নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

আকাশের ঠিকানায় চিঠি লিখো

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬



"...চিঠি কিন্তু আমি লিখছি না আম্মু, আব্বু লিখছে আমি বলছি.. আমি তো লেখা শিখিনি.. মিস বলেছে কদিন পরেই আমি লেখা শিখে যাবো.. আম্মু, আব্বুটা না অনেক পচা হইছে.. সারাদিন অফিসে থাকে.. দেরি করে বাসায় আসে.. আমি বকি তো.. অনেক বকি, তবু শোনে না.. তুমি কবে আসবা.. জানো, আব্বুটা না অনেক বোকা, রান্না করতে পারে না, প্রতিদিন ভাত পুড়িয়ে ফেলে.. আমি বলি, আমি রেঁধে দেই, আব্বু বলে বড় হও মা, আমি হাসতে হাসতে মরি, ওরে! আমি কী ছোট! আমি তোমার মতো শাড়ি পড়তে পারি.. জানো আম্মু, আব্বুটা অনেক গরীব আছে, জুতা ছিঁড়ে গেছে বোঝেও না, ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়ায়.. নানুভাই দাদুভাই আমাকে টাকা দিছে চকলেট খেতে আমি জমিয়ে রাখি.. তুমি কিন্তু আব্বুরে বলবা না, আমি আব্বুর জন্য একটা জুতা কিনবো.. তোমার জন্য একটা শাড়ি আর.. একটা আয়না.. আম্মু তুমি না অনেক সুন্দর.. আমারে একটা টিপ পরায় দিবা কিন্তু.. আর লিপস্টিক.. আব্বুর শরীর খারাপ হইছে, খায় না ঠিক মতো, বলি দুধ খাও, কথা শোনে না.. বকি তো অনেক বকি, খালি হাসে আর লেখে.. আমি ঘুমাই ঘুমাই অনেক ঘুমাই, তবু আব্বু ঘুমায় না, আব্বু কী লেখে আম্মু.. আব্বুটা অনেক পচা, বলে, তুমি নাকি আল্লাহর বাসায় বেড়াইতে গেছো, তুমি বলো কারো বাসায় কেউ এতোদিন বেড়ায়.. আমি বকি তো অনেক বকি.. আব্বুরে বলি চলো যাই আম্মুরে নিয়া আসি.. আব্বুটা বোকা, মুখ নিচু করে থাকে, আসলে কাঁদে আমি জানি, কেমন বোকা.. বড়রা কী কোনদিন কাঁদে বলো আম্মু.. আমি আব্বুকে বলি, কী ব্যাপার, চোখে পানি কেন.. আব্বু বলে ধুলা পড়ছে.. আব্বুটা কিন্তু ভালো আছে, জানে কাঁদলে আমি বকা দিবো.. আম্মু তুমি তাড়াতাড়ি আসবা.. আমরা এখন রান্না করবো.. আমি কাছে না থাকলে আব্বু আবার ভাত পোড়াবে.. এখন যাই তাইলে.. ও আম্মু শোনো, আব্বু একটা ছোট্ট বিড়াল আনছে আমার জন্য.. জানো না বিড়ালটা অনেক ফাজিল.. আমার একটা বই ওকে দিছি.. পড়ে না কথাও শোনে না সারাদিন দুষ্টামি.. আম্মু গেলাম.. আব্বু বলতেছে ভাত নাকি আজকেও পুড়বে- তুমি আসবা তাড়াতাড়ি-"


ছবিঃ সংগৃহীত

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

কিরমানী লিটন বলেছেন: অনবদ্য ভালোলাগায় অতলটা ছুঁয়ে গেলেন,অসাধারণ ...

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতা থাকছে।

উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা যেন নিয়মে পরিণত হচ্ছে আমার!!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: মোটেও ভাল লাগেনি| সত্যি বলছি

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

দীপংকর চন্দ বলেছেন: না লাগুক ভালো!!

সব সবসময় সবকিছু ভালো লাগাটা তো জীবন নয় ভাই!!

