নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮



রে ব্যান

যাক অত্যন্ত সফলভাবে রুদ্ধ করা গেছে আলোকরশ্মির প্রবেশপথ একসমুদ্র অন্ধকার প্রত্যাশী প্রাজ্ঞ জাহাজীর চোখ এখন সম্পূর্ণ সুরক্ষিত ইয়েস ক্যাপ্টেন মধ্যযুগের নিকটবর্তী আমরা

পেছনে ফেরার সন্ধিক্ষণে শিভাস রিগ্যাল রয়েল স্যালুট অথবা অন্যকিছু উৎসবের উপলক্ষ্যের খুব কাছেই কিন্তু আমাদের জাহাজ কেবিনে মোজার্ট বাজছে ক্যাপ্টেন সিম্ফোনি নাম্বার ৪০ নেভিগেশন প্যানেলকে এবার বিদায় বলুন

আর নিশ্চিন্তে থাকুন ঝড়ের কোন আশঙ্কা নেই বিদ্রোহ যাদের রক্তে যারা বিপ্লবে বিশ্বাসী আজ তারা মৃত নয়তো অনুগত আমাদের এবং পরিণত অন্ধ অনুসারীতে এবং বলা নিষ্প্রয়োজন নির্বোধের দলটাই ব্যবহৃত হয়েছে অরাজক পরিস্থিতি বিনির্মাণে এবং জেনে বুঝেই আমরা গিলোটিন ব্যবহার করার পরামর্শ দিয়েছি ক্যাপ্টেন নৃশংসতার দৃষ্টান্তস্বরূপ

আরাম করুন ক্যাপ্টেন পরমশান্তির জন্য রক্তপাত অনিবার্য ছিলো



ছবি: সংগৃহীত

মন্তব্য ৭২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

কল্লোল পথিক বলেছেন: অসাধারন দ্রোহের কবিতা
স্যালুট বিপ্লবী কবি।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

শুভকামনা থাকছেই। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

তার আর পর নেই… বলেছেন: অতীতে ফিরে যাচ্ছেন, তাই তো! তারজন্য যুদ্ধ, রক্তপাত,…
চারবার পড়ছি …

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

অন্ধবিন্দু বলেছেন:
মোজার্টের সিম্ফোনি নাম্বার ৪০ মাইনর-কে তে লেখা হয়েছিল। প্রকৃতির উন্মাদ কোন রুপ যেনো সন্ধি পেতেছে মোজার্ট-লহরে। আর আপনার এই শিরকর্তক লেখাটিতে রক্তপাত ধরে রাখা মুশকিল। ধরে রাখা প্রায় অসম্ভব বিদ্রোহ-বিপ্লব। অনুগত অন্ধরা ইয়েস ইয়েস ঊর্মিতে পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। আমার নির্বোধ যুগের নিকটবর্তী হয়েছি। সো সে ইয়েস উইথ মি!!

যদিও স্ট্রিংগুলোর শিং উদ্ধত আজও ...

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার যাপিত জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা আমাকে অবাক করে খুব!

এমন নিবিড় জীবন দেখায় অভ্যস্ত মানুষের পদার্পণ যখন পড়ে আমার নিরীক্ষাধর্মী লেখার সামান্য চেষ্টায়, তখন আমি আপ্লুত হই স্বাভাবিকভাবেই। এবং উপলব্ধি করি প্রতিমুহূর্তে প্রতিটি শব্দযোজনে সতর্ক থাকার প্রয়োজনীতা সম্পর্কে।

সিম্ফোনি নাম্বার ৪০ মাথায় ঘুরছিলো। এবং শিরোনামটা যে ধার করা ওয়াল্ট হুইটম্যানের কাছ থেকে, সেটা আপনার মতো একজন বিদগ্ধ পাঠকের কাছে উল্লেখ না করলেও চলে।

অসম্ভব গভীরতাসমৃদ্ধ মন্তব্যে শ্রদ্ধা জানাচ্ছি পুনরায়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

এম এ কাশেম বলেছেন: আরাম করুন ক্যাপ্টেন পরমশান্তির জন্য রক্তপাত অনিবার্য ছিলো,

ওম শান্তি!!!

