![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
জড়ানো দুহাত। দৃশ্যত মুখে হাসি।
প্রণয়চিহ্ন আঁকা প্রতি গ্রন্থিতে।
অথচ জেনেছি তুমি আর আমি ঠিকই
কার্যত প্রেম মরে গেছে গত শীতে
এখন গ্রীষ্ম। এবং আগুনখেলা
পরিসমাপ্ত। ক্লেদে মাখামাখি দেহ।
শতো শূন্যতা। রয়েছে অবিশ্বাসও।
সাথে আছে মনে সুতীব্র সন্দেহ
এবং রয়েছে অবাধ অনিশ্চিতি।
যদিও মানুষ বুঝতে পারেনি মোটে!
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে
তিক্ততা কতো লুকিয়ে রেখেছি ঠোঁটে
ছবি: সংগৃহীত
২২ শে মে, ২০১৬ রাত ৯:৪৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি।
অনেক শুভকামনা।
প্রত্যাশা, প্রত্যেকে ভালো থাকুন সবসময়।
২| ২২ শে মে, ২০১৬ রাত ৯:২৬
বিজন রয় বলেছেন: আছেন কেমন?
২২ শে মে, ২০১৬ রাত ৯:৫৩
দীপংকর চন্দ বলেছেন: এককথায় উত্তর দেবার মতো প্রশ্ন!! তবু নানা ধরনের ভাবনা এসে জড়ো হচ্ছে মনে!!
যাই হোক, ভালো থাকার চেষ্টা চলছে আসলে!
শুভকামনা আপনার জন্য। অনেক। পুনরায়।
৩| ২২ শে মে, ২০১৬ রাত ১০:০৫
পুলহ বলেছেন: প্রতারিত হৃদয়, প্রতারিত মানুষ আর প্রতারিত ভালোবাসার গল্প শুনলাম....
পরের বার ভালোবাসার জয় নিয়ে কবিতা হোক !
"...তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষ র'বে না আর, র'বে শুধু মানুষের স্বপ্ন তখনঃ
সেই মুখ আর আমি র'বো সেই স্বপ্নের ভিতরে। "-- এমন উপলব্ধি আর অভিপ্রায়ের কবিতা!
ভালো থাকবেন কবি।
২২ শে মে, ২০১৬ রাত ১০:১৫
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা সুলেখক।
সার্থক কবিতা লেখা আমার হবে না সম্ভবত। তবে যতদূর বুঝি, তাতে মনে হয়, একটি সার্থক কবিতা নেতিতেও ইতিবাচকতার স্পর্শ রেখে যাবার ক্ষমতা রাখে!!!
আপনার মতো কবিহৃদয়ের প্রত্যাশাই আমাদের অভিলক্ষ্য হোক।
অত্যন্ত সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৪| ২২ শে মে, ২০১৬ রাত ১০:১২
সুমন কর বলেছেন: সুন্দর। ফেবুতে কি পড়েছিলাম !
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে !
২২ শে মে, ২০১৬ রাত ১০:২০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
মুখপঞ্জিতে ছিলো। সম্ভবত পড়েছিলেন সেখানে।
পুনঃপাঠের জন্য কৃতজ্ঞতা।
অভিনয় হবার সম্ভাবনা তো উড়িয়ে দেয়া যায় না একেবারে!!! কি বলেন???
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৫| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৩০
ফরিদ আহমাদ বলেছেন: অসম্ভব ভালোলাগা গ্রাস করেছে।
২২ শে মে, ২০১৬ রাত ১০:৫৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।
৬| ২৩ শে মে, ২০১৬ রাত ৩:৩৩
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার লিখেছেন।
কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম।
২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৯
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি। অনেক।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৭| ২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২০
নীলপরি বলেছেন: এবং রয়েছে অবাধ অনিশ্চিতি।
যদিও মানুষ বুঝতে পারেনি মোটে!
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে
তিক্ততা কতো লুকিয়ে রেখেছি ঠোঁটে
অসাধারণ লাগলো । সাথের ছবিটাও উপযুক্ত লাগছে । ++
২৪ শে মে, ২০১৬ রাত ১০:২১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনেক কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৮| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:১৯
হামিদ আহসান বলেছেন: মুগ্ধতা
২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা।
এবং কৃতজ্ঞতা।
এবং শুভকামনা হামিদ ভাই। অনেক। অনেক।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৯| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:০৫
মিজানুর রহমান মিরান বলেছেন: এবং রয়েছে অবাধ অনিশ্চিতি।
যদিও মানুষ বুঝতে পারেনি মোটে!
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে
তিক্ততা কতো লুকিয়ে রেখেছি
ঠোঁটে।
সত্যিই চমৎকার কবিতা! লেখাগুলো বেশ ভালো লাগলো।
২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনাও।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১০| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগার কথা লিখে গেলাম কিন্তু কত্টুকু বুঝাতে যে বাকি। টাইপোতে মনের কথা বলতে হয় বলে কিভাবে বুঝাব যতটুকু বুঝবে তারচেয়েও বেশী।
২৪ শে মে, ২০১৬ রাত ১০:৩৯
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের আন্তরিকতার গভীরতা পরিমাপ করার দুঃসাহস আমার নেই ভাই।
আমি শুধু নত হতে পারি কৃতজ্ঞতায়।
শুভকামনা এবং শুভকামনা অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন কবি। অনেক ভালো। সবসময়।
১১| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:২৭
উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।
২৪ শে মে, ২০১৬ রাত ১০:৪৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১২| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: সুন্দর হয়েছে ।
আমি মাসিক পত্রিকা বের করি অনলাইনে । এই মেলে লেখা পাঠিও [email protected]
২৪ শে মে, ২০১৬ রাত ১০:৫০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১৩| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও মানুষ বুঝতে পারেনি মোটে!
