নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

উইদাউট মিল্ক এন্ড সুগার!!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭



কলম ঘুরাইতে পারবা?
মানে কি?
মানে হইলো একটু আধটু লেখালেখি আর কি!
খাইছে!! বিয়ার লগে কলম ঘুরানের কি সম্পর্ক!!
সম্পর্ক আছে।
তাইলে আমি ফেল! কলম ঘুরাইতে আমি পারতাম না মইরা গেলেও!
আর তাইলে কিছুই করনের নাই। আমারে বিয়া করনের কপাল কইরা আসো নাই তুমি। মইরাই যাও বরং আল্লাহর নাম নিয়া!
মনে দাগা দিয়া এমন কথা তুমি কইতে পারলা!! এতোদিনের পিরীত তোমার লগে!!
পিরীতের মা’য় মরছে। আমার বাজানের এইটা একটা আউশও কবার পারো। কলম ঘুরাইতে পারে একটু আধটু এমন পোলার লগে একমাত্র মাইয়ার বিয়া দিবেন তিনি।
ক্যামনে কি!! আমি নাদান পোলা!! সিধাসাদা এক্কেরে!! চাক্কা ঘুরাইয়া খাই! ছাগলনাইয়া টু গাইবান্ধা, ঘোড়াশাল টু ভেড়ামারা- বিস্বাদমুখে স্টিয়ারিং ধইরা বইসা থাকি! হেই আমি ঘুরামু কলম!! পাগলে পাইছে তোমারে!!
হ। পাগলেই পাইছে। নাইলে তোমার লাহান উষ্টা-কপাইল্যা ফকিরের লগে আমার লাহান রাইজকইন্যার পিরীত হয়!
হুনতে তিতা লাগতেছে মেলা, তয় কতা কইলাম সইত্য! সইত্য কতারে আমি আবার দাম দেই।
তোমার দামের মুখে পিছা মারি আমি!
জান গো, জান, যা-ই কও, সোজা রাস্তা ছাড়ো! লও, আমরা ফুইট্টা যাই। তোমার বাজান কিছুতেই বুঝতো না গরীবেরও মন আছে! তোমার বাজান ট্যাকার ওপর আইট মাইরা বইসা থাইকা কোন মতেই মাইন্যা নিতো না আমাগো দুইজনের অমর প্রেমডারে। যেই প্রেমে কোন ছলনা নাই! যেই প্রেমে আমরা দুইজনেই জান কোরবানি করতে রেডি! বাড়ি গাড়ি থাকলে মাইনষ্যে আন্ধা হইয়া যায়, সম্পদের গরমে হেরা ধরারে সরা জ্ঞান করে। হেরা জানে না পিরীতের ভিতরে কোন জাইত-পাইতের কারবার নাই। পিরীতের ভিতরে কোন ধনী-গরীবের ভেদাভেদ নাই। হেরা জানে না পিরীত কোন দুনিয়াবি জিনিস না। বই পুস্তকে বড়ো বড়ো কইরা লেখা আছে, “প্রেমের অনির্বাণ শিখা যুগ যুগ জ্বলে, স্বর্গ থিকা আসে প্রেম স্বর্গে যায় চলে!!” তোমার আমার কতা মিছা হইবার পারে কিন্তু বই পুস্তকে লিখা কতা তো আর মিছা না!
অই! চুপ মূর্খ! আমার লগে সিনেমার ডায়ালগ মারো! আমার বাজানরে লইয়া উল্টা পাল্টা কতা কও! জুতা মাইরা লম্বা কইরা দিমু মুখ!!
দ্যাও জান। তাই দ্যাও! তোমার জুতায়ও আমার সুখ গো জান!
ভ্যাকর ভ্যাকর কম! শোনো, ফুটাফুটির মইধ্যে আমি নাই! বড়লোকের একমাত্র মাইয়া আমি! আমার বিয়া হইবো রাজকীয় হালতে। ঢাক ঢোল পিডাইয়া। আর আমার বাজানের দিলের খবর তুমি জানো কচুটা! আম্মার ইন্তেকালের পর থেইক্যা আমার বাজান রাইতদিন বাংলা সিনেমা দেখে! শবনম-সুজাতা-সুচান্দা থেইকা বর্ষা-মাহি-পরীমনি তক বেবাক হের দিলে সাইট্টা আছে আঠার লাহান! ছবি দেখতে দেখতেই ক্যাদার লাহান নরম কইরা ফালাইছে দিল। নরম দিলের কারণেই তোমার লাহান জাইতগুষ্টিসুদ্ধা ফকিরের লগে হুরপরীর লাহান একমাত্র মাইয়ার বিয়া দিতে হের আপত্তি থাকবো না। বাজানের রগ আমি চিনি ভালা। তয় কলম ঘুরাবার জাননই লাগবো পোলারে! পেডে দুই চাইর অক্ষর বিদ্যা থাকনের প্রমাণ আর কি!
কলম ছাড়া আর অন্য কিছু ঘুরাইলে কি চলে না গো জান!! তোমার লাইগা আমি দুনিয়াডারে ঘুরাইতে পারি!!
এতো মিডা কতার কাম নাই! ঘুরান লাগবো কলমই। বাজার-সদাইয়ের টোকাটুকিতে ঘুরাইলে কইলাম চলতো না। ঘুরান লাগবো ভদ্র-ভাদ্র কোন জায়গায়!
ভদ্র-ভাদ্র জায়গা আমি আবার পাইতাম কই! আমি চাক্কা ঘুরাইন্যা মানুষ!!
অই! কতা কম! আইজ থন লাইগা যাও কামে! ঠিক একমাস পরে দেখা করবা আমার বাজানের লগে। বাদবাকি ভ্যাজাল সামলামু আমি! অক্কে?
অক্কে জান!! উমমমমমম্মা!

