নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯



একেবারে অর্থহীন অপ্রয়োজনীয় কথাগুলো পুনরুক্ত হচ্ছে বছরের পর বছর গ্রামোফোনের একঘেয়েমি এবং কবেকার সেই ফাউন্টেইন পেন কি যেন নাম ও হ্যাঁ পার্কার কালি ফুরিয়েছে অথচ মায়া মায়া করে শেষ হচ্ছে জীবন কোন মানে হয় এসবের হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে

শীত কিন্তু জেঁকে বসেছে বেশ এবং এটাই অদ্ভুত আমি এখনও বেঁচেবর্তে আছি খাচ্ছি দাচ্ছি দিব্যি এবং ঘুমিয়ে কাটাচ্ছি সেই আশ্চর্য সময় যা কিনা একবার চলে গেলে ফেরে না আর

আমাদের গাড়িবারান্দার পশ্চিমে শিউলি গাছটার কথা মনে আছে অবাক ব্যাপার বৈশ্বায়নেও বদলায়নি তেমন আর মরিস মাইনর আদ্যিকালের বদ্যি বুড়োর মতো দম ফুরিয়ে অতীতের আস্তাকুড়ে এখন হ্যালো শুনছো তুমি কি আসছো আজ বিকেলে হ্যালো



ছবি: সংগৃহীত

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

ডরোথি গোমেজ বলেছেন: শিরোনামটা অনেক ভাল। কিন্তু কোথায় যে শুরু, কোথায় যে শেষ ….তারপরও ভাল লেগেছে। +

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

মধ্যটুকু থাকলো না হয়!!

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ভালো থাকবেন। সবসময়।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

নিমগ্ন বলেছেন: মাথা ঘোরাইসে গো দিপ দা

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আমারো তো ঐ একই হাল!!

মাথা ঘুরাইছে, আর মাইনষ্যে কইছে কিসের নাকি ভূমিকম্প!!!

শুভকামনা ভাই। অনিঃশেষ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

কৃতজ্ঞতা।

শুভকামনাও।

ভালো থাকবেন। অনেক।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

জুন বলেছেন: হায় দীপংকর চন্দ মরিস মাইনরের কথায় অনেক পুরনো একটা স্মৃতি ভেসে উঠলো। আমার এক মামার ভাংগাচুড়া একটি কালো মরিস মাইনর গাড়ি ছিল, তার দরজাটা টেনে ধরে রাখতে হতো। নাহলে হাট করে খুলে যেত চলন্ত অবস্থায়। মামা আমাদের নিয়ে সেটাতে করে কতইনা দাবড়ে নিয়ে বেড়িয়েছি ঢাকা শহরের বুকে।
আপনার লেখাটি ভালোলাগলো অনেক।
+

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

মজার তো!!!

গাড়িটা যদি থাকে এখনও তাহলে তো সেটার মূল্য অনেক!!

অনেক অনেক ভালো লাগা স্মৃতিমাখা মন্তব্যে।

শুভকামনা সুলেখক।

ভালো থাকবেন। সবসময়।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর !! কমা না ব্যবহার করাটা ভালোই লাগল।

মরিস মাইনর যে গাড়ির নাম জানতাম না !! (জুনাপু বলে দিয়েছে)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কমা নেই, কিন্তু দাড়ি আছে মুখে!

মায়া ছাড়তে পারি না!!

শুভকামনা অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: যতিচিহ্নের বালাই নেই কিন্তু প্যারা দেওয়ার জন্য কাল্পনিক যতিচিহ্ন চলে এসেছে।

সবসময় এর মতোই ভালো লাগা।

আচ্ছা দাদা, তিনি কি এসেছিলেন?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যে শ্রদ্ধা রাজপুত্র।

অনেক ভালো লেখেন আপনি। বোঝা শক্ত নয় সেটির কারণ মনোযোগী বুদ্ধিদীপ্ত পঠন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

আবু শাকিল বলেছেন: অল্পতে মন ছুঁয়ে যাওয়া লেখা ।পড়ায় খুব ভাল লাগল ।
ধন্যবাদ দাদা ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অল্পতে তুষ্ট এখন খুব কম মানুষ!!

