নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬



মনে পড়ে মনে পড়ে
প্রবল বাতাস খেলছিলো তোর কৃষ্ণদীঘল চুলে সিঁথির সীমানা অস্ফুট ছিলো মহাজাগতিক ভুলে তবে নীল টিপ উজ্জ্বল ছিলো বনময়ূরীর মতো যেন মেঘঘন আকাশের নিচে আমোদে নৃত্যরত

মনে পড়ে মনে পড়ে
ঝর্ণার মতো উচ্ছল হাসি হাসির অন্তরালে সুখ ছিলো ভারী অদ্ভুত এক টোল ছিলো রাঙা গালে তবে চোখ ছিলো নিবিড় প্রগাঢ় কাজল ছিলো না চোখে যেন বসবাস অমরাবতীর নির্ভিক মায়ালোকে

মনে পড়ে মনে পড়ে
অন্তিম রাত যাচ্ছিলো দেখা ভোর
তপ্ত তেপান্তরে
আমার পৃথিবী নিমগ্ন ছিলো তোর
নাসিকার সুন্দরে


ছবি: সংগৃহীত



মন্তব্য ৫০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: ১০০০০০০০০ + ভাইয়া।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

কিন্তু অঙ্ক দেখলেই ভয় লাগে যে!!!

মাস্টার বলছে, অঙ্কে আমি মারাত্মক কাঁঁচা!!! বাংলা ইংরেজীর মতোই!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শায়মা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

প্রামানিক বলেছেন: মনে পড়ে মনে পড়ে
অন্তিম রাত যাচ্ছিলো দেখা ভোর
তপ্ত তেপান্তরে
আমার পৃথিবী নিমগ্ন ছিলো তোর
নাসিকার সুন্দরে


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শহীদ ভাই।

কৃতজ্ঞতা জানবেন।

অনিঃশেষ শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আমিই মিসির আলী বলেছেন:
মনে পড়ে মনে পড়ে
অন্তিম রাত যাচ্ছিলো দেখা ভোর
তপ্ত তেপান্তরে
আমার পৃথিবী নিমগ্ন ছিলো তোর
নাসিকার সুন্দরে


অসাধারণ। অনেক ভালো লাগলো।
+

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কল্লোল পথিক বলেছেন:







অসাধারন কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক।

অনেক কৃতজ্ঞতা।

অনেক শুভকামনা।

ভালো থাকবেন সবসময়। অনেক। অনেক।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রাজিব ওয়াহিদ বলেছেন: খুব ভালো লাগলো

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক। অনেক।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক অনেক ভালো।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: প্রতিটি স্তবকে শিহরণ জাগানিয়া ভাব! অসাধারণ কবিতা!

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

দীপংকর চন্দ বলেছেন: আমি তো আপনার কাব্যে মুগ্ধ কবি!!

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ কবিতা। ভাললাগা রেখে গেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

বিজন রয় বলেছেন: প্রবল বাতাস খেলছিলো তোর কৃষ্ণদীঘল চুলে সিঁথির সীমানা অস্ফুট ছিলো মহাজাগতিক ভুলে তবে নীল টিপ উজ্জ্বল ছিলো বনময়ূরীর মতো যেন মেঘঘন আকাশের নিচে আমোদে নৃত্যরত....... এত দীর্ঘ লাইন এভাবে কেমন যেন লাগল।

নতুনত্ব আনতে হবে কিন্তু তা আলোড়িত করতে হবে তো।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

যতি চিহ্ন নিয়ে মূলত সমস্যাটা ভাই!! এই বিষয়ে আমার কিছুটা সংশয় আছে!!

আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সংশয়টুকু।

জানবেন কৃতজ্ঞতা। উপস্থিতিতে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


মাঝে মাঝে কবিতার কাছে বিক্রি হতে ইচ্ছে করে। কবিতা হয়ে জন্ম নেওয়াটাও খারাপ না।

অদ্ভুত ভালোলাগা। +

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দীপংকর চন্দ বলেছেন: //মাঝে মাঝে কবিতার কাছে বিক্রি হতে ইচ্ছে করে। কবিতা হয়ে জন্ম নেওয়াটাও খারাপ না।//

আপনার মতো আপাদমস্তক কবিদের প্রতি অদ্ভুত ভালোলাগা কাজ করে আমার!! এই যে, মাত্র দুটো পঙক্তি লিখলেন, যাকে কবিতা ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না মোটেই!!

