![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
জাগছিস? জেগে থাক! লাভ নেই যদিও!
মরে গেছে অকাতরে চেনা কতো নদীও!
মরে গেছে ঝর্ণাও, মরে গেছে বনটা;
ভাবছিস মন নিয়ে? বেঁচে আছে মনটা?
আরে না-না! কালরাত আছে বেশ স্মরণে-
দেহ মন পুড়ে ছাই রূঢ় সহমরনে-
চিতানল দাউ-দাউ! কী ভীষণ অগ্নি!
কাছাকাছি দেখিনি তো কোন ভ্রাতা-ভগ্নি!
নাকি চোখ বোজা ছিলো নিদারুণ গ্রীষ্মে!
নিশ্চল ছিলো বুঝি অন্তিম দৃশ্যে?
লিখছিস? বেশ বেশ! হাসি পায় যদিও!
মরে যাবে বেঁচে থাকা বাদবাকি নদীও!
ছবি: সংগৃহীত
১১ ই জুন, ২০১৬ রাত ৯:১৩
দীপংকর চন্দ বলেছেন: হয়তো!!!
শুভকামনা।
২| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:০২
গেম চেঞ্জার বলেছেন: বর্তমানের একটা প্রতিচ্ছবি খুঁজে পেলাম।
অশেষ শুভকামনা রইলো দাদা!
ভাল থাকবেন।
১১ ই জুন, ২০১৬ রাত ৯:১৬
দীপংকর চন্দ বলেছেন: আপনার জন্যও শুভকামনা ভাই।
ভালো থাকবেন। সবসময়।
৩| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:০৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়++++++++
১১ ই জুন, ২০১৬ রাত ৯:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা কবি।
জীবন সুন্দর হোক।
৪| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
১১ ই জুন, ২০১৬ রাত ৯:২১
দীপংকর চন্দ বলেছেন: অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে জীবন!!!
ক্ষমাপ্রার্থণা আপনার মাধ্যমে সকলের কাছে অনিয়মিত উপস্থিতির জন্য।
শুভকামনা ভাই।
অনেক ভালো থাকুন।
৫| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: বেশ লিখেছেন। সত্যবচন!
১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই উপস্থিতিতে।
অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:২৯
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার লাগলো।
নাকি চোখ বোজা ছিলো নিদারুণ গ্রীষ্মে!
নিশ্চল ছিলো বুঝি অন্তিম দৃশ্যে?
লিখছিস? বেশ বেশ! হাসি পায় যদিও!
মরে যাবে বেঁচে থাকা বাদবাকি নদীও!
+++
১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি।
শুভকামনা অনেক।
ভালো থাকুন। সবসময়।
৭| ১২ ই জুন, ২০১৬ রাত ৩:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
মরে গেছে ঝর্ণাও, মরে গেছে বনটা;
ভাবছিস মন নিয়ে? বেঁচে আছে মনটা?
বলার ভাষা নাই।
প্রাপ্তিগুলো যেন অপ্রাপ্তিতে রয়ে গেল!!!!
ভাল থাকুন, দাদা
১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
দীপংকর চন্দ বলেছেন: //প্রাপ্তিগুলো যেন অপ্রাপ্তিতে রয়ে গেল!!!!//
অথবা প্রাপ্তি হয়তো এই-ই ছিলো!!!
শুভকামনা ভাই। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৮| ১২ ই জুন, ২০১৬ ভোর ৫:০৫
রাফরাদ ভূঁইয়া বলেছেন: ভাল লাগল
১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
দীপংকর চন্দ বলেছেন: ঘুরে এলাম আপনার ভুবন।
অন্তর্জালে বিচরণ শুভ হোক আপনার।
শুভেচ্ছা ভাই। অনেক।
৯| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩০
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লিখেছেন। এই মুহুর্তে পৃথিবীর ১০০ কোটি লোক পানির অভাবে কাতরাচ্ছে। পানির অপচয়কারী অসভ্য উশৃংখল অশিক্ষিত লোভী পরশ্রীকাতর করাপটেড দেশগুলোর অন্যতম হল বাংলাদেশ!