একমাস পর। আলিশান বৈঠকখানায় হবু জামাই বসে আছে হবু শ্বশুরের সামনে।

তা বাজান কি কাম যেন করো তুমি??
আমি চাক্কা ঘুরাইয়া খাই খালুজান!
চাক্কা ঘুরান খারাপ না। রহমান, নাদিম, রাজ্জাক, উজ্জ্বল, ফারুক- কেডা না চাক্কা ঘুরাইছে কও!
জ্বি কতা সইত্য!
চাক্কা ঘুরাইছে বইল্যা হেরা যে শেষতক বড়লোকের মাইয়াগুলারে কব্জা করতে পারে নাই তা তো না!
জ্বি কতা সইত্য!
কতা আমি সইত্যই কই গো বাজান। তয় হেরা কইলাম চাক্কার লগে লগে কলম ঘুরাইয়াও খেল দেখাইছে জব্বর সময় সুযোগ মতো!!
জ্বি কতা সইত্য!
তুমি তো বাজান আইছো আমার একমাত্র মাইয়াডারে কব্জা করনের সৎ উদ্দেশ্য লইয়া- ঠিক কতা?
জ্বি কতা সইত্য!
তা, কলম ঘুরাবার পারোনি? নাকি চাক্কা ঘুরাইয়াই মাথা ফাঁক্কা!
জ্বি না খালুজান মাথা ফাঁক্কা না! কলমও ঘুরাই সময় সুযোগ মতো!
তা, বাজার-সদাইয়ের টোকাটুকিতে ঘুরাও, নাকি ভদ্র-ভাদ্র কোন জায়গায়?
ভদ্র-ভাদ্র জায়গায় ঘুরাই খালুজান!
কও কি! তা, কোনখানে ঘুরাও? কোন পেপার পত্রিকায় নি?
না না খালুজান! পেপার পত্রিকার বেইল নাই অখন! অচল মাল অখন পড়ে না মাইনষ্যে!
কও কি! তাইলে চল মাল কোনডা? মাইনষ্যে অখন কোনডা পড়ে তাইলে?
মাইনষ্যে পড়ে ব্লগ!
কও কি!
জ্বি খালুজান!
তুমি কি বাজান ব্লগে কলম ঘুরাও নি?
জ্বি খালুজান!
ইয়া আল্লাহ! তুমি তাইলে ব্লগার!!
ক্যান খালুজান!! কোন সমিস্যা!!
আরে না না!! কি যে কও!! তুমি তো বাজান একখান মহান মানুষ! তোমার লিগা তো স্পেশাল ব্যবস্থা করন লাগে! খাঁড়াও! আমি একটু আইতাছি অন্দর থন!

