নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

কথা দিলাম কথা দিলাম কথা দিলাম

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩




কথা দিলাম চোখ ছোঁবো না রেলপথের ধাতব পাতে কান পেতে শুনবো না দূরের গাড়ির ঘুমপাড়ানি গান তোমার নাসিকার শেষপ্রান্তে জমে ওঠা বিন্দুশিশির দেখে শীতের বিভ্রমে জড়াবো না কখনও কথা দিলাম

কথা দিলাম জ্যোৎস্নাস্নাত তেপান্তরের গন্ধ নেবো না নিরাপদ ঘাসের আঁচলে শেফালির ঝরে পড়ার সংগোপন শব্দে বিচলিত হবো না নক্ষত্রের নীলাভ নম্রতায় কবিতার অক্ষরের সাথে গাঁথবো না মালা সন্তর্পণে কথা দিলাম

কথা দিলাম পুনর্ভবার জলে মন দেবো না বাতাসের বর্ণহীন কুহকে ভাসাবো না লাজুক ময়ূরপঙ্খি পাতার বাঁশি বাজিয়ে পুরোনো নাগরদোলার ওঠা নামার গীতল ছন্দ লুকাবো না বুকপকেটের গোপন ভাঁজে কথা দিলাম

কথা দিলাম চিঠি আর লিখবো না আবেগে ডাকহরকরার আগমনের অপেক্ষায় আঁকবো না জানালার কাঁচে বিবর্ণতার প্রতিভাস সোনা রোদ মাখা সম্ভাবনার সোহাগী বৃষ্টিতে আমি আর ভিজবো না কোনদিন কথা দিলাম


ছবি: সংগৃহীত



মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অতি চমৎকার মনোমুগ্ধকর অভিমানি অন্তরের দীর্ঘশ্বাস. কঠিন বাস্তবতাকে মেনে নেয়ার অপপ্রয়াস।।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন কবি। সবসময়।

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দীপংকার দা।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই।

অনেক শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: এতো নিষ্টুর কথাও চাওয়া যায় !

অসাধারণ লাগলো ।
শুভকামনা ।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

দীপংকর চন্দ বলেছেন: //এতো নিষ্টুর কথাও চাওয়া যায় !//

হা হা হা হা

জীবনের সরল অংক অতোটা সরল নয় সম্ভবত!!

অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৯

কালনী নদী বলেছেন: আপনার লেখা আমার অনেক ভালো লাগে ভাইয়া, কথা দাও আমাদেরকে তোমার সুন্দর লেখা থেকে বন্ঞিত করবে না!
সুন্দর++++ ভাইয়া।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন!!!

একটু লক্ষ্য করলেই অনেক উঁচুমানের লেখকের সন্ধান পাবেন অন্তর্জালে।

দুঃখজনক হলেও সত্যি যে, সবার লেখা পড়া হয়ে ওঠে না আমার। তবে যাঁঁরা আমার অনুসারিত, তাঁরা প্রত্যেকেই বিশেষত্বপূর্ণ।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়।

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর গদ্যকাব্য !!!!

কথা দিলাম কথা দিলাম কথা দিলাম -- তিনবার কোন কথা বললে তা কিন্তু পালন করতে হয়।

তাই দীপংকর দা এখনো সময় আছে, এত শক্ত প্রতিজ্ঞা না রাখতে পারার হাত থেকে বাঁচতে হলে কবিতার নাম কথা দিলাম কথা দিলাম রাখুন !!!

ভাল থাকুন। সবসময়।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

দীপংকর চন্দ বলেছেন: //তিনবার কোন কথা বললে তা কিন্তু পালন করতে হয়।//

বলেন কি!!!

চিন্তায় ফেললেন!! কিন্তু বলেই যখন ফেলেছি, তখন আর কথা বদলাই কী করে!!!

