![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
যতো খুঁজিলাম তোমারে
এতো খোঁজাখুঁজির পরে
জানি আমি যথাযথ মিলিতো ঈশ্বর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
যেনতেন বাউলা গানে
আঁখিজল অভিমানে
সহিলাম সকল ব্যাথা সকল অনাদর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
দোতারার সরল তারে
বাঁধিলাম জীবনটারে
খালি পায়ে দিলাম পাড়ি অচিন তেপান্তর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
পায়ে পায়ে জড়ায় ধুলা
কাটায় দিলাম প্রহরগুলা
মেঘে মেঘে হইলো বেলা, রাত্রি অতঃপর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
যতো খুঁজিলাম তোমারে
এতো খোঁজাখুঁজির পরে
জানি আমি যথাযথ মিলিতো ঈশ্বর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
ছবি: সংগৃহীত
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
দীপংকর চন্দ বলেছেন: সুর বেঁধে ফেললেন!!
কি বলেন!!
তবে অসম্ভব হয়তো নয় আপনার পক্ষে!
বাংলার শেকড় মাটি থেকে উঠে এসেছেন বলেই বহুমুখি জ্ঞান আপনার আয়ত্বে।
শ্রদ্ধা বরাবরের মতো।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন শ্রদ্ধেয়। সবসময়।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দারুণ হইছে ভাই । +++++++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
অনিঃশেষ শুভকামনা থাকছেই।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার!!!
তবে এতো বেশী না খুঁজলে মনের খবর ঠিকই পেয়ে যেতেন, কেন যে এতো খুঁজতে গেলেন!
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
দীপংকর চন্দ বলেছেন: //তবে এতো বেশী না খুঁজলে মনের খবর ঠিকই পেয়ে যেতেন, কেন যে এতো খুঁজতে গেলেন! //
হা হা হা হা
ওস্তাদের মাইর নাকি শেষ রাইতে!! আপনের মাইর তো দেখি পয়লা রাইতেই!!!
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজন্ম তার মনের খবর জানার ইচ্ছেরা বেঁচে থাকুক। কবিতা হয়ে যায় সব পথ চলা। আর তা আস্বাদনে বারবার মুগ্ধ হই পাঠক আমি।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের আন্তরিকতা আমাকে কতোটা সিক্ত করে, কতোটা আপ্লুত করে, তা প্রকাশের ভাষা আমার নেই ভাই।
কৃতজ্ঞতা আছে শুধু।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর চন্দ,
আমাদের এ দিকটার ভাষা মানেই সুরের ভাষা। এর জন্য বহুমুখি জ্ঞানের প্রয়োজন হয় না। আর যদি পাশ্চাত্য বা ভিনসুর টেনে এনে ফিউশন করার কথা ভাবেন, তবে হয়তো বহুমুখি জ্ঞানের প্রয়োজন আছে।
নদী-মাতৃক দেশ আমাদের। মাটি আর লাঙলের ঐকতান, রাখালের বাঁশী, জেলের তপতপে জাল, সেথা শত শত বছর থেকে সুর বেঁধেছে। বাউলদের কথায় জেনেছি, টুপ করে কেমন সে সুর তাঁদের একতারায় ঢুকে পড়ে। আপনিই এবার বলেন, এসব সুর কি খুব কঠিন ? যে গাছ থেকে পেরে খেতে হবে!
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সুর অবশ্যই সহজিয়া। এবং আমি অবশ্যই চাই আমাদের নিজস্ব সংস্কৃতি বাহিত হোক আমাদের ভেতর অকৃত্রিমভাবে।
বহুমুখিনতা মানুষকে সাহায্য করে নিজেকে চিনতে। নিজেকে চিনতে পারলে নিজের দেশ মাটির প্রতি ভালোবাসার তীব্রতা বাড়ে। ভালোবাসা বৃদ্ধির এই প্রক্রিয়ার চর্চাটা জরুরী সম্ভবত!