জীবনটা ভালো লাগা আর ভালো না-লাগার মিশ্রণ সম্ভবত!!

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: বিস্বাদী লেখা । মনকে বিস্বাদ করেছে ছোট্ট মনে আকুতি ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

দীপংকর চন্দ বলেছেন: জীবনটা যেন কেমন!!!

বিস্বাদের অংশই কি বেশি!!! নাকি সুস্বাদের!!

বুঝতে পারি না ঠিক!!

অনিঃশেষ শুভকামনা ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

সাবলীল মনির বলেছেন: বেশ লাগল ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতাও।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

দীপংকর চন্দ বলেছেন: ক্ষমাপ্রার্থণা শুরুতেই উত্তরের দীর্ঘ বিলম্বের জন্য।

কৃতজ্ঞতা। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

দুঃখপ্রকাশ উত্তরের বিলম্বের জন্য। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ এবং অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: আহা, ছোট্ট মেয়েটার গভীর বিশ্বাস মা তার এই চিঠি পড়ে তার কাছে ছুটে আসবে!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ মামুন ভাই।

কৃতজ্ঞতাও।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

এবং ক্ষমাপ্রার্থণা থাকছে বিলম্বিত উত্তরের জন্য।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''দেহ কাঠে ধরিয়াছে ঘুন'' ১০ এ ১০ ।
এখানে ১০ এ ৬ :P

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কোন সমস্যা নেই! ভালোবাসার দান সবই সমান!!

ভালোবাসা জানবেন।

শুভকামনাও। অনিঃশেষ।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: এত কষ্টের, এমন চিঠি কেউ কখনও না লিখুক।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

দীপংকর চন্দ বলেছেন: আমারও তা-ই প্রার্থণা ময়ূরাক্ষী!

অনেক অনেক সুন্দর জীবন হোক আপনার। চির আনন্দময়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

এহসান সাবির বলেছেন: তুমি নাকি আল্লাহর বাসায় বেড়াইতে গেছো .......


+++

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এহসান ভাই। অনেক।

সবসময় আমার শুভকামনা থাকছে। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক অনেক ভালো।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: এমন চিঠি, কোন ছোট বাবু না লিখুক !!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

দীপংকর চন্দ বলেছেন: জীবনের সরল অংক সবসময় সরল হয়না সম্ভবত!!!

কিংবা হয়!!

কে জানে!!!

অনিঃশেষ শুভকামনা।

পূর্ণ হোক আপনার প্রত্যাশা, প্রার্থণা থাকছে।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯

পার্থ তালুকদার বলেছেন: :((

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

দীপংকর চন্দ বলেছেন: কৃত্জ্ঞতা ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: বিষাদঝড়ে উড়ে গেলাম। অদ্ভুত রকম স্পর্শকারী লেখা।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর হোক, শান্তির হোক জীবন।

কৃতজ্ঞতা জানবেন প্রিয় কথাসাহিত্যিক।

জানবেন শুভকামনাও। অনেক।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

শামছুল ইসলাম বলেছেন: লেখার প্রতি পরতে পরতে বেদনার ছোঁয়া, কোনটা ছেড়ে কোনটা বলিঃ

//আব্বুটা অনেক পচা, বলে, তুমি নাকি আল্লাহর বাসায় বেড়াইতে গেছো, তুমি বলো কারো বাসায় কেউ এতোদিন বেড়ায়.. আমি বকি তো অনেক বকি..//

//বড়রা কী কোনদিন কাঁদে বলো আম্মু.. আমি আব্বুকে বলি, কী ব্যাপার, চোখে পানি কেন.. আব্বু বলে ধুলা পড়ছে.. //

তবুও বলব, ভাল থাকুন আপনি, ছোট্ট রাজকন্যা। সবসময়।


০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

দীপংকর চন্দ বলেছেন: //তবুও বলব, ভাল থাকুন আপনি, ছোট্ট রাজকন্যা। সবসময়।//

এতো আন্তরিকতা আপনাদের!! কেবলই দ্রবীভূত হয় মন!! আপ্লুত হয় হৃদয়!! বাবরার! কৃতজ্ঞতায়!

