নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

আশাকরি পরানবন্ধু আছো কুশলে

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯



''...আব্বার ডায়াবেটিস, বলবা হাঁটাহাঁটি যেন নিয়মিত করে;
আগামী সপ্তাহে আম্মারে নিয়া যাবা অবশ্যই শহরে;
টাকা পাঠাইলাম, বড় ভাইয়ের সঙ্গে মেডিকেল কলেজের আউটডোরে যাবা;
আমাগো গ্রামের হামিদা আপা আছে চক্ষু বিভাগে, সেখানেই তারে পাবা;
খেয়াল রাখবা, আম্মার চোখের ছানির অপারেশন যেন ঠিক মতো হয়;
মন দিয়া শোন কথা, আল্লাহরে ডাকবা, দেখবা থাকবো না কোন ভয়;
আমার সোনা বাবুটা কেমন আছে? ঠিক মতো খায় দায়? লেখাপড়া করে ঠিক মতো?
ওর একটা ছবি বালিশের নিচে রাখি, মাঝে মাঝে দেখি, সারাদিন ওর কথা ভাবি কতো;
এইখানে অনেক দালান-কোঠা উঁচা উঁচা ঘর;
বাহারি খাবার-দাবার জানোনা কী সোনার শহর!
কষ্ট অনেক, তয় শরীরে লাগে না যখন তোমাগো কথা ভাবি;
এইখানে আইছি কষ্ট করতে, দেখি যদি হাতে পাই সুখের চাবি;
তোমাগো ছাড়া মনে কষ্ট হয়;
দেখি বাড়ি আসতে পারি কিনা কোরবানির সময়;
নিজের শরীরের যত্ন নিবা;
প্রতিমাসে চিঠি দিবা;
আর বিশেষ কী?
দোয়া নিও, ইতি,
তোমার আমি,
প্রাণপ্রিয় স্বামী

পুনশ্চ: ভালোবাসা নিও সাথে, আমি ভালো আছি..খোদার ফজলে..
আশাকরি পরানবন্ধু তুমি ভালো আছো, আছো..কুশলে...''


ছবিঃ সংগৃহীত

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভালো লাগলো। :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা থাকছে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

সুলতানা রহমান বলেছেন: এই চিঠি লিখলো আর পেতে পেতে ছানির অপারেশন হয়তো হয়ে গেছে। এখনকার সময়টা অনেক সহজ। একমাস, পনের দিন অপেক্ষা করা লাগেনা। মাত্র কয়েকটা সেকেন্ড।
তারপর ও চিঠি সবসময় ভাললাগার।
এই চিঠি ও ভাল লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আমি কি তাইলে পুরান কালের কথা কইলাম!!!

কি যে দিন পরছে, সময়কাল আউলাইয়া ফেলি!!

শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ঘটনারঘনঘটা

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

দীপংকর চন্দ বলেছেন: তবে, "নাহি তত্ত্ব নাহি উপদেশ"

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা।

সবসময়া ভালো থাকবেন। অনেক।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: দীপংকর চন্দের ফ্লেভারটাই আলাদ!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ইংরেজী কইলেন মনে হয়!!!

আমার দুর্বলতা ক্যামনে ধরলেন!!!

অনিঃশেষ শুভকামনা ভাই।

অনেক ভালো থাকবেন। অনেক। সবসময়।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

জুন বলেছেন: কষ্ট অনেক, তয় শরীরে লাগে না যখন তোমাগো কথা ভাবি;
এইখানে আইছি কষ্ট করতে, দেখি যদি হাতে পাই সুখের চাবি;

আহারে এমন কষ্টের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় দীপংকর চন্দ। শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ আমাদের প্রবাসীদের মনের কথাগুলো।
আমাদের গ্রামে গেলে এমন অনেক যুবকের কথা শোনা যায়। এমন ঘটনা।
+

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

দীপংকর চন্দ বলেছেন: ভ্রমণ মানুষের মনের প্রসারণ ঘটায় সম্ভবত!!

আপনার সংবেদনশীল মনের প্রতি শ্রদ্ধা দিন দিন বাড়ছে জুন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালোবাসা নিও সাথে, আমি ভালো আছি..খোদার ফজলে..
আশাকরি পরানবন্ধু তুমি ভালো আছো, আছো..কুশলে...''

দারুন!!!!

+++++++++++

ইত্তেফাকের নির্বাচিত ব্লগের লিংক থেকেই আসা :) অভিনন্দন নির্বাচিত লেখার জন্য।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন!!! আমারে!!!

তা বেশ!!

নিলাম!!!

তয় অন্য কারো প্রাপ্য অভিনন্দন যদি আমাদের দিয়া থাকেন, ফেরত কিন্তু আমি দিমু না কইলাম!!!

হা হা হা হা

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

সাহসী সন্তান বলেছেন: ভাই শুধুমাত্র এই 'আশাকরি পরানবন্ধু আছো কুশলে' নামকরণের জন্যই আপনার পোস্টে প্লাস!



