![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
ধোঁয়া না কুয়াশা?
ভালোবাসবো কাকে?
প্রশ্ন করলাম তোমাকে-
তুমি বললে, ধোঁয়াকে।
আমি বললাম, ধোঁয়াতো
জ্বালায় দুচোখ পোড়ায়-
শুনেই তুমি উপেক্ষা
আঁকলে ভুরু জোড়ায়।
হেসে বললে, কুয়াশা বোকাই শুধু নয়-
মাথামোটাও বটে,
একটু যদি বুদ্ধি থাকে ঘটে!
স্বর্গ ছেড়ে কেউ কি নামে নিচে
হাড়হাভাতের মতোন!
কথায় কথায় কাব্য করে বেড়ায়
এমন অধঃপতন!
শোনো, আমার সহজ কথা যতো
ধোঁয়া হয়তো একটু জ্বালায় পোড়ায়
কিন্তু দেখো উচ্চাকাঙ্ক্ষী কতো!
পেছন ফেলে তুচ্ছ পৃথিবীটা
উর্ধ্বাকাশে ছোটা!
এসব কাজে যে যোগ্যতা লাগে,
তার কথাতো ভাবতে হবে আগে।
জানি, তুমি ভালোবাসবে কাকে-
হতচ্ছাড়া ঐযে কুয়াশাকে!
আমি বললাম না-না,
না-না, না-না, না-না
তোমার কথার ওপর কথা নেই
ভালোই তোমার জানা!
তারপর?
কুয়াশা নয়, ধোঁয়ার কথাই হলো।
কারণ, তোমার যুক্তিগুলো ভালো।
অকাট্য একবারে,
দুচোখ বুজে মেনেই নিলাম তারে।
ছবি: সংগৃহীত
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:১১
মিজানুর রহমান মিরান বলেছেন: আমি বললাম না-না,
না-না, না-না, না-না
তোমার কথার ওপর কথা নেই
ভালোই তোমার জানা!
সুন্দর লিখেছেন কবি।
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯
দীপংকর চন্দ বলেছেন: //তোমার কথার ওপর কথা নেই//
কথাটা সত্য কইলাম!!!
হা হা হা হা
অনেক কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:১২
সাহসী সন্তান বলেছেন: লেখাটা পড়ে কিছুক্ষন খুব হাসলাম! তবে কবিতা সুন্দর হইছে! বিশেষ করে ধোঁয়াকে ভালবাসার ব্যাপারটা সম্পূর্ণ অান-প্রেডিক্টেবল!
শুভ কামনা জানবেন কবি!
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
দীপংকর চন্দ বলেছেন: //বিশেষ করে ধোঁয়াকে ভালবাসার ব্যাপারটা সম্পূর্ণ অান-প্রেডিক্টেবল!//
আরে না না!!! এসব কী বলেন!!!
ধোঁয়া চিরন্তন সত্য!!!
হা হা হা হা
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯
নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । ++
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
ওয়াও !!!!!!!!!!!!!!!!!!!
দারুন ছন্দবদ্ধ ছড়ায় কবিতা , না কি কবিতায় ছড়া ?
বলবেন কোনটা ?
উত্তরে ভরে যাক মনটা !
বলবেন , সবটাই ছন্দ ।
আমি বলি না..না.. , না..না... , না
এ যে শুধু চন্দ-
তার কবিতায় এমনটাই সুগন্ধ ।
দুচোখ বুজে মেনে নেবেন
আর সাথে শুভেচ্ছাও জানবেন ।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:৪৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
মিল হোক বা না হোক, কিছু কথা বলার চেষ্টা করা হলো!! এই তো!!
ছন্দোময় মন্তব্যে মুগ্ধতা থাকছে।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: ভিন্ন একবারে,
দু'চোখ খুলে মেনে নিলাম কবিতারে।.....
