নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

নো ওয়ান কিলড জেসিকা

২১ শে জুন, ২০১৬ রাত ১১:০৭



শুনলাম মেয়েটির বাবা নাকি নজরবন্দি?
আরে না! বন্দি হবে ক্যান! বলো নজরে আছে-
কিন্তু নজরেই বা আছে ক্যান?
কারণ কিছুই না! ঐযে বাবা দিবস! ঐ দিবস উপলক্ষে বিশেষ নজরের ব্যবস্থা আর কি! এইটা তো মন্দ কিছু না। বাবার প্রতি সম্মান।
মানলাম তোমার কথা! কিন্তু ঘটনাটা কী বলো তো! মেয়েটার ব্যাপারে কিছু হইলো?
কী হইবো?
আরে ঐযে সম্ভ্রমহানি-
হানি! হানি শব্দটা শুইনাই তো আমার জিববায় ফানি আইসা যাইতেছে!
মানে?
মানে সোজা- হানি মানে মধু। সম্ভ্রম হলো মধুর একটা বিষয়। দুষ্ট লোক এর মধ্যে হুদাই হানাহানি খোঁজে।
কিন্তু হত্যা যে ঘটছে এইটা তো ঠিক!
হত্যা? হত্যা কিসের? বলো আত্মহত্যা-
আজব! পরিষ্কার হত্যারে তুমি আত্মহত্যা বলতেছো!
ঠিক তা না! ইয়ে মানে, আমি আসলে জোর দিতেছি ‘আত্ম’ শব্দটার ওপরে। মানে হইলো ‘আত্ম’- অর্থাৎ আত্মার অংশ। আত্মা হইলো এমন একটা জিনিস, যার বিনাশ নাই। যার বিনাশ নাই, তার আবার হত্যা-আত্মহত্যা! স্বর্গের জিনিস- স্বর্গ থেকে আসে, আবার স্বর্গে চলে যায়, তাই না? মোট কথা, যার জিনিস তিনি নিছেন, মানুষ তো উছিলা মাত্র।
আজব! তুমি এইসব কী বলতেছো?
হানি! বাদ দাও তো এইসব বলাবলি। আসো আমরা গঠনমূলক কিছু নিয়া ভাবি-
বলতেছো? আচ্ছা, ঠিক আছে, তয় কী নিয়া ভাববো?
ভালো কিছু নিয়া। সেইটা হইতে পারে সুন্দর কোন সিনেমা নিয়া। সুন্দর একটা সিনেমার নাম কও-
তুমি কও! আমার মনে পড়তেছে না!
আচ্ছা! ঐ সিনেমাটার নাম কী যেনো? ঐযে! দ্যাখো তো- মনে আছে, মুখে নাই-
কোনটা?
আরে ঐযে সিনেমাটা, যেইটা আমরা দেখি নাই, সেইটা-
আজব! যেইটা আমরা দেখি নাই, সেইটা নিয়া কোন কথা বলবো না আমি! নেভার এন্ড নো-
নো! ইয়েস- মনে পড়ছে- সিনেমাটার নাম হইলো ‘নো ওয়ান কিলড জেসিকা’- সুন্দর! ভারী সুন্দর নাম-


ছবি: সংগৃহীত



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৯

হাসান মাহবুব বলেছেন: কী এইডা? :||

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:০৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

প্রবন্ধ!!!

মানুষের অবশ্যই অধিকার আছে এইডারে ‌'প্রবন্ধ নয়' বলিয়া উড়াইয়া দেয়ার!! কিন্তু আমারও তো অধিকার আছে লেখালেখির একটা চেষ্টা করার!! কী বলেন?

অনিঃশেষ শুভকামনা জানবেন প্রিয় কথাসাহিত্যিক।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:২০

সুমন কর বলেছেন: সমসাময়িক কিছু তুলে ধরার চেষ্টা করেছেন।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:১৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

সময়কে অতিক্রম করার সাধ্য কোথায় আমাদের!!!

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

অনেক শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৩| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: আরে ঐযে সিনেমাটা, যেইটা আমরা দেখি নাই, সেইটা-


হা হা

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:১৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ঐ আর কি!!!

ঘটনমূলক কিছু একটা লেখার চেষ্টা!!!

হা হা হা হা

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন সুলেখক। সবসময়।

৪| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:০৮

শুভ্র বিকেল বলেছেন: বেশ সুন্দর বলেছেন। ধন্যবাদ দাদা।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:১৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক শুভকামনা। অনেক।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৫| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: ভালো।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: প্রবন্ধ লেখার একটা চেষ্টা!!! তেমন সুবিধা করতে পারি নাই!!!

হা হা হা হা

কবির উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক।

শুভকামনা এবং শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৬| ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:২৪

বিজন রয় বলেছেন: এটা কি লেখা বুঝি নাই।

আর হাসান মাহবুব কথাসাহিত্যিক কিভাবে সেটাও বুঝিনাই।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৪৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

বুঝাইতে না পারার ব্যর্থতার হাসি কিন্তু এইডা!!!

