![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
যায় যদি তোর মায়ার কাজল
মুইছা চোখের জলে
নিস লুকাইয়া সংগোপনে
নীল শাড়ির আঁচলে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর ছুঁইতে পারে
দূর আসমানের চাঁন
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
মেঘ যদি তোর মনের কোণে
সজল হইয়া ওঠে
যত্ন কইরা হাসির রেখা
রাখিস তবু ঠোঁটে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর হইতে পারে
সমানে সমান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
বৃষ্টি যদি তোর দরজায়
নাড়ায় কড়া জোরে
দিস না নজর তুই তাহাতে
থাকিস ঘুমের ঘোরে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর বান্ধতে পারে
পরানে পরান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
ছবি: সংগৃহীত
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কোন সমস্যা নেই ভাই।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
হয়তো তেমন কিছুই হয়নি লেখা, হতে পারে সেটাও, তাই না?
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:১২
সায়েদা সোহেলী বলেছেন: গানের লিরিক মনে হচ্ছে ।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮
দীপংকর চন্দ বলেছেন: গীতিকবিতার মতো কিছু একটা হয়তো!!!
উপস্থিতিতে অনেক কৃতজ্ঞতা।
শুভকামনা এবং শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো +
কেমন আছেন দাদা?
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই।
ভালো থাকার চেষ্টা সবসময়।
আশাকরি ভালো আছেন আপনি, আপনারা সবাই।
আমার শুভকামনা থাকছে। বরাবরের মতো। অনিঃশেষ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫০
এম এ কাশেম বলেছেন: একলা আমি অচিন পাখি
একলা আমার গা..............
এতদিন লুকিয়েছিলেন
কোথায় সোনার চান?
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
লুকাইনি কোথাও। প্রকাশ্যই পছন্দ আমার সবসময়।
ব্লগ থেকে কিছু দিন দূরে ছিলাম নতুন করে শুরু করার জন্য আবার।
সবকিছুই আগের মতো। সুন্দর, স্বাভাবিক।
শুভকামনা থাকছে। অনেক। অনেক।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগছে!
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮
দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে অনেক কৃতজ্ঞতা সুলেখক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপনার এই গান.......শুভেচ্ছা জানবেন দাদা।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভকামনা জানবেন ভাই।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন:
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর ফুলের জন্য।
শুভকামনা ভাই। পুনরায়।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর ফিরলেন একটি সুরেলা কবিতা নিয়ে। ভালো থাকুন সারা দিন।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
দীপংকর চন্দ বলেছেন: ব্লগ থেকে কয়েকদিন দূরে থাকা মানে অবশ্যই মন থেকে দূরে থাকা নয় প্রিয় কথাসাহিত্যিক। হোক উপস্থিতি কিংবা অনুপস্থিতি, প্রিয় মানুষ প্রিয়ই থাকে।
আচ্ছা, আপনি কি অটিস্টিক শিশুর দৃষ্টিকোণ থেকে লেখার ভাষান্তরটি পোস্ট করেছিলেন ব্লগে? বাংলায় এতো প্রাঞ্জল এবং হৃদয়স্পর্শী ভাষান্তর আমার চোখে পড়েনি আগে। লেখাটা মানুষের দৃষ্টিগোচর হওয়া জরুরী ভীষণ।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বà§
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার উপস্থিতি অনুপ্রেরণাদায়ক সবসময়।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
ডট কম ০০৯ বলেছেন: সুন্দর ছন্দ আছে লেখাটাতে। গান হিসাবে গাওয়া হলে আরো ভাল হবে বোধ করছি।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:০১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। উপস্থিতিতে।
অনেক শুভকামনা। অনেক।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
এক অচিন পাখির দেখা মিললো অবশেষে ! যে পাখির ঠোটে আবার দেশোয়ালী গানের সুর বাজে !
তবে সে গানখানি আর একলার থাকেনি । পাঠকের হৃদয়েও দিয়ে গেছে দোলা ।
একটা কথা না বলেই পারছিনে । এই স্তবকে -
যায় যদি তোর মায়ার কাজল
মুইছা চোখের জলে
নিস লুকাইয়া সংগোপনে
নীল শাড়ির আঁচলে ..
এখানে আঁচলে শব্দটির বদলে "অঞ্চলে" (যা গাঁ-গ্রামে আঁচলের সমার্থক ) হলে কবিতার ভাষা ও মেজাজের সাথে বেশি মিলতো মনে হয় ।
অনেক দিনের জমানো শুভেচ্ছা ................
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:১৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক দিনের জমানো শ্রদ্ধা।
আপনার উপস্থিতি নগণ্য শব্দমালায়ও যুক্ত করে ভিন্নমাত্রা, যেটা আমি হয়তো আগেও বলেছি।
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
'অঞ্চল' শব্দটি আমার মাথায় ছিলো, কিন্তু পাঠকের ক্লেশ কমানোর চিন্তা মাথায় রেখে 'আঁচল' শব্দটি থেকে সরে আসতে পারিনি শেষপর্যন্ত। যদিও আপনার সুচিন্তিত পর্যবেক্ষণের সাথে সহমত আমিও। তবু কেমন যেনো অপ্রতিভতা কাজ করে কোন কোন শব্দ প্রয়োগের ক্ষেত্রে, যেমন, 'বন্ধুর' পথ। 'বন্ধুর' শব্দটি প্রয়োগে বেশিরভাগ ক্ষেত্রে দোদুল্যমানতায় ভোগা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে!