প্রার্থণা করবেন ভাই আমার জন্য।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

জেন রসি বলেছেন: মা হারানো শিশুর আবেগকে শব্দ এবং ভাষা দিয়ে এমনভাবে প্রকাশ করলেন যেন পাঠক নিজেই সেই বেদনাকে অনুভব করতে পারে! স্পর্শ করতে পারে।

ভালো থাকুন সবসময়। শুভেচ্ছে।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা ভাই।

প্রার্থণা করবেন, আমার মাথা যেন চিরকাল নত থাকে কৃতজ্ঞতায়।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

জেআইসিত্রস বলেছেন: অসাধারণ লিখুনি মন ছুঁয়ে গেল।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা জানবেন ভাই।

এবং শুভকামনাও। অনিঃশেষ।

ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক ভালো।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ,



এরকম করেও কেউ লেখে ???????
আমার চোখেও কয়লা পড়েছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

দীপংকর চন্দ বলেছেন: এলোমেলো কিছু শব্দ!!

হয়তো জীবনের মতো!!

অগোছানো!!

কিছু জীবন না হয় অগোছানোই থাকুক!!

কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।

আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চিরকাল পাথেয় হোক আমার।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: এই মন খারাপের চিঠিটা অফলাইনে বসে বসে পড়েছিলাম ভাইয়া।:(

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা শায়মা।

আন্তরিক দুঃখপ্রকাশ উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

ক্ষমাপ্রার্থণা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

জুন বলেছেন: অত্যন্ত মর্মস্পর্শী চিঠিটি আমিও শায়মার মত পড়ে গেছি, কিন্ত কিছু বলার মত ভাষা খুজে পাইনি ভাই দীপংকর চন্দ।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

সবসময় আপনাদের সহৃদয় উপস্থিতি আমার মতো একজন খুব সাধারণ মানুষের জন্য যে কতো বড়ো পাওয়া, সেটা প্রকাশ করার মতো ভাষা নেই জুন।

উত্তরের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

সুলতানা রহমান বলেছেন: এরকম মা ছাড়া জীবনটা কার?
ভা‌লো লাগা আর শুভকামনা রইল৷

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা এবং শুভকামনা।

কঠিন প্রশ্ন!!

কঠিন প্রশ্নের উত্তর সহজে দেবার ক্ষমতা কি সবার থাকে!!!

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ক্ষমাপ্রার্থণা উত্তরের দীর্ঘ বিলম্বের জন্য।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

২১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: হৃদয়স্পর্শী চিঠি।জীবনটা সত্যি কেমন যেন!!!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

দীপংকর চন্দ বলেছেন: অত্যন্ত সত্যি একটা কথা বলেছেন!!

আসলেই, জীবনটা মাঝে মাঝে কেমন যেন মনে হয়!!

কৃতজ্ঞতা ভাই উপস্থিতিতে।

উত্তরের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

নীলসাধু বলেছেন: এ চিঠি পড়ে কিছু বলা যায়না।
নির্বাক! ক্লাসিক!



শুভেচ্ছা সুপ্রিয় দীপংকর দা।
অনেকদিন কথা হয়না। আশা করছি কুশলে ছিলেন।
শুভকামনা নিরন্তর।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

দীপংকর চন্দ বলেছেন: কবির উপস্থিতিতে ভালো লাগা অনেক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা অনিঃশেষ।

সময় সংকট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে!!

দাঁঁড়ান, সংকটের বারোটা এইবার বাজায়া ছাড়বো!!

হা হা হা হা

অনেক অনেক ভালো থাকবেন ভাই।

শুভকামনা। অনেক। সবসময়।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

দৃষ্টিসীমানা বলেছেন: এত কষ্টের চিঠি , কিভাবে বলি - ভাল লাগল !

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

দীপংকর চন্দ বলেছেন: ছোট্ট মন্তব্য অথচ গভীরতা সীমাহীন!!

শ্রদ্ধা থাকছে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.