নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

মানুষ বাঁচুক, মানুষের মতো

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪



জীবনের চেয়ে মৃত্যুর আদর এবং কদর অনেক বেশি আমাদের এই দেশে! জীবদ্দশায় যাঁদের খোঁজখবর নেবার প্রয়োজন বোধ করি না আমরা, মৃত্যুর পর কী অদ্ভুতভাবেই ভীষণ আপন হয়ে ওঠে তাঁরা, হয়ে ওঠে ভীষণ কাছের মানুষ! ভাগ্য সব! ভাগ্য সুপ্রসন্ন হলে অন্তত কারো কারো ক্ষেত্রে মৃত্যুর পর সহানুভূতি, সম্মান, সমাদরের লেখচিত্র স্পর্শ করে অপ্রত্যাশিত উচ্চতা!

সোহাগী জাহান তনুর কথা ধরা যাক। মৃত্যু পরবর্তী ভাগ্য দৃশ্যত সুপ্রসন্ন তাঁর। এবং সুপ্রসন্ন হওয়াটাই ন্যায়সঙ্গত। এবং সুপ্রসন্ন হওয়াটাই উচিত সবদিক বিবেচনায়। এমন বর্বরোচিত ঘটনায় নড়ে ওঠা উচিত প্রতিটি মানুষের বিবেকের দরজার কড়া। সজোরে। কেঁপে ওঠা উচিত সভ্য সমাজের ভিত। প্রচণ্ড আঘাতে। এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সামান্য সময় চোখ রাখলেই দেখা যাচ্ছে, ঠিক যেমনটি হওয়া উচিত সংক্ষুব্ধ প্রতিক্রিয়ায়, তেমনটিই হচ্ছে স্বতঃস্ফুর্তভাবে।

কিন্তু সমাজ যদি সত্যি সভ্য হতো! যদি সদা সক্রিয় থাকতো মানুষের বিবেক! জাগ্রত যদি থাকতো সংবেদনশীল অনুভূতি অকৃত্রিম সারল্যে! সর্বস্তরে যদি থাকতো মনুষ্যত্বের অনুশীলন, যদি থাকতো নৈতিকতার নির্মল চর্চা, তাহলে কি ঘটতে পারা সম্ভব ছিলো সোহাগী জাহান তনুর মতো মানুষের সম্ভ্রমলুণ্ঠিত নির্মম অপমৃত্যু?

জীবদ্দশায় যে মানুষ পায় না মানুষের মতো বাঁচার মর্যাদাটুকু, মৃত্যুর পর তার প্রতি অতলান্ত সহানুভূতি, হৃদয়মন্থিত আবেগের স্ফুরণ, সহস্র স্তুতি আমাকে কেন যেন হতাশায় ক্রমনিমজ্জন থেকে উদ্ধার করে না! হয়তো আমি একজন আজন্ম নৈরাশ্যে আবরিত মানুষ! হয়তো নেতিবাচকতার বিষাদী বলয় আমাকে সবসময় ঘিরে থাকে!

ঘিরে থাকে, ঘিরে থাকে এবং ঘিরে থাকে যখন জানি, বিদ্যমান সমাজ ব্যবস্থায় সোহাগী জাহান তনুর ঘটনা কোন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নব্যসৃষ্ট ঘটনা নয়! যখন একটি সমীক্ষার ফলাফলে জানি, গত বছর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩ জন খুন হয়েছেন এবং ধর্ষণের শিকার হয়েছেন ২৬ জন (সূত্র: প্রথম আলো, ২৪ মার্চ, ২০১৬), যখন জানি, বৃহত্তর নৃগোষ্ঠীকে যদি আনা হয় এ ধরনের সমীক্ষার আওতায়, তবে খুন ধর্ষণের সংখ্যা জন্ম দিতো অভাবিত আতঙ্কের! বেদনাদায়ক উচ্চারণে ভাগ্যের কথাই বলতে হচ্ছে আবার। ভারাক্রান্ত কণ্ঠে বলতে হচ্ছে, সোহাগী জাহান তনুর মতো দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করেছেন অনেকেই, তফাৎ এই শুধু ভাগ্য তাদের সুযোগ দেয়নি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসার!

