নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

কালের নিয়ম, পেরোয় না শীত সন্দেহাতীত এক মাঘে

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪



মিথ্যে দিয়ে যায় না গড়া
মহৎ কাজের ভিত্তিটা।
উচিৎ কথায় শরীর পোড়ে?
জ্বলতে থাকে পিত্তিটা?

ক্ষমতা, লোভ, স্বজনপ্রীতি,
দুর্নীতি- বেশ! মন্দ কী!
মাখাচ্ছে তেল সবাই মাথায়
আনন্দে চোখ বন্ধ কি?

অন্ধ হলেই প্রলয় রোখা
যায় না মোটেই শেষভাগে।
কালের নিয়ম, পেরোয় না শীত
সন্দেহাতীত এক মাঘে।

শাক দিয়ে মাছ যায় না ঢাকা
ছাই ঢাকে না আগুনকে
মন মরেছে যাদের, তারাই
নষ্ট বলে ফাগুনকে।


ছবি: সংগৃহীত



মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিজন রয় বলেছেন: সন্ধ্যায় ভাল একটি কবিতা পড়লাম।
++++

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

এবং শুভকামনা। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিজন রয় বলেছেন: অবশ্য আপনার কবিতা সবসময় ভালই হয়।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন!!!

আমার তো লেখা নিয়ে নিরীক্ষা কেবল!! নিরীক্ষার ভেতর নিজের সাথে নিজের বোঝাপড়া করতে করতে কিছুই আর হয়ে উঠলো না।

আপনাদের ভালোবাসার চোখের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ আমি। আপ্লুতও।

শুভকামনা এবং শুভকামনা পুনরায়।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: ছন্দময় সুন্দর কবিতা......

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

ভালোবাসা এবং শ্রদ্ধা।

এবং শুভকামনা। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

কল্লোল পথিক বলেছেন:







বাহ!বেশ হয়েছে।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন ভাই। অনেক ভালো। সবসময়।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: মিথ্যে দিয়ে যায় না গড়া
মহৎ কাজের ভিত্তিটা।
উচিৎ কথায় শরীর পোড়ে?
জ্বলতে থাকে পিত্তিটা?[/sb

একেবারে মনের কথাটি বলেছেন । সত্য কথা সোনার মত সৎ সাহস সবার থাকে না ।

অনেক অনেক ভালো লাগা ছন্দময় কবিতাটিতে ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা ভাল লাগলো।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক প্রকাশ দা।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা থাকছেই। অনেক। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৭| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতার ভাব এবং ছন্দ খুব ভাল লাগল । শুভ কামনা ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা।

কৃতজ্ঞতা জানবেন। অনেক।

আপনার লেখা সম্ভবত পড়া হয়না অনেকদিন।

দুঃখপ্রকাশ করছি। অনিয়মিত উপস্থিতিই এর প্রধান কারণ। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

অনিঃশেষ শুভকামনা থাকছে।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১

জুন বলেছেন: বর্তমানে এই হচ্ছে আমাদের জীবনের চালচিত্র :(
সুন্দর ছন্দে ফুটিয়ে তুলেছেন।
+

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২

দীপংকর চন্দ বলেছেন: ছন্দে আমার দুর্বলতা আছে। কিন্তু দুর্বলরা কি হাত-পা গুটাইয়া বসে থাকবে সবসময়? আপনি-ই বলেন।

হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ জুন।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৩

জেন রসি বলেছেন: তবুও সবখানেই ধরি মাছ না ছুঁই পানির মত প্রতিবাদ!

ক্ষমতা, লোভ, স্বজনপ্রীতি,
দুর্নীতি- বেশ! মন্দ কী!
মাখাচ্ছে তেল সবাই মাথায়
আনন্দে চোখ বন্ধ কি?

চমৎকার বলেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

দীপংকর চন্দ বলেছেন: //তবুও সবখানেই ধরি মাছ না ছুঁই পানির মত প্রতিবাদ!//

মন্দ কপাল আমাদের এবং আমাদের দেশটার।

দুই ভাগে বিভক্ত আমরা। অথচ শুনেছি একত্রে উত্থান, বিভক্তিতে পতন।

সুতরাং পানি ছুঁয়ে মাছ ধরার মতো প্রতিবাদ করতে কিছুটা সময় তো লাগবেই ভাই।

শুভকামনা এবং শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



বাহ বেশ , ছন্দে ছন্দে প্রবচন
দূর্মুখেরা শোনেনা যে এমন কথন ।
মাঘ শেষে শীত মরে
দুর্নীতি এখন ঘরে ঘরে !