শুভেচচা জানবেন দীপংকর ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

সকাল রয় বলেছেন: দারুন

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

অন্ধবিন্দু বলেছেন:
It is some dream that on the deck,
You’ve fallen cold and dead.
My father does not feel my arm, he has no pulse nor will

হুইটম্যান তার কবিতায় পাবার জন্য কিছু হারাবার কথাই যেনো বলছিলেন। আর আপনার লেখায় কিন্তু সবটাই খোয়া গেছে, এবং আমরা নিশ্চিন্তে আছি...

জনাব দীপংকর,
ছোট মানুষ আমি সামান্য প্রাণ মাত্র। আপনাদের নিরীক্ষা-শব্দযোজনা-উপলব্ধি পড়ে পড়ে নিজের কিছু কথা শব্দ-বাক্যে দেহধারণ করলে, তাঁর উপস্থিতি জানিয়ে যাবার চেষ্টা করি...

অসহায় থাকতে রাজি আছি পরিণত অন্ধ হ’তে চাই নে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন আপনি!!

আপনি চক্ষুষ্মান।

আমরা বরং না দেখেও দেখার অভিনয় করছি!

শ্রদ্ধা এবং শ্রদ্ধা আপনার প্রতি।

এবং কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। পুনরায়।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বরাবরের ন্যায় চমৎকৃত। ভালো লাগা অনিঃশেষ। যদিও দুবার পড়তে হলো। তবুও দ্রোহের অনেকাংশই অবোধ্য। তারপরও যতোটা বোধের সীমায় এসেছে সেটাই নতুন করে মুগ্ধতা জাগিয়েছে।

হয়তো কবিতার ব্যাকরণ অতোটা বুঝি না তবু সহজাত ভালো লাগার অনুভূতি প্রবল। :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

দীপংকর চন্দ বলেছেন: আপনাদের আন্তরিকতা আমার প্রত্যাশাকে অতিক্রম করে সবসময়।

সুতরাং আপ্লুত যে হতেই হয়!

আর করণ হোক কিংবা ব্যাকরণ, কোনটাই অবোধ্য থাকে না কখনও মানুষের!

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

আবু শাকিল বলেছেন: দীপংকর দা - লেখাটা আমার জন্য কঠিন হইছে ।
দুইটা জিনিস পরিচিত লাগছে-
রে-ব্যান - বিশ্ববিখ্যাত সানগ্লাস ব্রান্ড
শিভাস রিগাল -একদা মদের বোতলে লেখা দেখছি =p~

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ঠিকই তো আছে!!

//একদা মদের বোতলে লেখা দেখছি//- মানে কি??

দোকানপাট কি সব উইঠা গেছে!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা ভাই উপস্থিতিতে।

ভালো থাকবেন। সবসময়।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মিশু মিলন বলেছেন: সচেতন বোধ ও দ্রোহের সমন্বয়ে শব্দে শব্দে গাঁথা সময়ের বিমূর্ত চিত্র!


খুব ভাল লেগেছে দাদা। আপনার কবিতা ভাবায়।

ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর...............

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।

আপনার গল্প বুননে আমার মুগ্ধতা অনেক।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

ডি মুন বলেছেন: বিরামচিহ্নহীন অবিরাম দ্রোহের কবিতা।

ভালো লাগল
শিহরিত হলাম।


১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

দীপংকর চন্দ বলেছেন: স্বাগত সুসাহিত্যিক।

আপনার উপস্থিতি নিশ্চিতভাবেই সম্মানের।

কৃতজ্ঞতা জানবেন। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: শুরুতে কিন্তু কঠিন লেগেছে......

শেষে এসে বুঝলাম এবং ভালো লাগল।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার আন্তরিকতা অনুপ্রেরণার এক দীর্ঘ উৎস আমার।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দীপংকর দা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

উপস্থিতিতে কৃতজ্ঞতার কথা বলি বারবার।

বলি শুভকামনার কথাও।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে লাইক দিলাম দাদা.............
আর কিছু লিখলাম না...

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

দীপংকর চন্দ বলেছেন: কিছু লেখার দরকার নেই ভাই।

ভালোবাসাটুকু বুঝে নিলাম।

কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি অযোগ্য, এই অসাধারণ গল্পটি সম্পর্কে আমার বলার কিছু নাই।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা।

স্বপ্ন যাঁর পাথেয়, তিনি আমাদের অনেক অনেক আপন মানুষ।

কৃতজ্ঞতা জানবেন।

ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগায় লাইক দিয়ে গেলাম

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার মূল্যবান ধারাবাহিক পড়েছি কাল।

বনমহুয়ার সাথে পুনরায় একাত্মতা।

লজ্জা পাইলেও কিছু করনের নাই!