অন্দর। তবে বৈঠকখানা থেকে খুব বেশি নয় দূরত্ব। অন্দরের কথাবার্তা বৈঠকখানায় বসা হবু জামাইয়ের কান অবধি পৌঁছাচ্ছে বেশ সহজেই। হবু জামাই ঠিক বুঝতে পারছেন না, ব্লগে কলম ঘুরিয়ে তিনি কোন ভুল করে ফেলেছেন কিনা!!

আম্মাজান(ফিসফিস)
জ্বি আব্বাজান, বলেন!
তুমি তো একখান জব্বর কাম করছো গো আম্মাজান!
ক্যান আব্বা, কি হইছে??
ঘরের মইধ্যে আস্তা একখান ব্লগার ধইরা আনছো!
ব্লগার!! হেইডা আবার কি??
আছে গো আম্মা! হেইডা তোমার বুঝনের কাম নাই! তোমারে যা কই, মন দিয়া শোনো, কাম কিন্তুক সারন লাগবো চামে!
ঠিক আছে আব্বাজান।
চাপাতি আছে না ঘরে??
জ্বি, আছে!
স্পেশাল চাপাতি তো??
হ স্পেশালই!

বৈঠকখানা। হবু জামাই কম্পমান। এসব কি হচ্ছে? এসব কথাবার্তার মানে কি??
হবু শ্বশুরের প্রবেশ।

বাজান তোমার জন্য স্পেশাল চাপাতির ব্যবস্থা হইছে।
চাপাতি!!! চাপাতি ক্যান গো খালুজান??
ক্যান আবার!! চা খামু। আমার আবার স্পেশাল চা-পাতি ছাড়া চা খাইয়া পোষায় না! আমার পছন্দ ইস্পাহানী, তোমার??

হবু জামাই স্বস্তির নিঃশ্বাস ফেলে হবু শ্বশুরের কথায়।
তারপর?

তারপর মহাসমারোহে বিয়ে হয়ে গেলো আমাদের।

বিয়ের পর কে আর কলম ঘুরায় বলুন!!
ব্লগ? কি আশ্চর্য!! কিসের আবার ব্লগ!! চা-পাতিও আমার ভীষণ অপছন্দ! বড়লোকের জামাই বোঝেনই তো!!
আমি এখন কফি খাই- ব্ল্যাক- উইদাউট মিল্ক এন্ড সুগার!!



ছবি: সংগৃহীত


মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

আজমান আন্দালিব বলেছেন: জব্বর হইসে!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ভুল-ভাল মাফ কইরেন গো ভাই!

বছরের শেষ দিন ক'লাম!!!

শুভকামনা। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭

তামান্না তাবাসসুম বলেছেন: কি বলবো ভাষা হারায় ফেলেছি!!! এক লেখায় এত্ত চমক!
পুরা অন্য মাত্রার লেখা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

মাত্রাজ্ঞানের বিষয়ডা ঠিকাছিলো কিনা কিডা জানে!!!

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

শামছুল ইসলাম বলেছেন: হা-হা-হা...........

//বাজান তোমার জন্য স্পেশাল চাপাতির ব্যবস্থা হইছে।
চাপাতি!!! চাপাতি ক্যান গো খালুজান??
ক্যান আবার!! চা খামু। আমার আবার স্পেশাল চা-পাতি ছাড়া চা খাইয়া পোষায় না! আমার পছন্দ ইস্পাহানী, তোমার??//


................