অনিঃশেষ শুভকামনা রাজপুত্র।

প্রার্থণা কবি, কবিতার রাজপুত্র হয়ে উঠুন দিনে দিনে।

এবং কবিতায় হাসুন, কবিতায় বাঁঁচুন।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

তার আর পর নেই… বলেছেন: এইজন্যই বলা হয়, কবিতা হচ্ছে সুন্দর সুন্দর মিথ্যে কথা।
নাসিকার সুন্দরে কারো পৃথিবী ভরে যাওয়া +++

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অথচ মিথ্যে কখনও সুন্দর হয় না! যদি সুন্দর মনে হয় কখনও, তবে সেটা বিভ্রম!

একমাত্র সত্য-ই সুন্দর। সুন্দর তার প্রকাশ।

আমরা সত্যের পক্ষে। সুন্দরের পক্ষে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে পড়ে মনে পড়ে কতদিন এমন ঋদ্ধ কবিতা পড়া হয় নি

ধন্যবাদ কবি দারুন কবিতার জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে। অনেক।

এবং জানবেন শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক ভালো।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

নীলপরি বলেছেন: অসাধারণ । ++

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক নীলপরি।

অনেক অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

শুভকামনার কথাই বলি। অনিঃশেষ। বারবার।

সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১১

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক অনেক কৃতজ্ঞতা।

অনেক অনেক শুভকামনা।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




মনে পড়ে মনে পড়ে
ব্লগ পাতায় এক দীপংকর চন্দ লিখে যেতো নয় তেমন মন্দ পড়তে গেলে লেগে যেতো ধন্দ মনে পড়ে মনে পড়ে
এক অলীক শহরে
ঘুমিয়েছে আমাদের যতো
ভারবাহী স্কন্ধ ........................

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কাব্য আপনার করতলে অনায়াসলব্ধ।

অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৬| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: সুইট কবিতা।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৭| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

জিমার পেঙ্গুইন বলেছেন: খুব সুন্দর কবিতা দীপঙ্করদা :)

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জিমার। অনেক। অনেক।

বোকারাই কি ভালোবাসে???!!!

কে জানে!!!

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৮| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: তোমাকে মনে পড়ে

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯

দীপংকর চন্দ বলেছেন: অতীত মনে না পড়লে সুন্দর ভবিষ্যত গড়ে উঠবে কী করে!!

সুন্দর ভবিষ্যত কামনা করি আপনার।

শুভেচ্ছা থাকছে ভাই।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৯| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১১

শামছুল ইসলাম বলেছেন: যাকে মন পড়ে, সে তো মন পড়ার মতই, সেই লগ্ন তো মনে পড়ার মতইঃ

//মনে পড়ে মনে পড়ে
অন্তিম রাত যাচ্ছিলো দেখা ভোর
তপ্ত তেপান্তরে
আমার পৃথিবী নিমগ্ন ছিলো তোর
নাসিকার সুন্দরে//


ভাল থাকুন। সবসময়।

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:০৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা বারবার।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় দারুণ ভালো লাগা
+++

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।

এবং কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনেক। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ প্রেমোভাবনা !

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:১২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যাবাদ অনেক। এবং অনেক।

অশেষ কৃতজ্ঞতা ভাই উপস্থিতিতে।

অনেক শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০

অগ্নি সারথি বলেছেন: মনে পড়ে মনে পড়ে
অন্তিম রাত যাচ্ছিলো দেখা ভোর
তপ্ত তেপান্তরে
আমার পৃথিবী নিমগ্ন ছিলো তোর
নাসিকার সুন্দরে
- ভাললাগা।

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:১৪

দীপংকর চন্দ বলেছেন: অগ্নি সারথির জন্য শুভেচ্ছা অনেক।

অনেক কৃতজ্ঞতা ভাই উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

প্রত্যাশা, ভালো থাকুন। সবসময়।

২৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর, ভাল লাগল।

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:১৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৮

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: চমৎকার।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৩

ফারিহা নোভা বলেছেন: অসাধারন লাগল। :)

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.