চিঠি (?) অথচ যেভাবে ছন্দের সাথে মিলিয়ে তৈরি করেছেন সেটা আসলেই অনেক চমৎকার হয়েছে! হৃদয়ের উষ্ণতা অনুভব করতে পারলাম!


শুভ কামনা জানবেন!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

দীপংকর চন্দ বলেছেন: ভালোবাসা এবং শ্রদ্ধা ভাই।

আপনার হৃদয়ের উষ্ণতাও আমাকে ছুঁয়ে গেল ভীষণভাবে।

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

কিরমানী লিটন বলেছেন: পুনশ্চ: ভালোবাসা নিও সাথে, আমি ভালো আছি..খোদার ফজলে..
আশাকরি পরানবন্ধু তুমি ভালো আছো, আছো..কুশলে...'' আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলোনা কেহ...

সত্যিই অসাধারণ হয়েছে হৃদয়ের কথাগুলি, অতল ছুঁয়েছে ... নিরন্তর ভালোবাসা আর অনেক শুভকামনা প্রিয় দীপংকর চন্দ দাদাভাইকে...

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

দীপংকর চন্দ বলেছেন: //আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলোনা কেহ...//

এটাই মুশকিল অনেকের!! সংসারের হাজার দায়িত্বের আড়ালে চাপা থাকে হৃদয়ের প্রকাশ!!

শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রিয় কথাসাহিত্যিক।

ভালোবাসা এবং শ্রদ্ধা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

গেম চেঞ্জার বলেছেন: ভালোবাসা নিও সাথে, আমি ভালো আছি..খোদার ফজলে..
আশাকরি পরানবন্ধু তুমি ভালো আছো, আছো..কুশলে...'



অসাধারণ কবিতা। আর শেষ ২ লাইনের অভিব্যক্তি আকর্ষণীয়। ++

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

দীপংকর চন্দ বলেছেন: এমন মন্তব্যে আমার মনে হয় একটু লজ্জা পাওয়া উচিত!!!

আসলে অসাধারণ মানুষ আপনারা।

আপনাদের সহযাত্রী হতে পেরে কৃতজ্ঞ আমি।

শুভকামনা অনিঃশেষ ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: কবিতার ছলে চিঠি।

চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

দীপংকর চন্দ বলেছেন: ছল!!!

না-না, ভাই, ছল নাই কোন!!!

এক্কেরে আছল চিঠি!!!

হা হা হা হা

শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল । B-) B-)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই উপস্থিতিতে।

ধন্যবাদ অনেক।

শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



প্রবাসী জীবনের দরদর ঘাম ফেলা শরীরের ভেতরেও যে একখানা সুকুমার মন বাস করে তা বুনে তুলেছেন কথা ও ছন্দের অপ্রতিদ্বন্ধী আঙিকে ।
তুলনাহীন ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার উপস্থিতি আমার আপ্লুত হবার উপলক্ষ্য।

আপনার মন্তব্য আমার জন্য আশীর্বাদ।

প্রার্থণা করবেন, আমার মাথা যেন নত থাকে চিরকাল কৃতজ্ঞতায়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

উপস্থিতিতে কৃতজ্ঞতার কথা জানাচ্ছি।

জানাচ্ছি শুভকামনার কথা।

সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

আমি মাধবীলতা বলেছেন: একটা চিঠিতে কী ভীষণ অনুভূতির আকুলতা থাকতে পারে !!! খুব খুব খুব ভালো লাগলো দীপংকরদা !!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

দীপংকর চন্দ বলেছেন: //আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো – তোমার অলকবন্ধনে..//

মুগ্ধতা!!

খুব খুব খুব ভালো লাগলো আপনার উপস্থিতি।

কৃতজ্ঞতা। অনেক।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! চিঠির কালচারটা এখন আর নাই !
কত প্রোষিতবর্তিকার হয়ে লিখে দিয়েছিলাম । পড়ে দিয়েছিলাম ।
বড্ড নস্টালজিক হলাম ভায়া ।

বিনয়ের সহিত দৃষ্টি আকর্ষণ -
কিঞ্চিৎ রম্য ! আমি যখন লিখক ছিলাম । :P

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

তাইতো বলি, আপনার অভিজ্ঞতা এতো বেশি লাগে ক্যান!!!

অনেক অনেক ধন্যবাদ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

এবং উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফেবুতে পড়েছিলাম। ভালো লেগেছিলো। আবারও পড়লাম এখানে। সেই ভালোলাগা আবারও ।

অনেক শুভেচ্ছা সুলেখক।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন! সুলেখক তো আপনি!

আপনার একটা ধারাবাহিকই প্রমাণ করে দিয়েছে লেখা কাকে বলে!

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

এহসান সাবির বলেছেন: ভালো লাগা।

শুভেচ্ছা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা জানবেন এহসান ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.