মুশকিল!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা ভাই।

অান্তরিক মন্তব্যে ভালো লাগা অনেক।

ভালো থাকবেন। সবসময়।

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। পুনর্ভবা নদী আমার বাড়ির কাছেই ছিলো। দিনাজপুর! 8-|

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো জেনে।

পুনর্ভবার নাম যখন শুনেছি, ভালোবাসা তখন থেকেই। যখন চাক্ষুস দেখা হলো, ভালোবাসা প্রেমে রূপান্তরিত।

হা হা হা হা

রংপুর সৈয়দপুর দিনাজপুর নীলফামারী- সুখপ্রদ অনেক স্মৃতি দিয়ে ঘেরা।

শুভকামনা অনিঃশেষ প্রিয় কথাসাহিত্যিক।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

কল্লোল আবেদীন বলেছেন:



বাহ! চমৎকার গদ্যকাব্য।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

অনেক শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

আলোরিকা বলেছেন: মনে হচ্ছে কাউকে কোন কথা বলার সুযোগ না দিয়ে বিরতিহীনভাবে এক নিঃশ্বাসে বলে যাওয়া কথামালা ! চমৎকার যতি চিহ্ন বিহীন কাব্য :)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

দীপংকর চন্দ বলেছেন: //মনে হচ্ছে কাউকে কোন কথা বলার সুযোগ না দিয়ে...//

আরে না!! কি যে বলেন!!! আমি সবাইরে সুযোগ দেই!!! আমি নির্দলীয়, নিরপেক্ষ পুরোপুরি!!!

হা হা হা হা

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন আলোরিকা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: মোটেই দেরি হয় নাই।

এইটা আগামী বছরের শুভেচ্ছা হিসেবে অগ্রীম ভিত্তিতে গ্রহণ করলাম।

আর আপনাকেও এই বছরের শুভেচ্ছা জানানোর সুযোগ আমিও যেহেতু পাই নাই, সুতরাং পাল্লা সমান!! কি বলেন??

হা হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা জানবেন এহসান ভাই।

উপস্থিতিতে কৃতজ্ঞতার কথা বারবার বলি।

শুভকামনার কথাও।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

মিজানুর রহমান মিরান বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতার কথামালা।
++

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

শুভকামনা। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

১২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন:


কথার অগ্নিপাত , ঁক্ষয় , কথা দেওয়া নেওয়ার বিক্রেতা ,
তাই বারবার কথা দিতে হয়
নানবিকতা কাজ তরে না

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

দীপংকর চন্দ বলেছেন: কথায় কথায় সময় গেলো রে ভাই!!

সময় গেলো সাধন হলো না!! দিন থাকতে দ্বীনের সাধন জানলাম না!!!

কি আর করা!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



যাকে এতো সুন্দর মোহনীয় করে কথা দিলেন সে যদি এটা দেখেই ফোন দেয় বা নিদেন পক্ষে এস.এম.এস দেয় ?
চিঠি দেবেন না বলেছেন । বলেছেন , ডাকহরকরার আগমনের অপেক্ষায় থাকবেন না । কিন্তু মোবাইল কম্পানিগুলো তো আপনাকে সেই তার একখানা কল ধরিয়ে দেবে । বা একখানা এস.এম.এস পাঠিয়ে দেবে তার । আজকাল তো আর কেউ চিঠি দেয় না, কল দেয় - মেসেজ দেয় । নতুবা ফেসবুকে ষ্ট্যাটাস দেয় । তখন কি হবে ??????????? :(

সুন্দর , সুন্দর , সুন্দর ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কথা তো সত্যি!!! কল দিলে, মেসেজ দিলে, ফেসবুকে স্ট্যাটাস দিলে তো কথা রাখার দায় নাই!!!

সবকিছু তো তাহলে শেষ হয়ে যায়নি এখনো!!!

(আপনার কথায় আবার যেন আশা ফিরে পাচ্ছি, ভরসা পাচ্ছি। ফুল চন্দন পড়ুক আপনার মুখে।)

হা হা হা হা

অনেক প্রাণবন্ত মন্তব্যে ভালো লাগার পরিমান অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

কল্লোল পথিক বলেছেন: অনেক ভাল লেগেছে।
কবিতায় এক রাশ ভাল লাগা রেখে গেলাম কবি।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক। অনেক।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

উত্তর প্রদানে দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভকামনা কবি।

সবসময় ভালো থাকবেন। অনেক।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

জুন বলেছেন: কথা দিলেম বলে আজকাল আর কিছু নেই। এ শুধু কথার কথা দীপংকর চন্দ। শুভকামনা জানবেন।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

দীপংকর চন্দ বলেছেন: //কথা দিলেম বলে আজকাল আর কিছু নেই। এ শুধু কথার কথা...//

তাই নাকি!!!

