![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
সারাটা দুপুর রোদ উঠলো না বিবর্ণ হলদেটে ভ্রান্তিগুলোর পোয়াবারো রকিংচেয়ার বারান্দায় এবং ঘরে সেই কবেকার গ্র্যান্ডফাদার ক্লক অচল কাটা নিশ্চল পেন্ডুলাম আর আমি কিনা ভেবেছিলাম এই শীতে বিপ্লব অবশ্যম্ভাবী
আরে না বিশেষ কোন খবর নেই আমার চটিজোড়াও পুরোনো হতে চললো তবে নতুন কেনার পর কদিন বেশ যত্নআত্তি ছিলো সবাই যেমনটি করে খুব সতর্ক পা ফেলেছিলাম মাটিতে তারপর যাহা বায়ান্নো তাহাই তিপান্নো
কবিতার ধারেকাছে নেই আজকাল কতো আর যা ইচ্ছে তা লিখবো বলো নিজেরও ক্লান্তি লাগে এবং জানো তো হাইওয়েতে ঝা চকচকে গাড়ির ছোটাছুটি কিন্তু বাড়ছে চারপাশে দরদালানও উঠছে তরতর করে অথচ দ্যাখো আমার জীবনযাত্রার মান নামছে আর নামছে আর নামছে
এই কথাগুলোই কি লেখা থাকবে এপিটাফে
ছবি: সংগৃহীত
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
কথাকথিকেথিকথন বলেছেন: দাঁড়ি, কমা মুক্ত লেখা !! আপনি কী লেখাকে স্বাধীনতা দিতে চাইছেন !!!
তবে লেখা ভাল লেগেছে । ছুটে চলা পথে শুধুই লাগা ভাল লাগায় ছুটে চলাই চলছে নিরুদ্দেশ !!!
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
লেখাকে স্বাধীনতা দেবার ক্ষমতা আমার নেই ভাই। সে ক্ষমতা থাকে যুগস্রষ্টাদের।
প্রান্তিক মানুষের নিরীক্ষায় বসবাস।
তবে আদ্যোপ্রান্ত যতিচিহ্ণহীন একটি গ্রন্থ আছে আমার। বলা চলে, প্রকাশকের দুঃসাহসী ভূমিকার প্রাধাণ্যই সেখানে!
শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কথামালা
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমারো ভাল্লাগসে ||
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
ভালো থাকবেন। সবসময়।
অনিঃশেষ শুভকামনা।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
না , এই কথাগুলোর সবটাই লেখা থাকবেনা এপিটাফে ।
থাকবে -
" অথচ দ্যাখো আমার জীবনযাত্রার মান নামছে আর নামছে আর নামছে । আর নামতে নামতে আমি এখানেই আছি শুয়ে অস্থি-পাঁজরে নিরেট কিছু কষ্ট নিয়ে । গ্র্যান্ডফাদার ক্লকটার অচল কাটার মতো নিশ্চল ................"
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫
দীপংকর চন্দ বলেছেন: //" অথচ দ্যাখো আমার জীবনযাত্রার মান নামছে আর নামছে আর নামছে । আর নামতে নামতে আমি এখানেই আছি শুয়ে অস্থি-পাঁজরে নিরেট কিছু কষ্ট নিয়ে । গ্র্যান্ডফাদার ক্লকটার অচল কাটার মতো নিশ্চল ................"//
অসাধারণ!!
আপনার লেখা মানেই মুগ্ধতা! এবং মন্তব্যে সন্নিবেশিত শব্দাবলীও তার ব্যতিক্রম নয়!
অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
সাহসী সন্তান বলেছেন: লেখা ভাল্লাগছে ভাই, তবে হ্যারিকেন ধরিয়েও তো জ্যোতি চিহ্ণ খুঁজে পেলাম না? বিষয়টা কি......??
শুভ কামনা জানবেন!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
হ্যারিকেন আবার ধরাইলেন ক্যান??
ভাইরে, জ্যোতি হারাইছে হ্যারিকেন!!! অখন বিজলি বাতির রোশনাই চাইরধারে!!!
অামার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
আহসান জামান বলেছেন:
চমৎকার কবি, ভালো থাকবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
দীপংকর চন্দ বলেছেন: কবি কইলেন!!!
শুইন্যা কবিরা আবার হল্লা বাজাইবো না তো!!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: যতিচিহ্নহীন| তবে পড়তে অসুবিধা হয়নি| ভাল লেগেছে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
দীপংকর চন্দ বলেছেন: বাঁঁচা গেলো!! যতিহীনতা তাহলে ক্ষতি বাড়ায়নি!!
হা হা হা হা
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪
সায়েদা সোহেলী বলেছেন: আপনি ভালো লিখেন , এই তুফান মেইল টাও ভালো লেগেছে ।
তবে কিনা এফিটাফের বিরুদ্ধ্যে বাংলা একাডেমী মামলা করতে পারে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
দীপংকর চন্দ বলেছেন: মামলার ভয়!
