![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
অপরূপ সুন্দরী সহপাঠিনীকে একদিন একান্তে কাঁদতে দেখেছিলো ছেলেটি! অদ্ভুত আবেগ ছিলো সেদিন বাতাসে! মনের অতলে অবদমিত এক অবাস্তব আগুনে অপ্রাকৃত জড়তা ভস্মীভূত করতে করতে ছেলেটি বলেছিলো তোমাকে যদি কেউ দুঃখ দেয় নীলকণ্ঠের মতো গলায় ধারণ করবো আমি!
মেয়েটি এখন মহাজাগতিক যাদুস্পর্শে সম্পূর্ণ অদৃশ্য! শুধু তার অনামিকায় একটা অলৌকিক হীরের আংটির গল্প লোকমুখে শোনা যায়! অন্যমনস্ক কিছু রাতে যখন দূরের গীর্জায় অতিপ্রাকৃত ঘণ্টা ঢং-ঢং শব্দে বেজে ওঠে, তখন কন্যার বিয়েতে প্রতিশ্রুত পণ প্রদানে ব্যর্থ একজন পিতার একজোড়া উদভ্রান্ত চোখ দৌড়ে পালায় রোগাক্রান্ত রাস্তায়!
ছেলেটির দুঃখ অনেক! বৈষয়িক প্রাপ্তি-অপ্রাপ্তির সুতীব্র বেদনার অপ্রত্যাশিত কশাঘাতে জর্জরিত বৈবাহিক জীবন বয়ে বেড়াবার ভারে বিসর্জিত হয়েছে তার পূর্বজন্মের সুখ!
ছবি: সংগৃহীত
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। অনেক। অনেক।
কৃতজ্ঞতার কথা উচ্চারণ করি বারবার।
উচ্চারণ করি শুভকামনার কথাও।
সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১
উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
মিজানুর রহমান মিরান বলেছেন: মুগ্ধ হলাম!
আপনার লেখায় অন্যরকম ভালো লাগা কাজ করে। ++
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
ভালো লাগার বসবাস আন্তরিকতাপূর্ণ ভালোবাসায়।
আপনাদের ভালোবাসায় আপ্লুত আমি ভীষণ।
কৃতজ্ঞতা। অনেক।
জানবেন শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১২
সুমন কর বলেছেন: শব্দের খেলা, ভালো লাগল।
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
শুভকামনা। এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৫| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১:৫০
আমিই মিসির আলী বলেছেন: ছবি দেখেই লিখা নাকি লেখার প্রয়োজনে ছবি??
ভালো লাগিলো।
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
দীপংকর চন্দ বলেছেন: // ছবি দেখেই লিখা নাকি লেখার প্রয়োজনে ছবি??//
হা হা হা হা
না রে ভাই! লেখার পর খোঁজ পড়েছে ছবির! ওপরে ছবি, নিচে ছবি!! মধ্যিখানে যে শব্দগুলা, তার দুর্বলতা যদি সুন্দর ছবিতে ঢাকে কিছুটা!!
হা হা হা হা
ভুত নিয়ে আপনার গবেষণাটা কিন্তু আমি প্রিয়তে রেখেছি।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৬| ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩০
সাগর মাঝি বলেছেন: চন্দ ভাই চমৎকার ছন্দে ভরপুর আপনার পোষ্টটা.......
ভালো লাগিলো।
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার মন্তব্য তো আন্ত্যছন্দময়!!
কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৭| ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৩
শামছুল ইসলাম বলেছেন: একটা অনুভূতি কাজ করে, কি যেন একটা বেদনা-বলে বোঝানো যায় না।
ভাল থাকুন। সবসময়।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১
দীপংকর চন্দ বলেছেন: বেদনা আসলেই বলে বোঝানো যায় না! শব্দের সাধ্য নেই প্রকৃত বেদনাকে ধারণ করে!!
কৃতজ্ঞতা ভাই। অনেক।
অনেক শুভকামনা।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৮| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
আলোরিকা বলেছেন: বিষণ্ণ পদাবলী ! +++
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০২
দীপংকর চন্দ বলেছেন: এবং দীর্ঘশ্বাসের দীর্ঘ সারি!!!
উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন সুলেখক।
অনিঃশেষ জানবেন আমার শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৯| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার মুক্তগদ্য।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক। অনেক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছোট্ট পরিসরে কিছু না বলে অনেক কিছু বলা, যেন ভিজুয়ালাইজ হচ্ছিল ল্যাপটপের স্ক্রিনে। +++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
দীপংকর চন্দ বলেছেন: দুঃখপ্রকাশ উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ক্ষমাপ্রার্থণা।
কৃত্জ্ঞতা ভাই। উপস্থিতিতে।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
ক্ষমাপ্রার্থণা থাকছে উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯
জেন রসি বলেছেন: চমৎকার মুক্তগদ্য। কিছু বাস্তব অসুখের গল্প কি সুন্দর ভাবেই না তুলে ধরলেন।
++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬
দীপংকর চন্দ বলেছেন: //বাস্তব অসুখের গল্প//
শ্রদ্ধা জানবেন সুলেখক। অনেক।
কৃতজ্ঞতাও।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
১৩| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ইমরান নিলয় বলেছেন: জীবন একটা বদরাগী বাবার মত। কারণে-অকারণে চোখ রাঙ্গিয়ে যায়।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১০
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ভালো থাকবেন ভাই। অনেক।
১৪| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দের তোপে ভস্মীভূত বাস্তবের ধূসর ছাইয়ে অবাস্তব অ-সুখ।
দু এক মুহূর্তের চাহনি ভালোলাগা কিংবা এক চিমটি সমবেদনা একটা দাগ রেখে যায় মাঝে মাঝে। গভীর হয়। দগদগে ক্ষত। কুৎসিত হয়ে ওঠে। শেষকালে আবেগের অপমৃত্যু।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব কাব্যিক এবং সুচিন্তিত মন্তব্যে শ্রদ্ধা রাজপুত্র।
কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
১৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪১
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন।
এবং উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
১৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫১
টোকাই রাজা বলেছেন: অলৌকিক হীরের মতো আপনার গল্পটি অনেক ভালো লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনেক শুভকামনা।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৬
মাটিরময়না বলেছেন: সুন্দর দাদা
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২০
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ ভাই।
এবং কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো। সবসময়।
১৮| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
অলৌকিক হীরের মতোই দ্যুতিমান মুক্তগদ্যটি । মহাজাগতিক বাস্তবতার পূনর্জন্ম ঘটিয়েছেন ।
সুন্দর ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫
দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা জানবেন ভাই। অনেক।
কৃতজ্ঞতা তো থাকছেই।
শুভকামনাও। অনিঃশেষ।
থাকছে ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৯| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
দীপংকর চন্দ বলেছেন: দুঃখপ্রকাশ উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ক্ষমাপ্রার্থণা।
উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন। অনেক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
২০| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪
কালনী নদী বলেছেন: কথাগুলা হৃদয়স্পর্শি
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
অলৌকিক হীরের মতোই দ্যুতিমান মুক্তগদ্যটি । মহাজাগতিক বাস্তবতার পূনর্জন্ম ঘটিয়েছেন ।
সুন্দর ।