সহজিয়া সুর আমাদের ধমনী শিরায় প্রবাহিত।
বাঙালি মানেই কবি সহজাতভাবে।
শুভকামনা পুনরায় শ্রদ্ধেয়। অনেক।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: এক কথায় দারুন। ধন্যবাদ দাদা
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ। বরাবরের মতো।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
পুলহ বলেছেন: "দোতারার সরল তারে
বাঁধিলাম জীবনটারে
খালি পায়ে দিলাম পাড়ি অচিন তেপান্তর
মিলিলো না তবু তোমার মনেরই খবর...."
মন উদাস করে দেবার মতন সুন্দর!
শুভকামনা জানবেন দাদা
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
দীপংকর চন্দ বলেছেন: সুলেখকের প্রতি শ্রদ্ধা থাকছে।
কৃতজ্ঞতা থাকছে উপস্থিতিতে।
ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক ভালো।
শুভকামনা এবং শুভকামনা। অনিঃশেষ।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
মায়াবী রূপকথা বলেছেন: অসাধারন দাদা
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আপনার 'বিদায়' সংক্রান্ত শেষ লেখাটা যেন কখনোই বিদায়ের না হয় মায়াবী রূপকথা।
রূপকথার মতো স্নিগ্ধতা নিয়ে থাকুন সবসময়।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ!
দাদা, খুব সুন্দর!
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের মতো সুন্দর মনের মেধাবী মানুষদের পাশে পাওয়া যে কতো বড়ো সৌভাগ্যের ব্যাপার, সেটা ভাবতেই কৃতজ্ঞতায় আমার মাথা নত হয়ে আসে সবসময়।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার !!
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
আবু শাকিল বলেছেন: দারুন সব পংক্তিমালা -
"খালি পায়ে দিলাম পাড়ি অচিন তেপান্তর
মিলিলো না তবু তোমার মনেরই খবর"
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা শাকিল ভাই। অনেক।
অনিঃশেষ শুভকামনা থাকছেই। সবসময়।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: রমণীর মন
সহস্রবর্ষেরই, সখা, সাধনার ধন ....
লেখায় ভালোলাগা
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
দীপংকর চন্দ বলেছেন: //রমণীর মন
সহস্রবর্ষেরই, সখা, সাধনার ধন .... //
এক টানে সারকথা বলে ফেললেন!!!
শ্রদ্ধা এবং শ্রদ্ধা।
কৃতজ্ঞতাও।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪
তানজির খান বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম। শুভেচ্ছা রইল
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা থাকছে উপস্থিতিতে।
থাকছে অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৯
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
অভিবাদন জানবেন সুপ্রিয় কবি।
অনেক শুভ কামনা।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
সময় স্বল্পতা যাচ্ছে কিছুদিন থেকে।
আপনাদের লেখা পাঠবঞ্চিত রেখে নিজে লেখাটা অভব্যতা লাগে। তাই লেখার ক্ষেত্রেও জড়তা কাজ করছে কিছুটা।
ক্ষমাপ্রার্থণা আপনার মাধ্যমে সকলের কাছে।
সুন্দর সময়ে ফেরার প্রত্যাশা থাকছে।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: যতো খুঁজিলাম তোমারে
এতো খোঁজাখুঁজির পরে
জানি আমি যথাযথ মিলিতো ঈশ্বর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
[/sb
অসাধারন লেগেছে ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক। অনেক।
কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
জানবেন আমার শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫
তার আর পর নেই… বলেছেন: আমার কাছেও পড়তে গিয়ে গানের মতো মনে হলো।
ভাল লেগেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
শুভ্র বিকেল বলেছেন: চমৎকার দাদা।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক।
আপনার লেখার আন্তরিক প্রকাশের প্রতি আমার শ্রদ্ধার কথা বলেছি আমি।
প্রত্যাশা করি, মানবিক হোক পৃথিবীটা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
ভালো থাকবেন। সবসময়।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম! শুভ কামনা জানবেন!
