![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
আকস্মিক ঘুম ভেঙে যায় বৃন্দাবন দাসের। জোড়া চোখ তন্দ্রাজনিত জড়তা কাটিয়ে উঠতে পারে না সহসা। ঘরের ভেতর জমে থাকা অনড় অপার্থিব অন্ধকার সৃষ্টি করে দৃষ্টির দ্বিধা, বিভ্রম, বিস্মরণ। ঠিক বুঝতে পারে না বৃন্দাবন দাস তার অনিশ্চিত অবস্থিতির প্রকৃত স্বরূপ! কে সে? জেগেই বা সে উঠলো হঠাৎ কোন জগতের কূলে? ইহজগত না পরজগত? ভাঙা ঘরে ভাঙা জানালার প্রতিভাস! অলীক অবাস্তব যেন সবকিছু! বোধবুদ্ধিলুপ্ততা যেন বিরাজ করছে উপলব্ধিতে! সত্যি যেন নয় কিছুই! যেন বিহ্বলতা! অপরিসীম!
বৃন্দাবন দাস উঠে বসে ধীরে ধীরে। মচমচ শব্দ ওঠে নড়বড়ে চৌকিতে। পাশে থাকা একতারাটা হাতে তুলে নেয় বৃন্দাবন। সুকঠিন তারের সুশীতল শরীরে আঙুল রাখে পরম মমতায়। চোখ বোজে আবার। তার মনে হয় শত জনমের ভুল দিয়ে রচিত এক বন্দিদশায় নিপতিত সে। দীর্ঘ কারাবাস- অন্তিমলগ্নে আদালত- শুনানি- জবানবন্দি- উকিল মোক্তারের পদচারণায় মুখর মৃত্তিকা- সশব্দে ঘোষিত রায় জজসাহেবের অবশেষে- নামঞ্জুর- জামিন নামঞ্জুর- আসামীর যাতনা- আহ! যাতনা- “কহিব যাতনার কথা বোঝাইয়া যে কাহারে!-”
বৃন্দাবন দাসের অসংলগ্ন অবান্তর ভাবনাগুলো জড়ো হয় দ্বিধাগ্রস্ত কণ্ঠে, একতারার তার নড়ে ওঠে রাতনিশীথে-
কহিব যাতনার কথা বোঝাইয়া যে কাহারে!
কী করিল দামী উকিল, কী করিল মোক্তারে!
মাটি হইল হিসাব যত সোনায় বান্ধা দিন
আদালতে জজসাহেবে কাটিল জামিন!
করিতে পালন আদেশ আইলো দারোগায়
শিকলে জড়াইলো শরীর, বেড়ী পা-জোড়ায়
টাকা কড়ি বাড়ি গাড়ি রইল মূল্যহীন
আদালতে জজসাহেবে কাটিল জামিন!
বুঝিলাম সাঙ্গ বিচার হইল সবই শেষ
পলকেই হইল বদল পোশাক পরিবেশ
জলে চোখ হইল নদী মনটা উদাসীন
আদালতে জজসাহেবে কাটিল জামিন!
ছবি: সংগৃহীত
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
তাইতো!!
বিচার কিসের!!!
কতো কিছু যে অজানা রইলো!!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। গল্প গান দুটাই ভাল লাগল। ধন্যবাদ দাদা।
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
নিষিদ্ধ নির্ঝর বলেছেন: জজ কামরুল হাসান মোল্লা সাহেবের এটা পড়া উচিত
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
ভাইরে, এই আদালত ঐ আদালত না!! এই আদালত হইল ঐ আদালত!!!
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
শায়মা বলেছেন: ১০০ টা লাইক ভাইয়ু!!!!!!
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মা।
অনেক অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনেক অনেক শুভকামনা।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
ইমরান নিলয় বলেছেন: ভালো ছিল
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
মিজানুর রহমান মিরান বলেছেন: কে সে? জেগেই বা সে উঠলো হঠাৎ কোন জগতের কূলে?
মাঝে মাঝে আমিও এভাবে চিন্তা করি!
ভালো লেগেছে....+++
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
শুভকামনা এবং শুভকামনা।
সবসময় ভালো থাকবেন। অনেক।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: বুঝিলাম সাঙ্গ বিচার হইল সবই শেষ ...
সুন্দর হয়েছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
দীপংকর চন্দ বলেছেন: সবই শেষ ভাই!!
কৃতজ্ঞতা আন্তরিকতায়, কৃতজ্ঞতা উপস্থিতিতে।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
কালনী নদী বলেছেন: আসলে পৃথিবীতে আমরা সবাই এককজন কয়েদি! অনেক সুন্দর হইছে ভাইয়া।
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যে শ্রদ্ধা।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
কৃতজ্ঞতা। অনেক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
গেম চেঞ্জার বলেছেন: ব্যতিক্রমী ও চমৎকার!
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা সুলেখক।
শ্রদ্ধা আপনার উদ্ভাবনী কর্মদক্ষতার প্রতি।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: আধ্যাত্বিক টাইপ লেখা । সবই থেকে যাবে... । বেশ ভাল লেগেছে ।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
দীপংকর চন্দ বলেছেন: //সবই থেকে যাবে...//
সবই থেকে যায়!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: অন্য রকম ভাবনা থেকেই এমন লিখা সম্ভব..........অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম দাদা।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২
দীপংকর চন্দ বলেছেন: মন ছুঁঁয়ে গেলো উপস্থিতিতে ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা পুনরায়।
পুনরায় শুভকামনা ভাই।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
দীপংকর চন্দ বলেছেন: এইটার মানে বুঝলাম না গো কামাল ভাই!!
ভালো থাইকেন তবু। শুভকামনা।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লিখেছেন, এই যুগে এমনতর আধ্যাত্মিক ভাবনা'র লেখা দেখা যায় কম, আর ব্লগ দুনিয়ায় তো একেবারেই না। +++
করিতে পালন আদেশ আইলো দারোগায়
শিকলে জড়াইলো শরীর, বেড়ী পা-জোড়ায়
টাকা কড়ি বাড়ি গাড়ি রইল মূল্যহীন
আদালতে জজসাহেবে কাটিল জামিন! +++++
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাদের আন্তরিকতায় আপ্লুত আমি। ভীষণ।
কৃতজ্ঞতা অনেক।
এবং অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫
বিজন রয় বলেছেন: বিচার, কিসের বিচার?