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে
তিক্ততা কতো লুকিয়ে রেখেছি ঠোঁটে ...
লাখৌ কোটি কাপলের বাস্তবতা যেন ঠিক এমনি!!!!!!!!!!!!!!!
ভাললাগলো ++++++++++++++
২৪ শে মে, ২০১৬ রাত ১১:০৬
দীপংকর চন্দ বলেছেন: //লাখো কোটি কাপলের বাস্তবতা যেন ঠিক এমনি!!!!!!!!!!!!!!!//
হা হা হা হা
আরে না-না!! কি যে বলেন!! এইটা কবিতার মতো কিছু একটা লেখার চেষ্টা!!! কল্পনা!!!
শুভকামনা অনিঃশেষ ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৪| ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:০৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৪ শে মে, ২০১৬ রাত ১১:০৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনিঃশেষ শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।
ভালো থাকবেন। অনেক ভালো।
১৫| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৫
অদৃশ্য বলেছেন:
দারুন... কবিতা মুগ্ধ করেছে...
শুভকামনা...
২৪ শে মে, ২০১৬ রাত ১১:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৬| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৪৪
শামছুল ইসলাম বলেছেন: কবিতা অনবদ্য হয়েছে।
তবে একটা দীর্ঘশ্বাস নিজের অজান্তেই বেরিয়ে এলোঃ
//এবং রয়েছে অবাধ অনিশ্চিতি।
যদিও মানুষ বুঝতে পারেনি মোটে!
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে
তিক্ততা কতো লুকিয়ে রেখেছি ঠোঁটে//
সন্দেহ, অভিনয় সব নিয়েও তবু বেঁচে থাক ভালবাসা।
ভাল থাকুন। সবসময়।
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: //তবু বেঁচে থাক ভালবাসা।//
অামাদের প্রত্যাশা হোক এটিই!
অনেক অনেক ধন্যবাদ ভাই।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৭| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:০৪
জেন রসি বলেছেন: শীতে উপলব্ধি। গ্রীষ্মে অবিশ্বাস। এবার বৃষ্টি এসে সব ধুঁয়ে মুছে দিক।
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৮
দীপংকর চন্দ বলেছেন: //শীতে উপলব্ধি। গ্রীষ্মে অবিশ্বাস। এবার বৃষ্টি এসে সব ধুঁয়ে মুছে দিক।//
মন্তব্যে মুগ্ধতা!!!
শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৮| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:০৭
আলোরিকা বলেছেন: ' জড়ানো দুহাত। দৃশ্যত মুখে হাসি।
প্রণয়চিহ্ন আঁকা প্রতি গ্রন্থিতে।
অথচ জেনেছি তুমি আর আমি ঠিকই
কার্যত প্রেম মরে গেছে গত শীতে ।' ---------- তারপর প্রেম বেঁচে থাকে অভ্যাসে !
'এবং রয়েছে অবাধ অনিশ্চিতি।
যদিও মানুষ বুঝতে পারেনি মোটে!
আমি আর তুমি বেঁচে আছি অভিনয়ে
তিক্ততা কতো লুকিয়ে রেখেছি ঠোঁটে' --------অভিনয়ে পারফেকশন আনতে পারলে তো ভালই
আগে তো প্রেম ভালবাসা কবি ,সাহিত্যিকরাই বাঁচিয়ে রাখত । এখনকার কবিরা যেভাবে প্রেমহীনতার কবিতা লেখা শুরু করেছে-------কি যে হবে - এজাতির ভবিষ্যৎ অন্ধকার !!
কবিতায় +++++
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৩
দীপংকর চন্দ বলেছেন: //আগে তো প্রেম ভালবাসা কবি ,সাহিত্যিকরাই বাঁচিয়ে রাখত । এখনকার কবিরা যেভাবে প্রেমহীনতার কবিতা লেখা শুরু করেছে-------কি যে হবে - এজাতির ভবিষ্যৎ অন্ধকার !!//
হা হা হা হা
অন্ধকার মানে ভয়াবহ অন্ধকার!!! ঘুমালে চোখে খালি অন্ধকার দেখি!! আর জেগে থাকার তো সময়ই পাই না!!!
// ---------- তারপর প্রেম বেঁচে থাকে অভ্যাসে ! //
মন্তব্যের গভীরতা স্পর্শ করলো মন!
অনিঃশেষ শুভকামনা জানবেন সুলেখক।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১৯| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৯
কালনী নদী বলেছেন: এখন গ্রীষ্ম। এবং আগুনখেলা
পরিসমাপ্ত। ক্লেদে মাখামাখি দেহ।
শতো শূন্যতা। রয়েছে অবিশ্বাসও।
সাথে আছে মনে সুতীব্র সন্দেহ।
গড়মের দিনে আপনার লেখা পড়ে প্রশান্তি পেলাম দাদা!
++++++++
২২ শে জুন, ২০১৬ রাত ১২:০৫
দীপংকর চন্দ বলেছেন: প্রশান্তি আমাদের পাথেয় হোক ভাই।
কৃতজ্ঞতা অনেক সহৃদয় উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২০| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ রাত ৯:২২
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++++