![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়। অনড় অন্ধকারে আমাদের দম বন্ধ হয়ে আসে। মোমবাতির খোঁজ পড়ে। অপাংক্তেয় দেয়াশলাই। নেই। হারানো কিছুই হাতে ওঠেনা আর।
জানালার স্থির স্বভাব। ওপারে আকাশ। আকাশের ওপারেও আরো কত আকাশের সারি। সারি সারি ছায়াপথ। এবং নক্ষত্র। কেউ কেউ মৃত। কেউ অপসৃত। আমাদের চোখে স্মৃতি সরোবর। অগুণিত অতীত প্রহর।
মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়। ফেরে না দীর্ঘযুগ। অন্ধকার যেন নিশ্চুপ শুয়ে থাকা রাতের পুনর্ভবা। দুএকবার আমরা নিঃশ্বাস নিতে ভুলে যাই। দেহের ভেতর টের পাই মৃতদেহের অস্তিত্ব।
আমাদের দুঃখবোধ প্রবল হয়। যারা কোনোদিন আমাদের আপন হয়নি, তাদের হারিয়ে ফেলার কী এক অদ্ভুত আশঙ্কা। দুর্বোধ্য, দুরারোগ্য বেদনা। আমরা ভিজে যাই। অদৃশ্য অশ্রুপাতে। অজান্তে। নীরবে। শীতের শিশিরে।
ছবি: সংগৃহীত
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
তা যা বলেছেন!!!
যাক তবে ইলেকট্রিসিটি মাঝে মাঝে!!!
হা হা হা হা
অনেক কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
ঢাকাবাসী বলেছেন: বুঝিনি! আমি কিন্চিৎ গাধা টাইপের তাই!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কোন সমস্যা নেই। বোঝাতে না পারার ব্যর্থতার দায় নিজ কাঁধে নিচ্ছি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানের বিলম্বের জন্য।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর! লেখাটা যেমন, শিরোনাম এবং গ্রাফিক্সটাও তেমনি।
আমরা ভিজে যাই। অদৃশ্য অশ্রুপাতে। অজান্তে। নীরবে। শীতের শিশিরে। -- আহা! যেন শিশিরের মতই নিঃশব্দে ঝরে পড়া মোলায়েম স্নিগ্ধতা। + +
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
শ্রদ্ধা জানবেন। জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: তাহলে তো, মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যাওয়া ভালো।