নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াটা মস্ত বড়ো

২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৯



এই শুনছো, মানুষজন মনে হয় আমাদের তেমন পছন্দ করছে না!
এমন কেন মনে হচ্ছে তোমার?
দ্যাখো না, গতকাল যে স্ট্যাটাসটা আপলোড দিলাম, সেইখানে লাইকের সংখ্যা মাত্র দুই! তার মধ্যে একটা লাইক আমার নিজের-
আরেকটা লাইক আমার, এই তো!

ডোন্ট বি ওরিড মাই ডিয়ার। আমাগো দুইজনের দুইটা লাইক- তার মানে তোমার আমার সম্পর্ক ঠিক আছে-
সম্পর্ক! নাকি ঐক্য!
ঐ হইলো! মনে করো আমরা দুইজনে দুইজনের পছন্দে যদ্দিন আছি, মানুষজনের পছন্দ অপছন্দ নিয়া নো টেনশন ডিয়ার।
আজব! এইসব কী বলো তুমি! নো টেনশন বললেই হবে! ঐ দুষ্টুর দল যদি এই সুযোগে মানুষজনের মন হাতাইয়া ফেলে, তখন?
ও নো ডিয়ার! দুষ্টুর দল আবার কী? শুধুমাত্র ‘সে’ আর ‘ও’ই তো! অগো পিয়্যারা ঐক্য!
ঐক্য! নাকি সম্পর্ক!
ঐ হইলো! অখন আমারে বলো হোয়াট দে আর ডুয়িং ফর মানুষজন? অ্যাবসলুটলি নাথিং! রাইট?
তা সত্য!
আচ্ছা ডিয়ার, তুমি কি অগো গতকালের স্ট্যাটাসটা খিয়াল করছো?
করছি-
গুড! হাউ মেনি লাইকস দে গট?
দুইটা-
হা হা হা হা- তার মানে হইলো অরা অরাই! অন্য কেউ অগো লগে নাই!
তা সত্য!
সুতরাং মানুষজনের চিন্তা ছাড়ো! দুনিয়াটা মস্ত বড়ো-




ছবি: সংগৃহীত


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:০৪

কল্লোল পথিক বলেছেন:




কেমন আছেন কবি?

লেখাটা ভালো লেগেছে।
ভালো থাকবেন।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক অনেক শুভকামনা।

উত্তর প্রদানে দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সম্ভবত যান্ত্রিক ত্রুটিতে তিনবার এসেছে আপনার মন্তব্য। দুটো মন্তব্য মুছে দিচ্ছি কবি।

শুভকামনা পুনরায়।

২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



হ....দুনিয়াডা মস্তই বড়ো ! লাইকের ওজন দিয়া নো মাপামাপি । ফেসবুকে নিজের ফেসটা সিইং করানোই ওজনের , নো ঘাবরিফাইড। ন্যাড়া মাথা ( বেলতলায় একবারই যায় ) নিয়া হুদাই কইয়া যাওয়া ---- আমরা আমরাই তো................. B-)
তুই আর মুই থাকলে মস্ত দুন্নইডাই তো আমাগো । B:-/

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

দীপংকর চন্দ বলেছেন: //তুই আর মুই থাকলে মস্ত দুন্নইডাই তো আমাগো ।//

হা হা হা হা

হ্যাঁ, আমরা আমরাই।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: দুনিয়াটা মস্ত বড়ো
খাও দাও ফুতি করো।
দাদা কেমন আছেন?

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই।

ভালো থাকার চেষ্টা তো করি সবসময়।

ক্ষমাপ্রার্থণা থাকছে উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।

শুভকামনা থাকছে অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

৪| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত এক গান! অনেক দিন পর শুনলাম।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০০

দীপংকর চন্দ বলেছেন: প্রিয় কথা সাহিত্যিকের উপস্থিতিতে কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৫| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।++

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি।

উপস্থিতিতে কৃতজ্ঞতা থাকছে।

শুভকামনাও। অনেক।

উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

৬| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

জেন রসি বলেছেন: বরং দুনিয়াটাকেই একটা লাইক দেওয়া যাইতে পারে! :P

আছেন কেমন?

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৭

দীপংকর চন্দ বলেছেন: //বরং দুনিয়াটাকেই একটা লাইক দেওয়া যাইতে পারে!//

হা হা হা হা

চেষ্টা চলছে ভালো থাকার।

উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন সুলেখক।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

শুভকামনা। অনেক।

৭| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৪২

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

অনেক কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

জানবেন শুভকামনাও। অনেক।

উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.