![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
"হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম".....
....পড়তে গিয়ে ভাবল হঠাৎ খোকা,
‘হাট্টিমা টিম টিম’ তো ভীষণ বোকা!
শিং রয়েছে খাঁড়াই যখন, আরে!
তখন কি আর কেউ মাঠে ডিম পাড়ে?
দুধ দিতে হয় শিং থাকলেই দুটো,
ঘাস খেতে হয় সঙ্গে খড় আর কুটো;
‘হাট্টিমা টিম টিম’ জানে না তা তো,
তাই পাড়ে ডিম, দুধ মোটে দেয় না তো!
ছবি: সংগৃহীত
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
দীপংকর চন্দ বলেছেন: //নাই কাজ তো খই ভাজ......//
হা হা হা হা
কথা সত্য!!
শুভকামনা অনিঃশেষ ভাই।
ভালো থাকবেন। সবসময়।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
অভ্রনীল হৃদয় বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
দীপংকর চন্দ বলেছেন: অভ্রনীল হৃদয়,
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
শুভকামনা এবং শুভকামনা।
ভালো থাকবেন ভাই। সবসময়।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
কল্লোল পথিক বলেছেন: মশাই ফাটিয়ে দিয়েছেন।
একেবারে খাসা হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
না-না, ডিম ফাটানোর কথা থাক আজ!
খাসা দুগ্ধ যদি থাকে খবর দিয়েন!!!
হা হা হা হা
শুভকামনা ভাই। অনেক।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মজা....
হাট্টিমা টিম টিম...
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কি করি বলেন? দিশেহারা খোকা কেবল আবোল তাবোল ভাবে!!!
রাজপুত্রের জন্য শুভকামনা। অনেক।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: ‘হাট্টিমা টিম টিম’ জানে না তা তো,
তাই পাড়ে ডিম, দুধ মোটে দেয় না তো! --হাহাহা মজার....
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
'হাট্টিমা টিম টিম' যে সব জানবে, তেমন কোন কথা তো ছিলো না, তাই না??
অনিঃশেষ শুভকামনা ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: মজার .....................দাদা কেমন আছেন?
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
দীপংকর চন্দ বলেছেন: ভালো থাকার চেষ্টা ভাই।
কামনা করি, অনেক অনেক ভালো থাকুন আপনি এবং আপনারা সবাই।
শুভ হোক জীবন।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ দীপংকর দা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
নিরীক্ষা!
হয়তো ছড়া, অথবা নয়!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
ফেরদৌসা রুহী বলেছেন: মজার ছড়া।
আচ্ছা এবার আপনার জন্য ধাঁ ধাঁ , বলেন তো হাট্টিমা টিম টিম কি
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আপনার মতো একজন মানুষের কাছে কথা গোপন করা ঠিক না!!
ধাঁধাঁর জবাব জানি না বলাই ভালো বরং!!!
সরাসরি সেটাই বললাম।
শুভকামনা এবং শুভকামনা।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: দুই শিং এবং মাঠে ডিম পাড়ে, তাহলে কি হবে চিন্তা করে জানান।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
চিন্তা করার কথা চিন্তাও করতে পারিনা আইজকাল!!
জানি না যখন বলছি, তখন জানি না-তেই থাকলাম!!
মাইনষ্যে কয়, ভদ্রলোকের নাকি এক কথা!!!
শুভকামনা পুনরায়।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪
আরণ্যক রাখাল বলেছেন: হঠাৎ হাট্টি মাটিম নিয়ে পড়লেন কেন?
খাসা
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
দীপংকর চন্দ বলেছেন: //হঠাৎ হাট্টি মাটিম নিয়ে পড়লেন কেন?//
হা হা হা হা
নারে ভাই, পড়ার টাইম কই!!
হাট্টিমা টিম টিম-ই বরং আমার উপর পড়ছে!!
শুভকামনা। শুভকামনা।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১
আবু শাকিল বলেছেন: মজার ছিল দীপংকর দা
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
দীপংকর চন্দ বলেছেন: জ্বি, কথা সত্য!! অতীতের সবকিছুই মজার ছিলো!!!
