![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
মন দিয়ে শোনো খুব
জরুরী প্রসঙ্গ
কান হলো শরীরের
দরকারী অঙ্গ
প্রথমত, কান ছাড়া
শোনা কিছু যায়না
পৃথিবীর কোন লোক
এমনটা চায় না!
দ্বিতীয়ত, কান ছাড়া
চেহারা কী সুশ্রী?
নিশ্চিত অদ্ভুত
দেখাবে মুখশ্রী!
তৃতীয়ত, ভেবে দেখো
দু’কানের অবদান
কান কাটা গেলে শেষ
সামাজিক সম্মান
চতুর্থ বিষয়টা
খানিকটা ভিন্ন
পরোক্ষে আছে কান,
আছে তার চিহ্ন
মূলত অসুখ এটা
চোখ থেকে সৃষ্টি
ত্রুটিময় হয় যদি
আমাদের দৃষ্টি
রীতিমতো প্রয়োজন
'চশমা'র- তাই না?
এ জিনিস পরতে কি
কান দুটো চাই না?
সুতরাং কান খুলে
শোনো পরামর্শ
চেহারায় পেতে হবে
দু’কানের স্পর্শ
জীবন মধুর হবে
কান-কথা জানলে
মাথাকেও পাওয়া যাবে
কান ধরে টানলে!!!
ছবি: সংগৃহীত
১৬ ই মে, ২০১৬ রাত ৮:২৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনিঃশেষ শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।
ভালো থাকবেন। সবসময়।
২| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:২১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ
১৬ ই মে, ২০১৬ রাত ৮:২৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা সুলেখক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: মজার এবং দারুণ !
১৬ ই মে, ২০১৬ রাত ৮:২৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৪| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:২০
শামছুল ইসলাম বলেছেন: খুব মজার ছড়া !!!
ভাল থাকুন। সবসময়।
১৬ ই মে, ২০১৬ রাত ৮:৩০
দীপংকর চন্দ বলেছেন: সুলেখকের প্রতি কৃতজ্ঞতা।
দুঃখপ্রকাশ আমার অনিয়মিত উপস্থিতির জন্য।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
৫| ১৭ ই মে, ২০১৬ রাত ১:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার লেখা!
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনিঃশেষ শুভকামনা ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৬| ১৭ ই মে, ২০১৬ রাত ১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারূণ লিখেছেন।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৭| ১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৩৭
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা এবং শুভকামনা অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক।
৮| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:২৯
কালনী নদী বলেছেন: হাহাহা ছোটবেলা হাইস্কুলে পড়তে সময় কতবার যে পন্ডিত স্যারের হাতে কানমলা খেয়েছি।।। সুন্দর ও অনবদ্য হয়েছে ভাইয়া ++++
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৯
দীপংকর চন্দ বলেছেন: এমন ঘটনার সম্পূর্ণ বিপরীত ঘটনাও কিন্তু দুর্লভ নয় আমাদের দেশে!!!
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৯| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮
জেন রসি বলেছেন: বাহ!
চমৎকার।
২২ শে মে, ২০১৬ রাত ৯:২৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কৃতজ্ঞতা ও শুভকামনা অনেক।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।
ভালো থাকবেন সুলেখক। সবসময়।
১০| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:১৪
নিষ্ঠুর পৃথিবী বলেছেন: ভালো লাগা রইল,,,, এক রাশ মুগ্ধতা।
২২ শে মে, ২০১৬ রাত ৯:২৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ এবং ধন্যবাদ।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানের বিলম্বের জন্য।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১১| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ! মজার ছড়া
২২ শে মে, ২০১৬ রাত ৯:৩২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১২| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ প্লাস।
শুভেচ্ছা।
২২ শে মে, ২০১৬ রাত ৯:৩৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।
কৃতজ্ঞতা অনেক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৩| ২২ শে মে, ২০১৬ রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: অত্যন্ত সুন্দর।
++++
২২ শে মে, ২০১৬ রাত ৯:৪৩
দীপংকর চন্দ বলেছেন: আশাকরি ভালো আছেন কবি।
কিছুটা অস্থিরতা চলছে, তাই উপস্থিতি অনিয়মিত।
সময় আবার স্থিরতা ফেরাবে সম্ভবত!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক।
১৪| ২২ শে মে, ২০১৬ রাত ১১:০৯
ফরিদ আহমাদ বলেছেন: দারুণ!
দীপংকর দার ছড়া আগে পড়া হয়নি।
(তুমি কেন আসোনি, আগে কেন হয়নি দেখা!)
আগে আসা উচিত ছিলো ছন্দের এই মায়াজালে।
২৪ শে মে, ২০১৬ রাত ১১:১২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ রাত ১১:৫৩
হাসান মাহবুব বলেছেন: দারুণ!