১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
দীপংকর চন্দ বলেছেন: জ্বি, বাদবাকি নদী মরলে সম্ভবত দেশে শান্তি ফিরবে!!!
ধন্যবাদ শ্রদ্ধেয়।
অনিঃশেষ জানবেন শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
১০| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রইল।
১২ ই জুন, ২০১৬ রাত ৮:০২
দীপংকর চন্দ বলেছেন: প্রত্যাবর্তন সুন্দর হোক।
রাজপুত্রের অনুপস্থিতিতে অনেকটা আনন্দশূন্য লাগে অন্তর্জাল।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১১| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নদী মরে গেলে দেশ মরে যায় ...
নদী বাঁচাও...................................
১২ ই জুন, ২০১৬ রাত ৮:০৪
দীপংকর চন্দ বলেছেন: //নদী মরে গেলে দেশ মরে যায় ...//
শ্রদ্ধা জানবেন ভাই। অনেক।
শুভকামনাও।
ভালো থাকবেন। সবসময়।
১২| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১২ ই জুন, ২০১৬ রাত ৮:০৭
দীপংকর চন্দ বলেছেন: প্রিয় কথাসাহিত্যিকের উপস্থিতিতে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৩| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
কালনী নদী বলেছেন: জাগছিস? জেগে থাক! লাভ নেই যদিও!
মরে গেছে অকাতরে চেনা কতো নদীও!
মরে গেছে ঝর্ণাও, মরে গেছে বনটা;
ভাবছিস মন নিয়ে? বেঁচে আছে মনটা?
তারপরও নদী আরো দুই একদিন অন্তত বেঁচে থাক!!
কবিতাথে অসংখ্য ভালোভাসা জানবেন সুপ্রিয় দাদা!!!
১২ ই জুন, ২০১৬ রাত ৮:১১
দীপংকর চন্দ বলেছেন: //তারপরও নদী আরো দুই একদিন অন্তত বেঁচে থাক!!//
হয়তো থাকবে!
তারপর??
অনিঃশেষ শুভকামনা সুলেখক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৪| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:১৩
বিজন রয় বলেছেন: একদিন সব মরে যাবে।
সুন্দর কবিতা।
+++
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩৮
দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা কবি।
উপলব্ধি আমাদের সচেতন করবে। হতাশা অপ্রয়োজনীয়, কারণ, মানুষই ঘুরে দাঁড়ায়।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৫| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩০
শায়মা বলেছেন: মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধতা ভাইয়া!
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৪২
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
এবং শ্রদ্ধা বহুমুখী প্রতিভার প্রতি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৬| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:৪০
বিজন রয় বলেছেন: আমি এখনো ঘুরে দাঁড়াতে পারিনি।
আপনি পেরেছেন।
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৫৫
দীপংকর চন্দ বলেছেন: মানুষের প্রতিটি অর্জন প্রকৃতিগতভাবেই সামষ্টিক।
আমি বা আপনি উপলক্ষ্য মাত্র। আমাদের সামষ্টিক লক্ষ্য ঘুরে দাঁড়ানো।
আশাবাদ অটুট রাখুন।
শুভকামনা পুনরায়।
১৭| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮
সাহসী সন্তান বলেছেন: কবিতাটা আগেই পড়েছিলাম কিন্তু সময়ের অভাবে মন্তব্য করা হয় নাই! তাছাড়া পরে আর মনেও ছিল না! তবে এখন সাম্প্রতিক মন্তব্য লিস্টে শিরোনামটা দেখে মনে পড়লো! চমৎকার একটা কবিতা ভাই!
আমি কালরাত সম্পর্কে একটা বইতে এর বিশ্লেষণ পড়েছিলাম। সেখানে লেখা ছিল 'কালরাত' মানে হলো যে রাতে মৃত্যু নেমে আসে! অর্থাৎ খুব ভয়াবহ একটা রাত!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১২ ই জুন, ২০১৬ রাত ৯:০০
দীপংকর চন্দ বলেছেন: আপনার নিবিড় পাঠের প্রতি শ্রদ্ধা থাকছে। অনেক।
মন্তব্য প্রিয় মানুষের উপস্থিতি নিশ্চিত করে শুধু। কিন্তু মন্তব্য না থাকলেও প্রিয় মানুষ সবসময় প্রিয়ই থাকেন।
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৮| ১২ ই জুন, ২০১৬ রাত ৯:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: মরে গেছে ঝর্ণাও, মরে গেছে বনটা;
ভাবছিস মন নিয়ে? বেঁচে আছে মনটা?