একটা মহাকাব্য লিখতে পারলে ভালো হইতো!!

ধন্যবাদ ভাই। অনেক।

শুভকামনা এবং শুভকামনা।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

আজাদ মোল্লা বলেছেন: না না আমি বিকেলে আসতে পারবো না ,
বিকেলে আমার অনেক কাজ ,
হা হা মজা করলাম ।
সুন্দর হয়েছে ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

দীপংকর চন্দ বলেছেন: //না না আমি বিকেলে আসতে পারবো না ,
বিকেলে আমার অনেক কাজ//

কি বলেন!!

চা পানের আয়োজন ছিলো যে!!

হা হা হা হা

ধন্যবাদ ভাই। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো। +++

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: //দুলিতেছে তরী , ফুলিতেছে জল ,কান্ডারী হুশিয়ার !//

হুশিয়ার স্যার!!

হা হা হা হা

অনেক ভালো থাকবেন।

শুভকামনা। অনিঃশেষ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দাদা,


উত্তর পাই নি কিন্তু। তিনি কি এসেছিলেন?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

জ্বি, এসেছিলেন, জানাতে যে, তিনি আসতে পারবেন না!!

হা হা হা হা

শুভকামনা রাজপুত্র। অনেক। অনেক।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

রক্তিম দিগন্ত বলেছেন: এই চিঠিটা পাঠাইয়া দেন।

অন্তত এইটার মর্মার্থ বুঝার জন্য না চাইলেও আসবে। আসবেই। :)

ভাল্লাগ্লো। ++

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

দীপংকর চন্দ বলেছেন: //অন্তত এইটার মর্মার্থ বুঝার জন্য না চাইলেও আসবে। আসবেই।//

হা হা হা হা

আসলে আমার খবর আছে রে ভাই!! ( ফিসফিস: মর্মার্থ আমিও জানিনা কিনা!!!)

অনেক অনেক শুভকামনা সুলেখক।

বাংলা সাহিত্যের ভুবন সমৃদ্ধ হোক আপনাদের হাত ধরে, প্রার্থণা থাকছে।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

উইশবার্ড বলেছেন: দাড়ি কমা নেই কেন

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

দীপংকর চন্দ বলেছেন: লেখাটা যতিচিহ্নহীন। শুধু তাই নয়, আমার একটি আদ্যোপ্রান্ত যতিচিহ্নবিহীন পাণ্ডুলিপিকে পুস্তকাকারে প্রকাশের দুঃসাহস দেখিয়েছেন স্বনামধন্য একজন প্রকাশক। কৃতজ্ঞতা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতি এবং আপনারা যাঁঁরা মাঝে মাঝে পড়ছেন এধরনের লেখা, তাঁদের প্রতি।

নিরীক্ষা বলা যায় এককথায়! তবে, কারণ অবশ্যই আছে। সে ব্যাখা কিছুটা রয়েছে পুস্তকে সংক্ষিপ্ত আকারে। বিস্তারে যাবার জন্য আরো কিছুটা সময় প্রার্থণা থাকছে।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ ৷
আমি একটা নতুন লেখা দিয়েছি ৷দেখো

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: পুনরায় উপস্থিতিতে ভালো লাগার মাত্রা অনেক।

আপনার লেখাটি পড়েছি।

অসাম্প্রদায়িকতাকে চেতনায় লালন করি আমরা। এবং একজন মানুষ হিসেবে আমার অবস্থান জাতিধর্মগোষ্ঠী নির্বিশেষে যে কোন ধরনের সংখ্যালঘুদের প্রতি সবসময়।

শুভকামনা জানবেন।

জয় হোক মানবতার।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

টোকাই রাজা বলেছেন: দাড়ি কমা ছাড়া ভাল লাগল

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

জেন রসি বলেছেন: সময়ের স্রোতে অপেক্ষারা কোন না কোন ভাবে থেকেই যায়!

শুভকামনা রইলো।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

দীপংকর চন্দ বলেছেন: //সময়ের স্রোতে অপেক্ষারা কোন না কোন ভাবে থেকেই যায়!//

গুরুত্বপূর্ণ উচ্চারণ!!