সোহাগী জাহান তনু যে অকল্পনীয় অন্যায়, যে অপরিমেয় নৃশংসতা, যে অপরিসীম বর্বরতার শিকার হয়েছেন, তার শৈথিল্যহীন বিচার বিভাগীয় তদন্ত প্রত্যাশা করি, প্রত্যাশা করি অপরাধে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তস্থাপনকারী সর্বোচ্চ শাস্তি। এবং আশা করি সেটা হবে অবশ্যই। তবে সোহাগী জাহান তনুর অপমৃত্যুর ঘটনার সন্তোষজনক পরিসমাপ্তির মাধ্যমেও সম্ভবত এ ধরনের অমানবিক, বিবেকহীন, পৈশাচিক ঘটনার যবনিকাপাত হবে না বিদ্যমান সমাজ ব্যবস্থায়।

মৃত্যু পরবর্তী প্রতিবাদী কার্যাবলীর গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে সমাজে, তবে উত্তম হতো মৃত্যু পর্যন্ত অপেক্ষার পরিবর্তে জীবনেই যদি শোধ করা যেতো তনুদের জীবনের ঋণ, যদি তনুরা বাঁচতো তনুময় হয়ে!!

কামনা করি, জীবন থাকতে সম্মান, সহানুভূতি, যথাযোগ্য মর্যাদা লাভ করুক সোহাগী জাহান তনুরা। বেঁচে থাকতেই তাঁরা হয়ে উঠুক আমাদের অতি আপন, ভীষণ কাছের মানুষ।
কামনা করি, লাঞ্ছনা, সম্ভ্রমহানি, অপমান, গ্লানি, অকালপ্রয়ান, অপমৃত্যু তাঁদের স্পর্শ না করুক।
চিরকাল বাঁচুক তাঁরা মানুষের মতো মাথা উঁচু করে।



ছবি: সংগৃহীত



মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৭

বিজন রয় বলেছেন: মানুষ বাঁচুক, মানুষের মতো।

বাঁচতে দিলে তো?

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা তবু। সকলের জন্য।

শুভ হোক সব।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

শামছুল ইসলাম বলেছেন:
//কামনা করি, জীবন থাকতে সম্মান, সহানুভূতি, যথাযোগ্য মর্যাদা লাভ করুক সোহাগী জাহান তনুরা। বেঁচে থাকতেই তাঁরা হয়ে উঠুক আমাদের অতি আপন, ভীষণ কাছের মানুষ।
কামনা করি, লাঞ্ছনা, সম্ভ্রমহানি, অপমান, গ্লানি, অকালপ্রয়ান, অপমৃত্যু তাঁদের স্পর্শ না করুক।
চিরকাল বাঁচুক তাঁরা মানুষের মতো মাথা উঁচু করে।//

-- আমিও আপনার মত কামনা করছি মানুষের জন্য।

ভাল থাকুন। সবসময়।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা জানবেন। অনেক।

জানবেন আমার শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবাই। সবসময়।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

আলোরিকা বলেছেন: ' মৃত্যু পরবর্তী প্রতিবাদী কার্যাবলীর গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে সমাজে, তবে উত্তম হতো মৃত্যু পর্যন্ত অপেক্ষার পরিবর্তে জীবনেই যদি শোধ করা যেতো তনুদের জীবনের ঋণ, যদি তনুরা বাঁচতো তনুময় হয়ে!!' ---- সহমত :(

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

এবং অনেক ধন্যবাদ আলোরিকা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতা। এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

যদি কারো তনু হতে না হতো তবেই ভালো হতো।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

দীপংকর চন্দ বলেছেন: //যদি কারো তনু হতে না হতো তবেই ভালো হতো।//

তনুরা বাঁঁচুক তনুময় হয়ে।

কৃতজ্ঞতা রাজপুত্র। উপস্থিতিতে। অনেক।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৬| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: কামনা করি, জীবন থাকতে সম্মান, সহানুভূতি, যথাযোগ্য মর্যাদা লাভ করুক সোহাগী জাহান তনুরা। বেঁচে থাকতেই তাঁরা হয়ে উঠুক আমাদের অতি আপন, ভীষণ কাছের মানুষ।
কামনা করি, লাঞ্ছনা, সম্ভ্রমহানি, অপমান, গ্লানি, অকালপ্রয়ান, অপমৃত্যু তাঁদের স্পর্শ না করুক।
চিরকাল বাঁচুক তাঁরা মানুষের মতো মাথা উঁচু করে।