আপনার সুন্দর এবং সুস্থ জীবনের প্রত্যাশা থাকছে শ্রদ্ধেয়।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
সাহসী সন্তান বলেছেন: শিরোণামটাই যাস্ট অসাম! পাঠককে লেখায় আকৃষ্ট করার জন্য ঐটুকুই যথেষ্ট! আর ভিতরের পঙ্কুক্তিমালা গুলোও খুব সুন্দর! আমি কিন্তু সুর করে করে পড়লাম!
শুভ কামনা কবি!
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
সাহসী সন্তানের প্রয়োজন এখন বড়ো বেশি আমাদের দেশে।
উপস্থিতিতে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনেক।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
মেহেদী রবিন বলেছেন: ছন্দময়তার মায়া পুরো কবিতায়
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেক কৃতজ্ঞতা থাকছে।
থাকছে শুভকামনাও। অনেক। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
নীলসাধু বলেছেন: অসাধারণ।
ভালো লেগেছে দীপংকর দা।
আছেন কেমন?
শুভেচ্ছা জানবেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার অনু্প্রেরণা আমার চলার পথের অকৃত্রিম এবং আনন্দদায়ক পাথেয়।
শুভকামনা অনেক। অনেক কৃতজ্ঞতা।
সুন্দর থাকেন। ভালো থাকেন। অনেক ভালো। সবসময়।
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
সবসময় ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে, ভালো লাগা রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের ভালোবাসার ঋণের কোন শোধ হবে না এক জীবনে!
কৃতজ্ঞতা ভাই। অনেক।
অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পড়ার সৌভাগ্য হলো।
কেমন আছেন দাদা ?
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
দীপংকর চন্দ বলেছেন: সৌভাগ্য বলছেন কেন? এমন করে বললে কেমন যেন দূরের মনে হয় সম্পর্কগুলো!
কিছুটা অস্থিরতায় কাটছে সময়!
আশাকরি এই অস্থিরতা সাময়িক!
ব্লগের শিষ্ঠাচার মেনে চলতে পারছি না বলে খুব একটা আসা হচ্ছে না ইদানীং।
অনুপস্থিতি মার্জনা করবেন ভাই।
অনেক অনেক শুভকামনা।
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। ছন্দময়। দারুণ লাগল। +++
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন রাজপুত্র। উপস্থিতিতে। অনেক।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
অনেক ভালো থাকবেন।
জানবেন আমার শুভকামনা। অনেক।
মন্তব্য ভুলক্রমে দুবার হয়েছে মনে হচ্ছে। একটা মুছে দিলাম।
শুভকামনা পুনরায়।
২০| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৫
নীলপরি বলেছেন: আমার কথা ভাবিস নারে
সবাই কি আর বান্ধতে পারে
পরানে পরান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
মনোমুগ্ধকর । ++
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক কৃতজ্ঞতা।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২১| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লাগল মনোমুগ্ধকর কবিতাটি ।
ছন্দের সাথে কথ্য কথার টান দিয়েছে
কবিতাটিকে একটি উচ্চতর মান ।
শুভেচ্ছা রইল ।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২
দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
২২| ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'সকলেই কবি নয়,কেউ কেউ কবি।''
চমৎকার কবিতা ! অভিনন্দন কবি দীপংকর চন্দ ।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কি যে বলেন আপনি!!! আউলা ঝাউলা লেখা!!!
আসলে আপনি তো আমার স্বজন। সুতরাং স্বজনপ্রীতি স্বাভাবিক।
কৃতজ্ঞতা ভাই। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
আর ক্ষমাপ্রার্থনা থাকছে উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা পুনরায়।
২৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
পুলহ বলেছেন: সহজ সাধারণ, অথচ কি অদ্ভূত সুন্দর! বরাবরের মতই মুগ্ধপাঠ।
ভালো আছেন আশা রাখি।
কবির কল্যাণ কামনায়- তাঁর ভক্ত পাঠক...
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
দীপংকর চন্দ বলেছেন: আপনার মতো সুলেখকের উপস্থিতি ভিন্নমাত্রা প্রদান করে যে কোন সাধারণ লেখায়ও। এবং তার ব্যতয় ঘটছে না এ ক্ষেত্রেও।
কৃতজ্ঞতা অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
আলোরিকা বলেছেন: গানটা শুনতে পাচ্ছি ------বিরহী সুর ------ বেশ হয়েছে
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
দীপংকর চন্দ বলেছেন: আলোরিকার জীবন আলোকিত হোক আরো।
কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
ক্ষমাপ্রার্থনা, দীর্ঘ বিলম্বিত প্রত্যুত্তরের জন্য।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
গেম চেঞ্জার বলেছেন: বিরহী সুরের কাব্য!! (+)
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক। উপস্থিতিতে।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮
কয়েস সামী বলেছেন: এক মাস পরে পড়লাম।
অফ টপিক: আপনার কবিতা অামার ভাললাগে!
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩
দীপংকর চন্দ বলেছেন: কোনো সমস্যা নেই।
দীর্ঘ বিলম্ব উত্তর প্রদানের ক্ষেত্রেও। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সুলেখক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৭
হুমায়রা হারুন বলেছেন: বাহ্
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক। অনেক কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:৫৭
শিপন মোল্লা বলেছেন: কবিতা আমি কম বুঝি । তাই কবিতার পারফেক্ট মন্তব্য করতে পারলাম না দাদা ।