হা হা হা হা

শুভকামনা। অনেক।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

টোকাই রাজা বলেছেন: আর নিশ্চিন্তে থাকুন ঝড়ের কোন আশঙ্কা নেই বিদ্রোহ যাদের রক্তে যারা বিপ্লবে বিশ্বাসী আজ তারা মৃত নয়তো অনুগত আমাদের.............
অসাধারন দ্রোহের কবিতা। :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

উপস্থিতিতে উচ্চারণ করছি কৃতজ্ঞতার কথা।

আর শুভকামনা তো থাকছেই সুলেখকের জন্য।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ লেগেছে লেখাগুলো ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা জানবেন।

জানবেন আমার শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন ভাই। অনেক ভালো।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

আলোরিকা বলেছেন: ও ক্যাপ্টেন ! মাই ক্যাপ্টেন !

যদিও ভিন্ন প্রেক্ষাপটে লেখা কিন্তু আমার কর্মস্থলে এই ডায়ালগ সবার বিশেষ পছন্দ! ;)

শুভ কামনা দাদাভাইয়া বিপ্লব চিরজীবী হোক :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ওয়াল্ট হুইটম্যান। ধার করা শিরোনাম।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।

এবং শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ ব্যতিক্রমী স্বাদের লেখা। অনেক শুভকামনা রইলো।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ সুলেখক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে খুব !

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি।

অশেষ কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: বিদ্রোহীরা এমনই হয়ে পড়ে সময়ের যাঁতাকলে পিষ্ঠ হয়ে| অনুগত|
খুব কষ্ট করে বুঝেছি| যতিচিহ্ন থাকলে তাও না হয় একটু সহজ হতো| এতো অল্প আলোতে পিন খোঁজার প্রয়াস!
তবু যতটুকু পেরেছি বুঝতে, ভাষার ছলাকলা আর অভিনবত্ব, সব মিলিয়ে চমৎকার

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: কষ্ট স্বীকারের জন্য কৃতজ্ঞতা অনেক।

আপনাদের আন্তরিকতায় মুগ্ধতা ভাই।

শুভকামনা এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অবশ্যই। সবসময়। অনেক।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

পুলহ বলেছেন: অন্যরকম লাগলো দাদা !
....অন্যরকম ভালো :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। অনেক।

অশেষ কৃতজ্ঞতা উপস্থিতিতে।

শুভকামনা কবি।

সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

তুষার আহাসান বলেছেন: মুগ্ধতা এবং +

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: আরাম করুন ক্যাপ্টেন পরমশান্তির জন্য রক্তপাত অনিবার্য ছিলো

এককথায় অপূর্ব লাগলো ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ নীলপরি। অনেক।

উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা। অনিঃশেষ।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

রাফা বলেছেন: শুধু বোদ্ধাদের জন্য লিখলে হবে।সাধারনের জন্যও কিছু লিখুন।
লেখায় ভালো লাগা রইলো।সেই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের কথাই মনে পড়ে গেলো।

ধন্যবাদ,দীপংকর চন্দ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অত্যন্ত সাধারণ মানুষ আমি! সাধারণ মানুষ কি লিখছে না সাধারণের জন্য?? কি জানি!

আপনার লেখাগুলো বেশিরভাগ পড়ার চেষ্টা করি। শ্রদ্ধা জাগানোর মতো দৃঢ়তা সেখানে।

আপনার মতো দৃঢ়তা সকলের ভেতর থাকার কথা নয়।

তবু জানবেন, আমার লেখার সামান্য চেষ্টা আশার পক্ষে, নিরাশার নয়।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

ইমরান নিলয় বলেছেন: এবং আপনার শূয়োর তৈয়ার শিল্পের জন্য অভিবাদন ক্যাপ্টেন

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আপনার মতো একজন গল্পকার, কবির উপস্থিতি আমার মতো সামান্য একজন মানুষের লেখার চেষ্টায় সম্মান বৃদ্ধি করে।

আমার অযোগ্যতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভকামনা জানবেন।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

উইশবার্ড বলেছেন: খুব দারুন

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: ক্ষমাপ্রার্থণা প্রথমেই উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

রুদ্র জাহেদ বলেছেন:
আরাম করুন ক্যাপ্টেন পরমশান্তির জন্য রক্তপাত অনিবার্য ছিলো
কয়েকবার পাঠ করলাম।কিছুটা দ্রোহ-মানসিক ক্ষোভের প্রকাশ।অসম্ভব সুন্দর মানসম্মত লেখার কিছুটা অবশ্য নিজের কাছে বোধগম্য হয়েছে
প্লাস রইল

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

দীপংকর চন্দ বলেছেন: বোধগম্য না হবার কোন কারণ নেই ভাই।

আঙ্গিকে সামান্য রকমফের হয়তো!

