নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

অ্যাক্রেলিকে তোমার বিষণ্ণ মুখ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪



ফিরবো না ভাবতে ভাবতে ফেরা ঠিক হয়েই যায় কোন এক অসতর্ক মুহূর্তে, অনাকাঙ্ক্ষিত দীর্ঘশ্বাসের মতো, সংকোচে জড়োসড়ো, বেদনায় মুহ্যমান শূন্য প্রহরে

যদিও নতুন কিছুই বলার নেই আমার পুনরুক্ততা ছাড়া, অপ্রাপ্তির কথাগুলো বহুব্যক্ততায় শীর্ণ, জরাজীর্ণ, ক্লান্ত এখন, আমার নিজস্ব কোন নদী নেই, সমুদ্র নেই একান্ত আপন, আমি কখনো ঝর্ণা দেখিনি, ছুঁইনি পাহাড়, প্রবেশ করিনি নিবিড় অরণ্যে, স্পর্শ করিনি প্রার্থিত নারীর অনামিকা আজও

স্বয়ম্ভূ শব্দে শব্দে সমকাল বিনির্মাণের সহজাত দক্ষতা থাকে না সকলের, আমি জানি সেটা, এবং মানি আমার অক্ষমতা। আমার সীমাবদ্ধতা আমাকে ঘুমাতে দেয় না, অদূরদর্শী নিশাচরের মতো সারারাত উড়তে থাকি আমি, উড়তে থাকি মহাশূন্যের অনেকটা জুড়ে, লক্ষ নিযুত নক্ষত্রের তির্যক হাস্য লাস্য আমার ম্লান মুখ ম্লান করে আরো, আমার নতমস্তক উপনীত হয় অবনমনের অন্তিমে

মৃত্তিকালগ্ন হবার পর মুঠো খুলে দেখি কতো শতো ভুল করতলে। বেদনার জলরাশিতে মাখা চোখ। জানালায় রোদ উঠে আসে। কোনো পথ আমাকে ডাকে না। ব্যালকনিতে পায়চারী, গোঁফদাড়ির অবান্তর বাড়াবাড়ি। তেপান্তরের মাঠে কোনো ধুলোঝড় নেই। বাতাস অবরুদ্ধ। চিত্তচাঞ্চল্যরহিত বৃক্ষের শাখা প্রশাখা, পাতা। এবং অব্যক্ত কথা মিলিয়েছে দূরাশ্রয়ে

অভিমানি সময় আমার চারপাশে। নিরেট দুর্দশায় ক্ষত বিক্ষত হবার ইতিবৃত্ত অপ্রকাশের অন্তরালে। আমাকে দিয়ে কিছ্ইু হবে না জানি, হয়নি কখনো। না প্রজ্জ্বলন, না নির্বাপণ

মাঝে মাঝে তোমার কথা ভাবি। অদ্ভুত অনিশ্চিতি, অপ্রাকৃত স্মৃতি। কুয়াশাক্রান্ত। ব্যথাভারাতুর মন, চারণচিহ্নহীন অলীক জীবন। ইজেল, রঙ, তুলি, ক্যানভাস, অপরিণামদর্শী ভাবনায় বসবাস। তবু এঁকে যাই আশ্চর্য অসুখ

অ্যাক্রেলিকে তোমার বিষণ্ণ মুখ


প্রচ্ছদ: শিবু কুমার শীল
প্রকাশক: বিশ্বসাহিত্য ভবন
স্টল নং: ৩৪৯-৩৫০-৩৫১-৩৫২


সকলের আশীর্বাদ ও ভালোবাসা প্রার্থনা রইলো।


বিনীত



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

বর্ষন হোমস বলেছেন:
শুভেচ্ছা রইলো।
আশা করি বই সফলতা পাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বাংলা অভিধানটা দেখি বহুলাংশেই জব্দ করে বসে আছেন। একেকটা লাইন সময় নিয়ে অনেক যত্ন করে পড়তে হয়। আর যতই পড়ি ততই অভিভূত হতে হয়। সত্যিই দারুন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কি যে বলেন!!!

যত্ন নিয়ে পড়লে এবং দৃষ্টিতে আন্তরিকতা থাকলে যে কোন সাধারণ কথাও ভিন্নরকম মনে হয়।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



অদ্ভুত মোহময় লিখেছেন ----- "নতুন কিছুই বলার নেই আমার পুনরুক্ততা ছাড়া, অপ্রাপ্তির কথাগুলো বহুব্যক্ততায় শীর্ণ, জরাজীর্ণ, ক্লান্ত এখন, আমার নিজস্ব কোন নদী নেই, সমুদ্র নেই একান্ত আপন..." ।

দৃষ্টিনন্দন প্রচ্ছদে আর এটুকু লেখায় কালান্তরের ঘোর ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়, অনেক।

আমি অনুভব করি স্পষ্ট, আপনার শুভাশীষ আমাকে ঘিরে থাকে সবসময়। আমার অযোগ্যতার গ্লানি অনেকটাই ম্লান হয় আপনার গভীর জীবনবোধজারিত সুসংহত মন্তব্যে, কথায়।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা, অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

এবং সত্যিই 'নতুন কিছুই বলার নেই আমার পুনরুক্ততা ছাড়া...'

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

জেন রসি বলেছেন: পড়ার সময় মনে হচ্ছিল কোন এক জাদুবাস্তব সময়ে অবস্থান করছি। আপনার লেখা, শব্দচয়ন, ভাবনা সব মিলেমিশেই কেমন একটা ঘোরের জগত তৈরি হয়। শুভকামনা রইলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

দীপংকর চন্দ বলেছেন: আপনার মেধার স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করে সবসময়।

ব্লগের কিছু লেখকের প্রতি আমার আস্থা অনেক। আমি ব্শ্বিাস করি, আপনাদের মতো বিশেষ লেখকের হাত ধরেই বহুদূর যাবে বাংলা সাহিত্য।

আপনার আন্তরিক ভালোবাসাসমৃদ্ধ মন্তব্য নতমস্তকে গ্রহণ করে পুনরায় বলছি, 'আমাকে দিয়ে কিছ্ইু হবে না জানি, হয়নি কখনো। না প্রজ্জ্বলন, না নির্বাপণ...'

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

জানবেন আমার শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক অনেক ভালো।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯

কয়েস সামী বলেছেন: অভিনন্দন কবি। মেলায় আবার অাসছি তবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সুলেখক।

অভিনন্দন আপনাকেও।

প্রত্যাশা, আপনার প্রকাশনা "ঝরিছে নয়নবারি" অর্জন করবে প্রচুর পাঠকপ্রিয়তা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৫২

হুমায়রা হারুন বলেছেন: অসাধারণ

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: বারবার কৃতজ্ঞতার কথা বলি। বারবার বলি শুভকামনার কথা।

আপনার সহৃদয় উপস্থিতি আমার নত মাথাকে যেন নত করে আরও।

ভালো থাকবেন। অনেক অনেক ভালো। সবসময়।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

হুমায়রা হারুন বলেছেন: আপনার প্রতিভা সততই বহমান থাকুক।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

দীপংকর চন্দ বলেছেন: প্রার্থনা করবেন, আমি যেন সাদামাটা জীবন যাপন করতে পারি সবসময়।

শুভকামনা বারংবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.