আর এখন?? ফরমালিন পুরাপুরি ভেজালমুক্ত!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন ভাই। অনেক।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২
অর্বাচীন পথিক বলেছেন: চরম মজা পাইলাম দাদা
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
দীপংকর চন্দ বলেছেন: আমারও চরম ভালো লাগলো আপনার উপস্থিতি!
কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: মমমমমমমজজজজজজাাাাাাাাাাা দদদদদদদদাাাাাাারররররররর
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
দীপংকর চন্দ বলেছেন: বারররররররররররররররররররররবারররররররররররররররররররররররররর ধন্যবাদ।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
ভালো থাকবেন। সবসময়।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৪
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার ।।।।।।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
দীপংকর চন্দ বলেছেন: “চমৎকার সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”- কাজী নজরুল ইসলাম।
হা হা হা হা
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬
নীলপরি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেকদিন বাদে হাট্টিমাদের সাথে দেখা করানোর জন্য।
দারুন লাগলো।
শুভকামনা ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
জানবেন কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
টোকাই রাজা বলেছেন: ভাল লাগল।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । বেশ মজার সংস্করণ !!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
ধন্যবাদ কবি। অনেক।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম, ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
কিরমানী লিটন বলেছেন: ভাই আজব কবিতা- শিংওয়ালা প্রাণীকেও ডিম পাড়িয়ে ছেড়েছে
সতত শুভকামনা রইলো প্রিয় দাদাভাই দীপংকর চন্দ ...।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
তবে আমাদের ছড়াসাহিত্য যে কতটা সমৃদ্ধ, তার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু কালজয়ী মূল ছড়াটি। বাংলা সাহিত্যের বড়ো বড়ো দিকপালদের ছড়া কি অসম্ভব মনোমুগ্ধকর, পড়লে অবাক হতে হয়।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিশু মনের ব্যতিক্রমী ভাবনার ছান্দিক প্রকাশ , দারুন লাগলো ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
বেশ কিছুদিন আপনার লেখায় চোখ রাখা হচ্ছে না, সুতরাং দুঃখপ্রকাশ!!
তবে চিন্তার কিছু নাই!! লজ্জা পাওয়ার জন্য রেডি হন!! বনমহুয়ার সাথে হাজারবার একমত আমি!
হা হা হা হা
শুভকামনা এবং শুভকামনা।
২১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
দীপংকর চন্দ বলেছেন: সাধু! সাধু!
সাধুবাদ জানাচ্ছি ভাই।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
hahah! besh mojar hoise।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কৃতজ্ঞতা জানবেন। অনেক।
অনিঃশেষ শুভকামনা ভাই।
ভালো থাকবেন। সবসময়।
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০
হাসান মাহবুব বলেছেন: চপলতাময় কাব্যে ভালো লাগা রইলো।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
পোলাপানি আর কি!!!
বড় হইলে এই এক জ্বালা, পোলাপানি করার ইচ্ছা হয় মাঝে মাঝে!!
শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
দীপান্বিতা বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আপনার মহাভারত উপস্থাপন অনেক প্রাণবন্ত।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
হানিফ রাশেদীন বলেছেন: বাহ! অসাধারণ
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
জুন বলেছেন: দারুন মজা পেলাম দীপংকর চন্দ। বাহ বেশ বেশ
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
ধন্যবাদ। অনেক।
আপনার লেখা সম্ভবত পাঠবঞ্চিত আছে।
আশা করছি পড়ে ফেলবো যতো দ্রুত সম্ভব।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
বেশ ভালো থাকবেন। সবসময়।
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
এহসান সাবির বলেছেন: "হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম"
আচ্ছা এটা কার লেখা?
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
দীপংকর চন্দ বলেছেন: প্রত্যাশিত প্রশ্ন।
কিন্তু প্রচলিত লোকছড়া লোকগান ধাঁধাঁ প্রবাদ প্রবচনের প্রবর্তক অথবা রচয়িতার প্রকৃত পরিচয় খুঁজে পাওয়া মুশকিল!
গবেষণা কিছু আছে, তবে সেগুলো রচয়িতার প্রকৃত পরিচয় উন্মোচনের ক্ষেত্রে সহায়ক নয় খুব একটা!
শুভকামনা জানবেন।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ নাই কাজ তো খই ভাজ......