কাভি নেহি!! কারণ, [''এবার তুফান আসবে"- সালমান খান]
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: কথার কাব্যগাঁথা । রসময় কাব্যশুধু ভাল বললে ভুল হবে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।
এবং কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৯
উল্টা দূরবীন বলেছেন: ক্লিন শেইভ লেখা। তবে চমৎকার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এবং আমার ব্লগে আমন্ত্রণ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২
দীপংকর চন্দ বলেছেন: //ক্লিন শেইভ লেখা।//
হা হা হা হা
ধন্যবাদ ভাই প্রত্যুত্তরে।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা তামান্না তাবাসসুম।
অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
সুমন কর বলেছেন: জানো তো হাইওয়েতে ঝা চকচকে গাড়ির ছোটাছুটি কিন্তু বাড়ছে চারপাশে দরদালানও উঠছে তরতর করে অথচ দ্যাখো আমার জীবনযাত্রার মান নামছে আর নামছে আর নামছে
এই কথাগুলোই কি লেখা থাকবে এপিটাফে -- চমৎকার হয়েছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
আপ্লুত আপনার আন্তরিক সমর্থনে।
কৃতজ্ঞতা। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
শুভকামনা।
১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
শামছুল ইসলাম বলেছেন: আর কোথাও লেখা না থাক, নিশ্চিত থাকবে আমার হৃদয়েঃ
//এই কথাগুলোই কি লেখা থাকবে এপিটাফে//
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
দীপংকর চন্দ বলেছেন: মন ছোঁঁয়া মন্তব্য!!
অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা।
এবং বিজয়ের শুভেচ্ছা বারবার।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: গুমোট ধূসর একটা দৃশ্যপট। ভালো লাগলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
দীপংকর চন্দ বলেছেন: তাৎপর্যপূর্ণ মন্তব্যে শ্রদ্ধা প্রিয় কথাসাহিত্যিক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা থাকছেই।
এবং প্রত্যাশা, ভালো থাকুন, সবসময়।
১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
আলোরিকা বলেছেন: এত অবেলায় কেন এপিটাফের চিন্তা দাদা ভাইয়া ! যাহোক চিরকুটটি পড়তে ভাল লেগেছে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
দীপংকর চন্দ বলেছেন: অবেলা!!!
আরে তাই তো!! এইটা তো ভাবি নাই!! এখন তো একটু ভয় ভয় করতেছে!!
হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ আলোরিকা।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
শুভকামনা।
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগলো দাদা। আলোরিকার সাথে একমত। বেলা অবেলা গুলিয়ে গেছে। নিশ্চল ঘড়ির মতো হয়ে যাওয়াটা মন্দ কি? অলস ঝুঁলে থাকা খরাপ নয়। ব্যস্ততা তো অনেক নিয়েছে। অলসতার হাত খালি যাবে কেন?
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
অনেক অনেক সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক।
দীর্ঘদিন পর রাজপুত্রের সাথে কথোপকথন।
আমার অনিয়মিত উপস্থিতি হয়তো নেপথ্যে ক্রিয়াশীল!!!
অনেক অনেক ভালো লাগলো আপনার উপস্থিতি ভাই।
অনিঃশেষ শুভকামনা থাকছেই বরাবরের মতো।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: দাদা আমিও অনিয়মিত।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কাটাকাটি তাহলে!
শুভকামনা এবং শুভকামনা। বারবার।
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এ ধরনের যতিচিহ্ন বর্জিত লেখার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এপিটাফের লেখা কি সবার ভাগ্যে জোটে? কারো কারো এপিটাফ থাকে শুন্য, কেউ কেউ এপিটাফ শুন্য।
ভালো থাকা হোক সবসময়, শুভকামনা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০
দীপংকর চন্দ বলেছেন: //কারো কারো এপিটাফ থাকে শুন্য, কেউ কেউ এপিটাফ শুন্য।//
অসম্ভব মূল্যবান উচ্চারণ!!
মন্তব্যে শ্রদ্ধা ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তরের দীর্ঘ বিলম্ব।
শুভকামনা পুনরায়।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কথামালা। শুভকামনা অনেক।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
দীপংকর চন্দ বলেছেন: নামেই আপনার আশ্চর্য কাব্যিকতা! এবং ছবিতেও!!
শুভকামনা অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
এহসান সাবির বলেছেন: এই রকম লেখা আমার খুবই ভালো লাগে।
শুভেচ্ছা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।
প্রার্থণা করবেন, আমার মাথা যেন সবসময় নত থাকে কৃতজ্ঞতায়।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
বনমহুয়া বলেছেন: দারুন ভাই।