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই।
অনিয়মিত উপস্থিতির জন্য ক্ষমাপ্রার্থণা থাকছে।
থাকছে অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
ডি মুন বলেছেন:
সুন্দর লোকজ ধাঁচের গীতিকবিতা হয়েছে।
শুভকামনা রইল অনিঃশেষ
ভালো থাকুন কবি
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা সুলেখক।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
আমিই মিসির আলী বলেছেন: পায়ে পায়ে জড়ায় ধুলা
কাটায় দিলাম প্রহরগুলা
মেঘে মেঘে হইলো বেলা, রাত্রি অতঃপর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
অসাধারণ হইয়াছে।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শ্রদ্ধা জানবেন সুলেখক।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
সুমন কর বলেছেন: মিলিলো না তবু তোমার মনেরই খবর -- চমৎকার হয়েছে।
+।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
দীপংকর চন্দ বলেছেন: আপনার অকৃত্রিম আন্তরিক সমর্থনে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।
ধন্যবাদ ভাই। অনেক।
প্রতিটি উপস্থিতির প্রতি শ্রদ্ধা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক। এবং অনেক।
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: গান ই আমার জীবন মরণ, গান ই আমার প্রাণ । সেই প্রাণের সুর আবদ্ধ করেছেন রচিত পংক্তিমালায় । ধন্যবাদ কবি । চমৎকার হয়েছে ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
দীপংকর চন্দ বলেছেন: //গান ই আমার জীবন মরণ, গান ই আমার প্রাণ//
অসাধারণ একটা গানের অসাধারণ একটি পঙক্তি তুলে আনায় শ্রদ্ধা স্বাভাবিকভাবেই।
উপস্থিতিতে কৃতজ্ঞতা থাকছে।
আমার শুভকামনা জানবেন দাদা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ । সুরে সুরে গাওয়ার মত লেখা । ভাল লেগেছে ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক। অনেক।
কৃতজ্ঞতার কথাই বলি বারবার।
বারবার বলি শুভকামনার কথা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে।জীবনের প্রগাঢ় বাস্তবতা কবিতা সরল ভাষায় প্রানবন্ত হয়ে ফুটে উঠেছে।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
দীপংকর চন্দ বলেছেন: //এক জন যুবক, বুকে নিয়ে অজস্র বায়বীয় কথা।//
স্বপ্নময় যুবকের প্রতি শ্রদ্ধা। অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: সুন্দর ভাবগম্ভীর কথা কবিতায় তুলে ধরেছেন। ধন্যবাদ দীপংকর দা।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
দীপংকর চন্দ বলেছেন: বাঙালিরা সহজিয়া স্বভাবের প্রকৃতিগতভাবেই প্রামানিক ভাই।
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
অনিঃশেষ শুভকামনাও।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আসলে মনের খবর পাওয়া অসাধ্য প্রায় !
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
দীপংকর চন্দ বলেছেন: //আসলে মনের খবর পাওয়া অসাধ্য প্রায় !//
প্রকৃত কবির কাজই হচ্ছে সামান্য শব্দে নির্যাসটুকু তুলে আনা।
শুভকামনা অনিঃশেষ কবি।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
মৃদুল শ্রাবন বলেছেন: অসাধ্য কি কখনো সাধন করা যায়?
কবিতায় ভাললাগা রইলো।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
দীপংকর চন্দ বলেছেন: //অসাধ্য কি কখনো সাধন করা যায়?//
দীর্ঘশ্বাস ক্যাপ্টেন!
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
ছন্দবদ্ধ যতো লাইনগুলা
জড়াইছে গাঁ'য়ের সব ধুলা
সকল মনের সরল বলা, লইয়া অতঃপর
মিলিলো না তবু দীপংকরের মনেরই খবর ।
নিঃশ্চিন্তে অচিন তেপান্তর পাড়ি দিয়ে তো গেলেন কিন্তু যে বাউলা সুর রেখে গেলেন দোতারায় তার খবর খুঁজিব কোথায় ?