সুন্দর ছন্দ। মাথা দোলাচ্ছি।
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:১২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক প্রোফেসর।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে বিলম্বের জন্য।
অনিঃশেষ শুভকামনা।
১৯| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৫
নীলপরি বলেছেন: বিষয়টা তো ভালোই । আর বরাবরের মতো কবিতাও ভালো হয়েছে । ++
শুভকামনা ।
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:১৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ নীলপরি।
আপনার লেখায় বৈচিত্র্য অনেক।
দুঃখপ্রকাশ পড়া হচ্ছে না বেশ কিছুদিন।
এবং ক্ষমাপ্রার্থণা বিলম্বিত উত্তরের জন্য।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২০| ১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: অন্যরকম কাব্যগাঁথা । মনের মরণে হয় গো মরণ দেহে, অধরার মনকে দিয়েছে গো কে বিষ !
ভাল লাগলো বেশ ।
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:১৯
দীপংকর চন্দ বলেছেন: কবির উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।
লজ্জিতও, কারণ, আপনাদের সমৃদ্ধ অনেক লেখা পাঠ করতে পারিনি এর ভেতর।
দুঃখপ্রকাশ।
এবং উত্তর প্রদানের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন। সবসময়।
শুভকামনা।
২১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১:২৪
রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় বাস্তবের প্রতিচ্ছবি। শেষ লাইনটা বা শিরোনামটা কী তীব্রভাবে নতুন করে যেন জাগিয়ে দেয়।মুগ্ধ
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আন্তরিক দুঃখপ্রকাশ আপনার মাধ্যমে সকলের কাছে অনেকের অনেক লেখা পাঠবঞ্চিত রাখার কারণে।
ক্ষমাপ্রার্থণা।
ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে বিলম্বের জন্যও।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
২২| ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৪৬
মিজানুর রহমান মিরান বলেছেন: দারুন লাগলো! কবিতায় প্লাস।
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২৩| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
কাহারবা ( চারমাত্রা ) তালে ঠুকে ঠুকে দরাজ গলায় গেয়ে ওঠার ছড়াগান ।
দেহ মন পুড়ে ছাই তো হবেই এই কঠিন সময়ের রূঢ় সহমরনে , যেখানে চিতায় দু' ঘড়া জল ঢালা ও বিলাসিতা মনে হবে ।
"নদী চলে যাবেই জানি এ সাগরের টানে.. " গানের এই লাইনটি পাল্টিয়ে গাইতে হবে একদিন খুব কষ্টের সাথে - " নদী চলে যাবেই জানি এই মানুষের লোভের টানে.. " ।
এখানে দেখতে পারেন আপনার এই কবিতার অন্তিম দৃশ্যটি । লাভ নেই যদিও!-
“এখানে এক নদী ছিলো”
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪২
দীপংকর চন্দ বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা আপনার।
মোটের ওপর আমাদের খুটখাট, আপনার এক ঘা!
হা হা হা হা
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৪| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৪
আলোরিকা বলেছেন: কালের সাক্ষী নদীও হারিয়ে যায় একদিন ! কোন কিছুই স্থায়ী নয়, নয় তোমার সৌন্দর্য, তোমার বৈভব অথবা অহঙ্কার... বিশাল চারুময় প্রাসাদ অথবা গুল্ম------------
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
সশ্রদ্ধ কৃতজ্ঞতা সুলেখকের উপস্থিতিতে।
শুভকামনা এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
২৫| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪১
তামান্না তাবাসসুম বলেছেন: আহা! কলিজা ঠান্ডা করা কবিতা।
শুভকামনা কবি।
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
জানবেন কৃতজ্ঞতা। উপস্থিতিতে।
জানবেন শুভকামনা। অনেক। অনেক।
অনেক অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৬ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
আমাদের গ্রহ একদিন পানিহীন হয়ে যাবে; কিন্তু আপনি দেখবেন না