মজা এবং ভালো লাগল।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:৪৯
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কৃতজ্ঞতা ভাই। উপস্থিতিতে।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। অনেক।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
৭| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:০০
শামছুল ইসলাম বলেছেন: 'ধোঁয়া না কুয়াশা' চমৎকার ছন্দোবদ্ধ কবিতা পড়ে পুলকিত হই আবার হতাশায় মনটা ভরে যায়।
কবি কি বার্তা দিল, ভালবাসার জনেরা আর কুয়াশা (কাব্য) জগতের মানুষদের ভালবাসেনা, কারণ তারা উচ্চাকাঙ্খী নয়, মাটির কাছাকাছি থাকতে তারা স্বাচ্ছন্দ বোধ করে, অট্টলিকাসম (স্বর্গ) প্রাসাদ তারা স্বেচ্ছায় বোকার মত ছেঁড়ে এসেছে।
কি সুন্দর তার প্রকাশ কবিতায়, মুগ্ধ হয়ে যাইঃ
//হেসে বললে, কুয়াশা বোকাই শুধু নয়-
মাথামোটাও বটে,
একটু যদি বুদ্ধি থাকে ঘটে!
স্বর্গ ছেড়ে কেউ কি নামে নিচে
হাড়হাভাতের মতোন!//
.
//কথায় কথায় কাব্য করে বেড়ায়
এমন অধঃপতন!//
.
//শোনো, আমার সহজ কথা যতো
ধোঁয়া হয়তো একটু জ্বালায় পোড়ায়
কিন্তু দেখো উচ্চাকাঙ্ক্ষী কতো!
পেছন ফেলে তুচ্ছ পৃথিবীটা
উর্ধ্বাকাশে ছোটা!
এসব কাজে যে যোগ্যতা লাগে,
তার কথাতো ভাবতে হবে আগে।
জানি, তুমি ভালোবাসবে কাকে-
হতচ্ছাড়া ঐযে কুয়াশাকে!//
.
.
প্রিয়ার জন্য তো কবি সবি করতে পারে, তাইঃ
//তারপর?
কুয়াশা নয়, ধোঁয়ার কথাই হলো।
কারণ, তোমার যুক্তিগুলো ভালো।
অকাট্য একবারে,
দুচোখ বুজে মেনেই নিলাম তারে।//
ভাল থাকুন। সবসময়।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫১
দীপংকর চন্দ বলেছেন: আপনার নিবিড় পাঠ, আন্তরিক উপস্থিতি স্নিগ্ধ করে মনকে।
কৃতজ্ঞতা সুলেখক। অনেক।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৮| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনার ছন্দকবিতা আমার বরাবরই খুব ভালো লাগে।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক প্রিয় কথাসাহিত্যিক।
কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক।
৯| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৫
জেন রসি বলেছেন: ধোঁয়া এবং কুয়াশা- কাকে ভালোবাসা উচিৎ, সেই ব্যাখ্যাটা জেনে গেলাম!
চমৎকার হয়েছে দাদা।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কি যে বলেন!!!
এগুলান কথার কথা!! ভালোবাসা উচিত আসলে সবাইকেই!!!
অনেক শুভকামনা।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১০| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:২১
কালনী নদী বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পরেছি দাদা!!
অসাধারণ লেগেছে- সংগ্রহে নিয়ে রাখলাম।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১১| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩
উল্টা দূরবীন বলেছেন: বেশ ভালো লাগলো।
২২ শে জুন, ২০১৬ রাত ১২:০০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কবির উপস্থিতিতে কৃতজ্ঞতা। এবং শ্রদ্ধা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: এটা ভাল ছিল।
২২ শে জুন, ২০১৬ রাত ১২:০২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
উপস্থিতির প্রতি শ্রদ্ধা প্রোফেসর।
কৃতজ্ঞতাও।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:০৯
কল্লোল পথিক বলেছেন:
অসাধারন কবিতা।
কবিতায়++++++++++