কতো কিছু যে বুঝিনা, তাও বলি!!! আবার কতকিছু বলি একদম না বুইঝা!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা কবি।

অনেকদিন আপনার কবিতা পড়া হয় না। দেখি, নতুন কী লিখলেন!

৭| ২৩ শে জুন, ২০১৬ রাত ১০:১৪

শায়মা বলেছেন: ঐ সিনেমাটা আমিও দেখবো ভাইয়া!:)

২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: কোন সিনেমাটা? যেইটা আমরা দেখি নাই, সেইটা-???

ভালো লাগলে জানাইয়েন, আমিও দেখবানে!

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

শুভকামনা অনেক।

আপনার মাধ্যমে ক্ষমাপ্রার্থণা সকলের কাছে রীতিমতো নিয়মে পরিণত হওয়া উত্তর প্রদানে বিলম্বের জন্য!!!

ভালো থাকবেন। সবসময়।

৮| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৬

বিজন রয় বলেছেন: হাসান মাহবুব অনেক পুরানো ব্লগার, অনেক পুরানোদের মধ্যে তিনিই ব্লগে সবচেয়ে নিয়মিত। তাই তিনি ব্লগের একজন সেলিব্রেটি আইকন। অনেক গল্প কবিতা পোস্ট করেছেন।

তার সম্পর্কে একটি প্রশ্ন করেছিলাম কিন্তু আপনি উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:০৫

দীপংকর চন্দ বলেছেন: বলেন কী!!! হাসান মাহবুব কি ব্লগের একজন সেলিব্রেটি আইকন?? চিন্তায় ফেললেন!!!

কিডা জানে, মনের অজান্তে কোন বিয়াদবী কইরা ফালাইলাম নাকি উনার সাথে!!!!

হা হা হা হা

শুভকামনা অনেক। আপনার জন্য এবং শ্রদ্ধেয় হাসান মাহবুবের জন্য।

ভালো থাকবেন কবি। অনেক। সবসময়।

৯| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম দেখে লগ ইন করলাম । বলিউড এর এই ছবিটা সম্পর্কে জেনেছিলাম কয়েকবছর আগে । ছবিটা দেখা হয়নি অবশ্য; পোস্টটা পড়ে দেখার বাসনা পুনর্জীবিত হলো ।

বিষয়টা যদিও সিরিয়াস, তবুও আপনার লেখায় কিছু হেয়ালি কথা বিনোদনের খোরাক যোগালো!

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:১১

দীপংকর চন্দ বলেছেন: ছবিটা না দেখে থাকলেও কোন সমস্যা নেই! আমরা কথা বলবো যেইটা আমরা দেখি নাই, সেইটা নিয়া!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা ভাই।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৮

নীলপরি বলেছেন: আরে আপনি হাসলেন কেনো? আমি সিরিয়াসলি ভালো । বাস্তবে জেসিকার জন্য ওর বোন আর এক বন্ধুর লড়াই প্রণিধান যোগ্য। সিনেমাতেও পুরোপুরি সেটা দেখাতে পারেনি । যদি এটা আপডেট করেন তবে ওই বিষয়টা লিখলে ভালো হয়।
শুভকামনা ।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:১৬

দীপংকর চন্দ বলেছেন: //যদি এটা আপডেট করেন তবে ওই বিষয়টা লিখলে ভালো হয়।//

আপডেট!!!

না কবি। আমি আউটডেটেড মানুষ। আপডেটের ভেতর যাওয়ার নিয়ম নাই!!!

হা হা হা হা ( হাসি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন )

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১১| ২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:০৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর স্টাইলে লেখা, ভাল লেগেছে।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:১৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৬

তামান্না তাবাসসুম বলেছেন: গভীর!!
মোটা দাগের লেখা।
আপনার লেখা সবসমই ভাল লাগে। :)

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:২২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুলেখক। অনেক। অনেক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

১৩| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: ছবিটার কথা শুনেছি। দেখি নাই।

আমি খুব আশাবাদী লোক, আশা করছি তনুর এমন কিছু হবে না, আই মিন অবশ্যই তনু হত্যার বিচার হবে।
আমার মনে হয়েছে আপনি তনু বিষায়ক উপামা দিয়ে বোঝতে চেয়েছেন।
আমার ভুল হলে ক্ষমা প্রার্থনা।

শুভ কামনা।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬

দীপংকর চন্দ বলেছেন: আপনার উপস্থিতি আমার কাছে বিশেষ আনন্দ বহন করে এহসান ভাই।

আশাতে বসত আমাদের। তবে নৈতিকতার অবক্ষয় আমাদের ব্যক্তিক-সামাজিক-প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং করছে প্রতিদিন। এ অবস্থা থেকে উত্তরণ সময়সাপেক্ষ, তবে অসম্ভব নয়!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৪| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

কল্লোল পথিক বলেছেন:



বাহ!বাহ! সুন্দর লিখেছেন।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

কৃতজ্ঞতা কবি উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.