পানি দাও, ও বলে রোদে দাও। কিছুতেই কিছু হয়না। কি মনে করে ঘুনে ধরা জায়গায় এরোসল স্প্রে করলাম দীপংকর চন্দ। বিশ্বাস করবেন সেই যে ঘুন গেল একেবারে জন্মের মত।
কিন্ত দেহকাঠে কি এরোসল স্প্রে করা যাবে
অনেক অনেক চমৎকার একটি কবিতায় প্লাস
+
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আপনি তো শুধু ইবনে বতুতা-ই নন, কলম্বাসও!!!
এটাকে আমার অামেরিকা আবিষ্কারের মতো যুগান্তকারী ঘটনা মনে হচ্ছে!!
হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
জানবেন কৃতজ্ঞতাও।
এবং শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেম চেঞ্জার ভাই , ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন বলতে কবি সম্ভবত মনের আগুনে পুড়ে ছারখার বুঝিয়েছেন ।
আমার কাছে কবিতা অসাধারণ মনে হয়েছে ।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার 'গুণীজন' উপস্থাপনের গুণমুগ্ধ ভক্ত আমি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
প্রামানিক বলেছেন:
চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
অনেক ভাল লাগল। ধন্যবাদ দীপংকর দা।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শহীদ ভাই।
কত কিছু হলো না জীবনে!!!
হলো না এ পর্যন্ত আমাদের একসাথে বসাও!!!
আশা থাক তবু, একদিন আমরাও...
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
এস এম ফরিদ বলেছেন: চমৎকার
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লেগেছে কবিতায় । অসাধারণ ।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
প্রকাশ করছি কৃতজ্ঞতা আমার।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
এটা মনে হয় গান হলে ভালো হতো, তেমনই ছন্দ কিন্তু । আগেই বলে রাখি , সুন্দর হয়েছে ।
আর উপরের ১১ নং মন্তব্যে জুন এর - কিন্ত দেহকাঠে কি এরোসল স্প্রে করা যাবে :-* বাক্যটি পড়ে হাসছি আর হাসছি। দারুন ।
৩ নং মন্তব্যে অন্ধবিন্দু দোতারায় সুর ধরলেন । এটাও বেশ লেগেছে ।
আর আমি বলি - দেহকাঠে ঘুণ ধরেছে তো কি হয়েছে ? মানিক বন্দোপাধ্যায় এরকমই বলেছিলেন শরীর.... শরীর .। তোমার কি মন নাই কুসুম !!!!!
মনে আগুন লাগলেও মন তো মরেনা । ঘুণে ধরলেই মুশকিল !!!!!!!!!!
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
পুতুল!! পুতুল সব!!! ইতিকথা পুতুল নাচের!!! মন-শরীরে তো মাখামাখি হবার কথা!!! কিন্তু তা আর হয় কই!!!
পোড়ে! আবার একটা সময় ঘুণেও ধরে!!
তবু মন কেমন কেমন করে যখন শুনি, "...তোমার কি মন নাই কুসুম..."
অনেক অনেক সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
প্রগাঢ় শ্রদ্ধা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯
রিকি বলেছেন: পোড়া ছাই ঘূর্ণিবাতাস বিবর্ণ আসমান
ছিড়িয়াছে তার দোতারার পুড়িয়াছে গান
পরিণতি জরজর বড়ো নিদারুণ
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ!
দেরি করে দেখলাম, বেশ কয়েকদিন ব্লগে অনুপস্থিত ছিলাম। কাব্যে অনেক অনেক ভালোলাগা রইল দাদা
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা উপস্থিতিতে।
কৃতজ্ঞতা জানবেন।
অনুপস্থিতি আমাকেও ভোগাচ্ছে বেশ!!! হয়তো জীবন এমনই!!!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কবিতা । অতুলনিয় কল্পনাশক্তি । ভালো লাগা রইল অনেক ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮
এহসান সাবির বলেছেন: কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ
হুম..... আমি বুড়ো হয়ে গেছি।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কি যে বলেন!!!
সামনেই শাস্ত্রীয় সংগীত রজনী সম্ভবত!!!
দেহকাঠের ঘুণ সারানোর মহৌষধ!!!
চিরনতুন থাকুন আপনি।
প্রার্থণা থাকছে।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।
২০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
আরণ্যক রাখাল বলেছেন: দেহকাঠে ঘুণ! ভাল লেগেছে দীপংকর দা
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ভীষণ ভালো হয়ে যায় মন আপনাদের আন্তরিকতায়!!!
কৃতজ্ঞতার কথা বলতেই হয় বারবার।
অনিয়মিত উপস্থিতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো সকলের প্রতি আপনার মাধ্যমে।
আমার শুভকামনা থাকছে। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
আলোরিকা বলেছেন: 'চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ! ' - অ্যারোসল স্প্রে করার আইডিয়াটা খারাপ না !
দোতারার সাথে শুনতে ইচ্ছে করছে ভীষণ ! +++
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সত্যিই মন্দ নয় 'অ্যারোসল স্প্রে' করার চিন্তাটা!!!
কিন্তু ঘুণ সারবে তো!!! নাকি খুন হয়ে যেতে হবে!!!
হা হা হা হা
মুশকিল ভীষণ!!
কৃতজ্ঞতা জানবেন।
উত্তরের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভকামনা থাকছেই। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩
শামছুল ইসলাম বলেছেন: আপনার কবিতা মানেই অন্য রকম একটা ভাল লাগা।
অহেতুক ব্যস্ততায় অনেক ভাল কিছু মিস হয়ে যায়।
তবুও জানবেন, ভাল কিছুর আবেদন চিরকাল।
অনেক অনেক ভাল লাগাঃ
//চিন্তা নামের চিতানলে
জ্বলে আমার চক্ষু জ্বলে
ছারখার হয় পুড়িয়া মনেতে আগুন
কি করিবো দেহকাঠে ধরিয়াছে ঘুণ! //
ভাল থাকুন। সবসময়।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০
দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন!!
ব্যস্ততা যতোই তাড়িয়ে বেড়াক, জানবেন আমরা আছি প্রত্যেকে একে অপরের মনের কাছাকাছি।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা ভাই।
দুঃখপ্রকাশ উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ক্ষমাপ্রার্থণা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কাব্য । বেশ লেগেছে ।