![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
যদি আমার থাকতো ডানা
শুনতো কে রে নিষেধ মানা
যখন তখন উইড়া যাইতাম বন্ধুর উঠানে
মান ভাঙাইতাম পরানবন্ধুর নানানো গানে
দিতাম পাড়ি সকল ছাড়ি
যোজন যোজন পথ
বাইন্ধা দিতাম সোনার আলোয়
বন্ধুর ভবিষ্যত
সুখ ছড়াইতাম কাজল চোখের সজল আসমানে
মান ভাঙাইতাম পরানবন্ধুর নানানো গানে
অন্তর খুইলা দিতাম তুইলা
দ্বন্দ্ব-দ্বিধাহীন
বন্ধুর হাসি দেখতে জীবন
করিতাম বিলীন
ঠোঁট ছোঁয়াইতাম আলতামাখা রাঙা চরণে
মান ভাঙাইতাম পরানবন্ধুর নানানো গানে
ছবি: সংগৃহীত
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম
এবং ব্লগে পেলাম।
কেমন আছেন দাদা?
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো থাকার চেষ্টা করছি ভাই।
ব্লগে আসা হচ্ছে না অনেকদিন। তাছাড়া যতোটা মনযোগ দাবী করে ব্লগ, ততোটা ঠিক নেই মনে হচ্ছে আমার বর্তমান জীবন যাপনে।
অামার অনুসরণ করা ব্লগের সংখ্যা অনেক। এবং প্রত্যেক ব্লগারই নিজস্বতায় উজ্জ্বল। তাঁদের লেখা পড়তে না পারার আক্ষেপ থাকছে মনে। থাকছে আপনার মাধ্যমে সকলের কাছে দুঃখপ্রকাশ।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮
শায়মা বলেছেন: অনেক সুন্দর ভাইয়া!
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা। অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
বরাবরের মতো শুভকামনা থাকছেই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কৃতজ্ঞতার কথা বারবার বলতে ভালো লাগে।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে বিলম্বের জন্য।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
এ্যাদ্দিন পরে খুইলা দিলেন
কবিতারই পাতা ,
গানে মাখা এই কবিতা
রইলো মনে গাঁথা ।
কোথাও কি যেন একটা আছে আপনার এরকম কবিতার গানে । টানে খুব ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০
দীপংকর চন্দ বলেছেন: টান আপনার অকৃত্রিম আন্তরিকতায় শ্রদ্ধেয়।
আমার সরল শব্দের সাধ্য কোথায় টান সৃষ্টির!!!
আন্তরিক উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
আলোরিকা বলেছেন: আহমেদ জী এস বলেছেন ----- ' কোথাও কি যেন একটা আছে আপনার এরকম কবিতার গানে । টানে খুব । '
মন কেমন রকম করা একটা দুখী দুখী ভাব ------ খুব চমৎকার একটা গান হতে পারে ।
হ্যাপি নিউ ইয়ার দাদাভাইয়া
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: দূর! তেমন কিছু নয়!! সাদা মাটা কিছু শব্দ! এলোমেলোই বলা চলে!!! আহমেদ জী এস আমাকে স্বজন জানেন, তাই স্বজনপ্রীতি হয়ে যায় মাঝে মাঝেই!! আর আপনিও যে আমার স্বজন, সে কথা অনুমান করার জন্য বিজ্ঞ হবার প্রয়োজন নেই মোটেই!
কৃতজ্ঞতা জানবেন।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।
শুভকামনা। অনেক।
ভালো থাকবেন। সবসময়।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: এ দেখি পরান বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা ! ভাল লেগেছে বেশ ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
অনেক কৃতজ্ঞতা কবি।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে বিলম্বের জন্য।
শুভকামনা অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা তো একটা গানই হয়ে গেছে। এবার সুর করে গেয়ে ফেলুন। দুঃখিত যে, এ ক্ষমতা আমার নাই; থাকলে গাইতাম।
শুভেচ্ছা।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
চেষ্টা একটা হয়েই যাক না কবি! নতুন একটা আঙ্গিক তৈরি হবার সম্ভাবনাই ধরা পড়ে অন্তত আমার চোখে।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১
জেন রসি বলেছেন: আন্তরিক এবং সরল। খুব সহজেই স্পর্শ করে।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সুলেখক।
শুভকামনা থাকছে। অনিঃশেষ।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে বিলম্বের জন্য।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
জুন বলেছেন: দিতাম পাড়ি সকল ছাড়ি
যোজন যোজন পথ
আমার ও এমন ইচ্ছে করে দীপংকর চন্দ , সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই অনেক অনেক দূর ।
অনেকদিন পর এক মন্মুগ্ধকর গান নিয়ে আপনার আগমন । সত্যি অনেক ভালোলাগলো ।
+
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২
দীপংকর চন্দ বলেছেন: আপনি তো মাঝে অনেক অনেক দূরে চলে যান ঠিকই! এবং যান বলেই সুন্দর ছবি, মনোমুগ্ধকর বর্ণনার সাথে পরিচয়ের সুযোগ সৃষ্টি হয় আমাদের। আপনার মাধ্যমে এই পরোক্ষ দেখাও আনন্দদায়ক নিঃসন্দেহে।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৮
হুমায়রা হারুন বলেছেন: সত্যিই গান
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
দীপংকর চন্দ বলেছেন: এতোটা পিছনে ফিরে এলোমেলো সব লেখা পড়ছেন!!!
কৃতজ্ঞতার কথা কীভাবে প্রকাশ করি বলেন তো!
শুভকামনা। অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো। সবসময়।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
হুমায়রা হারুন বলেছেন: আপনার ব্লগ যে সাংঘাতিক আকর্ষণে সক্ষম।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
দীপংকর চন্দ বলেছেন: আরে না! কি যে বলেন! সবকিছু নির্ভর করে আন্তরিকতাপূর্ণ দৃষ্টির উপর। আন্তরিক দৃষ্টি সাদামাটা শব্দাবলীকেও ভিন্ন মাত্রায় স্থাপন করে। দৃষ্টিগুণ সেটি, শব্দগুণ নয়।
শুভকামনা পুনরায়। অনেক।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭
নূর-ই-হাফসা বলেছেন: বেশ ভালো লাগল
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৪
হুমায়রা হারুন বলেছেন: ''... সবকিছু নির্ভর করে আন্তরিকতাপূর্ণ দৃষ্টির উপর। আন্তরিক দৃষ্টি সাদামাটা শব্দাবলীকেও ভিন্ন মাত্রায় স্থাপন করে। দৃষ্টিগুণ সেটি, শব্দগুণ নয়।''
অনেক ধন্যবাদ। এবার নতুন করে ভাবতে হবে আমার দৃষ্টিগুণ নিয়ে। জনমত জরীপে আমি মোটেই আন্তরিক নই কিনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৯
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আপনাকে নতুন করে ভাবতে হবে কিনা জানিনা, তবে আমি আমার ভাবনার প্রকাশে অকপট এবং আন্তরিক তো বটেই।
শুভকামনা। শুভকামনা। অনেক।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার তো নাই ডানা নিষেধ আমি মানিনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
নিষেধ না মানাই উচিত যদি সম্ভব হয়!
অনেক অনেক শুভকামনা কবি।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে...