![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
আমার যাওয়া হয়নি ক্ষতবিক্ষত কণ্ঠে যে কোকিল ডেকেছিলো ক্রমাগত বিবর্ণ বসন্তের ব্যথাতুর দিনে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় একসারিতে দাঁড়িয়ে দুশ্চিন্তা দুঃখ দুঃস্বপ্নেরা
অন্ধকার চিলেকোঠায় সেদিন কেঁদেছিলো মেঘ সিন্ধুসভ্যতার কতো স্মৃতি পতনের প্লুতস্বর ভেসে এসেছিলো সুদূর নক্ষত্র থেকে কালো কাপড়ে মুখ জড়িয়ে আমি বসেছিলাম অতীতের শতো গ্লানি ছুঁয়ে নিশ্চুপ দেখেছিলাম ক্ষতস্থান ক্ষরণ আর ক্ষয়িষ্ণুতা দিকচক্রবালে
আমার যাওয়া হয়নি পাপ আর অভিশাপের পঙ্কজলে নিমজ্জিত ছিলো কণ্ঠাস্থি কনিষ্ঠাঙ্গুল করতল শুনেছিলাম সমাধিক্ষেত্রে সেদিন রচিত হয়েছিলো এক মিতবাক মুমূর্ষু মন্বন্তরের বৃত্ত
বৃষ্টি ছিলো তবু সম্পন্ন হয়েছিলো কোকিলের শেষকৃত্য
ছবি: সংগৃহীত
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: আবার সেই দীর্ঘ লাইন ! সুন্দর হয়েছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আদি অন্ত্যহীন পঙক্তি সম্ভবত প্রমাণ করে কতো ভুলে ভরা হতে পারে একজন মানুষের জীবন!!!
কৃতজ্ঞতা ভাই সবসময়ের মতো।
শুভকামনাও।
অনেক ভালো থাকবেন। অনেক।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
নীলপরি বলেছেন: বিষাদ মাখানো লাইনগুলো খুব মর্মভেদী । ভালো লাগলো। ++
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
অবশ্যই ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুলেখক। অনেক।
অনেক কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
জানবেন আমার শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
কল্লোল আবেদীন বলেছেন:
চমৎকার কবিতা।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
ক্ষতবিক্ষত বাক্যে যে মিতবাক মন্বন্তরের বৃত্ত রচিত হয়েছে , পাপ আর অভিশাপের পঙ্কজলে নিমজ্জিত হয়েও তার সারিতে এসে দাঁড়াতেই মনে হলো ব্যথাতুর বৃষ্টিরা ঝরছে ।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
দীপংকর চন্দ বলেছেন: //ক্ষতবিক্ষত বাক্যে যে মিতবাক মন্বন্তরের বৃত্ত রচিত হয়েছে , পাপ আর অভিশাপের পঙ্কজলে নিমজ্জিত হয়েও তার সারিতে এসে দাঁড়াতেই মনে হলো ব্যথাতুর বৃষ্টিরা ঝরছে ।//
অসম্ভব কাব্যিক এবং অর্থপূর্ণ মন্তব্যে মুগ্ধতা!
এবং মুগ্ধতা!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছুটা দুর্বোধ্য। অস্থিরতার জন্যেও হতে পারে। কাল আর একবার পড়ে যাবো।
আপনার বলয়ে আমি প্রতিবারই মুগ্ধ। তা অবোধ্য হোক আর বোধ্য। অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সে কৃতিত্ব আপনার।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
দীপংকর চন্দ বলেছেন: প্রকৃতই কবি আপনি। কবিতা আপনার হৃদয়ে। কবিতার মতো মন্তব্যে মুগ্ধতা!!!
এবং মন্তব্যের অন্তর্নিহিত আন্তরিকতায় কৃতজ্ঞতা। অনেক। অনেক। অনেক।
মাঝে মাঝে ভাবি, এমন আন্তরিকতা, এমন ভালোবাসার প্রতিদান দিতে না পারার ব্যর্থতা আমাকে ঘিরে থাকবে একজীবন!
ব্যর্থতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
মনিরা সুলতানা বলেছেন: শব্দ বুনন তো আপনার সব সময় ই কাব্যিক এবং অনন্য
কিন্তু ঠিক বুঝে উঠি নি ,একি আত্মগ্লানি ?
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
লেখা জনসমক্ষে উপস্থাপিত হবার পর লেখকের নিজস্ব বক্তব্য ব্যাখ্যা প্রদান করা থেকে বিরত থাকাই আমার বিবেচনায় উত্তম!
যে কোন দৃষ্টিকোণ থেকে লেখা সম্পর্কে যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা পাঠকের।
তবে পাঠকের কাছে বক্তব্য প্রাঞ্জল করতে না পারার দায় লেখকের সম্পূর্ণভাবে।
ক্ষমাপ্রার্থণা সেক্ষেত্রে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক।
৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০১
উর্বি বলেছেন: দারুন
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন চিত্রশিল্পী। সবসময়।
১০| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
দীপংকর চন্দ বলেছেন: অনুপ্রেরণাদায়ক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন প্রিয় কথাসাহিত্যিক।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
আমিই মিসির আলী বলেছেন:
বৃষ্টি ছিলো তবু সম্পন্ন হয়েছিলো কোকিলের শেষকৃত্য
এত কঠিন শব্দের সমাহার কেন!
ভালো লাগছে।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১
দীপংকর চন্দ বলেছেন: কঠিন শব্দও সুন্দর সহজ হয়ে উঠতে পারে যথাযোগ্য প্রয়োগে।
প্রয়োগের ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক সুন্দর!
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ সুলেখক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা থাকছে। বরাবরের মতো। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার লেখনি । বেশ লেগেছে ।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কবির উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর দাদা। ধন্যবাদ ভাল থাকুন সবসময়।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা ভাই। অনেক।
অনেক অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
শুভ্র বিকেলের মতো শুভ্র হোক জীবন।
১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯
জুন বলেছেন: অনেক ভালোলাগা দীপংকর চন্দ
+
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন পরিব্রাজক। অনেক ভালো। সবসময়।
১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রইলো।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
এবং কৃতজ্ঞতা।
শুভকামনাও। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
ক্ষুদ্রমানব বলেছেন: চমৎকার