নিজের সাথে নিজের বোঝাপড়া কিছুটা!

অন্য কিছু নয়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন সবসময়। অনেক।

আর ক্ষমাপ্রার্থণা কিন্তু থাকছে উত্তরের বিলম্বের জন্য।

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

হাসান মাহবুব বলেছেন: B:-)

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রিয় কথাসাহিত্যিক।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

জানবেন অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

যুগল শব্দ বলেছেন:
আপনার লেখার বিচিত্রতা এবং গভীরতা আমাকে টানে এবং মুগ্ধ করে। ++++

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: আপনাদের উপস্থিতি এবং আন্তরিকতা আমাকে কৃতজ্ঞ করে, আপ্লুত করে ভীষণভাবে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

অশ্রুত প্রহর বলেছেন: কঠিন ভাল লেখা। কঠিনের মাঝে ভাল লাগা জানিয়ে গেলাম। :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

দীপংকর চন্দ বলেছেন: ছোট্ট সুন্দর মনছোঁয়া মন্তব্যে শ্রদ্ধা জানবেন।

অনিঃশেষ শুভকামনা।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

ভালো থাকবেন। অনেক। অনেক ভালো। সবসময়।

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

জেন রসি বলেছেন: অল্প শব্দে অনেক গভীর বোধকে স্পর্শ করেছেন। আসলেই আজ ঠাণ্ডা রক্তে সবাই ঘুমকাতুরে!

ভালো থাকুন সবসময়। :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: //আসলেই আজ ঠাণ্ডা রক্তে সবাই ঘুমকাতুরে!//

শ্রদ্ধা থাকছে গভীর মন্তব্যে।

উপস্থিতিতে কৃতজ্ঞতা ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: অন্ধবিন্দু'দা আর আপনার কথপোকথন খুব ভালো লেগেছে।

পোস্টে এক গুচ্ছ ভালো লাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধেয় অন্ধবিন্দু গভীর জ্ঞানসম্পন্ন একজন মানুষ।

তাঁর সুচিন্তিত বক্তব্য আমি শোনার চেষ্টা করি মন দিয়ে।

হয়তো বুঝি না অতোটা, তবে আন্তরিক চেষ্টা থাকে সবসময়।

উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক এহসান ভাই।

শুভকামনা এবং শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

ক্ষমাপ্রার্থণা উত্তরের দীর্ঘ বিলম্বের জন্য।

৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

অতঃপর হৃদয় বলেছেন: :|

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা। অনেক।

৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০১

রিফাত হোসেন বলেছেন: আমিও :|

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক অনেক শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪

মানবী বলেছেন: "যাক অত্যন্ত সফলভাবে রুদ্ধ করা গেছে আলোকরশ্মির প্রবেশপথ একসমুদ্র অন্ধকার প্রত্যাশী প্রাজ্ঞ জাহাজীর চোখ এখন সম্পূর্ণ সুরক্ষিত ইয়েস ক্যাপ্টেন মধ্যযুগের নিকটবর্তী আমরা "

"আরাম করুন ক্যাপ্টেন পরমশান্তির জন্য রক্তপাত অনিবার্য ছিলো"


- অসাধারন! অনবদ্য!
অল্প কথায় কিলার বক্তব্য! বর্তমান সময়ের প্রেক্ষিতে অত্যন্ত প্রয়োজনীয় আর যথার্থ!

দীপংকর চন্দকে হাজার স্যালুট এমন শক্তিশালী পোস্টের জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা মানবী আপনার সহৃদয় উপস্থিতিতে।

এতোটা পেছনে ফিরে লেখা পাঠে বিস্মিত আমি!

আমি আপনার অনুরাগী পাঠক। এবং আপনি অনুসারিত তো বটেই।

আপনার জন্য শুভকামনা থাকছে। অনেক। অনেক। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.