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সকলের কি আর মন থাকে শ্রদ্ধেয়!!
মন থাকলে তো মনের খবর!!!
দোতারার সরল সুর আপনাদের মতো সুন্দর মানুষের অন্তরে।
সুন্দরের প্রতি কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
প্রত্যাশা, ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: আপনার লেখার মধ্যে প্রচুর বৈচিত্র আছে। যা লেখেন তাই ভালো হয়
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন!!
"আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা..."
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা জানবেন প্রিয় কথাসাহিত্যিক।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ভালো থাকবেন। সবসময়।
৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
এহসান সাবির বলেছেন: খুব চমৎকার।
এক গুচ্ছ ভালো লাগা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
দীপংকর চন্দ বলেছেন: আপনার উপস্থিতি আমাকে পেছনে তাকাতে সাহায্য করে সবসময়।
মনে পড়ে শুরুর কথা।
কৃতজ্ঞতা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন এহসান ভাই।
ভালো থাকবেন। সবসময়।
এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
শামছুল ইসলাম বলেছেন: হামা ভাইয়ের সাথে আমিও একমতঃ
//আপনার লেখার মধ্যে প্রচুর বৈচিত্র আছে। যা লেখেন তাই ভালো হয়//
খুব খাঁটি কথাটা সহজ ভাষায় বলেছেনঃ
//যতো খুঁজিলাম তোমারে
এতো খোঁজাখুঁজির পরে
জানি আমি যথাযথ মিলিতো ঈশ্বর
মিলিলো না তবু তোমার মনেরই খবর//
ভাল থাকুন। সবসময়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ভীষণ মুশকিল তো!
ভাইরে, হাসান মাহবুব ভাই অনেক উঁচু মানের মানুষ। এমন মানুষের ঔদার্যের কাছে আমার মতো সাদামাটা মানুষও অকারণ গুরুত্ব পায়। আপনার কাছেও তা-ই।
তবে আপনাদের আন্তরিকতার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল আমি।
কৃতজ্ঞতা ভাই। অনেক। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
এবং অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
মাটিরময়না বলেছেন: চমৎকার হইছে।
ভালো থাকবেন ভাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ময়না ভাই, আশাকরি কুশলে আছেন!
স্থির হইছেন, নাকি খোঁজাখুঁঁজিতে পার হইতেছে দিন??
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা জানবেন সুলেখক।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: দোতারার সরল তারে
বাঁধিলাম জীবনটারে
খালি পায়ে দিলাম পাড়ি অচিন তেপান্তর
মিলিলো না তবু তোমার মনেরই খবর
অসাধারণ কথা গুলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
শুভকামনার কথাই বলি বারবার।
ক্ষমাপ্রার্থণা থাকছে সেই সাথে। উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: পরিপাটী কবিতা।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সহমত @ হাসান মাহবুব ভাই।
শিল্পিত স্বভাবে বাঁচুন। ধন্যবাদ। +++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: কি মুশকিল!!
আবার আমাদের প্রিয় কথাসাহিত্যিক প্রসঙ্গ!!
ঔদার্য্য, ঔদার্য্য স্বপ্নচারী।
এবং আপনাদের আন্তরিক ভালোবাসা।
আপ্লুত আমি সবসময়।
কৃতজ্ঞতা জানবেন।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর চন্দ,
আমি গেয়ে গেয়ে পড়লাম। তাৎক্ষণিক সুরটা বেঁধে ফেললাম একেবারে। হয় হয়, যখন সহজিয়া ভাব পেয়ে যাই, আমার ধরতে সময় লাগে না। মাটি বাংলার শিকড় থেকেই ওঠে এসেছি যে ...
আমাদের এ কালের বাংলাগান তো আপনি শুনছেন। তবুও যে দুটি তারের এক সপ্তকীয় সুরটাকে আপন করে রাখছেন। আমি কৃতজ্ঞতা জানাই। ভাললাগা জানাই।