//তারপর মহাসমারোহে বিয়ে হয়ে গেলো আমাদের।

বিয়ের পর কে আর কলম ঘুরায় বলুন!!
ব্লগ? কি আশ্চর্য!! কিসের আবার ব্লগ!! চা-পাতিও আমার ভীষণ অপছন্দ! বড়লোকের জামাই বোঝেনই তো!!
আমি এখন কফি খাই- ব্ল্যাক- উইদাউট মিল্ক এন্ড সুগার!!//


অবিবাহিত ব্লগারদের জন্য বিশাল অনুপ্রেরণা হবে আপনার পোস্টটা।

ভাল থাকুন। সবসময়।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

দীপংকর চন্দ বলেছেন: //অবিবাহিত ব্লগারদের জন্য বিশাল অনুপ্রেরণা হবে আপনার পোস্টটা।//

হা হা হা হা

কলম ঘুরানের কামডা তাইলে সার্থক হয় রে ভাই!!

শুভকামনা সকলের জন্য আপনার মাধ্যমে।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

সুমন কর বলেছেন: আপনার প্রতিটি লেখাই ভিন্নরকম। ভালো লাগে।

ভালো লাগা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

দীপংকর চন্দ বলেছেন: কি যে কন রে ভাই!!

মোদ্দা কতা হইল কাম!!

কাম হওন দিয়া কতা!!

//অবিবাহিত ব্লগারদের জন্য বিশাল অনুপ্রেরণা হবে আপনার পোস্টটা।//

শামছুল ইসলাম ভাইয়ের মুখে ফুল-চন্দন পড়ুক।

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



;)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

শুভকামনা ভাই। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//ছবি দেখতে দেখতেই ক্যাদার লাহান নরম কইরা ফালাইছে দিল। নরম দিলের কারণেই তোমার লাহান জাইতগুষ্টিসুদ্ধা ফকিরের লগে হুরপরীর লাহান একমাত্র মাইয়ার বিয়া দিতে হের আপত্তি থাকবো না
...
কলম ছাড়া আর অন্য কিছু ঘুরাইলে কি চলে না গো জান!! তোমার লাইগা আমি দুনিয়াডারে ঘুরাইতে পারি!!
...
ইয়া আল্লাহ! তুমি তাইলে ব্লগার!!
ক্যান খালুজান!! কোন সমিস্যা!!//
:P

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কোন সমিস্যা???

সমিস্যা হইলে মাফ দিয়েন গো ভাই!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

আলোরিকা বলেছেন: আমি এখন কফি খাই- ব্ল্যাক- উইদাউট মিল্ক এন্ড সুগার! বড় লোকের জামাই বলে কথা ;)

আমার সবুজ 'চাপাতি'ই পছন্দ :)

কলম না ঘুরালেও চলবে কিন্তু কি বোর্ড ছাড়া চলবে না দাদাভাইয়া :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

দীপংকর চন্দ বলেছেন: //কলম না ঘুরালেও চলবে কিন্তু কি বোর্ড ছাড়া চলবে না দাদাভাইয়া//

আবরও হেই ঘুরাঘুরি!!!

কি বোর্ড ঘুরানের একটা ট্রাই কি একটা লবার কন??

হা হা হা হা

চিরসবুজ থাকুন।

শুভকামনা অনিঃশেষ।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: চাক্কা ঘুরায় আবার ব্লগায়, পোলা তো নয় যেন আগুনেরই গোলা! !:#P

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ইয়ে, মাইনে গোলাগুলি আবর ক্যান!!!

কোন সমিস্যা??

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা প্রিয় কথা সাহিত্যিক।

ভালো থাকবেন। সবসময়।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

আরণ্যক রাখাল বলেছেন: জব্বর হৈছে| বালক বলগায়| হের লাইগা তো ইস্পেসাল চাপাতি লাগপে| ধাতব

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

চাপাতি আবর ক্যান রে ভাই!!!

সমিস্যা হইলে কফিতে চইল্যা আসেন!!

ব্ল্যাক- উইদউট মিল্ক এন্ড সুগার!!

হা হা হা হা

শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

জুন বলেছেন: লাষ্টে একটু সাস্পেন্স বজায় রাখলেন দারুন মুন্সীয়ানার সাথে দীপংকর চন্দ । সত্যি কি চা-পাতি নাকি চাপাতি !
অনেক ভালোলাগা গল্পে ।
+

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

দীপংকর চন্দ বলেছেন: //সত্যি কি চা-পাতি নাকি চাপাতি !//

হা হা হা হা

চাপাতি যদি ছোট একটা ড্যাস নিয়ে (চা-পাতি) তার স্বভাব বদল করে, হেই সমিস্যা কইলাম আমার না!!!