শ্রদ্ধা জানবেন।

অনিঃশেষ শুভকামনা ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: গ্রামোফোন, মরিস মাইনর, পারকার কলম!

ভুলে যাওয়া সময়ের ভুলে যাওয়া স্মৃতি।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

দীপংকর চন্দ বলেছেন: স্মৃতি!!

স্মৃতিও কখনো কখনো তলিয়ে যায় বিস্মৃতির অতলে!!

উপস্থিতিতে কৃতজ্ঞতা সুলেখক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
পার্কার কলমটা কে যেন মেরে দিয়েছে !
ছোটবেলায় বাগাডুলির মতো ফোনসেট দেখেছি।
এটাকে কী বলে ? মুক্তগদ্য ?
ভালোলাগা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

মুক্তগদ্য!!

হতেও পারে!!

আচ্ছা, বদ্ধগদ্য যেন কোনটা??

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: দাদা, নিমন্ত্রণ রইল...

আপনার মতামতটা খুব বেশি প্রয়োজন।
"দুরন্ত তোমার বুকে প্রেম দেগে দিলেম"

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

পড়লাম আপনার অদ্ভুত সুন্দর লেখা।

ভালো লাগলো অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন রাজপুত্র।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: না বলা অনেক কথা জমেছে বুঝি? সে কি এসেছিল শেষ পর্যন্ত? :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

এসেছিলো ভাই, এসে মুখের ওপর জানিয়ে গেল, কি নাকি কাজ আছে, আসতে পারবেনা!!!

বলেন, এটা কি উচিত হলো??

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

অনিয়মিত উপস্থিতির জন্য অনেক সুলেখকের অনেক লেখা পাঠবঞ্চিত থাকছে।

দুঃখপ্রকাশ করছি আন্তরিকভাবে। আপনার মাধ্যমে সকলের কাছে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

বৃতি বলেছেন: সব পুরনো হয়ে যাচ্ছে, শুধু একঘেয়ে "মায়া"টারই পুনরুক্তি :)
যতিচিহ্ন নিজে বসিয়ে নিলাম- কিন্তু পাঠককে এই কষ্ট কেন দিলেন?
সব মিলিয়ে, অনেক ভালো লাগা। শুভেচ্ছা, দীপংকর।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

দীপংকর চন্দ বলেছেন: //যতিচিহ্ন নিজে বসিয়ে নিলাম- কিন্তু পাঠককে এই কষ্ট কেন দিলেন?//

হা হা হা হা

কি যে বলেন!!

কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি দেবার চেষ্টা ছিলো বরং!!

ভুল জায়গায় ভুল যতিচিহ্নের প্রয়োগে পাঠকের কষ্ট কি বাড়তো না আরো? কি বলেন??

অনিঃশেষ শুভকামনা সুলেখক।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

গেম চেঞ্জার বলেছেন: সবি শব্দের কারিকুরি.........

গো এহেড......দাদা

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

দীপংকর চন্দ বলেছেন: শব্দের শক্তি অসীম।

প্রার্থণা করি, শব্দ আপনাদের সুদক্ষ হাতে খুঁজে পাক প্রাণের স্পর্শ।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

সহযাত্রী আমরা। আশাকরি পাশাপাশি অতিক্রম করবো দীর্ঘপথ।

ভালো থাকবেন ভাই। সবসময়।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: চমৎকার লেখা।

সত্যিই!!

শুভেচ্ছা।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

দীপংকর চন্দ বলেছেন: এবং সত্যিই ভালো লাগা অনেক আপনার উপস্থিতিতে। সবসময়।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: এক নিঃশ্বাসে পড়লাম। ভালোই পরীক্ষা নিলেন দমের!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

দীপংকর চন্দ বলেছেন: এবং দীর্ঘনিঃশ্বাস!!!

আপনার মতো দম যদি আমার থাকতো!!

হা হা হা হা

শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।

অনেকদিন আপনার লেখা দেখছি না। প্রত্যাশা বাড়ছে আমাদের।

ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.