বলছেন, এই দেওয়া কথার ভিত্তি নাই!!!

কথা রাখতেই হবে এমন কোন কথা নাই তাহলে!!!

বাঁঁচলাম!! আমি তো মহা চিন্তায় ছিলাম!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন জুন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: খুব প্রাঞ্জল লেখা।
অনেক সুন্দর।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদে পিলাচ!!!

কৃতজ্ঞতায় পিলাচ!!!

শুভকামনায় পিলাচ!!!

পিলাচ পিলাচ আর পিলাচ!!!

হা হা হা হা

অনেক ভালো থাকবেন কবি। সবসময়।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

আমিই মিসির আলী বলেছেন:
কথা দিলাম জ্যোৎস্নাস্নাত তেপান্তরের গন্ধ নেবো না নিরাপদ ঘাসের আঁচলে শেফালির ঝরে পড়ার সংগোপন শব্দে বিচলিত হবো না নক্ষত্রের নীলাভ নম্রতায় কবিতার অক্ষরের সাথে গাঁথবো না মালা সন্তর্পণে কথা দিলাম


এত কঠিন কথা ক্যান দ্যান!!
ভালো লাগছে।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

দীপংকর চন্দ বলেছেন: //এত কঠিন কথা ক্যান দ্যান!!//

কথা দেই কথা রাখতে পারি না বইল্যা রে ভাই!! দেওয়া কথা ভুইল্যা যাই!! স্মরণশক্তি কম!!

হা হা হা হা

অনেক অনেক শুভকামনা ভাই।

উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

টোকাই রাজা বলেছেন: কথা দিলাম চোখ ছোঁবো না রেলপথের ধাতব পাতে কান পেতে শুনবো না দূরের গাড়ির ঘুমপাড়ানি গান তোমার নাসিকার শেষপ্রান্তে জমে ওঠা বিন্দুশিশির দেখে শীতের বিভ্রমে জড়াবো না কখনও কথা দিলাম
আসাধারন :)

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

শুভকামনা অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রায় অসম্ভব ভাল লাগার মত একটা কবিতা।


কিছু কথা দেয়ায় আকন্ঠ যন্ত্রণা থাকে। কবিতা যন্ত্রণা বোঝে, মানুষ বোঝে না।


ভাল থাকুন সবসময়।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

দীপংকর চন্দ বলেছেন: "চন্দ্ররথা রাজশ্রী"- প্রায় অসম্ভব নয়, পুরোপুরি অসম্ভব ভালো একটি নাম!

//কিছু কথা দেয়ায় আকন্ঠ যন্ত্রণা থাকে। কবিতা যন্ত্রণা বোঝে, মানুষ বোঝে না।//

মন্তব্যের গভীরতায় অসম্ভব ভালো লাগা কবি।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

উত্তর প্রদানে দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

জানবেন শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

জেন রসি বলেছেন: অভিমান, একটা গভীর বিষণ্ণতা যেন স্পর্শ করে গেল!

++

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

দীপংকর চন্দ বলেছেন: সুগভীর বোধের প্রতি শ্রদ্ধা সুলেখক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানে দীর্ঘ বিলম্ব।

শুভকামনা। অনেক।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২১| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

জনৈক অচম ভুত বলেছেন: এমন কথাও কি দিতে আছে? :|
কবিতা চমৎকার লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

দীপংকর চন্দ বলেছেন: //এমন কথাও কি দিতে আছে?//

কখনও কখনও মানুষের জীবনে এমন সময় আসে যখন অবিশ্বাস্য কথা না দিয়ে উপায় থাকে না!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

কৃতজ্ঞতাও।

ক্ষমাপ্রার্থণা থাকছে উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন:

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

দীপংকর চন্দ বলেছেন: পুনরায় উপস্থিতিতে শুভকামনা পুনরায়।

এবং কৃতজ্ঞতা। অনেক।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: দারুন দারুন :)

০২ রা মে, ২০১৬ রাত ১১:২৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

কৃতজ্ঞতাও।

এবং শুভকামনা। অনেক।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.