![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
এখানে রাত্রি দল বেঁধে জেগে থাকে
শুনেছি এখানে এখনও রুদ্ধ বায়ু
কতো অক্ষর স্বপ্নের ছবি আঁকে
শুনেছি তাদের ভারি ক্ষীণ পরমায়ু
এখানে সকাল বড়ো বেশি নিস্পৃহ
শুনেছি এখানে শব্দরা ঋতুহারা
এখানে কেবলই গড়ে ওঠে যতুগৃহ
সামান্য আঁচে নিঃশেষ হয় তারা
এখানে দুপুর বিবর্ণ হলদেটে
শুনেছি এখানে দিশেহারা প্রজাপতি
এখানে প্রহর অকারণে যায় কেটে
প্রশ্রিত হয় নির্জনে ক্ষয়ক্ষতি
এখানে বিকেল বিষাদে সমর্পিত
শুনেছি এখানে চিন্তারা যায় মরে
উপমা রূপক এখানে আশঙ্কিত
কায়া নেই শুধু ছায়াটুকু থাকে পড়ে
এখানে সন্ধ্যা কুয়াশায় মাখামাখি
শুনেছি এখানে পলাতক অর্ঘ্যও
এখানে ওড়ে না কখনোই সুখপাখি
নেই স্বস্তির বিন্দু বিসর্গও
ছবি; সংগৃহীত
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৫৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লিখছেন। ++++
ভালো লাগলো, আশা করি আরও ভালো কবিতা লিখবেন।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৫৪
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
জানবেন অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৭
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে।
উপভোগ্য হোক জীবনের প্রতিটি অধ্যায়।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১১
কলমের কালি শেষ বলেছেন: শিরোনামহীন নিঃশ্বাস । যার পরে আর নেই !
সুন্দর কাব্য, বেশ লেগেছে ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৯
দীপংকর চন্দ বলেছেন: অনেকদিন পর স্বজনের কাছে ফেরার অনুভূতি যেন!!!
ভালো আছেন আশাকরি?
আমার শুভকামনা কিন্তু আছেই ঠিক আগের মতো। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন সুলেখক। সবসময়।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৩০
কলমের কালি শেষ বলেছেন: হ্যাঁ , আমি ভালো আছি । আপনাদের শুভ কামনায়। আপনি কেমন আছেন ?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো থাকার চেষ্টা চলছে।
শুভকামনা জানবেন সুলেখক। পুনরায়।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই কাব্যখানি পড়ে কী বলব! ভাল লাগার কথা ছাড়া। অনেক অনেক ভাল লেগেছে আপনার লিখনীর জোর ভাল করেই জানি অতি সাধুবাদ নয় শুধুই বলব অনেক ভাল লেগেছে।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
আমি বলবো কৃতজ্ঞতার কথা। বারবার।
এবং শুভকামনার কথা। অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:০৯
আরইউ বলেছেন: বাহ!
যতুগৃহ শব্দটা ভুলেই গিয়েছিলাম।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮
দীপংকর চন্দ বলেছেন: যতুগৃহ। হ্যাঁ, মাঝে মাঝে যতুগৃহের কথা মনে পড়ে বৈকি!!!
কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে। অনেক।
অনেক অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতার কথা অবশ্যই বলবো।
বলবো শুভকামনার কথাও। অনিঃশেষ।
ভালো থাকবেন সবসময়। অনেক অনেক ভালো।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অসাধারণ। অসাধারণ।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি। অনেক অনেক।
আপনার আন্তরিক উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে সবসময়।
শ্রদ্ধা জানবেন। এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ।
খুব সুন্দর।
নাম দিন। শিরোনামহীন নামে অনেক পোস্ট আসে। আপনারটা অবশ্য শিরোনামহীন কিউব।
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬
দীপংকর চন্দ বলেছেন: //শিরোনামহীন নামে অনেক পোস্ট আসে//
হা হা হা হা
তাই নাকি!!! লক্ষ্য করিনি অতোটা!!!
আপনার পরামর্শ অত্যন্ত যৌক্তিক মনে হলো। নামটা পাল্টে দিলাম আরণ্যক রাখাল।
অনেক অনেক শুভকামনা জানবেন।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১১| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রিয় কথাসাহিত্যিক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৪
হুমায়রা হারুন বলেছেন: অসাধারণ
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: এইসব সাদামাটা লেখা পাঠের ক্লেশ স্বীকারের জন্য কৃতজ্ঞ থাকছি।
কৃতজ্ঞতা। অনেক।
এবং শুভকামনা।
সবসময় ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
হুমায়রা হারুন বলেছেন: সন্ধ্যা কুয়াশা যখন পাঠকের অন্তর স্পর্শ করে তখন সে লেখা সাদামাটা থাকে না।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
দীপংকর চন্দ বলেছেন: মনছোঁয়া মন্তব্য!!!
কৃতজ্ঞতা পরিমানে বাড়লো আরও।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩৯
বর্ষন হোমস বলেছেন: সুন্দর হয়েছে।
শুভকামনা রইলো।