অনেক অনেক ভালো থাকবেন।

অনিঃশেষ শুভকামনা।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: টুইস্টখান হেব্বি লাগল।

আপনার প্রতিটা লেখাই অসাধারণ দাদা। একেবারে চকচকে চাপাতির মতো।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

//অবিবাহিত ব্লগারদের জন্য বিশাল অনুপ্রেরণা হবে আপনার পোস্টটা।//

আসুন, আমরা প্রার্থণা করি, শামছুল ইসলাম ভাইয়ের মুখে ফুল-চন্দন পড়ুক।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন রাজপুত্র।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কোন 'সমিস্যা' নেই। আকালের বাজারে ব্লগারদের কাটতি বাড়িয়ে দিচ্ছেন।

ব্লগাররা কিন্তু মনে মনে অনেক খুশি... হুম! :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

নারে ভাই, আমি কাটতি বাড়ানের কেডা!!

ভালো মাইনষ্যের কাটতিতে ঘাটতি নাই কোন কালেই।

শুভকামনা সুলেখক এবং সুপাঠক। পুনরায়।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা

আমি তো ভাবছিলাম শেষে মনে হয় কল্লা নামাই দিব।

কিন্তু ঘটনা দেখি আপনি অন্য দিকে নিয়ে গেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: ভাবলেই তো হবে না!!

চাক্কা বন কইরা কলম ঘুরাইছি!!

বিষয় এ্যাতো সস্তা না!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: দারুণ লাগল দীপংকর দা। নতুন বছরের শুভ্চেছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

নতুন বছরের শুভেচ্ছা।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

বৃতি বলেছেন: পড়তে পড়তে ভাবছিলাম, দীপংকর নিজের কাহিনী লিখলো কিনা :) নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

'আমি', ইয়ে, মানে সর্বনাম আর কি!!!

নতুন বছরের শুভেচ্ছা। অনেক।

শুভকামনা।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

রাফা বলেছেন: আমিতো মনে করছিলাম এই বুঝি সিল মাইরা দিলেন।যাউকগা বাচাইছেন বইল্যা ধইন্যা পাতা। ;)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আফনের জইন্য কফি- ব্ল্যাক- উইদাউট মিল্ক এন্ড সুগার!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।

নতুন বছরের শুভেচ্ছা।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৮

নীল-দর্পণ বলেছেন: হায় হায় কেম্নে কী হইল !

ভাল লাগছে অনেক :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আমারও তো ঐ একৈ কতা!!! কেম্নে কি হইলো!!!

কপাল গো ভাই, হগলই কপাল!!!

শুভকামনা অনিঃশেষ।

শুভেচ্ছা নতুন বছরের।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

কল্লোল পথিক বলেছেন: বেশ হইছে গো মশাই।আমিতো চাপাতির নাম হুইন্না ডরাই ছিলাম।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ডর কিসের গো ভাই!!!

"বল বীর-
বল উন্নত মম শির!-"

বল রাখবেন, কারণ, বল খেলার উপরে কোন খেলা নাই!!!

অনিঃশেষ শুভকামনা।

নতুন বছরের শুভেচ্ছা।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

এম এম করিম বলেছেন: বছরের শেষেও কলমটা ভালোই ঘুরাইলেন।

শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

হ ভাই! যায় দিন ভালো আর কি!!!

আবর চাক্কায় ফিরলাম!! দোয়া রাইখেন!!

শুভকামনা অনিঃশেষ জানবেন।

নতুন বছরের শুভেচ্ছা।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

লালপরী বলেছেন: অসাধারন গল্প দাদা। নতুন বছরের শুভেচ্ছা জানবেন :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লালপরী।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

নতুন বছরের শুভেচ্ছা।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

বনমহুয়া বলেছেন: বাজান তোমার জন্য স্পেশাল চাপাতির ব্যবস্থা হইছে।
চাপাতি!!! চাপাতি ক্যান গো খালুজান??
ক্যান আবার!! চা খামু। আমার আবার স্পেশাল চা-পাতি ছাড়া চা খাইয়া পোষায় না! আমার পছন্দ ইস্পাহানী, তোমার??

