![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
বিশ্বাস করুন আমিও ভাবি প্রায় প্রতিদিন কবিতা সম্পর্কে
কেনই বা ভাববো না বলুন যা বুঝি না তাকে পুঁজি করে দুচার কথা বলতে না পারলে কেমন যেন অস্বস্তি হয় খাবার যেন হজম হয় না ঠিকঠাক দক্ষযজ্ঞ শুরু হয় মনের ভেতর দুপুরের ভাতঘুম তথৈবচ সারারাত প্রায় নির্ঘুম কাটে
আমার মনে হয় অযথা কথাবার্তা অন্তত আজ এখানেই শেষ করা উচিত না হয় আবার শুরু করা যাবে অন্য কোনদিন যখন ঘন কুয়াশার আড়াল সরিয়ে শেফালি পাতার খসখসে সবুজে সদ্য জন্ম নেয়া লাজুক সূর্য বসে থাকবে চুপচাপ অপার্থিব আশ্চর্য সময়ের সোনালি বহমানতা ছুঁয়ে
স্থিরাগমনের আগে নির্মোহ নদীর নিস্তরঙ্গ জলের ধারে ভিড় জমাবে অচঞ্চল চড়ুই ব্যস্ত বাবুই পাখিরা দল বেঁধে আসবে ধোপাধোয়া কাপড় পরে চিন্তায় ভ্রু কুঁচকে এরপর কি বলা যায় ভাবতে ভাবতে পার করবে অনেকটা সময়
পাখিদের ঘরবুনন দক্ষতা শিল্পবোধের সহজাত প্রাচুর্য নির্মাণ কৌশলের প্রাণোচ্ছ্বাস আমাকে ব্যাকুল করে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমার অপরিপক্বতা অসফলতা অসহায়ত্ব ব্যর্থতা বারবার দেখিয়ে দেয় চলার পথে কতোটা খুইয়েছি আমি উদভ্রান্তের মতো দিগভ্রষ্টের দীনতাগুলো আমাকে বিমূঢ় করে দেয় ব্যথিত করে মনোকষ্টে আমি ভারাক্রান্ত থাকি ইতঃস্তত পদরেখা আঁকি শতো দীর্ঘশ্বাস ফেলে রাখি নিরানন্দ নিস্তব্ধতায়
আমি জানি ফেরার তাড়াবিহীন জীর্ণ জড়তায় পেরোনো হবে না আমার তেপান্তরের নিষ্প্রাণ নির্জনতা শূন্য খাতার শুভ্রতায় অন্ধকার বাসা বাঁধবে লেখা হবে না শেষঅবধি একটি শব্দও প্রতিভারহিত অক্ষমতায় স্পর্শবঞ্চিত থাকবে উপমা রূপক প্রতীক অলংকার এবং কবিতাও যা আদতে কবিতা নয় যতি উচ্ছেদিত অনির্ণেয় পর্ব বিভাজনে
এই তো
কবিতা সম্পর্কে কী আর বলবো নতুন করে
প্রচ্ছদ: শিবু কুমার শীল।
প্রকাশক: বিশ্ব সাহিত্য ভবন।
স্টল নং : ২৫৩-২৫৪-২৫৫-২৫৬
সকলের আর্শীবাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।
বিনীত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন এবং অন্তহীন আর্শীবাদ এবং ভালোবাসা সব সময়ের জন্য.................
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
প্রার্থণা করবেন, আমার মাথা যেন নত থাকে কৃতজ্ঞতায়। সবসময়।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। বই নিয়ে লেখায়ও কি দুর্দান্ত কাব্যভাব। মুগ্ধতা।
অভিনন্দন দাদা। বই এর জন্য শুভকামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই। অনেক।
আপনাদের আন্তরিক ভালোবাসা এতো আপ্লুত করে আমাকে, প্রত্যুত্তরের ভাষা খুঁজে পাওয়া মুশকিল!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন রাজপুত্র।
অনেক বড়ো কবি হবেন আপনি একদিন। আমার মতো নিরীক্ষায় কাটবে না আপনার জীবন নিশ্চিত।
শুভকামনা পুনরায়।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
নীলপরি বলেছেন: আপনার বইয়ের সফলতা কামনা করি। অনেক শুভেচ্ছা রইলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক কৃতজ্ঞতা নীলপরি।
শুভকামনা এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়। অনেক ভালো।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক শুভেচ্ছা জানাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা থাকছেই। সবসময়। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
তার আর পর নেই… বলেছেন: শুভেচ্ছা রইলো
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানবেন। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
এবং জানবেন কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা থাকছে।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
শামছুল ইসলাম বলেছেন: কবিতার বইয়ের সাফল্য কামনা করছি।
ভাল থাকুন। সবসময়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় অনেক। অনেক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা থাকছেই। অনিঃশেষ।
এবং ভালো থাকবেন অবশ্ই। অনেক ভালো। সবসময়।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অভিনন্দন। ফেসবুকে আগেই দেখেছিলাম। আপনার লেখার ভাষাবিন্যাস সবসময়েই মুগ্ধকর। বইটির তুমুল সাফল্য কামনা করছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
দীপংকর চন্দ বলেছেন: আপনার সাথে আমার প্রথম পরিচয় পাখির চোখে দেখা বিলেতের গল্পে।
অসম্ভব ভালো ধারাবাহিক লেখাটি গ্রন্থাকারে প্রকাশ পাঠকের জন্য একটি সুসংবাদ নিঃসন্দেহে।
কামনা করছি, বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করুক গ্রন্থটি।
উপস্থিতিতে কৃতজ্ঞতা সুলেখক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
দীপংকর চন্দ বলেছেন: কিছু ভালোবাসার ঋণ শোধ হবে না ভাই, কোনদিন!
কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
যুগল শব্দ বলেছেন:
নির্মোহ নদীর নিস্তরঙ্গ জলের ধার !
ভালোলাগা আর অভিনন্দন দাদা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই। অনেক। অনেক।
আপনাদের সকলের আর্শীবাদ এবং ভালোবাসা প্রার্থণা থাকছে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫১
কালনী নদী বলেছেন: শোভ কামনা রইলো ভাইয়া। আমি সিলেট থাকি তারপরেও বইটা সংগ্রহের চেষ্টায় থাকবো ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা ভাই।
সিলেটে বিভিন্ন সময় গিয়ে মানুষের যে আতিথ্য আমি পেয়েছি, সেটা একজীবনে ভোলা যাবে না।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
আলোরিকা বলেছেন: অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন দাদাভাইয়া ! বইয়ের প্রচ্ছদ ও নামকরণ অসম্ভব ভাল লেগেছে । দুঃখের বিষয় ঢাকায় থাকা সত্ত্বেও এখনও বইমেলায় যাওয়া হলো না
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক আলোরিকা।
উপস্থিতিতে অসম্ভব ভালো লাগা।
আমি তো আশাবাদী, মেলায় দেখবেন ঠিক যাওয়া হবে আপনার।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো। অনেক শুভকামনা রইলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রিয় কথাসাহিত্যিক।
আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা আমার।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
মিতু রহমান বলেছেন: চমৎকার কথামালা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিতু রহমান।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬
এহসান সাবির বলেছেন: দেরি হলেও এখন টুকে রাখলাম বইয়ের নাম টা।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
দীপংকর চন্দ বলেছেন: অনেকদিন পর মন ভালো হয়ে যাওয়ার মতো উপস্থিতি আপনার!!
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: বইয়ের সফলতা কামনা করি। ধন্যবাদ দীপংকর দা।