এই কামনা হোক সকলের।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

দীপংকর চন্দ বলেছেন: চিরকাল বাঁচুক তাঁরা মানুষের মতো মাথা উঁচু করে।

কামনা করি, মনেপ্রাণে কামনা করি।

কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন।

মঙ্গলময় মঙ্গল করুক সকলের।

৭| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: কামনা করি, জীবন থাকতে সম্মান, সহানুভূতি, যথাযোগ্য মর্যাদা লাভ করুক সোহাগী জাহান তনুরা। বেঁচে থাকতেই তাঁরা হয়ে উঠুক আমাদের অতি আপন, ভীষণ কাছের মানুষ।
কামনা করি, লাঞ্ছনা, সম্ভ্রমহানি, অপমান, গ্লানি, অকালপ্রয়ান, অপমৃত্যু তাঁদের স্পর্শ না করুক।
চিরকাল বাঁচুক তাঁরা মানুষের মতো মাথা উঁচু করে।


সহমত আপনার সাথে । এই বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি।

কৃতজ্ঞতা জানবেন।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



খুব সুন্দর করে, সবচেয়ে আলাদা ভাবে একটি চেতনার কথা বলে গেলেন ।
বহুল আলোচিত সাম্প্রতিক ঘটনাটির উপর ভিত্তি করে গড়পড়তা সব লেখার থেকে এরকম করে লেখা নাড়া দিয়ে যাবে পাঠক মাত্রকেই ।
এমনি করেই চিরকাল বাঁচুক মানুষ, বেঁচে থাকুক তার বিবেকবোধ ...............

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক শ্রদ্ধেয়।

আপনার, আপনাদের আন্তরিকতা আমাকে নাড়ায় সবসময়!

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানে দীর্ঘ বিলম্ব।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

৯| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩

উল্টা দূরবীন বলেছেন: সহমত

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক কৃতজ্ঞতা।

অনেক শুভকামনা।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

ভালো থাকবেন। সবসময়।

১০| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: কামনা করি, জীবন থাকতে সম্মান, সহানুভূতি, যথাযোগ্য মর্যাদা লাভ করুক সোহাগী জাহান তনুরা। বেঁচে থাকতেই তাঁরা হয়ে উঠুক আমাদের অতি আপন, ভীষণ কাছের মানুষ।
কামনা করি, লাঞ্ছনা, সম্ভ্রমহানি, অপমান, গ্লানি, অকালপ্রয়ান, অপমৃত্যু তাঁদের স্পর্শ না করুক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

মানুষ বাঁচুক, মানুষের মতো।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

১১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

জেন রসি বলেছেন: কামনা করি, জীবন থাকতে সম্মান, সহানুভূতি, যথাযোগ্য মর্যাদা লাভ করুক সোহাগী জাহান তনুরা। বেঁচে থাকতেই তাঁরা হয়ে উঠুক আমাদের অতি আপন, ভীষণ কাছের মানুষ।
কামনা করি, লাঞ্ছনা, সম্ভ্রমহানি, অপমান, গ্লানি, অকালপ্রয়ান, অপমৃত্যু তাঁদের স্পর্শ না করুক।
চিরকাল বাঁচুক তাঁরা মানুষের মতো মাথা উঁচু করে।

আপনার সাথে কণ্ঠ মিলিয়ে কামনা করছি। মানুষের সম্পর্কগুলো মানুষের মত। সব অমানুষের দল নিপাত যাক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

দীপংকর চন্দ বলেছেন: //অমানুষের দল নিপাত যাক//

অনেক অনেক ধন্যবাদ সুলেখক।

কৃতজ্ঞতা জানবেন।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

অনিঃশেষ জানবেন আমার শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: দীর্ঘশ্বাস ফেলে আর কী হবে ? বেদনা তো হয়ে চলেছে দীর্ঘ থেকে দীর্ঘতর।

মানুষের সংজ্ঞায় মানুষ না হওয়ার আক্ষেপটুকু রয়ে গেছে অগোচরে । আমরা মানুষ হই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

দীপংকর চন্দ বলেছেন: //মানুষের সংজ্ঞায় মানুষ না হওয়ার আক্ষেপটুকু রয়ে গেছে অগোচরে । আমরা মানুষ হই ।//

মন্তব্যে শ্রদ্ধা জানবেন।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.