হবু জামাই স্বস্তির নিঃশ্বাস ফেলে হবু শ্বশুরের কথায়।
তারপর?

তারপর মহাসমারোহে বিয়ে হয়ে গেলো আমাদের।

বিয়ের পর কে আর কলম ঘুরায় বলুন!!
ব্লগ? কি আশ্চর্য!! কিসের আবার ব্লগ!! চা-পাতিও আমার ভীষণ অপছন্দ! বড়লোকের জামাই বোঝেনই তো!!
আমি এখন কফি খাই- ব্ল্যাক- উইদাউট মিল্ক এন্ড সুগার!!


জানে বাঁচছেন।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

দীপংকর চন্দ বলেছেন: //জানে বাঁচছেন।//

হা হা হা হা

কতা সইত্য!!

দোয়া রাইখেন!! চাক্কায় হাত দিতাছি আবার!!

শুভকামনা এবং শুভকামনা।

নতুন বছরের শুভেচ্ছা। অনেক।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

মহান অতন্দ্র বলেছেন: খুব মজা পেলুম দাদা :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা সুলেখক।

নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকবেন। সবসময়।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুগ্ধ পাঠ, ছোট গল্পের আঙ্গিকে চমৎকার এগিয়ে এসে শেষে একটা স্যাটায়ার উপহার পেলাম। অনেক অনেক ভালো লাগা রইল গল্পে। সমস্যা একটাই স্যাটায়ারটি সবাই ধরতে পারলেই হয়। আমার মনে হয় এখানে দুটো সূক্ষ্ম স্যাটায়ার নিহিত আছেঃ

১) কলম ঘুরাতে না জানা মানুষ একমাসের মধ্যে ব্লগার হয়ে যায়।
২) চাপাতির ভয়ে ব্লগিং থেকে দূরে ত্থাকা হয় অনেকের।

পাঠক হিসেবে আমার ভাবনা জানালাম, সঠিক হয়েছে কি না জানাবেন। গল্পটি অসম্ভব ভালো লেগেছে। লাইক উইথ প্লাস।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

দীপংকর চন্দ বলেছেন: 'বোকা মানুষ বলতে চায়'!!!

আমার প্রথম থেকেই একটা সন্দেহ ছিলো আপনি মানুষটা যা বলছেন ঠিক তা না!! মহাজ্ঞানী ধরনের কিছু হবেন!!!

সন্দেহ তো এখন সত্য দেখা যাইতেছে!!!

হা হা হা হা

চিন্তার গতিপ্রকৃতিতে মুগ্ধতা ভাই। এবং এই মুগ্ধতা অবশ্যই আলোচ্য মন্তব্যের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, প্রযোজ্য আপনার প্রতিটি সমৃদ্ধ লেখার ক্ষেত্রেই।

শুভকামনা অনিঃশেষ জানবেন।

শুভ হোক সব।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: দারুন ।দারুন । অসম্ভব ভালো লাগলো ।:)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
চমৎকার লেখা
শুভ কামনা :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

দীপংকর চন্দ বলেছেন: 'বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা'

আপনার উপস্থিতিতে আরেকবার মনে করলাম অমূল্য কথাগুলো।

কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনাও।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

কিরমানী লিটন বলেছেন: মন্ত্রমুগ্ধ- ভিন্ন ভালোলাগার স্বাদ- অভিবাদন প্রিয় কবি দীপংকর চন্দ দাদাভাই :) :)
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য ...

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন কবি।

প্রার্থণা থাকছে, বাংলা সাহিত্য যেন আপনাদের হাত ধরে এগিয়ে যায় অনেক অনেকদূর।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনিয়মিত উপস্থিতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকছে সকলের কাছে আপনার মাধ্যমে।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতি কৃতজ্ঞতা এহসান ভাই।

নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্যও।

প্রার্থণা মন থেকে, অনেক ভালো থাকুন সবসময়।

শুভকামনা এবং শুভকামনা। এবং শুভকামনা। অনিঃশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.