শীতল মানুষটিও যে এবার হালের ভাব গতিক দেখে রোষে জ্বলছে বোঝা গেলো !

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

দীপংকর চন্দ বলেছেন: //মাঘ শেষে শীত মরে
দুর্নীতি এখন ঘরে ঘরে !//

হা হা হা হা

একদম সত্যি বলেছেন।

অন্তত এই একটি ক্ষেত্রে সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁঁড়াচ্ছি আমরা এই আশ্চর্য সমকালে!!

অসির চেয়ে মসির শক্তি বেশি হবার কথা ছিলো!! কিন্তু "অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;...."

তবু আশা থাক। থাক আশাবাদ।

অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: চরম লিখেছেন

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫

মিজানুর রহমান মিরান বলেছেন: যতই ঝড় তুফান আসুক, আমি কিন্তু উচিত কথায় বলে যাবো।
ছড়াটা দারুন!

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আমিও ভাই যেটা বলা উচিত, সেটাই বলছি।

বলছি কৃতজ্ঞতার কথা।

এবং শুভকামনার কথা।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৩| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অন্ধ হলেই প্রলয় রোখা
যায় না মোটেই শেষভাগে।
কালের নিয়ম, পেরোয় না শীত
সন্দেহাতীত এক মাঘে।
<<
ছন্দ ছড়ায় প্রবচনে
জাগবেনা তাদের চেতন
হাতুড়ি মুগুরে দিয়ে ঘা
জাগাতে হবে তাদের বোধন!

দারুন প্রতিবাদী ছড়ায় মুগ্ধ মন।। :)

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

শব্দের শক্তি অনেক। একদিন এমন দিন আসবে, মানুষের সুচিন্তিত সচেতন শব্দের আঘাতেই ভেঙে যাবে অপরাজনীতির সাজানো ঘর। কোন মিথ্যাচারই অনন্তকাল প্রশ্রিত হয়নি, হবেও না।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার +++

মিথ্যে দিয়ে যায় না গড়া
মহৎ কাজের ভিত্তিটা।
উচিৎ কথায় শরীর পোড়ে?
জ্বলতে থাকে পিত্তিটা?

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৯

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই। অনেক। উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৫| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা আর কবিতার বক্তব্য ।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক অনেক ভালো।

১৬| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক ভালা পাইলাম। উত্তম জাঝা।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কবির উপস্থিতিতে কবিই তো আসবেন! নাকি?

কবি জারীর সাথে রাখলাম আমি মহাকবি মেদেহী-রে।

সাথে রাখলাম একটা মোবাইল।

//ধরুন না এই মোবাইল,
টিপে দিন কী করা লাগে যে?
খেলব গেম আমি যে।//

হা হা হা হা

মোবাইলেই কৃতজ্ঞতা।

মোবাইলেই শুভকামনা।

ভালো থাকবেন প্রিয় কথাসাহিত্যিক। সবসময়।

১৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক সুলেখক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

অনেক শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৮| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২০

শামছুল ইসলাম বলেছেন: দিন কয়েক আগে মোবাইলে ছন্দময় কবিতাটা পড়ে মুগ্ধ হয়েছিলাম।

দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদী এই কবিতাটির প্রতিটি স্তবকই খুব প্রাসংগিক।

//ক্ষমতা, লোভ, স্বজনপ্রীতি,
দুর্নীতি- বেশ! মন্দ কী!
মাখাচ্ছে তেল সবাই মাথায়
আনন্দে চোখ বন্ধ কি?//

-- বেশ বলেছেন, তেলের আধিক্যে আনন্দে চোখই বন্ধ হয়ে গেছে।

ভাল থাকুন। সবসময়।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

মন্তব্যের প্রাসঙ্গিকতায় শ্রদ্ধা বরাবরের মতো।

উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯

কালনী নদী বলেছেন: কিছু কিছু ছড়া আছে মনের মধ্যে দাগ রেখে যায়, এইটাও সেইরকম একটা।
অনেকদিন মনে থাকবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.